নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সফলতা সব সময়েই সত্যের অন্যতম শ্রেষ্ট মানদন্ড .....

আবুজর শেখ

ইচ্ছার বহিঃপ্রকাশ

আবুজর শেখ › বিস্তারিত পোস্টঃ

বাইবেল অনুযায়ী যিশুর বংশ লতিকা: একটা পর্যালোচনা

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

‘’Birth of Jesus christ’
যিশুর বংশ লতিকাঃ
মথি লিখিত সুসমাচার ,১ম অধ্যায় অনুযায়ীঃ

১। আব্রাহাম ১৫। শলোমান ২৯। শল্টিয়েল
২। ইসহাক ১৬। রহবিয়াম ৩০। সরুব্বাবিল
৩। যাকোব ১৭। অবিয় ৩১। অবিহুদ
৪। যিহুদা ১৮। আসা ৩২। ইলীয়াকীম
৫। পেরেস (জারজ সন্তান) ১৯। যিহোশাফট ৩৩। আসোর
৬। হিষ্রোন ২০। যোরাম ৩৪। সাদোক
৭। রাম ২১। উষিয় ৩৫। আখীম
৮। আম্নীনাদব ২২। যোথম ৩৬। ইলীহুদ
৯। নহোশন ২৩। আহস ৩৭। ইলিয়াসর
১০। সলমোন ২৪। হিষ্কিয় ৩৮। মত্তন
১১। বোয়াস ২৫। মনঃশি ৩৯। যাকোব
১২। ওবেদ ২৬। আমোন ৪০। যোষেফ
১৩। যিশয় ২৭। যোশিয় ৪১। যিশু
১৪। দায়ুদ ২৮। যিকনীয় ৪২। ?????????????????

আব্রাহাম অবধি দায়ুদ= মোট ১৪ পুরুষ দায়ুদ অবধি তথা শলোমান থেকে যিকনিয়,বাবিলের নির্বাসন কাল জাত=মোট ১৪ পুরুষ। শল্টিয়েল,বাবিলে নির্বাসন কালের পরের জাত অবধি যিশু=মোট ১৪ পুরুষ কিন্তু ১৩ পুরুষ।





লুক লিখিত সুসমাচার, ৩ অধ্যায় অনুযায়ীঃ
মথির বংশ তালিকা অনুসারে এখানে লুকের অধ্যায় থেকে শুধু আব্রাহাম থেকে যিশু পর্যন্ত দেয়া হল। লুক ৩/২৩-৩৪

১। আব্রাহাম ১৬।নাথান ৩১।ইলমাদম ৪৬।ইষলিয়
২। ইসহাক ১৭।মত্তন ৩২।কোষম ৪৭।নাহম
৩। যাকোব ১৮।মিন্না ৩৩।আদ্দীর ৪৮।আমোস
৪। যিহুদা ১৯।মিলিয়োর ৩৪।মল্কি ৪৯।মত্তথিয়
৫। পেরেস (জারজ সন্তান) ২০।ইলিয়াকিম ৩৫।নেরি ৫০।যোষেফ
৬। হিষ্রোন ২১।যোনাম ৩৬। শল্টিয়েল ৫১।যান্নায়ের
৭।অর্নি ২২।যোষেফ ৩৭। সরুব্বাবিল ৫২।মল্কি
৮।আদমান ২৩।যুদী ৩৮।রীষা ৫৩।লেবি
৯। আম্নীনাদব ২৪।শিমিয়োন ৩৯।যোহানা ৫৪।মত্তত
১০। নহোশন ২৫।লেবি ৪০।যুদা ৫৫।এলি
১১। সলমোন ২৬।মত্তত ৪১।যোষেখ ৫৬।যোষেফ
১২। বোয়াস ২৭।যোরীম ৪২।শিময়ির ৫৭।যিশু
১৩। ওবেদ ২৮।ইলীইয়েসর ৪৩।মত্তথিয়
১৪। যিশয় ২৯।যীশু ৪৪।মাটে
১৫। দায়ুদ ৩০।এরের ৪৫।নগি




