![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Even an ugly truth is better than a beautiful lie....
উইন্ডোজ ১০ এসেছে গত ২৯ জুলাই থেকে। নতুন বের হওয়া উইন্ডোজ ডিভাইস গুলোয় ২৯ তারিখের পর থেকে বাই ডিফল্ট উইন্ডোজ ১০ পাওয়া যাচ্ছে। আর যাদের উইন্ডোজ-এর পুরান ভার্সন আছে তারাও ফ্রি আপডেট করতে পারছেন উইন্ডোজ ১০-এ। এই ফ্রি আপডেট অফার ১ বছর চলবে। এরপর উইন্ডোজ ১০ কিনতে হলে লাগবে ১১৯$ ।
ব্যক্তিগতভাবে এই আপডেট আমার জন্য স্বস্তির, কারন অনেকের চোখেই সর্বকালের সবচেয়ে পেইনফুল উইন্ডোজ ভার্সন উইন্ডোজ ৮ থেকে মুক্তি পাওয়া গেছে। প্রাথমিক ভাবে আমার বেশ ভালোই লাগছে উইন্ডোজ ১০। উইন্ডোজ ৮ এর চেয়ে যে ভালো এতে তেমন কোনো সন্দেহ নেই। তবে উইন্ডোজ ৭ এর সাপেক্ষে কেমন তা আসলে কিছুদিন পরে বলা যাবে।
উইন্ডোজ ১০-এ আপডেট করার প্রসেসটা বেশ সহজ আর ঝামেলা মুক্তই মনে হল। আপডেট পাবার জন্য ফ্রি উইন্ডোজ আপডেট রিজার্ভ দিয়ে আসতে হবে। এ সংক্রান্ত স্টেপ বাই স্টেপ সবকিছু আছে এখানে।
রিজার্ভ দেয়ার পর সময় হলে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড সাইজ প্রায় পৌনে তিন গিগা। বাংলাদেশের ইন্টার্নেট ইউজারদের জন্য একটু সমস্যাই বলতে হবে।
সব ডাউনলোড হয়ে গেলে হাতের ডানদিকে ছোট একটা উইন্ডোজ আইকন থেকে প্রোম্পট আসবে যে উইন্ডোজ আপগ্রেডের জন্য প্রস্তত হয়েছে। আপনি এখনই আপডেট করতে চাইলে ওকে টোকে দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাম কাজ নেই। সবকিছু অটোমেটিক আপডেট হয়ে যাবে।
যেহেতু এটা আপডেট, ফ্রেশ ইন্সটলেশন নয় তাই পুরানো ব্যাকআপ নিয়ে অত চিন্তা না করলেও চলবে। আগে যা যা এপ ছিল, যেখানে যা ছিল আপডেটের পরেও সব সেই অবস্থাই পাবেন।
উইন্ডোজ ১০ এ চলে আসার পর প্রথমেই এর ফ্রেশ লুক দেখে মনটা ভালো হয়ে যাবে। উইন্ডোজ ৮ এ সার্ফেস এর উপর অতিরিক্ত গুরুত্ব দেয়ার চিন্তা থেকে বের হয়ে উইন্ডোজ ৭ এর ডেস্কটপ টাইপ লুক দেয়া হয়েছে। সবচেয়ে স্বস্তির বিষয় স্টার্ট মেন্যু ফিরে এসেছে, আগের মতন হাতের বামে নিচে উইন্ডোজ আইকোনে।
উপরন্তুর স্টার্ট মেন্যুটা বরং আগের চেয়ে আরো বেশি কাজের হয়েছে। স্টার্ট মেন্যুর ঠিক পাশে হাতের ডানে রয়েছে ওয়েবে এবং উইন্ডোজে সার্চ দেবার একটা ছোট কার্য্যকর বক্স।
উইন্ডোজ ১০ এ আর প্রাচীন যুগের ইন্টার্নেট এক্সপ্লোরার নেই। এর বদলে এসেছে মাইক্রোসফট এজ।
যা বুঝলাম, ব্রাউজারের জগতে বেশ ভালোই আগ্রগতি করতে যাচ্ছে এই এজ। মজা লেগেছে যে এই ব্রাউজারে যে কোনো ওয়েব পেজে গিয়ে ইচ্ছামতন ডুডল করতে পারবেন। হাতের ডানে উপরের দিকে একটা আইকনে ক্লিক করলে ডুডল করার অপশন দেবে মাইক্রোসফট এজ। সেটা সেভ করে রাখার ব্যবস্থাও আছে।
উইন্ডোজ ১০ এ আর উইন্ডোজ মিডিয়া সেন্টার/ মিডিয়া প্লেয়ার নেই। ফ্রি গ্রুভ মিউজিক এপস টা দেয়া আছে, ভিডিও দেখার জন্য আছে ‘ফিল্ম এন্ড টিভি’ এপসটি। সমস্যা হলো, ‘ফিল্ম এন্ড টিভি’ এপসটি মিনিমাইজ করলে পজ হয়ে যায়। মিউজিক ভিডিও শোনা অবস্থায় মিনিমাইজ করলে সেটাও পজ হয়ে যাবে। এটা একচুয়ালি বিরক্তিকর। তবে ইচ্ছা করলে সহজেই আপনি ডিফল্ট এপ চেইঞ্জ করতে পারবেন। সেজন্য স্টার্ট মেন্যু থেকে সেটিংস ->সিস্টেম -> ডিফল্ট এপ এ যেতে হবে।
মিডিয়া সেন্টার বাদে-ও যে জিনিস গুলি উইন্ডোজ ১০ এ নেই তার মধ্যে আছে ডেস্কটপ গ্যাজেট,
Solitaire, Minesweeper, and Hearts গেমস গুলি ।
ম্যাক আর লিনাক্সের মত এবার উইন্ডোজও নিয়ে এসেছে একাধিক ডেক্সটপ খোলার ব্যবস্থা। আপনার ডেস্কটপটি হ্যাং করেছে বা অনেক বেশি এপ্লিকেশন চালু আছে? তাহলে Windows Key + Tab প্রেস করে এড ডেস্কটপ করতে পারেন। আরো দ্রুত করতে চাইলে Windows Key + Ctrl + D চাপতে হবে।
