![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মেঘলা দিনে একলা...
বহু দিন কোন বই পড়া হয় না । ইদানিং ধৈর্য ও অনেক কমে গিয়েছে । প্রায়ই সময় কোন বই পড়তে শুরু করি , তারপর প্রায়ই সেটা থেকে যায় অসমাপ্ত । পাতার পর পাতা উল্টে তো আরও পড়া হয় না ।
ফ্রেন্ডের বাসায় যেয়ে একটা নতুন বই দেখলাম। মৈত্রেয় জাতক , বানী বসুর । পড়া শুরু করলাম , ওর কথা মনোযোগ দিচ্ছিনা , দেখে রেগে গিয়ে বই টা নিয়ে গেল । বই টা তাই অর্ধ সমাপ্ত । বইটা ছিল সিদ্ধার্থের উপর কিংবা ওই সময়কার ।
সিদ্ধার্থের উপর কোন বই পড়ি নি , ইন্টারেস্টিং লাগলো । বাসায় এসে সার্চ দিয়ে নামালাম , তথাগত , দ্বৈপায়নের । অনেক ভাল্লাগছে । অর্ধেক পড়ে শেষ থেকে পড়া শুরু করলাম , জানতে ইচ্ছে করছিল কেন , কি অবস্থায় উনি যশোধারাকে রেখে গৃহ ত্যাগ করলেন ?
সিদ্ধার্থ বা বুদ্ধ সম্পর্কে যা জানি , কোন এক জোসনা রাতে , উনি গৃহ ত্যাগ করেছিলেন ......
“ গৌতমবুদ্ধ , একটি দর্শন, একটি ধর্ম একটি ভাবধারার প্রচারক এই অপ্রতিম মানব পুত্রটি ।
জন্ম সূত্রে রাজপুত্র তিনি , কিন্তু সবকিছু উপেক্ষা করে নেমে এসেছিলেন পথে , সিদ্ধার্থ অথবা গৌতম থেকে পরিণত হয়েছিলেন তথাগত বুদ্ধে ।
কিন্তু এই যে রূপান্তর , সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়ে ওঠার এই যে দুস্তর প্রক্রিয়া –এর উৎস কোথায়?
প্রচলিত গল্প কথা আমাদের জানায় , জরা, ব্যাধি আর মৃত্যুকে স্ব-চক্ষে দেখার পর জীবনের অর্থ ভাবিত করে সিদ্ধার্থ কে , তারপর এক সন্ন্যাসিকে দেখে পথ খুঁজে পান । রাজপথের হাতছানি , স্ত্রী –পুত্রে ঘেরা সংসারের শান্তিছায়া । বৈভব মণ্ডিত জীবনের নিশ্চিত আশ্রয় ছেড়ে সত্যের সন্ধানে যাত্রা করেন তিনি ।
উপন্যাসের প্রথম খণ্ডটি সিদ্ধার্থের প্রথম জীবন থেকে গৃহত্যাগ পর্যন্ত ।
তার জীবনের বাঁক মোড় পেরোনোর পথেই এসেছিলেন স্ত্রী যশোধারা পুত্র রাহুল ।
একজন রাজপুত্র , ঘরে তাঁর সুন্দরী স্ত্রী , আকাংখিত সন্তান –কোথাও কোন ফাঁক নেই । অথচ , ইতিহাস জানাচ্ছে , তবুও ঘর ছারলেন সিদ্ধার্থ, পা রাখলেন পথে ।
সত্য মুখী দীর্ঘ যাত্রার অপ্রতিরোধ্য আকর্ষণ যে ছিলই ,তা অস্বীকার করার উপায় নেই ।কিন্তু আরও কিছুও কি ছিল ?
দ্বৈপায়ন সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়ে ওঠার পথরেখা টি তিনি খোঁজার চেষ্টা করেছেন যুক্তির আলোয় ।”
কপিল বস্তুর রাজপুত্র হলেও জন্মেছিলেন লুম্বিনি গ্রামে ।তার জন্ম মৃত্যুর সময়কাল অজ্ঞাত ।তবে কপিল বস্তু নগর প্রতিষ্ঠার যে গল্প দ্বৈপায়ন লিখেছেন তা চমকপ্রদ ।
অয্যোধ্যার রাজা সুজাত । রাজা মশাই জেন্তিকে ভালোবাসেন । জেন্তি কোন রাজমহিষী না । সাধারন রক্ষিতা । জেন্তির উপর খুশি হয়ে সুজাত জানতে চাইলেন জেন্তি কি চায় ? রাজা মশাই তাই দিতে রাজী ।
মহা সর্বনাশ করলো জেন্তি ।চাইল সে একটাই জিনিষ ,তার পুত্রকে যুবরাজ করতে হবে।
স্তব্ধ হয়ে গেলেন রাজা , কিন্তু মুখের কথা ফিরিয়েও নিতে পারলেন না ।
তাই অয্যোধ্যার নৃপতির পাঁচ পুত্র বহিষ্কৃত হল রাজ্য থেকে । তারাই পরে কপিল বস্তু প্রতিষ্ঠা করেন ।
পরবর্তীতে সুজাত অবস্য আবারও স্তব্ধ হয়ে গিয়েছিলেন ।
চমৎকার করে কুমার সিদ্ধার্থ কে চিত্রায়ন করেছেন দ্বৈপায়ন ।তার বাল্য কালের অনেক চিন্তা ভাবনা , আনন্দ বেদনা ভাবে তুলে ধরেছেন, তুলে ধরেছেন আরও অনেক অজানা কথা। যা আমরা সচরাচর জানি
না।।
সিদ্ধার্থ অন্যান্য কুমার দের মত নন । নির্লিপ্ত । ভাবিয়ে যান সবাইকে ।বিমাতা প্রজাবতী ভাবেন ।
ভাবেন রাজা শুদ্ধোদন । পুত্রের করকোষ্ঠী তে সন্ন্যাস চিহ্ন আছে । কেউ বলেছে পুত্র সংসারী হবে না ।গৃহত্যাগ করবে । কেউ বলেছে নিশ্চয়ই সংসারী হবে , পুত্রলাভও করবে !
পরশ তার ভৃত্য , বন্ধুর মত । কুমার সিদ্ধার্থকে পরশ ঠিক বুঝে উঠতে পারেন না । ঠিক কি কারনে কুমার এমন নির্মোহ !
প্রচণ্ড শীত কপিল বস্তুতে । অধিকাংশ মানুষেরই শীত বস্ত্র নেই ।
এ খুবই সাধারণ ব্যাপার কুমার - আশ্বস্ত করেন পরশ , মানতে পারেন না সিদ্ধার্থ, মানতে পারেন না কর্মফল হিসেবে দেয়া তার দুঃখ কষ্টের ব্যাখ্যা ।তার মনে হয়েছে পরশ খুব হৃদয়হীন ।
বিচিত্র আচরনের প্রেক্ষিতে পরশের জিজ্ঞাসা -- কুমার তুমি এমন কেন ?রাজপুরীতে দীর্ঘদিন অতিবাহিত করলাম । দেখেছি কিছু কম নয় ।তুমি এমন স্বতন্ত্র হলে কেন ?