মথি ও লুকের বর্ননা মতে যীশুর বংশ তালিকাতে নিচের বৈপরিত্য গুলা পাওয়া যায়ঃ

১।মথি=যোষেফের পিতা যাকোব লুক= যোষেফের পিতা এলি ।
২।মথি=যিশু দাউদের পুত্র শলোমানের বংশধর লুক=যিশু দাউদের পুত্র নাথানের বংশধর।
৩।মথি=দাউদ থেকে ব্যাবলিনের নির্বাসন পর্যন্ত সবাই রাজা ছিলেন লুক=দাউদ ও নাথান ব্যতীত কেউ রাজা ছিলেন না ।
৪। মথি= শল্টীয়েলের পিতার নাম যিকনিয় লুক=শল্টীয়েলের পিতার নাম নেরি ।
৫।মথি=সরুব্বাবিলের পুত্র অবীহুদ লুক=সুরুব্বাবিলের পুত্র রীষা ।
৬।মথি=দাউদ ও যীশুর মাঝে ২৬ প্রজন্ম লুক= দাউদ ও যীশুর মাঝে ৪১ প্রজন্ম ।
৭।মথি= হিষ্রোনের পুত্র রাম লুক= হিষ্রোনের পুত্র অর্নি ।
৮। মথি=আম্নিনাদবের পিতা রাম লুক= আম্নীনাদবের পিতা আদমান।
৯।মথি=আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট ১৪ পুরুষ লুক=আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট ১৫ পুরুষ ।
১০।মথি=আব্রাহাম থেকে যীশু পর্যন্ত মোট ৪১ পুরুষ লুক=আব্রাহাম থেকে যীশু পর্যন্ত মোট ৫৭ পুরুষ।
১১। পুরাতন নিয়মের বর্ননা অনুযায়ী হিসাব করলে দাউদ ও যীশুর মাঝ ১০০০ বছরের ব্যবধান । কিন্তু এখানে মথি= দাউদ ও যীশুর মাঝের প্রত্যেক প্রজন্মের সময়কাল ৪০ বছর লুক=প্রত্যেক প্রজন্মের সময় কাল ২৫ বছর ।
১২।মথি= শল্টীয়েল থেকে যীশু পর্যন্ত মোট ১৩ পুরুষ লুক= শল্টীয়েল থেকে যিশু পর্যন্ত মোট ২১ পুরুষ।




উপরের দেখা যাচ্ছে মথি ও লুকের বর্ননা মতে এদের মাঝ ১২ টি পারষ্পারিক বিরোধী কথা রয়েছে ।

এখন মথির ১ম অধ্যায়ে নিম্নের ভুল গুলা পাওয়া যায়ঃ

১।মথি ১/১৭=আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত সর্বসুদ্ধে ১৪ পুরুষ, দাউদ থেকে ব্যাবিলন নির্বাসন কাল পর্যন্ত ১৪ পুরুষ,ব্যাবিলনের পর থেকে যীশু পর্যন্ত ১৪ পুরুষ।

মথি তার কথায় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে যীশুর বংশ তালিকা ৩ ভাগে বিভক্ত । এবং প্রত্যেক ভাগেই ১৪ পুরুষ । এর ভিতর অন্য কোন আর ব্যক্তি বর্গ নেই। তাহলে মথির বর্ননা মতে মোট ৪২ পুরুষ। কিন্তু কথাটী ভুল । কখনই ৪২ পুরুষ হয় না হয় ৪১ পুরুষ । সত্য বলতে কি পবিত্র আত্তা ভুল করেছে। বড়ই পরিতাপের বিষয় !!