মাল্টিডেস্কটপ এর সুবিধাটা আবার কাছে মনে হয়েছে উইন্ডোজ ১০ এর সবচেয়ে বড় রেভ্যুলেশন।
উইন্ডোজ ১০ আপডেটের পর অনেকের বাংলা লেখা পড়তে/ লিখতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে Settings -> time & language -> region & language -> add a language থেকে বাংলা এড করে নিতে হবে।
সব মিলিয়ে উইন্ডোজ ১০ বেশ ভালোই মনে হচ্ছে। উইন্ডোজ ৮ ইউজারদের জন্য এটা যন্ত্রনা থেকে মুক্তির একটা উপায়। আর উইন্ডোজ সেভেন ইউজাররা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। পছন্দ না হলে রোল ব্যাক করার সহজ অপশন্স ও আছে
Settings -> update & security -> Recovery -> Go back to windows ..
আগের ভার্সনে রোলব্যাক করতে চাইলে ১ মাসের মধ্যে করতে হবে, পরে আর করা যাবে না।
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০৭
এস.বি.আলী বলেছেন:
২| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩২
হানিফঢাকা বলেছেন: এক বছর পর কি করব? আবার কিনতে হবে?
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৪
এস.বি.আলী বলেছেন: না। একছরের মাঝে একবার আপডেট করা হলে সেটা আজীবন থাকবে। কিন্ত এর মাঝে না করে পরে করতে চাইলে ১১৯ ডলার দিয়ে কিনে আপডেটানো লাগবে
৩| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লিখেছেন। আমি কিছুটা দো টানায় ছিল, এই ভার্সনটি নিব কিনা, এখন মনে হচ্ছে ভালোই।
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৫
এস.বি.আলী বলেছেন: হা ভালোই লাগছে।
৪| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬
শতদ্রু একটি নদী... বলেছেন: আরো কিছুদিন পর স্টেবল হলে নিব। ৮ অখাদ্য ছিলো। নাইস রিভিউ
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬
এস.বি.আলী বলেছেন: থ্যাঙ্কু
৫| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
সুমন কর বলেছেন: প্রিয়তে রেখে দেই, কাজে আসতে পারে।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬
এস.বি.আলী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৬| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬
মায়াবী রূপকথা বলেছেন: দারুন রিভিউ। আমি অবশ্য সেভেন ছাড়ছিনা এখনই।
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৭
এস.বি.আলী বলেছেন: সেভেন এখনও পর্যন্ত বেষ্ট। কয়েকদিনপর স্ট্যাবল হলে আপডেট করে নিতে পারেন টেন এ। ভালো না লাগলে রোলব্যাক অপশন তো আছেই
৭| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯
হাসান রাজু বলেছেন: সি ড্রাইভে কম জায়গা দিতে হয় । অনেক বড় একটা সুবিধা মনে হয়।
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৮
এস.বি.আলী বলেছেন:
৮| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
পথিক মুরাদ বলেছেন: Thanks bro for the timing post. But i think something wrong information goes on. So far i know up to july 29,2016 will be time frame for free upgrade. No expiring.
please look here the copy from web__
No. Its a promotion to get as many users to upgrade their existing Windows 7 PCs and Windows 8.1 devices to Windows 10. Once you upgrade within the first year for free, its yours forever at no additional cost. As Microsoft Program Manager for Windows Terry Myerson described it:
link: Click This Link
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৮
এস.বি.আলী বলেছেন: ঠিক বলেছেন। আমার বোঝার একটু ভুল ছিল ...
