নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক

আমি কেউ না, আমি একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক।।

অজানা পথের দিশারি

ফেইসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/deshpremikr3turns

অজানা পথের দিশারি › বিস্তারিত পোস্টঃ

গুগ্ল ক্রমকে সাজিয়ে নিন বাংলাদেশের পতাকার আদলে।। :)

১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪



ডিসেম্বর মাস এলেই আমরা দেখি আমাদের দেশের মানুষের মধ্যে দেশপ্রেমটা মনে হয় একটু বেড়েই যায়।। কত জনে কত কিছু করে, অনেকে ফেইসবুকের প্রোফাইল পিকচার চেইঞ্জ করে, কাভার পিকচার চেইঞ্জ করে আরো কত কি।।

কিন্তু একটাবার কেউ চিন্তা করেছেন আপনার ব্যাবহার করা গুগল ক্রম ব্রাউজারের থিমটা যদি আমাদের এই বাংলাদেশের পতাকার থিমে পরিবর্তন করা যায়??

আইডিয়াটা আসলে দিয়েছে আমাকে আমার এক বড় আপু, তার আইডিয়া থেকেই বানিয়ে ফেললাম গুগল ক্রমের জন্য এই থিমটা।
হতে পারে আপনার ইউজ করা থিমের মত আহামরি কিছু না, কিন্তু দেশের পতাকার আদলে গড়া একটা থিম তো তাই না??
ব্যাবহার করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।

থিম লিংকঃ http://www.themebeta.com/node/87902

এইবার বলে দিয় কিভাবে থিমটা আপনার গুগল ক্রমে ইন্সটল করবেন।।

প্রথমে উপরের দেয়া লিংকে ক্লিক করুন, ক্লিক করার পর থিম এপ্লাই করার পেইজ আসবে।। এইবার Apply তে ক্লিক করুন, অটোম্যাটিকালি থিমটা ডাউনলোড হয়ে যাবে, আর একটি থিমটা এপ্লাই হয়ে যাবে।।

এই থিমটা বানিয়ে আমার কোন লাভ হয়নি বা হবে না, বিজয়ের মাসে কিছু মানুষের ব্রাউজারে হলেইও আমি আমার দেশের পতাকাকে তুলে আনতে পেরেছি, এই আমার সার্থকতা।।
এখন আপনি আপনার ব্রাউজারে নিজের দেশের পতাকাকে স্থান দিবেন, কি দিবেন না, এই সিদ্ধান্ত আপনার।।

ভালো থাকবেন সবাই।।

ও আর একটা কথা পোস্টটি ভালো লাগলে প্লিয বন্ধুদেরকে শেয়ার করে ব্যাপারটা জানাতে ভুলবেন না, আসেন এই বিজয়ের মাসে গুগল ক্রমকে ফুটিয়ে তুলি আমার দেশের পতাকার আদলে।। :)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

েজসমিন ০০৭ বলেছেন: করলাম। Thank u

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

অজানা পথের দিশারি বলেছেন: জেসমিন আপু আপনাকে ধন্যবাদ এই অধমের বানানো থিমটি নিজের ব্রাউজারে সেট করে নেয়ার জন্য।। :)

২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

ভিটামিন সি বলেছেন: করলাম। ধন্যবাদ আপনাকে আমার দেশপ্রেম জাগিয়ে দেবার জন্য।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

অজানা পথের দিশারি বলেছেন: এই থিম বানিয়ে আমার কোন লাভ হয়নি বা হবে না, কিন্তু সামান্য কিছু মানুষের দেশপ্রেম জাগিয়ে,খানিকের জন্য হলেইও তাদের ব্রাউজারে বাংলাদেশের পতাকা সেট করতে পারাই আমার সার্থকতা।। :)

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

এরিক ফ্লেমিং বলেছেন: ভাল হয়েছে, ধন্যবাদ

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

অজানা পথের দিশারি বলেছেন: ধন্যবাদ এরিক ফ্লেমিং।। :)

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

অগ্নি সারথি বলেছেন: এপ্লাইড...

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

অজানা পথের দিশারি বলেছেন: আপনাকে ধন্যবাদ এই অধমের বানানো থিমটি নিজের ব্রাউজারে সেট করে নেয়ার জন্য।। :) #অগ্নি_সারথি

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

অজানা পথের দিশারি বলেছেন: ভালো থাকবেন ভাই।। :)

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ডট কম ০০৯ বলেছেন: খুব ভাল একটা কাজ করছেন। আমি চেঞ্জ করে নিয়েছি। আপনাকে ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

অজানা পথের দিশারি বলেছেন: ধন্যবাদ ভাই, এই অধমের থিমটা ব্যাবহার করার জন্য।। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.