![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মেঘলা দিনে একলা...
আমাদের বাংলা ভাষার বাগধারা , প্রবাদ প্রবচন , এসবে অনেক সমৃদ্ধ ! প্রবাদ-প্রবচণ আমাদের বাংলা ভাষার একটি অলংকার ।খনার বচনের কথা কে না জানে ? তারপর আরও আছে চাণক্য শ্লোক ।
গ্রামের আঞ্চলিকতা নির্ভর গল্প গাঁথা , শ্লোক, প্রবচন , এসব ও বা কম কিসে ! এসবই মুখে মুখে চলে আসছে হয়ত কত শত বছর আগের কারো বানানো । তারপর আছে ছোট ছোট ছেলেময়েদের বিভিন্ন খেলার মজার মজার ছড়া কাটা । সন্ধ্যায় বাড়ির উঠানে গল্পের আসরের গল্প !
কিংবা ঘুম পড়ানোর জন্য কবিতা কিংবা শ্লোক । মনে পরে কবিতা , মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই?
এসবের আবেদন এখন অনেকটা ফুরিয়ে গেছে । দাদু নানুরাও এখন আর এসব গল্প বলে না , কারন নাতী নাতনী রাও এখন শুনতে চায় না ।
কিন্তু আমার নানু জানে অনেক অনেক গল্প , ছড়া মজার মজার শ্লোক । আর আমি সবসময় ছোট বেলার মত এখনও বলি, নানু এখন গল্প বলেন আমার নানু বলে .....আচ্ছা তাহলে এবার শোন তবে...........এভাবেই শোনা হয়েছে কত কত গল্প আবার ভুলেও গিয়েছি ।
আঞ্চলিক প্রবাদ প্রবচন এসব যেমন কখনও মজার , কখন কটাক্ষ কিংবা পরিহাসের ,কখনও হাস্যরসের , কখনও অভিজ্ঞতা সমৃদ্ধ কোন কথা । এগুলো’র প্রত্যেকটা থেকেই কিছু না কিছু শেখার আছে ।
আমার ডায়েরিতে টুকে রাখা থেকে এমন কিছু ......
১.মাইয়্যার নাম রাম বালা
কান্দে আর বান্দে ছালা ।
ঘটনা হল রাম বালা গেসে বাপের বাড়ি ।তারপর বাপের বাড়ি থেকে যাবার দিন একদিকে কান্দে আর এক দিকে বাপের বাড়ির তত্ত্ব , জিনিস পত্র নেবার জন্য ছালা বাঁধে । মানে একটু কটাক্ষ করে বলা হইসে আর কি !
২.মাইয়্যা এক যায় খাইয়া
আরেক যায় লইয়্যা
আবার থাকে পথের দিকে চাইয়্যা ।
মানে এটাও বাপের বাড়ি সংক্রান্ত ।মেয়ে খেয়ে যায় , নিয়ে যায় আবার বাপের বাড়ি থেকে কি পাঠানো হবে তার আশায় চেয়ে থাকে (হ কৈসে) ।এখানেও কটাক্ষ করে বলা হয়েছে ।
আগের দিনে মেয়েরা বাপের বাড়ি আসত হয়ত দিনের পর দিন অপেক্ষার পর , স্বামী , শ্বশুর বাড়ির সবার মর্জি হলে । দীর্ঘ দিন পর বাপের বাড়ি এসে দেখত তার লাগানো গাছ টা হয়ত মরে গেসে , গরু টা হয়ত নেই ।তারপর যাওয়ার সময় , মায়ের হাতের বাপের বাড়ির সব ভাল খাবার দাবার এসব দিয়ে দেয়া হত । আবার কবে আসবে ! এই নিয়ে ও প্রচলিত আছে সমাজে এমন বাঁকা কথা ।সমাজে মেয়েদের স্পেস এত কম কেন ?
