নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে?হাহাহা....আমি কে এখনো পর্যন্ত আমিই জানতে পারলাম না।আপনাদেরকে কেমনে বলব?

আদীব জামান

আর পাচটা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মত আমিও চটি পড়ে রাস্তায় রাস্তায় হাটি

আদীব জামান › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত পরিবার

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১০

আপনি যখন একটা রেস্টুরেন্টে বসে
একটা পিৎজা বা বার্গারের অর্ধেক
অংশ খাচ্ছেন আর বাকি অংশ প্লেটে
ফেলে রেখে ওয়েটার কে ডেকে
তাকে ১০০/২০০ টাকা বকশিশ দিচ্ছেন
তখন অন্যদিকে একজন মধ্যবিত্ত
পরিবারের ছেলে-মেয়ে
রেস্টুরেন্টে ঢুকে অর্ডার দেওয়া
তো দূরে থাক, রেস্টুরেন্টের দরজাটা
খোলার আগে একবার হলেও তার
মানিব্যাক বের করে দেখবে।
আপনার ছেলে বা মেয়েকে যখন
আপনি প্রতিদিন ৫০০/১০০০ টাকা করে
হাত খরচ দিচ্ছেন তখন অন্যদিকে একজন
মধ্যবিত্ত পরিবারের ছেলে বা
মেয়ে ভাববে কিভাবে আরও একটা
টিউশানি করা যায়।
আপনি যখন আপনার গাড়ির
ড্রাইভারকে গাড়ির এসিটাকে
বাড়িয়ে দিতে বলছেন তখন
অন্যদিকে একজন মধ্যবিত্ত পরিবারের
সদস্য তাদের রুমের ফ্যানটা
চালানোর আগে একবার হলেও গত
মাসের বিদ্যুৎ বিল টা দেখবে।
আপনি যখন গার্লফ্রেন্ডকে নিয়ে
কোন বড় রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন
তখন অন্যদিকে একজন মধ্যবিত্ত
পরিবারের ছেলে তার
গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে
যাওয়া তো দূরে থাক গার্লফ্রেন্ড
বানানোর আগে একবার হলেও
ভাববে।
আপনি যখন আপনার ছেলে-মেয়ের
মুখে হাসি দেখার জন্য প্রতিনিয়ত
তাদের শখ পূরন করে যাচ্ছেন,
অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের একজন
বাবা তার ছেলের শখ পূরন করতে
সর্বদা চেস্টা করে,কিন্তু তবুও সে
পারে না।তার চেস্টা থাকলেও
সামর্থ্য নেয়।অথচ তার ছেলের শখ একজন
বড় লোকের ছেলের শখের মতন! তারও
তো তার ছেলের মুখে হাসি দেখতে
ইচ্ছা করে..
একজন মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে
সুখের সময় হচ্ছে রোযা।অন্যদিকে ধনী
লোকেরা রোযা ত দূরে থাক তারা
যাকাত দিতেও নারায।
আমার মতে এই পৃথিবীতে সবচেয়ে
ভুক্তভুগি হচ্ছে "মধ্যবিত্ত পরিবার"
তারা না পারে
ভাল করে সুখ করতে
না পারে কোন কিছু সহ্য করতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

গেম চেঞ্জার বলেছেন: সূচনা দুখের গল্প দিয়ে! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.