নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবতেই আছি......... আমি একটা অভিমানী প্রানী।

....the sweetest melody is the one we haven heard

এস.বি.আলী

Even an ugly truth is better than a beautiful lie....

এস.বি.আলী › বিস্তারিত পোস্টঃ

কিস্তিমাতঃ শর্ট রিভিউ

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৭


খুব বেশি আশা নিয়ে কিস্তিমাত মুভিটি দেখতে যাইনি। এর কারন কিছুদিন আগের তাঁরকাটা মুভিটি। দুর্দান্ত কাস্টিং আর চমৎকার ট্রেইলার দেখে হলে গিয়ে তাঁরকাটার পেইন নিয়ে বাসায় ফিরেছিলাম। তাই এবার ট্রেইলারের কারসাজি দেখেও খুব বড় আশা নিয়ে যাইনি কিস্তিমাত দেখতে। ফলাফল হলো তাঁরকাটার উল্টা। আসলেই অভিভূত হয়ে গেলাম। বেশ ভালো মানের পয়সা উসুল টাইম পাস মুভি কিস্তিমাত। নির্মাতাদের স্যালুট।

প্রথমেই বলব, কিস্তিমাত একটি ‘মুভি’। আবারো বলছি, এটা “জলিলীয় মুভি” নয়, এটা “মুভি”। নির্মান,কোরিওগ্রাফ সবকিছু মিলে “জলিলীয় মুভি”র চেয়ে ফার ফার বেটার। ঝকঝকে প্রিন্ট,ক্যামেরার কাজ দেখেও শান্তি। স্পেশালি বলব, গান গুলির চিত্রায়ন অসাধারন হয়েছে। আর ড্যান্স ডিরেক্টর বাংলা সিনেমার ইতিহাসে এক্সেপশনাল কাজ করেছেন এটা লিখে দেয়া যায়। আরেফিন শুভ আর আচল নেচেছেনও ভালো। গানগুলিও শ্রুতিমধুর।

কাস্টিং ভালো হয়েছে। প্রয়াত সালমান শাহর পর যাকে দেখলে আসলেই “নায়ক” মনে হয় তিনি হচ্ছেন আরেফিন শুভ। ন্যাচারাল অভিনেতা এই শুভ চমৎকার কাজ করেছেন। নায়িকা আঁচলও উৎরে গেছেন। সিনেমা জুড়ে অবশ্য পেট দেখিয়ে গেছেন, হয়ত গতানুগতিক বাংলা সিনেমার ধারা কিছুটা বহাল রাখতেই এই কাজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয় একশন মুভিতে শুভর সাথে মাহিয়া মাহিকেই বেশি মানায়। মুভিটার মাঝে মধ্যেই ‘অগ্নি’ মুভিটার কথা মনে পড়েছে আর মাহিকে বেশ মিস করেছি :D!

ভিলেন লায়ন রবি চরিত্রে মিশা সওদাগর এক কথায় লা জওয়াব। মিশা সওদাগরকে কোনোদিন দেখলাম না অভিনয় দিয়ে হতাশ করতে, তা মুভি যেমনই হোক। আরেক ভিলেন টাইগার রবি-ও অসাম অভিনয় করেছেন।
এবার মুভির কাহিনী প্রসঙ্গে আসি। কাহিনীতে হালকা গাঁজাখুড়ি ছিলো এটা মানতেই হবে। তবে এরচেয়ে বেশি গাঁজাখুড়ি যুক্ত বলিউড মুভি আমরা হরহামেশাই দেখি। আর জলিলের মুভির তুলনায় কিস্তিমাতের গাঁজাখুড়ি একেবারেই নগন্য। তবে সেটা অবশ্যই এই নেগেটিভ দিকটাকে জাস্টিফাই করে না। একটা বিষয় মনে রাখতে হবে, সম্পূর্ন গাঁজাখুড়ি মুক্ত কাহিনী আমাদের ম্যাস দর্শকও গ্রহন করার মতন পর্যায়ে যায়নি। হয়ত আস্তে আস্তে আমরা শক্ত কাহিনী নির্ভর মুভি বানাতে পারব। একদিনে রাতারাতি সব ডিপার্টমেন্টে উন্নতি সম্ভব নয়।
কিস্তিমাতের একশন দৃশ্যগুলি দুর্দান্ত হয়েছে। ওয়ান্স এগেইন, আরেফিন শুভ অসাধারন কাজ করেছেন। হ্যাটস অফ।
আইটেম সংটা আমার কাছে কুৎসিত লেগেছে। কাম অন, মুভিতে আইটেম সং থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। আর রাখতেই হলে প্লিজ ব্রিং নায়লা নাঈম নেক্সট টাইম। লল।
সব মিলিয়ে হলে গিয়ে দেখার মতন “অগ্নি” ক্যাটগরির মুভি।দেখে হতাশ হবেন না।


মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩১

ই- নাগরিক বলেছেন: রিভিউ পড়ে ছবিটা দেখার ব্যাপারে আগ্রহী হলাম। ধন্যবাদ। সিনেমা হলে গিয়ে সিনেমাই দেখতে চায় দেশের আপামর জনসাধারন।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৫

এস.বি.আলী বলেছেন: :)

২| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৩

ই- নাগরিক বলেছেন: রিভিউ পড়ে ছবিটা দেখার ব্যাপারে আগ্রহী হলাম। ধন্যবাদ। সিনেমা হলে গিয়ে সিনেমাই দেখতে চায় দেশের আপামর জনসাধারন।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৪

অরিত্রবচন বলেছেন: কি মিয়া পাভেল খালি মুভি দেইখা বেড়াও বিয়া করবা কবে? :P :P :P

০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২

এস.বি.আলী বলেছেন: কি মিয়া, খুব মগায় আসা?? :D না??

