নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার ওপর মানুষ সত্য

আবু আফিয়া

আবু আফিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমার রহমত, মাগফিরাত ও নাজাত থেকে আমায় বঞ্চিত কর না

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৪

আজ ৩০ মে, পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দশকের ৩য় রোজা রাখার সৌভাগ্য আমরা লাভ করেছি, আলহামদুলিল্লাহ।

রমজান শুরু হওয়ার আগে ভেবেছিলাম, এত বড় দিন আর গরমও যা পড়েছে, কীভাবে যে এবারের রোযাগুলো রাখব। কিন্তু আল্লাহতায়ালার অপার কৃপায় রোজা রাখতে এখন পর্যন্ত কোন কষ্ট তো লাগেই নি বরং শরীরটা বেশ ভালই লাগছে। মনেই হচ্ছে না যে সারা দিন না খেয়ে অতিবাহিত করেছি। আসলে রোজা রাখার মাঝে আল্লাহতায়ালা বিশেষ নেয়ামত রেখেছেন।

যেভাবে হাদিস পাঠে জানা যায় যে, একজন সাহাবী (রা.) জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী (সা.)! আমাকে রমজানের সৌন্দর্য সম্পর্কে অবগত করুন। মহানবী (সা.) বলেন, ‘আসলে জান্নাতকে রমজানের জন্য বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে প্রস্তুত করে রাখা হয় অতএব রমজানের প্রথম দিন যখন শুরু হয় তখন আল্লাহপাকের জমীনের নিচে সুশীতল বাতাস প্রবাহিত হতে থাকে’ (আল তার গাইব ওয়া তারহিব, কিতাবুস সওম)।

আসলেই রমজান শুরু হতেই যেন হৃদয়ে এক সুশীতল বাতাস বইতে শুরু করেছে, যার ফলে রোজা রাখতে কোন কষ্ট হচ্ছে না।
সাধারণত আমরা দেখি যে, রোজার দিনগুলোতে হাসপাতালগুলোতে রুগীর সংখ্যা তুলনামূলক কম থাকে।

মহান আল্লাহর কাছে এই কামনাই করি, তিনি যেন আমাদেরকে তাঁর রহমত, মাগফিরাত ও নাজাত থেকে বঞ্চিত না করেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: আপনার কামনা আল্লাহ রাব্বুল 'আ-লামীন কবুল করে নিন! আমীন!

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.