উত্তর দেন না সিদ্ধার্থ । হাসেন ।
তার ধাত্রী , কপিলা বলে , তুমি মানুষ না মরাল বুঝি না গো , মন তোমার ডানা মেলেই আছে ।
বিজ্ঞ অমত্য মাধব রত্ন কুমারকে পরম যত্নে ধৈর্য ধরে শিক্ষা , উপদেশ দিয়েছেন দিনের পর দিন ।
-কুমার তুমি নিষ্ঠাবান, আগ্রহী, কিন্তু বৈষয়িক শিক্ষা গ্রহণে উৎসাহী নও । তুমি অন্য প্রকৃতির । কুমার আমি বিস্মিত হই, বুঝতে পারিনা তুমি এমন কেন ? বলেছেন অমত্য ।
প্রবীণের দৃষ্টিকে ফাঁকি দিতে পারেনি সে । ধরা পড়ে লজ্জিত হয়েছে ।
কুমার কে তিনি বলেছেন-- কুমার জীবন কিন্তু ভোগের জন্য ।
কুমার উত্তর দিয়েছেন ,জীবন ত্যাগের জন্য ও ।
বিস্মিত হন মাধব ।
-অবশ্যই ।তবে জীবনে যিনি ভোগ কি বস্তু জানলেন না , আমার মনে হয় ত্যাগের উপলব্ধি করা তার পক্ষে সম্ভব নয় ।
মহারাজ সর্বদা চিন্তিত । মনে সবসময় শঙ্কা । শাক্য বংশের কোন রীতিই সে অনুসরণ করে না । যৌবনের কোন উন্মদনা তার মধ্যে পরিলক্ষিত হয়না । চিন্তিত শুদ্ধদন জানেন সিদ্ধার্থের বিবাহের অসম্মতি । কোন কিছুই টানে না তাকে ।অবশেষে তিনি জানতে চেয়েছেন পুত্রের অভিমত ।
___আমি বিবাহে সম্মত , কিন্তু আমি যে কন্যা কে পত্নী রূপে গ্রহন করতে চাই , তার মধ্যে কিছু গুণ যেন থাকে ।
__অবশ্যই । পুত্রের মত সমর্থন করেছেন তিনি ।
কিন্তু কপিলবস্তুর নগরের গৃহে গৃহে ঘুরে এমন মেয়ের দেখা সাক্ষাৎ পাওয়া গেল না । বিস্মিত হন শুদ্ধোদন । আশ্চর্য ! নগর কি কন্যা শূন্য হয়ে গেল নাকি !
শিল্পজ্ঞ দণ্ডপাণির কন্যা যশোধারা । সুন্দরী ও গুণবতী কন্যা , অবশেষে এক পুরোহিত খবর নিয়ে আসেন।
কিন্তু নগরের অনেক শাক্য দের আশা কুমার তাদের কন্যাকে পত্নী রূপে গ্রহণ করুক । তাই অমত্যদের পরামর্শে সকল কেই আমন্ত্রণ জানানো হোল , কুমার শাক্য কন্যা দের উপহার প্রদান করবেন ।
রীতিমত যশোধারার প্রেমে পড়ে গিয়েছিলেন কুমার ।
কিন্তু মজার আর অভাবনীয় ব্যাপার হল দণ্ড পাণি কিন্তু খুশি হতে পারেননি ।রাজ্যে কুমারকে নিয়ে অনেক জন শ্রুতি ।তিনি সাধারন জীবন যাপন করেন , শিষ্যত্ব নিয়েছেন সন্ন্যাসির, কোন অপরিচিতা নারীর মুখ দর্শন পর্যন্ত করেননা ।চিন্তিত দণ্ড পাণি তাই রাজাজ্ঞা উপেক্ষা করে বসলেন !!
কুমার সিদ্ধার্থ কে কন্যা সম্প্রদান করবেন না দণ্ডপাণি ।
ভয়ানক রেগে গিয়েছেন রাজা শুদ্ধোদন । রাজার প্রার্থনা প্রত্যাখ্যান করেছে সামান্য এক প্রজা ।
কিন্তু মহারাজা জন শ্রুতি ব্যাপারটা জানেন , এটাও জানেন কুমার রীতিমত যুদ্ধ বিদ্যায় পারদর্শী , শিল্পজ্ঞ । অতঃপর শাক্যদের আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে সব জন শ্রুতি ভঞ্জন করলেন কুমার সিদ্ধার্থ !!
অবশেষে দণ্ড পাণি কন্যা সম্প্রদানে সম্মত হলেন ।
বইয়ের শেষ দিকে এসে কিন্তু পাওয়া যায় , আবার সেই সিদ্ধার্থ কে । প্রসাদ বন্দী থেকে , অস্থির ,অতৃপ্ত সিদ্ধার্থ উপলব্ধি করতে পারছেন তিনি সংসারের নন , সংসার তার নয় , সম্ভবত বিশ্ব সংসারটাই তার ।
সারথি ছন্দক এর মাধ্যমে জানতে পেরেছেন মহারাজার বিনা অনুমতিতে কুমারকে নিয়ে নগর পরিদর্শনে যাবার নিষেধাজ্ঞা । তবুও ছন্দকের দৃঢ় উত্তর –কুমার আমি মহারাজার ভৃত্য । রাজাজ্ঞা পালন করাই আমার কর্তব্য । তবু আপনি যদি আজ্ঞা করেন , আপনার আজ্ঞা পালন করার জন্য আমি প্রস্তুত ।
“মধ্য রাত্রি অতিক্রান্ত । সন্ধ্যায় আকাশ নির্মেঘ । পূর্ণিমার পূর্ণ চাঁদ (আষাঢ় পূর্ণিমা ) ।
সুপ্ত নগরী ।জনহীন পথ ।অশ্ব পৃষ্ঠে কুমার সিদ্ধার্থ । পদব্রজে সারথি ছন্দক ।
মহারাজা শুদ্ধোদন পুত্র কুমার সিদ্ধার্থ গৃহ ত্যাগ করে চলছে । রাজ্য ঐশ্বর্য ভোগ সুখ কাম্য অনিত্য অস্থির ।তৃষ্ণার অন্ত নাই ।
ব্যথিত ছন্দকের জিজ্ঞাসা – আপনি কেন গৃহত্যাগ করবেন ?সুন্দরী ভার্যা , সন্তান,সুখ ঐশ্বর্য । আপনি সব পরিত্যাগ করে যাবেন না , আপনি আরও কিছুকাল ভোগ করুন ,সুখ অনুভব করুন ।
-ছন্দক, এ সকল কাম্য অপরিমিত ও অনন্তকল্প অনেক প্রকারে উপভোগ করেছি ।রুপ , রস গন্ধ স্পর্শ শব্দ সমস্তই অনুভব করেছি ।আমার তৃপ্তি হয়নি । ছন্দক তৃষ্ণার অন্ত নাই ।
-আপনি আর কোন দিনই ফিরবেন না কুমার ?