৯| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
পথিক মুরাদ বলেছেন: windows 10 will be not expired , please check here in Microsoft site:
http://www.microsoft.com/en-us/windows/windows-10-faq#ui-id-17
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৭
এস.বি.আলী বলেছেন: ঠিক বলেছেন। আমার বোঝার একটু ভুল ছিল ...
১০| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৩
মোঃমোজাম হক বলেছেন: সর্বকালের সবচেয়ে পেইনফুল উইন্ডোজ ভার্সন উইন্ডোজ ৮ থেকে মুক্তি পাওয়া গেছে এটাই বড় কথা।
পোষ্ট ভাল লেগেছে তবে সংক্ষিপ্ত মনে হয়েছে
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৩৪
এস.বি.আলী বলেছেন: ইউজার রিভিউ তো, এজন্য একটু ছোট। এক্সপার্ট রিভিউ হলে আরো বড় হত
ইন ফিউচার এক্সপার্ট রিভিউ দিলেও দিতে পারি
ধন্যবাদ আপনাকে।।
১১| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪২
সচেতনহ্যাপী বলেছেন: প্রিয়তে রাখলাম,কাজে আসবে বলে।।
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:১৯
এস.বি.আলী বলেছেন: সচেতনতার জন্য ধন্যবাদ
১২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৫
নতুন বলেছেন: আপগ্রেড করছি... সেই কখন থেকে ডাউনলোড হইতেছে..কেবল ৭১%
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৫
এস.বি.আলী বলেছেন: পৌনে তিন গিগ
১৩| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২১
নতুন বলেছেন: প্রিপিয়ারিং ৮৭%
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৫০
এস.বি.আলী বলেছেন: হইয়া যাইবো
১৪| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৫৫
নতুন বলেছেন: কাম হয়নাই.. আবার শুরু করছি..
১৭ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:১৮
এস.বি.আলী বলেছেন:
১৫| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১১
রাফা বলেছেন: হুমম সিরিয়াল দিয়ে রেখেছি।
আপগ্রেড হওয়ার পর আপনার পোষ্ট কাজে লাগবে।
ধন্যবাদ,লেখক।
১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪২
এস.বি.আলী বলেছেন:
১৬| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৩
নতুন বলেছেন: কেবল শেষ করলাম। ২বার ডাউনলোড করছি। পরে ইনিস্টল দিয়া ঘুমাইছি। উঠে শেষ করলাম।
ভালই মনে হচ্ছে।
১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০
এস.বি.আলী বলেছেন: গ্রেট!!
১৭| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৭
ক্ষতিগ্রস্থ বলেছেন: ফোন কমপেনিয়ন বলে একটা দারুণ এপস আছে। ওপেন থাকা নানান উইন্ডো একসাথে দেখা ও সিলেক্ট করার জন্য টাস্কভিউ জিনিসটা কাজের। সেটিংসটা মোবাইলের মত অনেকটা, ভাল। পাওয়ার বাটনটা জায়গামত ফেরৎ আসছে, এটা স্বস্তির।
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৪
এস.বি.আলী বলেছেন: আসলেই। উইন্ডোজ ৮ এ পাওয়ার বাটন খুজতে গিয়া মাথা খারাপ অবস্থা হয়ে গেসিলো প্রথম দিকে।
১৮| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১০
ভিটামিন সি বলেছেন: উইন্ডোজ ১০ অনেক বেশি স্মুথ ও স্পিডি। বেশ ভালোই চলে। ফোল্ডারগুলিতে, মাই কম্ডপউটার আইকনে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন। তবে কোন প্রোগ্রাম চালু অবস্থায় মাই কম্পিউটার এক্সেস করতে হলে হয় প্রোগ্রাম মিনিমাইজ করে ডেক্সটপ থেকে যেতে হয় নতুবা ফাইল এক্সপ্লোরার ওযেন করে তার বামপাশে মাই কম্পিউটারে ক্লিক করতে হয়। এইটা আমার কাছে ভালো লাগে নাই। আগের মতো স্টার্ট মেনু থেকেই মাই কম্পিউটার এক্সেস করার জন্য মাই কম্পিউটার রাখা উচিত ছিল।
যদি রেখে থাকেন উনারা, তাহলে হয়তো আমি খুঁজে পাচ্ছি না এমনও হতে পারে।
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫
এস.বি.আলী বলেছেন:
১৯| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার পোস্ট।+++্
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬
এস.বি.আলী বলেছেন: থ্যাঙ্কু
২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪
শাহরিয়ার সনেট বলেছেন: ৫০ টাকার ডিস্ক কিনা আপডেট দিছি..
:p
২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮
আমি তুমি আমরা বলেছেন: দারুন রিভিউ। আমি অবশ্য সেভেন ছাড়ছিনা এখনই
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৭
এস.বি.আলী বলেছেন:
২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
বিজন রয় বলেছেন: কাজের পোস্ট, +=।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭
এস.বি.আলী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৬
মুক্তমনা ওমর বলেছেন: অস্বাধারণ একটা পোস্ট । ধন্যবাদ......................