নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতেই আছি......... আমি একটা অভিমানী প্রানী।

....the sweetest melody is the one we haven heard

এস.বি.আলী

Even an ugly truth is better than a beautiful lie....

এস.বি.আলী › বিস্তারিত পোস্টঃ

মগাটেল : Into darkness

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১





(২০৩৫ সালের কোনো এক দিন, মুন্তাজুর রহমানের ডায়রী থেকে)

দেশের চলমান সংকটের কারনে মগাটেলের ব্যবসা খুব খারাপ যাচ্ছে। আমি মুন্তাজুর রহমান,মগাটেলের সিনিয়র অফিসার আছি বিপদে। এমনিতেই রাস্তায় জান নিয়া বের হতে হয়। আবার ঐদিকে মগাটেল কখন যে আমারে ফায়ার করে দেয় ঠিক নাই। মগাটেলের লাল বাত্তি জ্বলল বলে।

দেশের এই অবস্থার কারন একদিকে মগানগরীর নেত্বৃত্বাধীন হেফাজত দল,আর অপরদিকে এমরান মগা সরকারের অধীনে গনমগা লীগ।এই দুই দলের যন্ত্রনায় পাবলিকের ত্রাহি ত্রাহি অবস্থা। একদলের দাবি, ‘এই মুহুর্তে দরকার, মগানগরীর সরকার।’ অন্যদিকে গনমগা লীগ দাবি জানিয়ে আসছে, যেহেতু তাদের নেতা এমরান মগা সরকারের নামের শেষে ‘সরকার’ কথাটা আছে, কাজেই কেউ যদি সরকার হয়ে থাকে সেটা এমরান সরকার।

এমরান সরকারের দাবি, কেও তার নাম থেকে শুধু ‘সরকার’ কেনো, একটা অক্ষরও বাদ দিতে পারবে না। অপরদিকে মগানগরী হুশিয়ারী উচ্চারন করে বলেন, শুধু সরকার কেনো, ফু দিলে এমরানও উড়ে যাবে,থাকবে শুধু মগা।

আরেকটা দল অবশ্য আছে দেশে,সেটা মগাপার্টি যার চেয়ারম্যান মেরশাদ। তিনি খুবই স্মার্ট। তিনি কখনও হেফাজতে দল এর পক্ষে যান, কখনও গনমগা মঞ্চের। কথায় আছে, সিরাজুদ্দৌলা যেখানে পা’দেয় সেখানে ধূলি উড়ে। তেমনি মেরশাদ যখন হেফাজত দলের পক্ষে পল্টি মারেন তখন ধূলি স্বরূপ তার কিছু নেতাকর্মী গনমগা মঞ্চে রেখে যান। আবার যখন ফিরতি পাল্টি মেরে গনমগা মঞ্চে আসেন তখন কিছু নেতা কর্মী হেফাজত দলে রেখে আসেন।

এক বিবৃতিতে মগানগরী দাবি করেন, দেশের গনতন্ত্র ধ্বংস করতে ফ্যাসীবাদি বাকশালী এমরান সরকার ষড়যন্ত্র করছে। জনগন তাদের এই ষড়যন্ত্র মেনে নেবে না।হেফাজত দল জনগনকে সাথে নিয়ে সরকারকে টেনে হিচরে নামাবে এবং মগানগরীর সরকার প্রতিষ্ঠা করে গনতন্ত্র বাস্তবায়ন করবে।তিনি বলেন, একমাত্র হেফাজত দল ক্ষমতায় গেলেই গনতন্ত্র হবে।এছাড়া কোনো তন্ত্র গ্রহনযোগ্য হবে না। কাজেই দেশ ও জাতির স্বার্থে মগানগরীর সরকার প্রতিষ্ঠায় এমরান সরকারকে আলোচনার টেবিলে বসার দাবি জানান।



অপরদিকে এমরান মগা সরকার বলেন, একটি কুচক্রী মহল গনতান্ত্রিক ধারা নস্যাত করতে নীলনকশা করছে। জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে এবং দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেকোনো মূল্যে আমাকে সরকার থাকতে হবে। যে যা-ই বলুক, আমি এমরান সরকার।

আবেগ ঘন কন্ঠে তিনি বলেন, কেনো এই জ্বালাও পোড়াও,কেন এই অবরোধ? আমি কে?? আমার নাম কি??

মগাপার্টির চেয়ারম্যান মেরশাদ এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমি আগেই বলেছিলাম দেশে এই সমস্যা হবে। তোমরা কেউ আমার কথা শুনলে না।

কেউ কথা রাখে না, কেউ কথা শোনে না। এই মগাটেল আর এই পাবলিকদের ভবিষ্যত কি??







মগাটেলের অন্যান্য পর্বঃ

১।দ্য ২০৩৫- মগাটেল ও আমি

২।মগাটেল আর পদ্মা সেতু

৩।মগাটেলঃ দ্য করপোরেট দাসত্ব

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.