সিদ্ধার্থের মুখ উজ্জ্বল হাসিতে ভরে উঠলো । বলল , ফিরবো ছন্দক । ফিরে আসব বলেই তো আমার এই যাওয়া । ফিরতে হবেই । তবে কতদিন পর ফিরে আসা সম্ভব হবে আমি জানি না । শুধু জানি আমাকে ফিরতেই হবে।”
তথাগত প্রথম খণ্ড এই পর্যন্ত । দ্বিতীয় খণ্ডে রয়েছে তার সিদ্ধার্থ হয়ে ওঠার গল্প । তৃতীয় খণ্ডে বুদ্ধত্ব লাভের পরের অধ্যায় । যদিও এই দুই খণ্ড নেটে খুঁজে পাইনি ।
যদিও বই টা পুরোপুরি শেষ হয়নি, অনেক ভাল লাগছে বইটা পড়ে । অসাধারণ একটা বই বিশেষ করে ভারতীয় প্রেক্ষাপটে চমৎকার লেখা । পুরানো দিনের ঐতিহাসিক উপন্যাস এমনিতেও অনেক ভাল লাগে, অনেকটা শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাস গুলোর মতো ।
লেখাটা লিখেছিলাম বেশ কয়েকটা বইয়ের ব্যাপারে , কিন্তু এখন শুধু সিদ্ধার্থের অংশটা ইলাবোরেট করে লিখলাম , লিখতে আমার ভালো লেগেছে , সিদ্ধার্থের উপর আমি মুগ্ধ ।
যদিও আমার আগ্রহ ঐতিহাসিক চরিত্র হিসেবে সিদ্ধার্থের উপর , তার প্রচারিত ধর্মের উপর নয় ।
কিছু বিতর্ক যোগ্য প্রশ্ন ও আছে । গল্প গাঁথা আমাদের জানায় , সুজাতা নামক এক নারী তপস্যারত সিদ্ধার্থর জন্য পায়েস নিয়ে এসেছিলেন , সেই পায়েস খেয়ে শক্তি ফিরে পেয়েছিলেন তিনি । গল্প গাঁথার আড়ালে কোন গভীর তম সত্যি আছে কিনা তা খুঁজেছেন ঐতিহাসিকরা ।
পড়তে পারেন হেরমান হেসের সিদ্ধার্থের উপর লেখা এই পোস্টটা ও । রাবেয়া রব্বানি আপুর পোস্ট টা পড়েই লেখা টা এভাবে লিখলাম ।
মুভিও করা হয়েছে , হেরমান হেসের সিদ্ধার্থের উপর , ব্লগে একটা রিভিউ আছে , কনরাড রকসের সিদ্ধার্থ
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬
অদ্বিতীয়া আমি বলেছেন: ঠিক সমালোচনা নয় , বই টা সম্পর্কে এবং সিদ্ধার্থ সম্পর্কে একটু ধারণা দেয়ার চেষ্টা করলাম । বই টা আমার অনেক ভালো লেগেছে তাই ।
আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে এত বড় লেখাটা পড়ার জন্য ।
ভালো থাকবেন , শুভ রাত্রি ।
২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মুভিটা দেখা হইছে আমার তারপরই বই খুঁজতে ছিলাম নেটে। আমি তো বাংলা পাই নাই অনেক দিন হইল। আবার খুঁজে দেখতে হবে তথাগত পাইলেও মন্দ কী! ইংরেজিটা নামানোর পরেও পড়ার সুযোগ পাই নাই।
ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩
অদ্বিতীয়া আমি বলেছেন: মুভিটা দেখেছেন ! আমারও দেখার ইচ্ছা আছে । হেরমান হেসের বইটার অনুবাদ নেটে সম্ভবত নেই । তথাগত খুঁজে পাবেন , না পেলে বলবেন ।
আপনাকেও অনেক ধন্যবাদ এত বড় লেখা টা পড়ার জন্য , এবং অবশ্যই ওয়েলকাম টু মাই ব্লগ ।
ভালো থাকুন আপনিও ।
৩| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৮
আমিনুর রহমান বলেছেন:
দারুন লিখছো। অনেকদিন আগে পড়েছিলাম। তোমার পোষ্ট পড়ে আরো একবার পড়ার আগ্রহ জন্মেছে।
পোষ্টে +++
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
অদ্বিতীয়া আমি বলেছেন: পড়ে ফেলেছেন ! অনেক চমৎকার একটা বই ।
ধন্যবাদ ভাইয়া , এত বড় লেখা টা পড়ার জন্য । প্লাসের জন্য ও অনেক ধন্যবাদ ।
৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
লাবনী আক্তার বলেছেন: পড়তে ভালই লাগল। এখন বইটা পড়তে ইচ্ছে করছে।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭
অদ্বিতীয়া আমি বলেছেন: কেমন আছ আপু ? অনেক দিন পর আমার ব্লগে এলে । কিন্তু তোমার সব পোস্ট ড্রাফটে কেন ? কিছুই তো বুঝলাম না ।
হুম বইটা বেশ ইন্টারেস্টিং , আমার ভালো লেগেছে । ইচ্ছা হলে পড়তে পার ।
ভালো থেকো আর পোস্ট আন ড্রাফ্ট কর ।
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
হাসান মাহবুব বলেছেন: ইদানিং বই পড়ার নেশা জেগেছে নতুন করে। এখন পড়ছি মানিকের দিবারাত্রির কাব্য। পড়েছেন?
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
অদ্বিতীয়া আমি বলেছেন: হুম বই পড়ার নেশাটা কখনো থাকে , কখনো থাকে না ।মানিক বন্দ্যোপাধ্যায় পড়া আছে আমার, অল্প কিছু বাদে ।
কিন্তু এই দিবারাত্রির কাব্য ! পড়েছি তো বটেই, কিন্তু উফফ কিচ্ছু বুঝিনাই ! কঠিন একটা বই । হেরম্ব কে মাইর দিতে মন চাইতেছিল ।
অনেক অনেক ধন্যবাদ হামা ভাই পোস্ট টা পড়ার জন্য ।
শুভ রাত্রি ।
৬| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
রাফা বলেছেন: এতটাই অস্থির সময় এখন যে বই পড়ার ইচ্ছা থাকলেও হোয়ে উঠেনা।অথচ একটা সময় দুই পাতা হোলেও পড়তাম প্রতিদিন।
এত সুন্দর করে লিখেছেন বইটা পড়ার আগ্রহ জন্মেছে।
ধন্যবাদ, অদ্বিতীয়া আমি।
২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ঠিক ই বলছেন রাফা ভাইয়া , বই পড়া টা সবসময় হয়ে ওঠে না । আমি আগে অনেক বই পরতাম , কিন্তু এখন আর সেটা হয় না । কত কত বই যে পড়া বাকি !
