নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে?হাহাহা....আমি কে এখনো পর্যন্ত আমিই জানতে পারলাম না।আপনাদেরকে কেমনে বলব?

আদীব জামান

আর পাচটা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মত আমিও চটি পড়ে রাস্তায় রাস্তায় হাটি

আদীব জামান › বিস্তারিত পোস্টঃ

নির্মমাবৃত

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১০



আমার শৈশব মোটেও সুখকর ছিলো না।জন্মানোর কিছুদিন পর দেখি মা বলল,

-আমি, বাথ্রুম করে আসতেছি, তুই এখানে চুপটি করে বসে থাক।

আমি বসে থাকলাম।ডিসেম্বর মাস শীতকাল।ভোর ৪ টায় বসায় রেখে চলে গেলো মা।আমি রাস্তার পাশে বসে অপেক্ষা করতে লাগলাম।এক ঘন্টা হয়ে গেলো(সম্ভবত এক ঘন্টা, কারন ঘড়ি ছিলো না)মা'র আসার নাম নাই।
দুইঘন্টা হতে চলল।একসময় আর থাকতে না পেরে, শীতে আর ক্ষুধায় 'মা 'মা ' বলে চেঁচাতে থাকলাম।
পৃথিবীর প্রথম অভিজ্ঞতা, বাথ্রুম করতে মানুষের দুই ঘন্টা লাগে!বাবাকে জন্মের পর থেকেই দেখিনি আমি।সম্ভবত অন্য কোন বউয়ের সাথে চলে গেছে,কারন মায়ের সামনে বাবা বলে চেঁচালেই মা ধমক দিতো।আমি ছোট্ট পিচ্চি তাই ভ্যাঁ ভ্যাঁ করে কাদতাম।আর আজ আবার মা চলে গেলো।মা কি তাহোলে বাবার মতো করল?চলে গেলো?কি হবে তাহোলে আমার?আমি এই এইটুক্কু বাচ্চা এতিম থাকব?এইসব কথা ভেবে আবারও ভ্যাঁ ভ্যাঁ করে চেঁচাতে লাগলাম।একসময় দেখি একজন বলে উঠল,

-কিরে চেচাস কেন?ঘুমোতে দিবি না নাকি?যা ভাগ।

আমার আরও কান্না পেয়ে গেলো, আমি কিছুক্ষন ভ্যাক ভ্যাক করে আগুন্তুকের দিকে তাকিয়ে থেকে আবার ভ্যাঁ ভ্যাঁ করে কাদতে লাগলাম।বিরক্তে আগন্তুকটা অন্যদিকে চলে গেলো।

-আমার কান্না কি কেও শুনতে পাচ্ছে না?কেও কি আমাকে একটুকু জায়গায় দিবে না এই শীতে?আমার মাও বা কই?কোন দায়িত্ব নেই?আমি এতটুকু বাচ্চা তার কোন খেয়াল নাই?

এইসময় দেখলাম একটা মানুষ আমার দিকে তাকিয়ে আছে,আমার কান্না শুনে আমার জাতের লোকেরা না তাকালেও এই বয়সন্ধিকালে পদার্পন করা ছেলেটা ঠিকই আমার আর্তনাদ শুনে চলে এসেছে!ছেলেটা তার মাকে বলল,

-মা দেখ, বিড়ালের বাচ্চাটা শীতে চেচাচ্ছে।আমরা নিয়ে যায়?

-না।একদম না(রেগে উঠল ছেলেটার মা)চুপ চাপ বাড়ি চল।।

ছেলেটা চলে গেলো।।

কিছুক্ষন পর আমার মা টলতে টলতে ফিরে এল।

দুইঘন্টা।এই সময়টার মধ্যেই আমি চিনে গেছি পৃথিবীকে।এখানে জন্মানো আমার মস্ত বড় ভুল হয়ে গেছে।এখানে নিজেদের না থাকলে কেও কারর না।এমনকিও মা ও না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


কঠিন অনুধাবন; তবে, বিশ্ব এর থেকে ভালো ভাবে চলতে পারবে, কিছু গুনী মানুষকে এই বিশ্বের দায়িত্ব নিতে হবে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

আহা রুবন বলেছেন: বেড়াল আর মানুষের মধ্যে কোনও তফাৎ থাকে না, যখন তারা শিশু এবং পিতৃ-মাতৃহীন। অনুভূতিকে একটা ধাক্কা দিয়ে গেল।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

পিলিয়ার বলেছেন: হা ভাই ............... অনুভূতিকে একটা ধাক্কা দিয়ে গেল.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.