২। মথি ১/১১=যোশিয়ের সন্তান যিকনীয় ও তাহার ভ্রাত্রিগন , বাবিলে নির্বাসন কাল জাত ।
মথির এই কথায় ৪ টি ভুল আছে ।যথাঃ

২(ক)::: ব্যাবিলনের নির্বাসনের ১২ বছর পুর্বেই যোশিয়ের মারা যান ।তার মারা যাওয়ার পর তার পুত্র যিহোয়হস ৩ মাস সিংহাসনে বসেন।এর পর যোশিয়ের অন্য পুত্র যিহোয়াকীম সিংহাসনে বসেন।তিনি ১১ বছর রাজত্ব করেন।যিহোয়াকীমের পরে তার পুত্র যিকনিয়(যিহোয়াখীন) ৩ মাস রাজত্ব করেন। এরপর নেবুকাদনেজার তাকে বন্দি করে এবং অন্যান্য ইস্রায়েলের সন্তান্দের সাথে তাকেও ব্যাবিলনে নিয়ে যান।
এই বিষয়ে বিস্তারিত জানুনঃ ২ রাজাবলি ২৩/২৯-৩৪,২৪/১-১৮, ২ বংশাবলি ৩৫/২০-২৭,৩৬/১-১০।
২(খ)::: উপরের কথা থেকে জানা যায় যে যিকনীয় যোষিয়ের পুত্র নয় বরং নাতি ।
২(গ)::: ব্যবালিনে যাওয়ার সময় যিকনীয়র বয়স ছিল ১৮ বছর। ২ রাজাবলি ২৪/৮ এ এই কথা বলা হয়েছে। তাহলে কিভাবে তিনি নির্বাসন কালের জাত হলেন??
তবে ২ বংশাবলির ৩৬/৩ তে বলা হয়েছে ৮ বছর । এটাও একটা ভুল।
২(ঘ):::যিকনীয়র ভাইগন ছিলেন না। হ্যা ,তার পিতার ৩ টি ভাই ছিল । কিন্তু যিকনিয়র মাত্র ১ টা ভাই ছিল, ভাত্রিগন ছিল না। ১ বংশাবলি ২/১৫-১৬ ।
তাহলে এখানে মুল কথা টী হবেঃ=:যোশিয়ের সন্তন যিহোয়াকীম ও তাহার ভাইগন,এবং যিহোয়াকীমের সন্তান যিকনীয়,বাবিলে নির্বাসন কাল জাত ।

মথি তার বংশ তালিকা থেকে কেন যিহোয়াকীম কে বাদ দিল তা পরে আলোচনা করা হবে।

৩। মথি ১/৮ =যোরামের পুত্র উষিয় ।

মথির উপরের কথায় ২ টা ভুল আছে ।

৩(ক)= ২ রাজাবলি ৮ ১২,১৪ নং অধ্যায় এবং ২ বংশাবলী ২২,২৪,২৫ অধ্যায়ে বিস্তারিত বর্ননা রয়েছে । এই বর্ননা মতেঃ যোরামের পুত্র অহসিয়, তার পুত্র যোয়েষ, তার পুত্র অমৎসিয় ,তার পুত্র অসরিয়(উষিয়) ।

কিন্তু মথি এখান থেকে ৩ প্রজন্ম ফেলে দিয়েছেন। কাজেই এদের নাম ফেলে দেয়ার কোন যুক্তিসংগত কারন খুজে পাওয়া যায় না। একটিই মাত্র কারন তা হল ভুল ।

৩(খ)=এই ব্যক্তির নাম ‘উষিয়’ নয় বরং এর নাম অসরিয়; ১ বংশালি ৩ অধ্যায় এবং ২ রাজাবলি ১৪ ও ১৫ অধ্যায় থেকে এটাই জানা যায় ।

৪। মথি ১/১২= শল্টীয়েলের পুত্র স্রুব্বাবিল ।

এই কথা থেকে পরিষ্কার যে মথি বলছে শল্টিয়েলের ঔরস জাত পুত্র সুরুব্বাবিল । এ কথাটিও ভুল । কারন ,স্রুব্বাবিল ছিলেন শল্টিয়েলের ভাই পদায়ের পুত্র । ১ বংশাবলী ৩ অধ্যায়ের ১৭-১৮ পদে তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে ।