লেখা টা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ , ভাইয়া।
অস্থির সময় কেটে যাক , ভালো থাকুন ।
৭| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি সম্প্রতি ১৯৯৩'র এক মুভি দেখলাম 'কিডস বুদ্ধ' কিংবা 'চিলড্রেন্স বুদ্ধ' নাম মনে হয়।
বুদ্ধ কে নিয়ে জানার আগ্রহ বেড়ে গেল।
আপনার পোস্ট আরো বিরাট এক আগ্রহ জাগিয়ে গেল।
বইটা কি এখন মার্কেটে এভিলেবল?
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
অদ্বিতীয়া আমি বলেছেন: কিডস বুদ্ধ , আরেকটা মুভির নাম জানা গেল ।আমি নিজেও বেশ ইন্টারেস্টেড দুর্জয় ভাইয়া।
মার্কেটে এভেইলেবল বলতে বানী বসুর বইটা পেলেও পেতে পারেন । আর তথাগত পাবেন বলে মনে হয় না । আমি ঠিক জানিনা , তবে নেট ঘেঁটে মনে হয়েছে বইটা এভেইলেবল না । তবে পি ডি এফ ফাইল পাওয়া যাবে ।
আমি ও সফট কপি থেকেই পড়েছি ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৩
*কুনোব্যাঙ* বলেছেন: অসাধারণ এক বই নিয়ে লিখেছেন। প্রায় বিস্মৃত ইতিহাসের মধ্য দিয়ে তুলে আনা অসাধারণ এক উপন্যাসের নাম "মৈত্রেয় জাতক" বুদ্ধের ধর্ম প্রচার, রাজা বিম্ভিসার রাজ্য, শ্রাবস্তী নগর, বৈশালীর সেই যুগের পটভুমিতে হয়তো উপন্যাসের প্রয়োজনে অতিরঞ্জন রয়েছে অনেক কিন্তু খুব সম্ভব কাহিনীর ঐতিহাসিক ভিত্তিও অমজবুত নয়। আর তার সাথেই পাঠকের সামনে উঠে এসেছে বুদ্ধ মতবাদ প্রচারে তৎকালীন কিছু মহিয়ান মহিয়সির গল্পগাঁথা ও সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট।
অনেক ভালো লাগলো।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার কমেন্ট করেছেন কুনোব্যাঙ ভাইয়া । সেই সময়কার রাজ্য গুলোর সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বইতে যেভাবে উঠে এসেছে সত্যি অনেক আকর্ষণীয় । বানী বসুর লেখনী ও অনেক অসাধারণ । বইটা নেশাগ্রস্থের মতই পড়েছিলাম ।
আর ঐতিহাসিক উপন্যাসের ব্যাপারে সেই পুরানো কথা ।ঔপন্যাসিক তো আর ইতিহাস রচনা করেন না , উপন্যাস লিখেন , ইতিহাসের প্রতি তার দায়বদ্ধতা নেই , আপনার সাথে একমত , অতিরঞ্জন থাকলেও ঐতিহাসিক ভিত্তি তো আছেই ।
অনেক অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য । খুব ভালো লাগলো ।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: আর তথাগত এখনও পড়া হয়নি। তবে আপনার লেখায় পড়ার আগ্রহ জাগিয়ে দিলো।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
অদ্বিতীয়া আমি বলেছেন: মৈত্রেয় জাতক যখন আপনার ভালো লেগেছে , তথাগত ভালো লাগবে বলেই মনে হয় ।
লেখাটা একটু বড় হয়ে গেসে , কিন্তু আমি চেষ্টা করছি বইটার উপর ধারণা দিতে , পড়ার আগ্রহ হলে আমি সার্থক । এম্নিতেও মানুষ জন আজকাল বই কম পড়ে , তার উপর এইটা একটু খটমট ধরণের বই ।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাল লাগলো। বইটির সফট কপির অনলাইন লিঙ্ক থাকলে জানাবেন।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ,এত বড় লেখাটা পড়ার জন্য ।
আপনাকে আমি লিঙ্ক দিচ্ছি Tothagoto-1
ভালো থাকুন , শুভ রাত্রি ।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
লাবনী আক্তার বলেছেন: এইত আছি কোনরকম। মাথায় ভূত চেপেছে তাই সব লেখা ড্রাফ্ট এ নিয়েছি।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: কেন কোন রকম কেন ? মাথার ভূত ভ্যানিস হয়েছে দেখে খুশি হলাম ।
আর যেওনা কিন্তু , ঠিক আছে ?
অনেক অনেক ভালো থাকো ।
১২| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘তথাগত’ খুঁজবো। ‘সিদ্ধার্থ’ দেখতে অনুপ্রাণিত হলাম এবং ইউটিউব থেকে ডাউনলোড দিচ্ছি।
পোস্ট ভালো লাগলো।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়া , খুঁজতে হবেনা , আমি আপনাকে ডাউনলোড লিঙ্ক দিচ্ছি , আসলে পোস্ট এর সাথে ইচ্ছে করেই দেই নি , সন্দেহ ছিল কেউ এই বই পড়তে আগ্রহী হবে কিনা !!!
খুব খুব ভালো লাগলো আগ্রহ জাগাতে পেরে , মনে হচ্ছে আমার পোস্ট দেয়া সার্থক ।
আর আপনার মতো অসাধারন ব্লগারকে ব্লগে পেয়ে খুব ভালো লাগলো । আমি আপনার গানের পোস্ট গুলোর অনেক আগে থেকে ফ্যান ।
Tothagoto-1
ডাইরেক্ট লিঙ্ক tothagoto-1
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
ওভারঅল পোস্ট ভাল হৈসে।
এভাবে লুকায়ে লুকায়ে পোস্ট দিলে হৈলো না তো ||
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪১
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংক ইউ মুন তোমাকে, এত্ত বড় লেখাটা পড়ার জন্য ।
কিন্তু লুকায়ে লুকায়ে পোস্ট দেয় কিভাবে ? #:-
লুকায়ে দিলাম কৈ , আমার পোস্ট তো নির্বাচিত তে যায়না , যদিও আমার তাতে কোন মাথা ব্যাথা নেই , হুহ , যে কয়জন পড়েছে তাতেই খুশি ।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
ব্লগে প্রকাশ করসিলেন ? তাহলে আমার চোখে পড়েনাই হয়তো কোন কারনে !
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮
অদ্বিতীয়া আমি বলেছেন: ব্লগে দিয়েছিলাম তো ! কোন ব্যাপার না , পড়েছ যে সেটাই বেশি ।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
শাবা বলেছেন: অনেক কিছু জানলাম। বেশ চমৎকার একটি পোস্ট।
আমার ব্লগে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, যা আমাকে উৎসাহিত করেছে।
সর্বশেষ পোস্ট কি পড়েছেন?
