![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ বা ভাবে কটূকথা
কেউ বা চালে কূট-চাল
কেউ বা আবার ভাজতে পারে
অনেক ভালো কূটকেŠশল।
কেউ বা গাঁথে তুচ্ছ জিনিস,
কেউ বা জমায় জঞ্জাল -
কখনও কখনও কেউ কেউ আবার
করেই চলে ঘৃণা ও †ক্ষাভ সঞ্চয়।
কেউ কেউ বা অর্থবিহীন ব্যস্ত কাজে
কাটায় সময় ত্রস্ত
কেউ বা আবার
কথায় কথায় দারুণ ভীত সন্ত্রস্ত্র।
এসেছি আমি তেমন দেশে
যেখানে সব ব্যাঙের ছানা
নাচায় জগত ধা তিং তিং;
মানুষগুলো বাঁদর যেন
বুদ্ধিবিহীন হাতির ?্যাং -
সেই মানুষে কর্ম করে
থাকতে চির ক্রীতদাস,
ভিক্ষাপাত্র হাতে নিয়ে
ব্যাঙের পিছে ঘ্যাঙর ঘ্যাং।
©somewhere in net ltd.