৫। মথি ১/১৩= সরুব্বাবিলের পুত্র অবীহুদ ।

এই কথাটি ভুল ।কারন, ১ বংশাবলী ৩ অধ্যায়ের ১৯ পদে স্রুব্বাবিলের ৫ পুত্রের নাম উল্লেখ করা হয়েছে ।এদের ভিতর এই অবীহুদ নামে কোন পুত্র নেই ।

৬।মথি ১/১৭= দাউদ অবধি বাবিলে নির্বাসন কাল পর্যন্ত ১৪ পুরুষ ।

এই কথাটি শতভাগ ভুল । কারন, ১ বংশাবলী ১ম অধ্যায় থেকে স্পষ্ট ভাবে জানা যায় যে সেখানে ১৮ পুরুষ ছিল ,১৪ পুরুষ নয় ।
অহসিয় ,যোয়েষ, অমৎসিয়>>যিহোয়াকীম এই চার প্রজন্ম মথি ফেলে দিয়েছেন।

তাহলে আমরা শুধু মথি লিখিত সুসমাচারে যীশুর বংশতালিকাতে স্পষ্ট ভাবে ১১ টি ভুল দেখতে পাই । যার কোন সমাধান নেই । এবং লুক লিখিত সুসমাচারের সাথে বৈপরিত্য ১২ টি যোগ করলে মোট ভুলের সংখ্যা দাঁড়ায় ১১+১২=২৩ টি । ও মা !!!

লুক লিখিত সুসমাচারে নিম্নের ভুল গুলা পাওয়া যায়ঃ

১। লুক ৩/২৭=ইনি যোহানার পুত্র, ইনি রীষার পুত্র , ইনি সরুব্বাবিলের পুত্র, ইনি শল্টীয়েলের পুত্র, ইনি নেরির পুত্র ।
এই পদে নিম্নের ৩ টি ভুল বিদ্যমানঃ

১(ক)= ১ বংশাবলী ৩/১৯ এ সরুব্বাবিলের পুত্রদের নাম উল্লেখ রয়েছে। সেখানে এই রীষা নামে কোন পুত্রের উল্লেখক নেই । এবং কি মথির বিপরীত কথা যা উপরের জানতে পেরেছেন ।

১(খ)=সরুব্বাবিল শল্টিয়েলের পুত্র ছিলেন না , তিনি ছিলেন পদায়ের পুত্র । হ্যা , তিনি শল্টিয়েলের ভাতিজা ছিলেন । এবং মথির ৪ নং ভুল টি লক্ষ্যনীয় ।

১(গ)=শল্টিয়েলের পিতার নাম নেরি ছিল না ।তার পিতার নাম ছিল যিকনিয় । ১ বংশাবলী ৩/১৭ তে স্পস্টভাবে উল্লেখ করা হয়েছে । এবং মথির সাথে লুকের বৈপরিত্য দেখুন ।

২।লুক ৩/৩৬= ইনি শেলহের পুত্র, ইনি কৈনানের পুত্র, ইনি অর্ফকষদের পুত্র ।

এই কথাটি ভুল ।আদি পুস্তক ১০/২৪, ১১/১২-১৪, ১ বংশাবলী ১/১৮ তে পরিস্কার করে বলে দেয়া হয়েছে শেলহ নিজেই অর্ফকষদের পুত্র ছিলেন । লুক কি করে ছেলে কে নাতি বানিয়ে দিল???

তাহলে আমরা লুকের বর্ননা মতে যীশুর বিংশ তালিকাতে মোট ৪ টি ভুল দেখতে পাই । আর মথির সাথে বৈপরিত্য রয়েছে মোট ১২ টি । তাহলে ঐ গুলা সহ মোট ভুল দাঁড়ায় ১২+৪=১৬ টি । ও মা !!!

