নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার ওপর মানুষ সত্য

আবু আফিয়া

আবু আফিয়া › বিস্তারিত পোস্টঃ

৬ই মে মহাসমারহে উদযাপন করুন

০৬ ই মে, ২০১৮ দুপুর ১:২৮




আজ ৬ই মে ২০১৮। ৫ বছর আগে এই দিনে হেফাজতে ইসলামের কওমী মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের ডাকে বাধ্য হয়ে ধর্ম রক্ষার জেহাদে অংশগ্রহণ শেষে ‘বিজয়ী’ মুজাহিদরূপে নিজ নিজ বাড়ী ফিরে গিয়েছিল। এরপরে নায়েবে রসূলরা এ মহান জেহাদে আড়াই/তিন হাজার মুজাহিদ শহিদ হয়েছেন বলে দাবি করেন এবং দেশব্যাপী গায়েবানা জানাযা পড়ান। তবে ৫৭ জনের বেশি সন্ত্রাসী এ যুদ্ধে মারা গিয়েছিল বলে প্রমাণিত নয়।
কথিত শহিদদের অনেককে জীবিত খুঁজে বের করে তাদের সাক্ষাতকারও প্রকাশিত-প্রচারিত হয়েছে সংবাদমাধ্যমে। ৬ই মে কেবল হেফাজতী মুজাহিদদের ‘বিজয়ী’ হবার দিন নয় বরং ইসলামের ইতিহাসে প্রথমবার কমপক্ষে ২৪৪৩ জীবিত মুসলমানের জানাযা পড়ানোর দিন। ইসলামের এ অভূতপূর্ব করেছিলেন হেফাজতী হুজুররা।

এখানেই শেষ নয়। গত বছর ১৭ই এপ্রিল গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হেফাজতী আমীর আহমদ শফীগংরা সৌজন্য সাক্ষাত করে আবারো প্রমাণ করেছেন তারা কত সৎ এবং সত্যবাদী। তাদের ঘোষণামতে ২৫০০ মানুষ হত্যার যিনি হোতা তারই কাছে ধর্ণা দিয়ে ধর্ম রক্ষা করেছেন হিফাজতীরা। তাই ৬ই মে কোন সাধারণ দিন নয়।
এটি সত্যমিথ্যা উদঘাটনের দিন। এটি হেফাজতীদের মুখোশ উন্মোচনের দিন। চলুন, সবাই মিলে মহাসমারহে এ দিনটি উদযাপন করি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩৩

আলোর বার্তা বলেছেন: বহতখুব... বহতখুব...

০৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩৪

আবু আফিয়া বলেছেন: সহমত প্রকাশ করায় আপনার প্রতি রইল কৃতজ্ঞতা

২| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

অর্থনীতিবিদ বলেছেন: হেফাযত এবং বাঁশের কেল্লা ফেসবুক পেজ সে সময় মানুষকে যে পরিমাণ বিভ্রান্ত করেছে তাতে তাদের একটা নোবেল প্রাইজ প্রাপ্য।

০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৫

আবু আফিয়া বলেছেন: আসলেই তাই,
এদের মুখে এক অন্তরে ভিন্ন, এরা যা করে তা ধর্ম নয় অধর্ম, এদের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। এরা চায় দেশটাকে পুনরায় পাকিস্তান বানাতে।
এদের বিষয়ে উপলব্ধি করতে পারায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৫৭

পবন সরকার বলেছেন: কথা মন্দ নয়

০৬ ই মে, ২০১৮ রাত ৯:০১

আবু আফিয়া বলেছেন: আসলে এরাই তো ইসলামের অপব্যাখ্যা করে নষ্ট করছে, যাকে ইচ্ছে তাকে কাফের বানাতেও এদের হৃদয় সামান্য ভীত হয় না,
সহমত প্রকাশ করায় আপনার প্রতি রইল কৃতজ্ঞতা

৪| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০৬

তারেক_মাহমুদ বলেছেন: সেইরম লিখেছেন আফিয়া আপু, সত্যি সেদিন হেফাজতিরা বিজয়ী হয়েছিল, যার প্রতিদান হিসাবে তারা এখন মোল্লা কোটায় চাকুরীও পাচ্ছে।

০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২৯

আবু আফিয়া বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ জানাই।
ইসলামের হেফাজত কে করবে? আল্লাহ করবে। যে কাজ আল্লাহর সে কাজ কোন মানুষের সাজে না।
এই হেফাজতিরা আসলে ধর্মের নামে অধর্মই করছে।

৫| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৭

নবজলে ভিজামন বলেছেন: জাতি হিসবে আমরা মোটামুটি গোল্ড ফিসের কাছাকাছি.
এসব ভুলেই যাব ; গেছি..
কিন্তু মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

আবু আফিয়া বলেছেন: লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
হেফাজতীদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.