নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে একটা কাল ছিল পৃথিবীতে যখন গাঁজা ছাড়া সমুদ্রে জাহাজ ভাসত না। আমি কোন রসিকতা করছি না। গাঁজার গাছের তন্তু/আঁশ থেকে দড়ি প্রস্তুত হত। খুব দবোজ ওরফে মজবুত দড়ি প্রস্তুত করা হত। যা দিয়ে জাহাজ বাঁধা সহ অনান্য কাজে ব্যবহৃত হত। হালের লাইলনের দড়ি আসার আগে হাজার হাজার বছর যাবত এ গাঁজার গাছের তন্তুর দড়ি জাহাজ ভাসাতে, জাহাজীদের ইজ্জত ঢাকতে(সেই তন্তু থেকেই পোশাক তৈরী হত) এবং দম দিয়ে সমুদ্রের জাহাজে চড়ে চাঁদে যেতে ব্যবহৃত হয়েছে।
ইংরেজীতে গাঁজার সিক্রেট একটা নাম আছে- Hemp, যার প্রচলিত বঙ্গানুবাদ করা হয়েছে শণ নামে। পাটওয়ালারা যে গাঁজার পাতারে বিশেষ প্রজাতির পাট গাছ বলেছেন-সেটা সত্য। আজ পাট গাছ দিয়ে যা যা কিছু তৈরী হয় তার সবকিছুই হাজার হাজার বছর গাঁজা গাছ থেকে তৈয়ারী হয়ে আসছে। বোনাস হিসাবে এ বৃক্ষ বহু মানুষকে বিনা মুল্যে মহাকাশ ভ্রমনের সুযোগ করে দিয়েছে। হাল আমলে গাঁজার গায়ে মাদকের কলংক লেপন করা হয়েছে। হাল আমল বলছি কারন গাঁজা মাদক হলো ১৯৮৯ মানে আমার জন্মের কয়েক বছর পর। এসব ইতিহাস ভুলে কিছু মানুষ হীন উদ্দেশ্য চরিতার্থ করার নিমিত্তে গাঁজার পাতাকে গাঁজার পাতা বলে অপবাদ দিচ্ছে। তারা বুঝতে চাচ্ছে না-পাট হইলো বিশেষ প্রজাতির গাঁজার গাছ বা গাঁজার গাছ হইলো এক বিশেষ প্রজাতির পাট গাছ।
©somewhere in net ltd.