৩.পোলারে তুতিবুতি
মাইয়্যারে লাই
তার চৌদ্দ গুষ্ঠির নাই
নরকে ঠাই ।
যদি ছেলে কে অতি আহ্লাদ দেন , আর মেয়েকে প্রশ্রয় , তা হলে ছেলে মেয়ে গোল্লায় যাবে আর জীবন অতিষ্ঠ হয়ে যাবে ।
৪. ছোট কালে সোনামুখ
বয়সের কালে আয়না
বুড়া কালে বান্দরীমুখ
কেউর দিকে কেউ চায় না ।
বয়সের সাথে সাথে মেয়েদের রুপের যে পরিবর্তন হয় , সেটাই বলা হয়েছে ।
৫.ভাগের হতিন সখিনা
রাত পোহালে দেখি না ।
সখিনা কে শুধু ভাগ যোগের সময় পাওয়া যায় ,তারপর তার আর খবর পাওয়া যায় না। বোঝানো হয়েছে স্বার্থপর মানুষ কিংবা যারা শুধু মাত্র নিজেদের পাওয়ার ব্যাপারে সচেষ্ট ।
৬.মোটে মায় রান্দে না
পান্তায় তেরসা ।
গরীব মানুষ তাদের বাড়িতে তো রান্না বান্নাই তেমন হয়না ,পান্তাই তাদের তত্ত্ব ।
৭. জামাই কইন্যার দেখা নাই
শুক্কুর বার বিয়া ।
অতি আগাম চিন্তা ভাবনা ।
৮.পাইলাম থালে
দিলাম গালে
পাপ নাই তার
কোন কালে ।
পড়ে পাওয়া জিনিস এর কোন মালিকানা নেই , যেই পাবে সেই নেবে ।
৯.তোমার আছে , আমার নাই
রস চুরিতে পাপ নাই
যদি কর বাড়াবাড়ি
থাকবে নাকো রসের হাড়ি
রস চুরি হালাল করার অজুহাত , বাড়াবাড়ি করলে রসের হাড়ি ঢিল দিয়ে ভেঙ্গে দেয়া হবে ।রস চুরি করে এই ছড়া কাটা হয় মনে হয় ।
১০.আছে গরু না পায় হালে
দুঃখ না ছাড়ে কোন কালে ।
যার গরু আছে কিন্তু হাল চাষ করে না , তার দুঃখ অভাব কখনই যাবে না । পরিশ্রম না করলে সৌভাগ্য আসবে না ।
১১.বাইন্না কুইট্টা মরে কেউ
ক্ষুদ দিয়া পেট ভরে কেউ ।
ঢেঁকি তে চাল ভাঙ্গার সময় ,ঢেঁকি আসে পাশে চালের ক্ষুদ জমে যায় ।কেউ হয়ত তখনি খাওয়াতে ব্যাস্ত হয় । প্রতিকি হিসেবে বলা হয়েছে যারা রান্নার কাজের আশেপাশেও আসেনা কিন্তু খাবার সময় ঠিক হাজির ।
১২.ঘরের মধ্যে ঘর
জনে জনে হাওলাদার।
ঘরের সবাই নিজেকে মাতব্বর মনে করে !
১৩.আর গাব খাব না
গাবতলা দিয়া যাব না
গাব খাব না, খাব কি ?
গাবের তুল্য আছে কি ?
এক কাকের গলায় গাব আটকে গেসে । সাথে সাথে তার প্রতিজ্ঞা , সে জীবনেও গাব খাবে না । বলতে বলতে ই যেই গলা থেকে চলে গেসে ,সেই তার উল্টো উপলব্ধি ! প্রতিজ্ঞা ভাঙ্গতে কতক্ষণ!
১৪.যেখানে মজিবে কায়া
নাও থুইয়া তরেও জায়া ।
যেখানে মৃত্যু কপালে আছে সেখানে যেভাবেই হোক ,অদৃষ্ট টেনে নিয়ে যাবে ।
নেট থেকে নেয়া আরও কিছু মজার মজার
১.আগে না বুঝিলে বাছা যৌবনের ভরে
পশ্চাতে কাঁদিতে হবে নয়নের ঝোরে
২.আহ্লাদের বউ তুমি
কেঁদো না , কেঁদো না
চাল চিবিয়ে খাব আমি
রেঁধো না , রেঁধো না
৩.অন্ন দেখে দেবে ঘি
পাত্র দেখে দেবে ঝি
৪.কথায় কথা বাড়ে , ক্রোধে হয় ঝড়
কথা না বাড়িয়ে সখি যাও তবে ঘর
৫.কুপুত্র যদ্যপি হয়
কুমাতা কখনো নয়
৬.বুদ্ধিমানকে বোঝানো যায় , আকারে প্রকারে
নির্বোধ কে বোঝাতে হয় চড়ে ও চাপড়ে !
৭.বউ ভাঙলে চাড়া , শাশুড়ি ভাঙ্গলে খোলা !