যাইহোক, মথির সাতন্ত্র ভুল ১১ টি , লুকের ৪ টি । এবং উভয়ের মধ্যে কমন ১২ টি। এই যদি হয় শুধু যীশু , ঈশ্বর এর পুত্রের বংশতালিকার অবস্থা ; তাহলে পুরা বাইবেলের অবস্থা কি ??


মথি তার দক্ষ লিখনি থেকে কেন যিহোয়াকীমকে বাদ দিল?

যদি মথি তার বংশতালিকায় যিহোয়াকিমকে উল্লেখ করত তাহলে এটা নিশ্চিত যে বাইবেল অনুযায়ী যীশু হতেন ভন্ড খ্রিষ্ট । কিন্তু মথি চোরামি করতে গিয়েও করতে পারেনি । উপরে মথির ২ নং ভুলের আলোচনায় বিস্তারিত প্রমান হয়েছে যে যীশু আসলে যিহোকীমের বংশধর । এই যিহোয়াকীমের ব্যাপারে সদাপ্রভুর অভিষাপ ছিল ।

যিরিমিয় ৩৬/৩০ এ যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু যিরিমীয়র নিকট এই বাক্য বলেন যেঃ”অতএব যিহুদা রাজ যিহোয়াকীমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন,দায়ুদের সিংহাসনে উপবেশন করিতে তাহার কেহ থাকিবে না ।“
এই ঘটনা বিস্তারিত যিরমিয়র ৩৬ অধ্যায়ে আলোচিত হয়েছে ।

এবং কি যীশু আসলেই রাজা ছিলেন না। তিনি ইহুদিদের ভয়ে পালিয়ে বেরাতেন । যীশু যে দাউদের সিংহাসনে বসবেই তা না হলে তিনি সত্য খ্রিষ্ট নন। লুক ১/৩২ এ গাব্রিয়েল মরিয়মকে যীশুর বিষয়ে বলেনঃ”আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন”। কিন্তু ঈশ্বর যিশুকে তা দেন নি ‘’ । বরং বাইবেল অনুযায়ি ঈশ্বর যিশুকে পাপি বানিয়ে জীবন কেরে নিয়েছে ।আসলে পাপিদের যা শাস্তি হওয়া উচিত তাই ঈশর যিশুকে দিয়েছেন ।

আরও লক্ষণীয় যে এখানে ঈশ্বর মিথ্যা প্রতুশ্রুতি দিয়েছে ।
ইহুদি , খ্রিষ্টান উভয়েরই বিশ্বাস যে খ্রিষ্ট অবশ্যই অবশ্যই দাউদের সিংহাসনে বসবেন । এই কারনে ইহুদিরা যিশুকে খ্রিষ্ট মানে না বরং জারজ সন্তান বলে ।
যাইহোক, উপরের আলোচনা থেকে প্রতিয়মান হয় যে বাইবেল অনুযায়ী যীশু ছিলেন ভন্ড খ্রিষ্ট । সত্য খ্রিষ্ট নয় ।

যীশু জারজ বংশের সন্তান(কটাক্ষ করা উদ্দেশ্য নয়, সত্য প্রকাশ)ঃ
বাইবেল অনুযায়ী যীশু ছিলেন জারজ বংশের সন্তান । এক জন ব্যক্তি পিতা ছাড়া জন্ম হয়েও তার আবার বংশ তালিকা লাগে ??? বংশ তালিকা যিশুকে জারজ প্রমান করছে ।

আদিপুস্তক ৩৮ অধ্যায়ে বলা হয়েছে যেঃযাকোবের পুত্র যিহুদা তার নিজ পুত্রবধু তামরের সাথে সেক্স করে ফলে তামর গর্ভবতি হয় এবং পেরেস ও সেরহ এর জন্ম হয় ।

এই জারজ সন্তান পেরেসের বংশধর যীশু। মথি(১/৩) ও লুক উভয়েই উল্লেখ করেছেন ।
ও মা,!! ঈশ্বর এর এক মাত্র পুত্র !!!






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.