| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষের অতিছাগুগিরি দেখে আজ নিজের ক্রোধ সংবরণ করার একটা হাস্যকর ও বিফল চেষ্টা করে শেষমেশ বলেই ফেললামঃ
"আপনি এইদেশ ছেড়ে চলে যান, আপনার পাকিস্তানে, কারন আপনার মতেঃ
১. যেহেতু ৯মাসে একটা নবজাত শিশুই ঠিক মত জন্মায় না, আর "দেশ" - তো আরও বিশাল concept.
২. যেহেতু এই স্বল্প সময়ের যুদ্ধ আসলে কোন যুদ্ধই না, (সেই
হেতু আমাদের মুক্তিযদ্ধারা battlefield এ হা-ডু-ডু খেলতে গিয়েছিলেন।)
৩. যেহেতু এই স্বল্প সময়ের যুদ্ধ করে দেশ আসলে বুঝতে পারেনি কে তার সত্যিকারের বন্ধু আর শত্রু রাষ্ট্র,
৪. যেহেতু এই স্বল্প সময়ের যুদ্ধটা আরও লম্বা সময় ধরে চলা উচিৎ থাকলেও মাত্র ৯ মাসেই শেষ হয়ে গেল, আমরা আসলে অপরিপক্ক রয়ে গেলাম - unseasoned ![]()
৫. একজন Harvard গবেষকের মতে বাংলাদেশের মত দেশের ১৯৭১ - এ ৩০ লক্ষ মানুষ "casualty" (শহীদ শব্দটি উপেক্ষিত) হওয়ার কোন সম্ভাবনাই নেই, আসেল সংখ্যা মাত্র ১৭,০০০ (সতের হাজার মাত্র)।
এই কাহিনী কেন মুজিব সরকার করল? কারন নইলে তো বেদেশী relief আর aid এর মাল আসা বন্ধ হয়ে যাবে......
৬. যেহেতু এই স্বল্প সময়ের যুদ্ধ কোন যুদ্ধই না, আমরা স্বাধীনতা উপযুক্ত সময়ের আগেই পেয়ে গেছি,
- সেহেতু আমরা এই স্বাধীনতা deserve ই করিনা।"![]()
এইধরনের লোকের সাথে চাকরি করি, তাই ঠেকায় পরে কথা বলতে হয়, নইলে কবে এইসব নব্য রাজাকারদের তেড়ে মেরে ডাণ্ডা ঠাণ্ডা করে দেওয়া যেতো...।।
আসলে আমরা এই কোন বোকার স্বর্গে বাস করছি বুঝলাম না......![]()
আর মাথায় যদি ১ছটাকও মগজ নামক নরম ক্রিম থাকে তাহলে বুঝা উচিৎ যে ৫ ওয়াক্ত নামায পরলে বা পর্দা মেনে চললেই শিবির হয়না তেমনি ব্লগ লিখলে আর যুদ্ধাপরাধীদের ফাঁসী চাইলেই নাস্তিক আর আওয়ামী লীগ হয়না।![]()
©somewhere in net ltd.