নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতেই আছি......... আমি একটা অভিমানী প্রানী।

....the sweetest melody is the one we haven heard

এস.বি.আলী

Even an ugly truth is better than a beautiful lie....

এস.বি.আলী › বিস্তারিত পোস্টঃ

পল্টি

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

এরশাদের পল্টি পাল্টা-পল্টিতে রাজনৈতিক ময়দান জমজমাট আকার ধারন করেছে। আমরা সাধারন পাবলিক যথারীতি দর্শকের ভূমিকায় আছি। চেষ্টা করছি রাজনীতিবিদদের নানারকমের কাণ্ড-কীর্তি থেকে যতটুক পারা যায় মজা লুটতে।

সামনের ২-৩ মাসে আরো কত কি হতে পারে আল্লা মালুম। মজা লুটা আর নিজের জান বাঁচানো ছাড়া যেহেতু আমাদের আর কোনো কাম কাজ নাই,কাজেই কি কি হইতে পারে তার কয়েকটা সম্ভাবনা বের করে ফেলিঃ

সম্ভাবনা ১।। এরশাদ চাচা আর আ.লীগ তথা ১৪ দলের সরকার নির্বাচনে যাবে আর বিএনপি কিছু করবেনা,খালি সারাদিন হরতাল দিবে। এমন অবস্থায় ডিসেম্বরের মাঝামাঝি এরশাদ বলে উঠবেন,আমি সরকার প্রধান না হইলে নির্বাচন সুষ্ঠু হইবেক না। আমি নির্বাচন করুম না। করলে পাবলিক আমারে থুতু দিবে।

তখন তাকে প্রধানমন্ত্রী বানানো হইবে,আর তার অধীনে “সুষ্ঠু” নির্বাচনে জাতীয় পার্টি জিতবে।

এবার নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি আলীগ মিলে ৩৬৫ দিন হরতাল দিবে।

সম্ভাবনা ২।। এরশাদ চাচা আর আ.লীগ তথা ১৪ দলের সরকার নির্বাচনে যাবে আর বিএনপি সারাদিন হরতাল দিবে। নির্বাচনে জাতীয় পার্টি ২০-৩০টা আসন পাবে। তখন এরশাদ চাচা বলবে, আমি আগেই বলসি নির্বাচন সুষ্ঠু না হইলে নির্বাচন বয়কট করুম, না হইলে লোকে আমারে থুতু দিবে। এখন নির্বাচন সুষ্ঠু হয় নাইকা। কাজেই আমি নির্বাচন ‘বয়কট’ করলাম।

দুইদিন পর বলবে, গণতন্ত্রের স্বার্থে ফলাফল মেনে নিলাম, তবে ৫-৬ টা মন্ত্রী না দিলে সংসদে যাব না। গেলে জনগন থুতু দিবে।

পরের দিন সংসদে যাবেন,উইথ ১-২টা মন্ত্রী।

সম্ভাবনা ৩।। ডিসেম্বরে উনি বলবেন, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন সম্ভব না। এই বলে সদলবলে বিএনপির সাথে জয়েন করে তত্বাবধায়ক সরকারের দাবি জানাবেন। সেই সাথে বলবেন, তত্বাবধায়ক সরকারের দাবিতে আমাগো আন্দোলন হইবে অহিংস। হরতাল করলে লোকে আমাকে থুতু দিবে।

পরের দিন বিএনপি-জামাতের ডাকা সপ্তাহব্যাপী হরতালে উনি সমর্থন জানাবেন।

সম্ভাবনা ৪।। বিএনপি নির্বাচনে যাবে। এই অবস্থায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে এরশাদ বলে উঠবেন, আবারো ১৪ দলে জয়েন করলে লোকে আমাকে গাদ্দার বলবে,থুতু দিবে। দুইদিন পর তিনি ১৪ দলে পুনরায় যোগ দিয়ে ঐক্যবদ্ধ নির্বাচন করার ঘোষনা দিবেন।

সম্ভাবনা ৫।। খালেদা জিয়া বলবেন, প্রেসিডেন্ট আব্দুল হামিদের নেতৃত্বে নির্বাচন হইলে সেখানে তারা যাবে। দাবি মেনে নেয়া হবে। এই অবস্থায় বিএনপি নির্বাচনে যাবে। জানুয়ারীতে আলীগ নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচন বয়কট করবে।

এরশাদ চাচা বলে উঠবেন, নির্বাচন না করলে লোকে আমাদের থুতু দিবে।

পরের দিন তিনি নির্বাচন বয়কটের ঘোষনা দিয়ে আলীগের সাথে তত্বাবধায়কের দাবিতে রাস্তায় নামবেন।

সম্ভাবনা ৬।। প্রেসিডেন্ট আব্দুল হামিদের নেতৃত্বে নির্বাচন হবে। সেখানে বিএনপি যাবে। একটা সুন্দর নির্বাচন হবে।

জয়ী দল বলবে, নির্বাচন সুষ্ঠু হইয়াছে। পরাজিত দল বলবে, সূক্ষ্ণ –স্থূল কারচুপি হইয়াছে। যখন জয়ী দল আর পরাজিত দল এরকম বক্তব্য রাখবে আর এরশাদ চাচা বুঝতে পারবেন না এখন কি করলে তাকে থুতু মারা হবে, তখন পাবলিক বুঝবে, যাক,দেশ আপাতত বিপদমুক্ত হইসেক।





ছবিঃ ইন্টারনেট (Click This Link)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.