নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতেই আছি......... আমি একটা অভিমানী প্রানী।

....the sweetest melody is the one we haven heard

এস.বি.আলী

Even an ugly truth is better than a beautiful lie....

এস.বি.আলী › বিস্তারিত পোস্টঃ

এ রোড টু এরেঞ্জ ম্যারেজ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০





এরেঞ্জ ম্যারেজ।। কে কারা কেন??

১। অতিশয় বৃদ্ধঃ টাকা-পয়সা উপর্জন করতে গিয়া,অথবা ‘সময়-সুযোগের অভাবে’ যাদের ‘করা হয়ে ওঠেনি’। সাধারণত এদের বয়স ৩৫+ হয়ে থাকে।

২। ছ্যাকা প্রাপ্ত/প্রাপ্তাঃ বহু বছর প্রেম পিরিতির পর শেষমেষ ছ্যাকা মাইসিন ভক্ষন করেছেন যারা। এমতাবস্থায় নতুন করে আরেকটা প্রেম পিরিতির স্পিরিট না থাকায় তথা ‘সময়-সুযোগের অভাবে’ তাহারা এরেঞ্জ ম্যারেজ করতে উদ্যোত হন।

৩। ইমরান হাশমি/সানি লিওনিঃ যারা ইমরান হাশমি অথবা সানি লিওনি গোছের চরিত্রের অধিকারী এবং ঘনঘন “জান/জান্টুশ” ইত্যাদি পরিবর্তন করতে করতে বার্ধক্যের দিকে ধাবিত হইতাসেন। এক্ষেত্রে তারা এরেঞ্জ ম্যারেজের মাধ্যমে অতিশয় ধার্মিক বা সুচরিত্রের অধিকারী পাত্র/পাত্রীর সন্ধানে নামিয়া পড়েন।

৪।বাবা-মায়ের একান্ত বাধ্য সন্তানঃ বাবা মায়ের পছন্দই এদের সব। এরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরা নিরামিষাশী। এরা ক্লাসে ফাস্ট কেলাস ফাস্ট হয়।

৫। সুবোধ বালক/বালিকাঃ এরা বোঝে কম,মফিজ প্রকৃতির হয়ে থাকে। জীবনের নির্দিষ্ট টাইমে এসে এখন বিয়ে করা এদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে।



হাউ ইট হ্যাপেনসঃ

১। আত্নীয় স্বজনের দ্বারাঃ পাত্রের খালার বান্ধবীর চাচীর একটা মেয়ে আছে। সেই খবর এসে পৌছায় পাত্রের সুযোগ সন্ধানী মায়ের কানে।পাত্রের মা ঝাপিয়ে পরে তোড় জোড় শুরু করে। এক পর্যায়ে পাত্র-পাত্রীর বাপ/মায়েরা ঠিক করে পাত্র-পাত্রী সহ তারা দেখা সাক্ষাৎ করবে তথা গরু দেখা হবে। এসব কেইসে সাধারণত মধ্যবর্তী কেউ অতি উৎসাহী ভূমিকা পালন করে যেমন পাত্র/পাত্রীর খালা/মামা/চাচা বা মামা/খালার বন্ধু/বান্ধবী।

২। ঘটক পাখী ভাইদের মাধ্যমেঃ মূলত ‘অতিশয় বৃদ্ধ’ ক্যাটাগরীদের একমাত্র সম্বল এই পাখী ভাইয়েরা। এক্ষেত্রে পাত্রের শুভাকাঙ্ক্ষীরা অনেক আগেই পাত্রকে বাতিলের খাতায় ফেলে দেয়ায় সে ঘটক ধরতে বাধ্য হয়।

তবে অন্যান্য ক্যাটাগরীর পাত্র/পাত্রীরাও এদের ক্লায়েন্ট হয়ে থাকেন। এক্ষেত্রে পাখী ভাইয়ের ডাকে পাত্র পাত্রীরা কোনো এক জায়গায় বসে একে অপরকে অবলোকন করে। পছন্দ না হলে দুইদিন পর আবার ডাক আসে, আবার অন্য কাউকে অবলোকন করতে হয়। এভাবে অবলোকন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রসেস এগিয়ে যেতে থাকে।



