![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহস্র জনতাকে তুমি
দিয়ে বলি
তাদের রক্ত নিয়ে যখন
খেলছো হোলি -
হারাবে তুমি অধিকার
রাজ ক্ষমতার।
প্রতিপক্ষকে প্রমাণ করতে ভ-
ধারন করেছ তুমি প্রাণ পাষ-।
দলে পিষে মিশিয়ে দিয়েছ তুমি তাদের
পদতলে,
নিষ্ঠুরতার ললাটে দেখ ওই রাজটীকা
জ্বলে!
মনুষ্যত্ব যত দেখো আজ উঠেছে ফুঁসে
লাখো প্রজা আজ একপথে এসে মেশে -
কণ্ঠে তাদের তোমার প্রলয়ের ধ্বনি।
শত প্রয়োজন ছুড়ে ফেলে
ঐক্য আজ দেখো ওই জনতার ¯্রােতে,
যেন বিন্দু বিন্দু ঘামে গড়া নদী
চলেছে বয়ে নিরবধি।
©somewhere in net ltd.