![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ। আর এই পৃথিবীতে আমি শুধু একজন মানুষ হয়েই বেঁচে থাকতে চাই। আর মানুষকে ভালোবেসেই জীবনটা কাটিয়ে দিতে চাই। আর আমি মনে করি: মানুষকে ভালোবাসাটাই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাজ আর সবচেয়ে বড় পুণ্য। আর তাই, আমার কায়মনোবাক্যে একমাত্র প্রার্থনা: হে আমার প্রভু, আমাকে শুধু মানুষকে ভালোবাসার শক্তি দিন।
নিজের প্রোফাইলে ছবি আপলোড করতে পারছি না। সমাধান করবো কীভাবে?
আচার্যবাঙ্গালী
ব্লগে আমার বয়স হলো ১ সপ্তাহ ২ দিন। খুবই অল্পসময়। এরই মধ্যে তিনটি লেখা পোস্ট করেছি। আরও লেখার ইচ্ছা আছে। বাংলা ভাষায় যে সামহোয়ারের মতো এতোবড় একটা ব্লগ আছে, তা আমার আগে জানা ছিল না। এখানে যোগদান করতে পেরে আমি অতীব আনন্দ অনুভব করছি। কিন্তু একটা সমস্যায় পড়েছি। নিজের প্রোফাইল এডিট করতে রীতিমতো হিমশিম খাচ্ছি। কিছুতেই নিজের প্রোফাইলে গিয়ে নিজের ছবি আপলোড করতে পারছি না।
ছবি আপলোড করতে গেলে শুধু SELECT FILES অপশনটি আসছে। এখানে ‘আপলোড করুন’ অপশনটি আসছে না। কিছুই বুঝতে পারছি না।
এ পর্যন্ত নিজের প্রোফাইলে ছবি আপলোড করার জন্য ত্রিশবার চেষ্টা করেছি। কিন্তু সফল হতে পারিনি। কেউ দয়া করে এর সমাধানকল্পে কিছু একটা জানালে চিরকৃতজ্ঞ থাকবো।
বিনয়াবনত
আচার্যবাঙ্গালী
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনার ড্রাইভ দেখাবে , ড্রাইভ সিলেক্ট করে ছবিতে ক্লিক করুন , এবার দেখুন। যদি না হয় তাহলে ছবি সাইজ ছোট করে আবার চেষ্টা করুন।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০
অমিত অমি বলেছেন: আপনি হয়তো মোবাইলে চেষ্টা চালিয়েছেন।।
পিসি তে ট্রাই করেন আশা করি সফল হবেন।।।
সামুতে আপনাকে স্বাগতম সাথে আমার ব্লগেও।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬
সুমন কর বলেছেন: আপনার সমস্যা [email protected] এখানে জানিয়ে মেইল করুন। সমাধান পাবেন।