পাত্রপক্ষ পাত্রীপক্ষকে যেসব বলে রিজেক্ট করেঃ


১। মেয়ে বেশি খাটো।

২।মেয়ে বেশি লম্বা।

৩। মেয়ে কালো।

৪। মেয়ে বেশি শুকনা।

৫।মেয়ে বেশি মোটা।

৬।মেয়ের চোখ ট্যারা

৭।মেয়ের নাক ভোতা।

৮।মেয়ের চুল কম।

৯। মেয়ের মামার চাচার শ্বশুরের দুলাভাই সন্ত্রাসী/লোক ভালো না।

১০। মেয়ে নোয়াখাইল্যা/ বরিশাইল্ল্যা/কুমিল্লা। ইত্যাদি।



পাত্রীপক্ষ পাত্রপক্ষকে যেসব বলে রিজেক্ট করেঃ


১। ছেলের ইনকাম ভালো না।

২। ছেলে বেশি খাটো।

৩।ছেলে বেশি কালো।

৪। ছেলে বেশি ফর্সা।

৫। ছেলের মাথায় টাক/ চুল নাই/ চুল পাকা।

৬। ছেলের ভুড়ি আছে।

৭। ছেলে বেশি বুইড়া।

৮। ছেলের ঢাকায় বাড়ি নাই।

৯। ছেলের ফ্যামিলি বড়।

১০।ছেলের মামার চাচার শ্বশুরের দুলাভাই সন্ত্রাসী/লোক ভালো না।

১১। ছেলে নোয়াখাইল্যা/বরিশাইল্ল্যা/কুমিল্লা। ইত্যাদি।



** এইপর্যায়ে যে কারো ধারনা হয় যে, এরেঞ্জ ম্যারেজ একটি অতিশয় অমানবিক ব্যাপার যেখানে মানুষের চেয়ে তার চামড়া আর টাকার কদর বেশি।

পছন্দ-অপছন্দঃ

এরেঞ্জ ম্যারেজ একটি গনতান্ত্রিক প্রক্রিয়া। তাই গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পাত্র-পাত্রী, তাদের বাবা-মা,চাচা-চাচী,নানা-নানী,দাদা-দাদী,ভাই-বোন ইত্যাদি নানা জনের মতামত নেয়া যেতে পারে। তবে ভেটো প্রদানের ক্ষমতা মূলত পাত্র-পাত্রী ও তাদের বাবা-মায়ের।এসব ক্ষেত্রে নিচের যেকোনোটি হতে পারেঃ



ক> পাত্রীকে-

১। পাত্রের বাবা-মা পছন্দ করেছে কিন্ত পাত্র পছন্দ করেনি।

২। পাত্র পছন্দ করেছে কিন্ত পাত্রের বাবা মা পছন্দ করেনি।

৩।পাত্রের বাবা-মা বা পাত্র কেউই পছন্দ করেনি।

৪। পাত্র এন্ড পাত্রের বাবা-মা সবাই পছন্দ করেছে।

যদি পয়েন্ট ৪ হয় সেক্ষেত্রে পরের ধাপে নিচের যেকোনোটি হতে পারেঃ

খ> পাত্রকে-

১। পাত্রীর বাবা-মা পছন্দ করেছে কিন্ত পাত্রী পছন্দ করেনি।

২। পাত্রী পছন্দ করেছে কিন্ত পাত্রীর বাবা মা পছন্দ করেনি।

৩।পাত্রীর বাবা-মা বা পাত্রী কেউই পছন্দ করেনি।

৪। পাত্রী এন্ড পাত্রীর বাবা-মা সবাই পছন্দ করেছে।

৫। পাত্রী নিরব।



যদি পয়েন্ট ৪ হয় তাহলে শুভ বিবাহ হবার একটা সম্ভাবনা আছে।

আর যদি পয়েন্ট ৫ হয়, মানে পাত্রীকে নিরব অবস্থায় দেখা যায় তাহলে যা হতে পারেঃ

১। পাত্রী রাতের আধারে প্রেমিকার সাথে ভেগে চলে যেতে পারে।

২। “পাত্র”কে ফোন করে জানাতে পারে যে তার আরেক জায়গায় রিলেশন আছে। ভালয় ভালোয় কেটে পরেন।

৩।মেয়ের বয়ফ্রেন্ড কর্তৃক হালকা থেকে মাঝারি ধরনের হুমকি দামকি আসতে পারে।



নিপাতনে সিদ্ধঃ আরেকটা এরেঞ্জ ম্যারেজ আছে যাকে বলা হয় নিপাতনে সিদ্ধ এরেঞ্জ ম্যারেজ। এক্ষেত্রে পাত্র পাত্রী লুকায় ছাপায় প্রেম পিরিতি করে। একপর্যায়ে বিয়া স্বাদী করে ফালায়। বিয়ের অনুষ্ঠান অবলোকন করতে পরিবারও আসে। তবে কিছু জিজ্ঞাসা করলে পাত্র পাত্রী অকপটে বলে ওঠে, ‘আমাদের নিজেদের জানা শোনা থাকলেও বিয়েটা হয়েছে সম্পূর্ণ পরিবারের মতে।’

এই প্রক্রিয়ায় একমাত্র সেলিব্রেটিরা বিয়ে করে থাকেন।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

নূর আদনান বলেছেন: হেব্বি মচৎকার পোষ্ট, পইড়া খুউব ভালা লাগলো।
জাতির অনেক জ্ঞিয়ান বাড়ল।
আরেকটা কি জানি আছেনা? ওইযে লব মেরিজ, হেইডা কেমনে জানি হয়?
পরের পর্বে আশা করি জাতি লব মেরিজ বিষয়ে জানতে পারবো।

ধন্যবাদ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

এস.বি.আলী বলেছেন: আর কোনো পর্ব হপে না।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

মামুন রশিদ বলেছেন: এমুন পচানি দিলেন! :-* #:-S

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

এস.বি.আলী বলেছেন: পচানি?? B:-)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২১

নিয়ামুল ইসলাম বলেছেন: feeling............. কমু না -_-

৪| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

পরের তরে বলেছেন: ব্যাফুক গবে+এষণা ....... পথ অনেক আমরা যামু কোনডায়????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.