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই , ব্লগে আসার জন্য , পোস্ট টা পড়ার জন্য ।
আপনার পোস্ট আর পড়া হয়নি , তবে পড়ব , সময় পেলেই ।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি নতুন তাই কষ্ট করে হলেও আমার ব্লগে একটু ঢুঁ মাইরেন। ভুলবেন না কিন্তু! সেই সংগে মন্তব্য অবশ্যই।
ভাল থাকবেন। ধন্যবাদ!
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: জী ভাই , ভুলবো না , অবশ্যই যাব আপনার ব্লগে ।
ভালো আর নিয়মিত লিখুন । অনেক ধন্যবাদ আপনাকে ।
১৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি নতুন তাই কষ্ট করে হলেও আমার ব্লগে একটু ঢুঁ মাইরেন। ভুলবেন না কিন্তু! সেই সংগে মন্তব্য অবশ্যই।
ভাল থাকবেন। ধন্যবাদ!
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
অদ্বিতীয়া আমি বলেছেন: লেখক বলেছেন: জী ভাই , ভুলবো না , অবশ্যই যাব আপনার ব্লগে ।
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: লিংকের জন্য অনেক বড় একটা ধন্যবাদ। মাত্র ডাউনলোড দিলাম। শুক্রবারের অনেকটা সময় এর সাথে কাটানোর ইচ্ছা আছে।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আশা করি সময় টা ভালই কেটেছে , ভাইয়া । বই টা কেমন লাগলো জানায়েন । ভালো না লাগলে আমার কিন্তু কোন দোষ নাই ।
ভাল লাগল জেনে যে আপনিও একজন বই পড়ুয়া ।
১৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
মহামহোপাধ্যায় বলেছেন: ইদানিং কোন এক বিচিত্র কারনে কোন বইয়ের রিভিউ টাইপ কিছু পড়লে, ঐ বই পড়ার আগ্রহ আমার একেবারেই চলে যাচ্ছে। পরে খুব জোর জবরদোস্তি করে পড়তে হচ্ছে তাই আপনার লেখাটা আর পড়িনি। খুঁজে পেতে ডাউনলোড করলাম। পড়া শেষে মতামত জানানোর আশা রাখি।
শুভকামনা।
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২
অদ্বিতীয়া আমি বলেছেন:
ভাইয়া তাহলে তো বই রিভিউ পড়া মোটেও উচিত না আপনার ।
কিন্তু বই ভাল না লাগলে আমি কিন্তু কিচ্ছুটি জানি না
আতি আদ্যি কালের ভারতীয় প্রেক্ষাপটে লেখা বইটা আশা করি ভালই লাগবে ।
অনেক অনেক থ্যাংক ইউ ।
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
একজন আরমান বলেছেন:
আজাইরা টাইম পাস করতে বেশি ভালো লাগে। তাই বই পড়ার ইচ্ছেটাকে শখ হিসেবে নিতে পারি নি এখনও ! এমনও অনেক বই আছে যা পুরো শেষ করতে আমার সময় লেগেছে ৫-৬ বছর ! অনেক বই ই আছে যার অর্ধেক পড়ে আর পড়িনি ! জ্ঞান আমাকে কেন জানি টানে না। আপনি বই পড়ে পোষ্ট দিয়েছেন, এখন পোষ্ট পড়ে বই পড়ার কাজ হয়ে গেলো। চমৎকার রিভিউ বলতে পারি ?
সিদ্ধার্থের মতো সাধারণের ঊর্ধ্বে গিয়ে অসাধারণ হবার কোন ইচ্ছে নেই, বরং ইচ্ছে আছে সাধারণের মাঝে থেকে অসাধারণ হবার !
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩
অদ্বিতীয়া আমি বলেছেন: টাইম পাস হিসেবে না , বই পড়ার নেশা না থাকলে সবসময় ভাল লাগে না ! বিরক্ত লাগে ।
রিভিউ বলতে পার , ইন্টারেস্টিং লাগলো বলেই লিখলাম ।
কিন্তু বিষয় হল গিয়ে আমার এই সব সাধু সন্ত , দের প্রতি কেমন জানি একটা আস্থা নেই , স্ত্রী সন্তান ছেড়ে যাওয়া তো কোন ভাল কাজ না ,
এমন অসাধারণ হবার দরকার নেই । সাধারন থাকাই ভাল ।
থ্যাংক ইউ তোমাকে পোস্ট টা পড়ার জন্য ।
২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
কালীদাস বলেছেন: রিভিউ ভালই!!
বইটা আগে পড়ি নাই!
দেখি মাগনা এক কপি যোগাড় করতে পারি কিনা
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া ।
বইটা মনে হয় খুব পরিচিত বই না ।
মাগনা কপি মানে কি হার্ড কপি ! জানাইয়েন যোগাড় করতে পারলে !
খুব ভাল লাগল আপনাকে দেখে ।
২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯
শ্রাবণ জল বলেছেন: বই পড়ার ধৈর্য হয়না আজকাল।
ভাল লাগল রিভিউ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৩
অদ্বিতীয়া আমি বলেছেন: বই পড়ার ধৈর্য সবসময় হয় না । কিন্তু পোস্ট টা কষ্ট করে পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস আপু ।
ভাল লাগল জেনে খুশি হলাম । ভালো লাগল আপনাকে দেখে ।
ভাল থাকবেন অনেক ।
২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
বেঈমান আমি. বলেছেন: কতদিন বই পড়িনা
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: আহা !সত্যি ব্যাস্ত লাইফে বই পড়ার সময় কোথায় ?
বই পড়া হয় স্টুডেন্ট লাইফে পড়ার বই ফাঁকি দিয়ে, আর যখন চুল পেকে যায় আর দাঁত সব পড়ে যায় , কিছু করার থাকেনা তখন ,আপনি তখন পইড়েন
২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বই পড়ি না।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: কখনই পড়েন না ? একদিক দিয়ে ভাল কিন্তু । আদারস বই পড়ার নেশা খুব ক্ষতিকর পড়াশোনার জন্য। কিন্তু অনেক মিস ও করসেন যা হয়ত জানেন ও না ।
বাই দ্যা ওয়ে , আপনাকে যে কতদিন পর আমার ব্লগে দেখলাম ! এখন এত চুপচাপ হয়ে গেসেন কেন ? পোস্ট ও তো দেন না ।
২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
মাহমুদ০০৭ বলেছেন: পড়ে নিব তাহলে ।
বুদ্ধ সম্পর্কে আমাদের এমনিতেও জানা উচিত ।
অনেক পর দেখলাম আপনাকে ।
ভাল থাকুন আপু ।
শুভকামনা রইল ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯
অদ্বিতীয়া আমি বলেছেন: পড়তে পারেন ভাইয়া সময় থাকলে , ভালই লাগবে বলেই মনে হয় !
