নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে?হাহাহা....আমি কে এখনো পর্যন্ত আমিই জানতে পারলাম না।আপনাদেরকে কেমনে বলব?

আদীব জামান

আর পাচটা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মত আমিও চটি পড়ে রাস্তায় রাস্তায় হাটি

আদীব জামান › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা নিয় শিক্ষকই জাতির মেরুদন্ড

২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২৮


একটা জাতির ভবিষৎ নির্ভির করে কিন্তু একটা শিক্ষকের ওপর।আমি একটা বানীও শুনেছিলাম,"One teacher can change the world"একটা শিক্ষক পুরা জগৎকে বদলে দিতে পারে।এসব কথার সাথে কি আমাদের দেশে শিক্ষকদের সত্যিই মেলে?আমি এটার উত্তর ভেবে পাইনা।এর উত্তর আমি এখনো খুঝছি।আমার একটা প্রশ্ন,"যেসব শিক্ষকরা স্কুলে কোচিং খুলে অন্যের ভয়ে নাম দেয় বিশেষ ক্লাস তারা কি আদৌ সঠিক শিক্ষা ছাত্রদের দিতে পারবে?

আমি এমন একজন শিক্ষকে চিনি,যে কিনা শুধু ভালো ছাত্রদের ছাড়া বাসায় পড়ায় না!তো এখন প্রশ্ন হচ্ছে ভালো ছাত্র কারা?যারা নকল করে অথবা প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে ভালো রেসাল্ট করে তারা ভালো? তারমানে সেই শিক্ষক সেইসব ছাত্রদের পড়িয়েই মজা পায়?বা সেইসব ছাত্রদের পড়িয়ে সুনাম অর্জন করতে চায়?এনারা কি শিক্ষক?

একজন প্রকৃত শিক্ষক তিনিই যিনি পাথরের গায়েও ফুল ফোটাতে পারেন।এইসব কি করে দেশকে পাল্টাবে?পুরা জগৎ বদলানো তো দূরে থাক।

আবার একটা জিনিস আমি দেখেছি,এই শিক্ষক নির্বাচনেও 'ঘুষ' জিনিস্টা প্রবল ভাবে কাজ করছে।আমার এক ভাইয়া ছিলো (ফুপাত ভাই)তো সে হচ্ছে প্রচন্ড ব্রিলিয়ান্ট।সে খুলনা ভার্সিটিতে অধ্যাপক হওয়াএ জন্য পরীক্ষা দিয়েছিলো।ওই ব্যাচে আবার নাকি একটা মন্ত্রী -মিনিস্টারের মেয়েও পরীক্ষা দিয়েছিলো।তো ভাইয়া আর সেই মেয়ের মধ্যে ডিসিশান হচ্ছে কাকে অধ্যাপক বানাবে।আমরা নিশ্চিন্তে বসে আছে কারন ভাইয়ার নাম্বার ওই মেয়ের চেয়েও বেশি।কিন্তু হঠাৎ দেখলাম ওই মেয়েটা চান্স পেয়ে গেলো।আমার ফুপাকে ওইদিনের মত কাদতে আর কোনদিনো দেখিনি।তো এখানে একটা প্রশ্ন উঠে আসতে পারে।এটা কি ঘুষ?নাকি নারী বলে এগিয়ে দেওয়া হলো?নাকি মন্ত্রীর মেয়ে বলে চান্স দিয়ে দেওয়া হল?আমি ধরে নিচ্ছি এই তিনটার মধ্যে যেকোন একটা।তাহোলে বলুন,এই তিনটার মধ্যে যদি যেকোন একটা হয় তাহোলে কি অবস্থ্যা....?ভাইয়ার যেহেতু পয়েন্ট বেশি আবার ব্রিলিয়িন্ট ও তাই ভাইয়ার লেকচারকি ওই মন্ত্রীর মেয়ের চেয়ে ভাল হবে না?এবার ওই মেয়েটাকি ঠিকভাবে লেকচার দিতে পারবে?ঠিক ভাবে জাতী গঠন করতে পারবে?

জঙ্গী নিয়ে দেখছি হুলস্থুল হচ্ছে।ছাত্র যদি একটানা ১৫ দিন এবসেন্ট থাকে তাহোলে ধরে নিতে হবে সে জঙ্গী!আবার অমুক ভার্সিটিতে নাকি জঙ্গীর সংখ্যা বেশি।তাই অমুক ভার্সিটি বন্ধ কর!এই সেই...হ্যান ত্যান/....দারুন সব কাহিনী।আরে ভাই একটা স্টুডেন্টকে যদি ঠিক মত শিক্ষাদিয়ে দেশপ্রেমি করানো যায় তাহোলে কেন সে জঙ্গীর পথ বেছে নেবে?শিক্ষক যদি ছাত্রদের সুশিক্ষা দেয় তবে ছাত্ররা কেন জঙ্গী হবে?

শিক্ষক ভালো হলেই ছাত্র ভালো হবে,দেশ ভালো হবে,সমগ্র বিশ্ব ভালো হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:১৮

মো:সাব্বির হোসাইন বলেছেন: ভালো লাগলো।

২| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


"?ভাইয়ার যেহেতু পয়েন্ট বেশি আবার ব্রিলিয়িন্ট ও তাই ভাইয়ার লেকচারকি ওই মন্ত্রীর মেয়ের চেয়ে ভাল হবে না?এবার ওই মেয়েটাকি ঠিকভাবে লেকচার দিতে পারবে?ঠিক ভাবে জাতী গঠন করতে পারবে? "

-মেয়েটিকে দেয়া ভালো হয়েছে; মেয়েটা জাতিকে বড় করতে পারবে, ভাইয়া কি তা পারবে?

৩| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৫

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ভাইয়ার চেয়ে মেয়েটা কিভাবে জাতিকে বড় করবে তার একটা যক্তিক ব্যাখ্যা চাই? #চাঁদগাজী

৪| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: ভাইয়া প্রচন্ড ব্রিলিয়ান্ট।। তো উনি আনলাইনে ক্লাস করাতে পারেন। :) একটা মন্ত্রী -মিনিস্টারের মেয়ে খুলনা ভার্সিটিতে অধ্যাপক হলে কিছু আসে যায় না। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.