![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর পাচটা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মত আমিও চটি পড়ে রাস্তায় রাস্তায় হাটি
দেখা হবে
আমি জানি একদিন দেখা হবে।
হোক সেটা দুই নম্বর গলির আড়ালে
কিংবা স্বপ্নে উঁকি দিয়ে
তবুও আমি জানি একদিন ঠিকই
দেখা হবে।
হয়তোবা শুধু চোখে চোখ রাখার জন্য
এলোমেলো চুলের
গন্ধ শোকার জন্য।
হয়তোবা আড়চোখে,মাত্র একবার
তবুও আমি জানি একদিন ঠিকই
দেখা হবে।
দেখা যে হতেই হবে
পুরো এক রাতের কথা আর আধ ঘন্টার
অভিমান যে এখনো বাকি!
বিশ্বাস করো আমাকে তুমি চিনতে
পারবে।কারণ আমি তোমার পেছনে
চুপি চুপি এসে ভয়
পাইয়ে দিয়ে বলবো "এইযে শুনছেন?"
এইটুকুর জন্যই কি একবার
দেখা হওয়ার প্রয়োজন নেই?
©আদীব জামান
২| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫
আদীব জামান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০৩
শুভবাদী রোদ বলেছেন: বাহ, বেশ সুন্দর হয়েছে, কবি।