একটু কম ই আসা হয়েছে ব্লগে এ কয়েকদিন , তাই ।
অনেক অনেক ধন্যবাদ পোস্ট টা পড়ার জন্য ।
২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনার লিখা পেয়ে ভাল লাগছে , রিভিউ ও ।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া , আপনাকে দেখেও ভালো লাগল ।
পোস্ট টা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হুম, কখনই পড়ি না। মাঝে মাঝে ক্লাসে এসব বই অ্যাসাইন্ড থাকে। পড়ি না, সামারি পড়ে নেই। এসবের কিছুই মনে থাকে না। কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু কিছু মনে রাখতে পারি না। অতো ইন্টারেস্টেডও হই না, মাথা, চোখ ব্যাথা করে।
পোষ্ট লিখতে পারি না। আর পোষ্ট দিলে মন্তব্যের জবাব দিতে হয়, অনেক টাইম লাগে। আপাতত পড়ালেখার চিন্তায় আছি।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
অদ্বিতীয়া আমি বলেছেন: হুম ইন্টারেস্টেড না হলে আসলে পড়া যায় না , বিরক্ত লাগে ।
তা ঠিক , পড়ালেখা ব্লগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পূর্ণ , তারপরও ব্লগের নেশা কঠিন নেশা...........
ভালো থাকবেন স্বর্ণাআপু ।
২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
সুরঞ্জনা বলেছেন: বই পড়ার আমার সাংঘাতিক নেশা! চোখের তেরোটা বাজতে চল্লো কিন্তু নেশা কমলোনা। মৈত্রেয় জাতক আমার আছে। অসাধারন।
এবার ইন্ডিয়া থেকে কোনো শাড়ী কিনিনি। যতটুকু বই হাতে বয়ে আনতে পারি তা এনেছি।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: সুরঞ্জনা আপু আপনাকে আমার ব্লগে দেখে সত্যি অনেক অনেক ভালো লাগল । আপু বই পড়ার নেশা আমার আগেও ছিল এখন ও আছে , তবে সত্যি ব্লগের কারনে বই পড়ার নেশা একটু হলেও নষ্ট হয়েছে । প্রায়ি ভাবি ব্লগের নেশা কমানো দরকার ।
মৈত্রেয় জাতক একটা অসাধারণ বই । আপনি যে বললেন , "এবার ইন্ডিয়া থেকে কোনো শাড়ী কিনিনি। যতটুকু বই হাতে বয়ে আনতে পারি তা এনেছি।"
এমন কেউ বলতে পারবে কিনা সন্দেহ আছে । ইন্ডিয়া যেয়ে শাড়ি না কিনে বই কেনা , সত্যি আপু বোঝা যাচ্ছে আপনি অনেক ডেডিকেটেড রিডার । বই আসলেই অবসর সময়ের ভাল বন্ধু ।
অনেক ভাল থাকবেন আপু ।অনেক ধন্যবাদ ।
২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৫
বৃতি বলেছেন: বুক রিভিউ চমৎকার লাগলো । আশা করি নিয়মিত লিখবেন
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন বৃতি আপু , ব্লগে আসার জন্য ।
আসলে পড়ার জন্যই ব্লগে আসা , তারপরও একটু একটু কিছু একটা লেখা হয়ে যায় , হয়তবা সামনেও লেখা হবে ।
অনেক ভাল থাকবেন ।
৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
তাসজিদ বলেছেন: একসময় অনেক বই পড়তাম। এখন সময় পাই না, ইচ্ছেও করে না।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২
অদ্বিতীয়া আমি বলেছেন: আপনাকে অনেক দিন পর ব্লগে দেখলাম ভাইয়া । আসলে সত্যি কথা বই পড়া সবসময় হয়ে ওঠে না ।
ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ ।
৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:
দীর্ঘ কিছু পড়তে অস্থির লাগে...
সম্ভবত মানুষিক কারণই দায়ী ...ছাপ রেখে গেলাম ...পরে এসে পরে যাবো!
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু ,
এটা কোন ব্যাপার না , এমন হয় , ইচ্ছে হলে পড়বেন , নইলে না , এমনকি কমেন্ট না করে শুধু পড়ে যেতেও পারেন , কোন ব্যাপার না ,
অনেক থ্যাংক ইউ আপনাকে । দুঃখিত দেরীতে রিপ্লাই করার জন্য ।
৩২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩
দীপান্বিতা বলেছেন: কেমন আছেন! ......খুব ভাল লাগলো..... বইটা পড়ার ইচ্ছে আছে, নেটে কি পড়া সম্ভব!
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: দীপান্বিতাপু !! কেমন আছেন ? আমি ভাল , আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো ।
আপু নেটে পড়তে চাইলে পড়তে পারেন । ১২ নং কমেন্টের রিপ্লাইয়ে ডাউনলোড লিঙ্ক আছে । ভাল থাকবেন ।
৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
ইখতামিন বলেছেন:
নববর্ষের (বাসি) শুভেচ্ছা
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩০
অদ্বিতীয়া আমি বলেছেন: এখন তো মনে হয় বাসি নববর্ষের শুভেচ্ছা দেয়ার ও টাইম শেষ ।
আপনাকে অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা
৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: আমি কবে পিসি থেকে লগ ইন হতে পারব মডু পিলিজ :-(
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: আমি লগ ইন করতে পেরেছি , থ্যাংক ইউ মডু ।
৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
টানিম বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ।
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন ।
ভাল থাকুন ।
৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০
শায়মা বলেছেন: তথাগত----কিংবা সিদ্ধার্থ আসলেই এক বিস্ময়!!!
নিমাই আর বিষ্ণুপ্রিয়াও অবাক করেছিলো আমাকে!
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
অদ্বিতীয়া আমি বলেছেন: সিদ্ধার্থ আসলেই এক বিস্ময়!!!
