![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Even an ugly truth is better than a beautiful lie....
সেদিন আমরা কয়েকজন ফ্রেন্ড বসুন্ধরা শপিং মলে যাচ্ছিলাম। হঠাৎ ঝুম বৃষ্টি নেমে গেলো। তড়িঘড়ি করে আমরা একটা টি স্টোরের ঝুপড়িতে আশ্রয় নিলাম যাতে ভিজে না যাই।
সামনের রাস্তায় অনেক রিকশা চলছিলো। হঠাৎ দেখি একজোড়া কাপল, ছেলেটা পাঞ্জাবি আর মেয়েটা শাড়ি পড়া। সবাই যখন রিকশার হুট উঠাতে আর ছাতা দিয়ে নিজেদের রক্ষায় ব্যস্ত, কাপলটা তখন রিকশার হুট উলটা নামায় দিল। ঝুম বৃষ্টিতে রিকশার উপর দুইটাকে ভিজতে দেখতে অদ্ভূত লাগছিলো। আসলে পৃথিবীতে একজোড়া সুখী দম্পতি /প্রেমিক-প্রেমিকার চেয়ে সুন্দর খুব বেশি কিছু নেই।
স্কুল কলেজে বাসার কড়া শাসনে কখনও বৃষ্টিতে ভিজি নি। ঠান্ডা লাগবে, হ্যান হবে ত্যান হবে। ভার্সিটির সেকেন্ড ইয়ারে একদিন মন খুব খারাপ ছিলো। কি মনে হলো, প্রচন্ড বৃষ্টির মধ্যে পুরা ক্যাম্পাস চক্কর দেয়া শুরু করলাম। হ্যা সেটা একটু পাগলামী ছিলো, কিন্ত ভার্সিটি লাইফের অনেক কিছু ভুলে গেলেও সেই পাগলামীটা কিন্ত মনে আছে।লাইফে কিছু পরিমাণের পাগলামীর বিকল্প নাই। হেলেন কেলারের একটা কথা আছে-
The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart.
হার্ট গুলো মরে যাচ্ছে। পাগলামী দিয়ে তাদের বাঁচাতে হবে!
ফটো ক্রেডিটঃ অনুলী
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ দুপুর ১:৫২
সাজ্জাদ দীপ্ত বলেছেন: ভাল লাগলো!