৪| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৯

আমিনুর রহমান বলেছেন:




রিভিউ ভালো হয়েছে +

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১০

এস.বি.আলী বলেছেন: B:-/

৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫

মামুন রশিদ বলেছেন: ছবিটা দেখার ইচ্ছে আছে ।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২

মেহেদী_বিএনসিসি বলেছেন: দারুন রিভিউ.......পরে ইউটিউবে গিয়ে গানগুলি দেখলাম........ক্যামেরার কাজগুলো অসাধারন.......যেটা বাংলামুভিতে কখোনো এক্সপেক্ট করিনাই.......হ্যাটসঅফ..... :-B

৭| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪

মেহেদী_বিএনসিসি বলেছেন: দারুন রিভিউ.......পরে ইউটিউবে গিয়ে গানগুলি দেখলাম........ক্যামেরার কাজগুলো অসাধারন.......যেটা বাংলামুভিতে কখোনো এক্সপেক্ট করিনাই.......হ্যাটসঅফ..... :-B

৮| ০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০

বাঁশ বলেছেন: দারুন রিভিউ

৯| ০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২

বাঁশ বলেছেন: দারুন রিভিউ

১০| ০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

আমি তুমি আমরা বলেছেন: দেখার ইচ্ছা আছে।দেখি সুযোগ পাই কিনা।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৫

এস.বি.আলী বলেছেন: টাইম নিয়ে দেখে ফেলেন। সময় খারাপ কাটবে না।

১১| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৩৯

ড্রীমার বলেছেন: পড়বনা পড়বনা বলে আপনার পোস্ট টা পড়ে ফেল্লাম। আর সারপ্রাইজড্ হয়ে গেলাম গানের লিংকটাতে ঢুকে.. অস্থির একটা গান রে ভাই ! এত চমৎকার রিদম-সুর-চমৎকার ইনস্ট্রুমেন্টের ব্যবহার দেখে মুগ্ধ সাথে বিস্মিত...! এটা আমাদের সিনেমার গান...!!!

১২| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৪০

ড্রীমার বলেছেন: পড়বনা পড়বনা বলে আপনার পোস্ট টা পড়ে ফেল্লাম। আর সারপ্রাইজড্ হয়ে গেলাম গানের লিংকটাতে ঢুকে.. অস্থির একটা গান রে ভাই ! এত চমৎকার রিদম-সুর-চমৎকার ইনস্ট্রুমেন্টের ব্যবহার দেখে মুগ্ধ সাথে বিস্মিত...! এটা আমাদের সিনেমার গান...!!!

১৩| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৪৫

ড্রীমার বলেছেন: পড়বনা পড়বনা বলে আপনার পোস্ট টা পড়ে ফেল্লাম। আর সারপ্রাইজড্ হয়ে গেলাম গানের লিংকটাতে ঢুকে.. অস্থির একটা গান রে ভাই ! এত চমৎকার রিদম-সুর-চমৎকার ইনস্ট্রুমেন্টের ব্যবহার দেখে মুগ্ধ সাথে বিস্মিত...! এটা আমাদের সিনেমার গান...!!!

১৪| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৪৬

ড্রীমার বলেছেন: পড়বনা পড়বনা বলে আপনার পোস্ট টা পড়ে ফেল্লাম। আর সারপ্রাইজড্ হয়ে গেলাম গানের লিংকটাতে ঢুকে.. অস্থির একটা গান রে ভাই ! এত চমৎকার রিদম-সুর-চমৎকার ইনস্ট্রুমেন্টের ব্যবহার দেখে মুগ্ধ সাথে বিস্মিত...! এটা আমাদের সিনেমার গান...!!!

১৫| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৩

ড্রীমার বলেছেন: পড়বনা পড়বনা বলে আপনার পোস্ট টা পড়ে ফেল্লাম। আর সারপ্রাইজড্ হয়ে গেলাম গানের লিংকটাতে ঢুকে.. অস্থির একটা গান রে ভাই ! এত চমৎকার রিদম-সুর-চমৎকার ইনস্ট্রুমেন্টের ব্যবহার দেখে মুগ্ধ সাথে বিস্মিত...! এটা আমাদের সিনেমার গান...!!!

১৬| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৪

ড্রীমার বলেছেন: পড়বনা পড়বনা বলে আপনার পোস্ট টা পড়ে ফেল্লাম। আর সারপ্রাইজড্ হয়ে গেলাম গানের লিংকটাতে ঢুকে.. অস্থির একটা গান রে ভাই ! এত চমৎকার রিদম-সুর-চমৎকার ইনস্ট্রুমেন্টের ব্যবহার দেখে মুগ্ধ সাথে বিস্মিত...! এটা আমাদের সিনেমার গান...!!!

১৭| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৭

ড্রীমার বলেছেন: পড়বনা পড়বনা বলে আপনার পোস্ট টা পড়ে ফেল্লাম। আর সারপ্রাইজড্ হয়ে গেলাম গানের লিংকটাতে ঢুকে.. অস্থির একটা গান রে ভাই ! এত চমৎকার রিদম-সুর-চমৎকার ইনস্ট্রুমেন্টের ব্যবহার দেখে মুগ্ধ সাথে বিস্মিত...! এটা আমাদের সিনেমার গান...!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.