নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে?হাহাহা....আমি কে এখনো পর্যন্ত আমিই জানতে পারলাম না।আপনাদেরকে কেমনে বলব?

আদীব জামান

আর পাচটা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মত আমিও চটি পড়ে রাস্তায় রাস্তায় হাটি

আদীব জামান › বিস্তারিত পোস্টঃ

টাকা!

২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

ধরেন আপনি নাপিতের দোকানে
গেছেন চুল কাটতে।যথানিয়মে
চেয়ারে বসলেন।নাপিত এই সময় অনেক
খুশিতে আছে কারন তার আজকের
আয়ে ৫০ টাকা বাড়বে।তার চেয়ে
খুশির হবে এটা ভেবে যে,আর
৫০টাকা হলে তার আজ ৬০০ টাকা হবে
যেটা দিয়ে সে তার ছেলেকে
একটা নতুন জুতা কিনে দিবে।সে তার
ছেলের কাছে প্রতিজ্ঞা পর্যন্ত
করেছে।তো নাপিত কাঁচি নিতে
যাবে এমন সময়ে আপনার কাছে
বসেরফোন আসল,আপনি যেন এক্ষুনি
অফিসে গিয়ে আপনার বেতনের
টাকাটা নিতে আসেন।এই কথা শুনে
আপনি আরও খুশি হলেন কারন আপনি
এইটাকা দিয়ে আপনার বউকে একটা
লাল জামদানী শাড়ী কিনে দিবেন
বলে আপনার বউএর কাছে প্রতিজ্ঞা
করেছেন।আপনি চুল কাটা বাদ দিয়ে
অফিসে ছুটলেন।এখন নাপিতটার কি
হবে?আপনার স্বপ্ন ঠিক পূরন হচ্ছে তবে
তার স্বপ্ন পূরন হবে না মাত্র ৫০ টাকার
জন্য! সে নিজেকে বাবা বলতে ঘৃনা
করবে কারন সে তার ছেলের কোন
ইচ্ছায় পূরন করতে পারে না।আপনি
এদিকে আছেন মহা খুশিতে অথচ
নাপিতটা 'র আজ অসুখি। তার স্বপ্ন
চুরমার হয়ে গেছে।একসময় হয়ত নাপিত
টা তার পেশাটাকে ঘৃনা করবে।
এই জগতে কষ্ট আর টাকা'র জন্যেই সবাই
সবার থেকে আলাদ বলে আমি মনে
করি।একবার অন্যের কষ্ট দূর করে
দেখুন,একবার টাকা থেকে লোভ
সরিয়ে এনে দেখুন জগতটা খারাপ না।
অন্যের উপকারে নিজেকে বিলেয়ে
দিয়ে দেখুন জগতটাই তখন স্বর্গ মনে
হবে।।একবার টাকার ওপর থেকে লোভ
সরিয়ে দেখুন জগতটার মত ভালো
জায়গা আর দুটো পাবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.