![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
ফেসবুকীয় হরতালের হাওয়া: হাবুর খবরে গরমিল!
গতকাল বিকেলে আমার বন্ধু হাবুর সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। হাবুর মুখে সেই চিরচেনা "আমি সব জানি" ভাব। হঠাৎ গলা খাঁকারি দিয়ে সে বলে উঠলো, "শুনেছিস, আওয়ামী লীগ নাকি দেশব্যাপী হরতাল ডেকেছে!"
আমি চায়ের কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলাম, "কবে?"
হাবু আত্মবিশ্বাসের সঙ্গে বললো, "কালকে! ২০ তারিখ!"
হাবুকে আমি কখনো মিথ্যা বলতে দেখিনি, তাই তার কথায় সন্দেহ করিনি। কিন্তু আজ, ২০ জুলাই, ২০২৫, পুরো দিন পার হয়ে গেল, হরতালের কোনো নাম-নিশানা নেই! রাস্তায় বাস-ট্রাক ছুটছে, দোকানপাট খোলা, এমনকি রিকশাওয়ালা মামাও তার ঝিমুনি ভেঙে প্যাডেল চালাচ্ছে। আমার মাথায় খটকা লাগলো—হাবু কি তবে মিথ্যা বললো?
বিকেলে আবার সেই চায়ের দোকানে হাবুর সঙ্গে দেখা। আমি তাকে ধরে বললাম, "আরে হাবু, ২০ তারিখ তো আজ! কই, হরতালের কোনো আলামত তো দেখলাম না! রাস্তায় সব ঠিকঠাক, বাজারে লোকজন, দোকানে ভিড়—বিষয়টা কী?"
হাবু একটু থতমত খেয়ে বললো, "আরে, দাঁড়া, দাঁড়া! আমার কথায় কোথাও ভুল হলো কি না দেখি।" পকেট থেকে ফোন বের করে ফেসবুক-এক্স ঘাঁটাঘাঁটি শুরু করলো। কিছুক্ষণ পর মুখ উজ্জ্বল করে বললো, "হ্যাঁ, ঠিকই! ২০ জুলাইয়ের কথাই ছিল। গোপালগঞ্জে নাকি প্রতিটি গ্রামে, এমনকি পাড়া-মহল্লায় শান্তিপূর্ণ হরতাল হয়েছে!"
আমি হেসে ফেললাম। "শান্তিপূর্ণ হরতাল? মানে, এতটাই শান্ত যে পুরো দেশে কেউ টেরই পায়নি? হাবু, তুই কি আগস্টের ২০ তারিখের কথা বলতে চেয়েছিলি? নাকি তোর খবরের ক্যালেন্ডারে এক মাসের গরমিল হয়ে গেছে?"
হাবু মাথা চুলকাতে চুলকাতে বললো, "আরে, এই রাজনীতির খবরের কোনো ঠিক-ঠিকানা আছে নাকি? একেকজন একেক কথা বলে। তবে শুনেছি, আওয়ামী লীগের এখন হরতাল ডাকলেও লোক জোটানো মুশকিল। নেতারা কেউ জেলে, কেউ পলাতক, আর বাকিরা ফেসবুকে পোস্ট দিয়ে দায়িত্ব শেষ করে দিচ্ছে!"
আমি ঠাট্টার সুরে বললাম, "তাহলে তো এটা ‘ফেসবুকীয় হরতাল’! রাস্তায় না, পোস্টে হরতাল চলে! হাবু, পরের বার খবর দেওয়ার আগে তারিখটা একটু পাকাপাকি করে নিস। নইলে আমি ভাবব, তুই আমাকে ২০২৬ সালের হরতালের খবর দিচ্ছিস!"
হাবু লজ্জার হাসি দিয়ে বললো, "আচ্ছা, আচ্ছা! পরের বার খবর পাকা করে দেব। এখন চা-টা শেষ কর, নইলে ঠান্ডা হয়ে যাবে!"
আমি মনে মনে ভাবলাম, হরতালের খবর যতই গরম হোক, বাস্তবে তো ঠান্ডাই পড়ে গেছে!
২১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২৪
নতুন নকিব বলেছেন:
ওরা এখন এরচেয়ে বেশি আর কিছু করার ক্ষমতা রাখে না। এটাই ফ্যাসিস্টদের নির্মম পরিণতি!!!
২| ২১ শে জুলাই, ২০২৫ সকাল ৮:৫৪
বিপুল শেখ বলেছেন: ঘরে ঘরে সাংবাদিক এখন।
২১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২৪
নতুন নকিব বলেছেন:
সেটাই।
৩| ২১ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: গুলিস্তান এলাকায় একটা বাসে আগুন দেওয়া হয়েছে।
২১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২৫
নতুন নকিব বলেছেন:
আপনি খুশি তো!!!
৪| ২১ শে জুলাই, ২০২৫ দুপুর ১:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাগল ম্যা ম্যা করলে কারো কিচ্ছু আসে যায় না।
২১ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২৫
নতুন নকিব বলেছেন:
ঠিক বলেছেন।
৫| ২২ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:১১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
২২ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:২২
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০২৫ রাত ১১:২১
এইচ এন নার্গিস বলেছেন: 'ফেসবুকীয় হরতাল' ভালোই বলেছেন। ইউটিউব ভিত্তিক হরতালও বলা যায় ।