![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Even an ugly truth is better than a beautiful lie....
আইটি জগতে রেডহ্যাট সার্টিফিকেশন বর্তমানে অত্যন্ত প্রেসটিজিয়াস এবং ডিমান্ডিং একটি সার্টিফিকেশন। বাংলাদেশ সহ সারা বিশ্বেই এই সার্টিফিকেশনের যথেষ্ট ডিমান্ড রয়েছে, সেই তুলনায় যোগান কমই বলতে হবে (যেমনটা ছিল সিসিএনএ, বছর পাঁচেক আগে)। ওপেন সোর্স লিনাক্সের অগ্রযাত্রার এই সময়টাতে রেডহ্যাট সার্টিফিকেশন ক্যারিয়ারের জন্য পজেটিভ কিছুই আনবে এটা নিশ্চিত।
রেডহ্যাট সার্টিফকেশনের ধাপ গুলি হচ্ছেঃ
রেডহ্যাট সার্টিফাইড সিস্টেম এডমিনিসট্র্যাটর (RHCSA) রেডহ্যাট সার্টিফাইড ইঞ্জিনিয়ার (RHCE) রেডহ্যাট সার্টিফাইড আর্কিটেকচার (RHCA).
এর মাঝে সাধারণত RHCSA এবং RHCE একদিনে দেয়া হয়। প্রতিটা পরীক্ষা ৩০০ মার্কসের এবং পাশ করতে হলে ২১০ করে পাওয়া লাগে। যদি আপনি RHCSA পাশ করে ফেলেন কিন্ত RHCE ফেইল করেন তবুও আপনার একটা সার্টিফিকেশন (RHCSA)হয়ে যাবে। পরবর্তী আপনি RHCE পরীক্ষা রিটেক করতে পারবেন। আর যদি RHCE পাশ করেন কিন্ত RHCSA তেই ফেইল মেরে বসেন তাহলে আপনার পুরা রেজাল্টই উইথহেল্ড থাকবে। কোনো সার্টিফিকেশন পাবেন না যতক্ষন না RHCSA রিটেক দিয়ে পাশ করতে পারছেন। দুইটা পরীক্ষা দিতে মোটামোটি ৪০ হাজার টাকার মতন লাগে কাজেই ভালো প্রিপারেশন ছাড়া পরীক্ষায় না বসাই শ্রেয়।
রেডহ্যাট সার্টিফিকেশন এক্সামের পরীক্ষার প্রস্ততি কিভাবে নিবেন? আসলে পরীক্ষা গুলি পুরোপুরিই প্র্যাকটিকাল। রিয়েল টাইম সিনারিওর মাধ্যমে পরীক্ষা দিতে হয়। সিসিএনএর মতন প্যাকেট ট্রেসারে ভার্চুয়াল সুইচ রাউটার বসিয়ে পরীক্ষা দেয়ার উপায় নেই। এখানে রেডহ্যাট সার্ভারেই কাজ করে পাশ করতে হয়। কাজেই, ভালো হয় ল্যাব এনভাইরনমেন্টে পরীক্ষার প্রস্ততি নিলে। বাসায় ইন্সটল করে বা ভিএম ওয়ারেও টুকটাক প্রিপারেশন নিতে পারেন। তবে এতে প্রস্ততি পূর্নতা পাবে না। যে সেন্টার থেকে পরীক্ষা দিবেন তাদের সাথে অবশ্যি আলাপ করে রাখবেন যাতে তারা অন্তত ৬-৭ টা দিন ল্যাব এনভাইরনমেন্টে প্রস্ততি নেয়ার সুযোগ দেয়।
মিজানুর রহমানের লিনাক্স নিয়ে একটি বাংলা বই আছে যা পরীক্ষার প্রস্ততিতে খুবই সহায়ক। তাছাড়া নেটে শত শত ভিডিও টিউটরিয়াল আছে।
RHCSA পরীক্ষার ৮০% ই খুবই বেসিক লেভেলের। সাধারণত এই পরীক্ষার টপিকসের মাঝে আছেঃ
১. গ্রুপ-ইউজার এড।
২. এলভিএম (LVM)
৩.এসিএল (ACL)
৪. ফাইল ফোল্ডার পারমিশন
৫.ইয়াম ও আরপিএম
৬. ক্রোন জব
৭.সার্ভিস ইন্সটলেশন