ঠিক ঠিক সুন্দর বলেছ আপু ।
তোমাকে দেখে খুব ভালো লাগল । কিন্তু নিমাই বিষ্ণুপ্রিয়া ! আমি ঠিক ধরতে পারলাম না । দাড়াও সার্চ দিয়ে দেখি নিমাই বিষ্ণুপ্রিয়া কে ? আমিও অবাক হতে চাই ।
৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
আমি ময়ূরাক্ষী বলেছেন: তথ্যবহুল ও অসাধারণ।
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক থ্যাংক ইউ ময়ূরাক্ষী আপু ।
ভাল থাকবেন অনেক ।
৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
একজন ঘূণপোকা বলেছেন:
জানানোর জন্য ধন্যবাদ।
পড়তে হবে বইটা
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১
অদ্বিতীয়া আমি বলেছেন: পড়ে ফেলেন সময় থাকলে , অনেক অনেক ধন্যবাদ জানবেন ।
৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বুকমার্ক করে রাখলাম আপুনি । মন দিয়ে পড়তে হবে ।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৭
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু আপনি আমার ব্লগে এসেছেন দেখে ভাল লাগল ,যদি ভাল লাগে তবেই পড়বেন কোন প্রবলেম নেই ।
অনেক ভাল থাকুন প্রিয় আপুমনি ।
৪০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৯
খেয়া ঘাট বলেছেন: লাবনী আক্তার বলেছেন: পড়তে ভালই লাগল। এখন বইটা পড়তে ইচ্ছে করছে।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ব্লগে আসার জন্য , আশা করি ভাল আছেন ।
৪১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭
না পারভীন বলেছেন: আসলে কেন সে গৃহ ত্যগ করলো ভেবে দেখার মত । গেলোই যদি কিভাবে বাহিরের জগতের কষ্টের সাথে মিশে গেলো ? মূর্তিতে তো সব সময় দেখা যায় খালি গা । কতটা মনের জোর থাকলে এরকম কষ্ট সহ্য করা যায় ।
বইটা পেলে ভাল হত । চমতকার পোস্ট । খুব ভাল লেগেছে ।
২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু ব্লগে আপনাকে দেখে একটু লজ্জা পেলাম , আপনার পোস্ট গুলো দুদিন ধরে পড়ছি কিন্তু এখনও শেষ করতে পারিনি , ভাবছি আজ শেষ করে ফেলব ।
সিদ্ধার্থের গৃহ ত্যগ , তারপর তার এই যে বুদ্ধ হয়ে ওঠা সত্যি সত্যি বিস্ময়কর , তিনি কি পেলেন , কি প্রতিষ্ঠা করলেন তার থেকেও ছাপিয়ে ওঠে কিভাবে তিনি পারলেন ।
অনেক ধন্যবাদ জানবেন আপু , বইয়ের পিডিএফ কপি দিতে পারি তবে হার্ড কপির কথা বলতে পারব না ।
৪২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
না পারভীন বলেছেন: অদ্বিতীয়া আপুনি , আমি নিজেই প্রিয় প্রিয় ব্লগারদের পোস্ট পড়তে পারিনি । এখন কিন্তু সব পড়ে ফেলবো কয়েকদিন সময় পেলাম । হাহাহা
তবে আগে যখন এসেছিলাম বিষণ্ণ.............বিষণ্ণতম............ বিষণ্ণতর
কথাটা কি ছিল ? কনফিঊজড :-&
মন ভাল হয়ে যাক এ দোয়া করি । সুন্দর পোস্টের অপেক্ষায়
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু এত ব্যাস্ততার মধ্যেও ব্লগিং এর জন্য সময় বের করেন দেখে ভাল লাগল ।
হাহাহা আপু ছিল , আপনি এটা খেয়াল করেছেন
অনেক অনেক, অনেক, অনেক , ভালবাসা জানবেন আপু ।
৪৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি এত সুন্দর লিখতে পারেন যা কল্পনাই করতে পারছি না।
খুবই সুন্দর হয়েছে।
ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: লিখেছি ,যদিও কোন মৌলিক লেখা নয় তবুও কত টুকু ভাল হয়েছে বলতে পারছি না , কিন্তু এতই কি ভাল হয়েছে বলেন?
আপনি পড়েছেন জেনে এবং আপনার ভাল লেগেছে দেখে অনেক ভাল লাগল ।
৪৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১১
নাছির84 বলেছেন: বিশ্লেষনধর্মী সমালোচনামুলক প্রবন্ধ লেখা সহজ ব্যাপার নয়। কিন্তু আপনি উতরে গেছেন। লেখার খাঁজগুলো পাঠককে সিদ্ধার্থ সম্পর্কে নিজের মতো করে ভাবতে সহায়তা করেছে। দ্বৈপায়নের 'তথাগত' পড়া হয়নি। তবে হেরমান হেসের 'সিদ্ধার্থ' পড়েছি। এবার তথাগতও পড়বো।
ভাল থাকবেন। এমন লেখা আরও চাই।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: বইটা এত ভাল লেগেছে আর ভিন্নধর্মী মনে হয়েছে যে কিছু একটা লিখতে ইচ্ছে হল । তবে বিশ্লেষনধর্মী সমালোচনামুলক হল কিনা তাতে আমার ভয়ানক সন্দেহ আছে ।
কিন্তু আপনার ভাল লেগেছে , আপনার পড়তে ইচ্ছে হয়েছে সেটাই তো প্রাপ্তি ।
আপনিও ভাল থাকুন অনেক ।
৪৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক বড় পোস্ট
তব ভাল লাগল
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০২
অদ্বিতীয়া আমি বলেছেন: হুম অনেক বড় পোস্ট ।
দেখার জন্য অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু।
৪৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এত চমৎকার একটা পোষ্ট আমার চোখ এড়িয়ে গেল! এটা কিছু হইল!! এই ধরনের লেখা বেশ কম ব্লগে। আপনার লেখা পড়ে বইটি পড়তে ইচ্ছে করছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৬
অদ্বিতীয়া আমি বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস ।
পড়তে পারেন , ইন্টারেস্টিং বইটা । ডাউনলোড লিঙ্ক কমেন্টে দেয়া আছে ।
৪৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০
মনিরা সুলতানা বলেছেন: তুমি মানুষ না মরাল বুঝি না গো , মন তোমার ডানা মেলেই আছে ।
জীবন ত্যাগের জন্য ও
শরদিন্দু আমার প্রিয় লেখকদের একজন ।
পোস্ট ে এত্ত গুলি ++++++++++++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০
অদ্বিতীয়া আমি বলেছেন: মনিরা আপু চিমটি শরদিন্দু আমার যে কত প্রিয় , অনেক অনেক প্রিয় ।
অনেক ভাল লাগল আপনাকে পেয়ে , অনেক ভাল লাগা জানবেন ।
প্লাসের জন্য অনেক ধন্যবাদ ।
৪৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
খেয়া ঘাট বলেছেন: স্নো,তুষার, ঠান্ডা, শীতে বেহাল অবস্থায় আছি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৩
অদ্বিতীয়া আমি বলেছেন: এবার ইউএসএ তে ভয়ানক শীত ! বেহাল অবস্থায় থেকে ভাল অবস্থায় ফিরে আসুন ,শুভকামনা রইল ।
৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, অদ্বিতীয়া আমি! ডাউনলোড করবো ...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
অদ্বিতীয়া আমি বলেছেন: ওয়েলকাম , আপু ।অনেক ভালবাসা জানবেন ।
ভালো থাকুন সর্বক্ষণ ।
৫০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
অদ্বিতীয়া সিমু বলেছেন: আপনার লেখা পড়ে বইটি পড়তে ইচ্ছে করছে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: পড়তে পারেন , সেই সময়কার ব্যাকগ্রাউণ্ড এ লেখা বইটা খুবি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে ।
পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ জানবেন ।
৫১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
রোকেয়া ইসলাম বলেছেন: এত সুন্দর করে লিখেছেন আপনি...... অসাধারণ আপনার লেখার হাত। লেখাটা পড়ার পর বইটা পড়ার আগ্রহ লাগছে।
বুদ্ধ কে জানার জন্য বইটা পড়তেই হবে।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোষ্টের জন্য।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: রোকেয়া আপু কেমন আছেন ?