৮.এলড্যাপ
৯.গ্রেপ/ফাইন্ড রিলেটেড প্রশ্ন
অপরদিকে RHCE একটু হাইয়ার লেভেলে, বিভিন্ন সার্ভিস কনফিগারেশন নিয়ে প্রশ্ন আসে, যেমনঃ
১.SeLinux, IP forwarding
২. এইচটিটিপি সার্ভার
৩.সাম্বা
৪.এনএফএস
৫.iso মাউন্ট
৬. মেইল সার্ভার
৭.এলিয়াজিং
৮.ISCSI
৯.বুট লোডার কনফিগারেশন
১০. SSH
১১. শেল স্ক্রিপ্টিং
ইত্যাদি।
এবার আসি এক্সাম এনভাইরনমেন্টের বিষয়ে। এক্সাম এনভাইরনমেন্ট সত্যিকার অর্থেই খুবই চ্যালেঞ্জিং। একটা রেডহ্যাট মাদার সার্ভার থাকে, সেখানে ইন্সটল করা থাকে একটা ভার্চুয়াল মেশিন। আপনাকে ভার্চুয়াল মেশিনে কাজ করতে হবে। এখানে বলে রাখি, এক্সামিনার আসে বাইরে থেকে। আমাদের দেশের জন্য সাধারনত ইন্ডিয়া থেকে এক্সামিনার আসে এবং এদের ব্যবহার খুবই কুৎসিত হয়। তাদের কাছ থেকে কোনো প্রকার ভাল ব্যবহার বা পজেটিভ এপ্রোচ পাবেন না ধরে রাখবেন।
যাইহোক, মনে করেন আপনি সব গুলি টপিকসেই ভালো প্রিপারেশন নিয়েছেন। এবার পরীক্ষায় ভার্চুয়াল মেশিন ওপেন করলেন। আপনি যদি পাসওয়ার্ড ব্রেক করতে না পারেন তাহলে আপনি কয়েশ্চেনই পাবেন না এবং আপনার সব জানা বৃথা যাবে!!
সো, আপনাকে ভার্চুয়াল মেশিনে ঢুকতে সিঙ্গেল ইউজার মুডে পাসওয়ার্ড ব্রেক করতে হবে এবং নির্দিষ্ট পাসওয়ার্ড সেট করতে হবে। এবার মেশিনে ঢুকে দেখতে পারেন গ্রাফিকাল ইন্টারফেস আসছে না! সেক্ষেত্রে আবার /etc/inittab গিয়ে রান লেভেল ৫ বানিয়ে দিতে হবে।
তারপরেও কয়েশ্চেন আসবে না যতক্ষননা আপনি সেট আপে গিয়ে আপনার আইপি, গেটওয়ে, ডিএনএস ঠিক মতন দিচ্ছে এবং নেটওয়ার্ক কনফিগে হোস্ট নেম ঠিক মতন সেট করছেন। এত কিছু করা হলে আপনি মেইন মেশিনে একটা একটিভ লিঙ্ক পাবেন যেটা ক্লিক করলে আপনি পরীক্ষার কয়েশ্চেন পাবেন!
আর হ্যা, RHCE পার্টে অবশ্যই ফায়ার ওয়াল কনফিগার করে আসবেন।
রেডহ্যাট সার্টিফিকেশন পরীক্ষাগুলি আসলেই চ্যালেঞ্জিং আর এ কারনেই পাশ করার পর যে অনাবিল শান্তি পাবেন তার তুলনা মেলা ভার :p ।
পাশ করলে সাধারণত ৭২ ঘন্টার মাঝে এরকম একটা মেইল পাঠায়ঃ
RHCSA এর জন্যঃ
Dear YYY:
The results of your EX200 Exam
are reported below.
Passing score for the exam: 210.0
Your score: NNN
Result: PASS
Congratulations -- you have earned the EX200
Certificate.
RHCE এর জন্যঃ
Dear YYY:
The results of your EX300 Exam
are reported below.
Passing score for the exam: 210.0
Your score: NNN
Result: PASS
Congratulations -- you have earned the EX300
Certificate.
©somewhere in net ltd.