একটুও না, অনেক বেশি বলে ফেললেন , আমি লিখতেই তেমন জানি না , তাই পড়ি বেশি ।
বইটা ভাল লাগবে , সময় থাকলে পড়তে পারেন ।
অনেক ধন্যবাদ আপু ।
৫২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
তাসজিদ বলেছেন: হুম্মম্মম্মম,
পড়তে হবে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
অদ্বিতীয়া আমি বলেছেন: হুম্মম বই পড়া, ভারি মজা , পড়ে ফেলুন ।
পোস্ট টা পড়ার জন্য অনেক থ্যাংক ইউ , ভাল আছেন নিশ্চয়ই !
৫৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৪
রাসেলহাসান বলেছেন: গুড পোষ্ট!! সময় পেলে পড়ার চেষ্টা করবো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ , ব্লগে আসার জন্য , পোস্টটা পড়ার জন্য ।
৫৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার লেখা আমি আগেও পড়েছি। সত্যিই আপনি ভালো লেখেন।
ধন্যবাদ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন ,ভাইয়া ।
সত্যিই আমি এমন মনে করি না , কিন্তু ভাল বা খারাপ তাতেই বা কি আসে যায় , তাই না ? লিখি অনেকটা ভাল লাগে বলে , আর এই ব্লগটা ভাল লাগে বলে । ভাবছি আরও বেশি হাবিজাবি লিখবো , শুধু আলসেমিকে ফাঁকি দিতে পারলেই হল
ভাল থাকুন সতত ।
৫৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
পাঠক১৯৭১ বলেছেন: বৌদ্ধ সম্পর্কে অনেক পড়া হয়েছে; উনার সময় চলে গেছে, সেসব কথা এখন অর্থহীন!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০
অদ্বিতীয়া আমি বলেছেন:
আমি তো ভাবলাম আপনি "হাউকাউ" বলবেন ।
অর্থহীন বটে ! ইতিহাস বুঝি অর্থহীন কিংবা ইতিহাস নির্ভর উপন্যাস , লেখা ?
আপনি যখন অনেক পড়েছেন , আমাকে কিছু বইয়ের নাম রেফার করুন , আমি খুবি ইন্টারেস্টেড জানতে ।
ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
৫৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
একলা ফড়িং বলেছেন: আপু, অনেকদিন নতুন পোস্ট নেই কেন??
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২০
অদ্বিতীয়া আমি বলেছেন: আর বলনা আপু , একটু ব্যাস্ত ছিলাম ,আর আমার টাইপ অনেক স্লো !
দেখি আজকে দিতে পারি কিনা ? কিংবা কালকে ।
অনেক ধন্যবাদ আপু , ভাল আছ নিশ্চয়ই ?
৫৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
অরুদ্ধ সকাল বলেছেন:
দারুন রিভুয়ু
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ব্লগে আসার জন্য , পোস্ট পড়ার জন্য ।
৫৮| ২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুভিটা দেখতে বসছিলাম বাট সময়ের অভাবে শেষ করতে পারি নাই। বুদ্ধকে নিয়ে কম বেশি পড়েছি। এদানিং যে বইটা পড়ে অভিভূত হইছি সেটা হলো হেরমান হেসের "সিদ্ধার্থ"। এই বইতে বুদ্ধের সাথে সিদ্ধার্থ নামক এক সন্ন্যাস যুবকের দেখা হয়ে যায়।
বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে পাবলিশড, সংগ্রহ করতে পারেন।
ওরে আপনি তো এটার নামও দিয়ে রাখছেন।
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
অদ্বিতীয়া আমি বলেছেন: মুভিটা আমি দেখবো ভাবছিলাম , কিন্তু এখনো দেখা হয়ে ওঠেনি ।
হেরমান হেসের "সিদ্ধার্থ" বইটা এখন আমার কাছে আছে
থ্যাংকস টু দূর্জয় ভাইয়া । আমি উনার কাছ থেকে নিয়েছি ।
থ্যাংক ইউ , আপনাকে অনেক দিন পর দেখলাম । আমি অবশ্য যেয়ে আপনার কবিতা প্রায়ই পড়ে আসি ....
৫৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হেরমান হেসের "সিদ্ধার্থ" বইয়ের রিভিউ আমিই প্রথম দিসি (ফেবু স্টাটাসে) !!! দূর্জয়দের পরে পড়তে শুরু করে তাদের আগে পড়া শেষ করছি!
থ্যাঙ্কিউ! আমার অপাঠযোগ্য কবিতা পড়ার জন্য
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪০
অদ্বিতীয়া আমি বলেছেন:
আপনার সেই স্টাটাস পড়েই তো জানতে পেরেছিলাম , দূর্জয় ভাইয়ার কাছে বইটা আছে !
আমি এখনও পড়া শুরু করিনি , আরেকটা বই শেষ করে তারপর পড়ব ।
ভাইয়া আপনার কবিতা মোটেও অপাঠযোগ্য না !!! আপনি এগুলো কি বলেন !!!
৬০| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আজকে রাত ভ'রে বৃষ্টি -- বুদ্ধদেব বসু কিনলাম। কবে থেকে পড়া শুরু করবো কে জানে!!
আমি সিদ্ধার্থ পড়ার পর থেকে কেবল হুমায়ূন আহমেদ পড়ছি! মাথা ফ্রেস রাখার জন্য। হুমায়ূন আহমেদের বই আমার কাছে টনিকের মতো। মুড খারাপ থাকলে বা মাথা হ্যাং হয়ে থাকলে হুমায়ূন পড়া মাত্র আমার মন ভালো হয়ে যায়। যেমন করে ঘাম দিয়ে জ্বর ছাড়ে।
আমার কবিতা অপাঠ্যই
২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২
অদ্বিতীয়া আমি বলেছেন: আমি বুদ্ধদেব বসুর তিথিডোর পড়েছিলাম । কেন জানি একফোঁটাও ভালো লাগেনি । তাই বুদ্ধদেব বসুর কোন বই পড়তে আর ইচ্ছাই হয় না ।
আর হুমায়ূন আহমেদ যে শেষে যে কবে পড়লাম , বেশ অনেকদিন হবে । ইদানীং বইয়ে মনোযোগ ধরে রাখা কঠিন মনে হচ্ছে । মুড অফ থাকলে আমি দত্তা পড়ি কিংবা গল্পগুচ্ছ । হুমায়ূন আহমেদ ও পড়ি ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক ভাল সমালোচনা। ভাল লাগল।