৮.লোক লজ্জায় রাঁধি বাড়ি
পেটের জ্বালায় খাই
লজ্জা শরম আছে বলে
কাপড় পড়ে যাই ।
অনেক গুলো প্রবাদ প্রবচন বললাম , এবার কয়েকটা গল্প বলি, ঠিক অবশ্য গল্প ও না ..........
১.এক দেশের মানুষজন খুব বোকা । শুধু একজন ছিল বুদ্ধি(!)মান ।তাকে সবাই ডাকত বুদ্ধির ডিপা ।
তো একদিন এক কাক একটা আধা খাওয়া চিতই পিঠা এনে ফেলল । বোকা লোক গুলো সেটা কুড়িয়ে পেয়ে অনেক জল্পনা কল্পনা করল কিন্তু কি সেটা তো কিছুতেই বুঝতে পারল না , তারপর নিয়ে গেল বুদ্ধিমানের কাছে ।
সেই আধ খাওয়া চিতই পিঠা নেড়েচেড়ে দেখে বুদ্ধিমানের উত্তর -
বুদ্ধির ডিপায় মইর্যা গেলে
দেশ হইবে আন
আকাশ দিয়ে পরছে একখান
ঘোনে খাওয়া চাঁন
২.এক চোর প্রায়ই এক বাড়িতে চুরি করতে যেত । একদিন শাশুড়ি আর বৌ চোর কে শায়েস্তা করার বুদ্ধি আঁটল । বুদ্ধি মত বৌ রান্না ঘরের একটা পাতিলে বল্লার বাসা এনে রেখে দিল ।
এখন রাতে তো আবার চোর আসছে। এখন শাশুড়ির ফিসফিস করে জিজ্ঞাসা , বৌ তোমার সোনার গয়না কই ? বউ তো বলে দিল , রান্না ঘরের পাতিলের ভিতর ।
চোর তো শুনে ফেলে ভাবল , এইত পাওয়া গেছে গয়নার খোঁজ । কিন্তু রান্না ঘরে যেয়ে পাতিলে হাত দিতেই বল্লা দিল কামড় । আর চোর তো এক ছুটে রান্না ঘর থেকে উঠানে যেয়ে লাফালাফি !
এখন রসিক শাশুড়ির জিজ্ঞাসা করছে, ও বৌ জগত তারা,
এত রাইতে নাচে কারা ?
শাশুড়ির জিজ্ঞাসা শুনে চোরের উত্তর , যে ফাঁদ পাইত্যা থুইছ তুমি
এত রাইতে নাইচ্যা মরি আমি
৩.সাপ যাচ্ছিল তাল গাছের নিচ দিয়ে । এমন সময় ভাদ্র মাসের পাকা তাল পড়ল , পড়ল তো পড়ল একে বারে সাপের গায়ে । বেচারা সাপের তো একেবারে দফারফা ।
ভয়াবহ রেগে বলল , কালা কালা মিসরি !
তুই কেন ছেছলি ?
তালের উত্তর , এটা আমার জাতের ধারা
তুই কেন সামনে খাঁড়া ?
৪. জামাই তার বৌ এর কাছে তেলের হিসেব চাচ্ছে ,
এক পয়সার তৈল
কিসে খরচ হইল ?
বউ - তোমার দাড়ি , আমার পায়
আরও দিলাম ছেলের গায়,
ছেলেমেয়ের বিয়ে হইল ,
সাত রাত্রি গান হইল
কোন অভাগী ঘরে এল
বাকী টুকু ঢেলে দিল !
৫.গ্রামের এক বৌ পানি নিয়ে আসতে গেছে নদী থেকে ।যেয়ে দেখে এক কাঠুরিয়া ক্লান্ত হয়ে নদীর পারে এসে বসে আছে । এখন বউটা তো কাঠুরিয়া কে দেখে প্রেমে পড়ে গেল ।
এখন সে করল কি কলসি নিয়ে সে নদী থেকে এক একবার পানি নিয়ে আসে আর সেই কাঠুরিয়া কে দেখে আসে । এভাবে সে পানি এনে ঘরের সব ঘড়া , কলস ভরে ফেলল । তারপর সে পানি এনে এনে ঘরের উঠানে ঢালতে লাগল !
এখন তার শাশুড়ি তো ভীষণ অবাক ! ঘটনা কি ! আজকে আমার বৌ এর কি হইল ? সে এভাবে পানি দিয়ে ঘর ভরাচ্ছে কেন ? ব্যাপার কি দেখার জন্য সে বৌয়ের পিছনে পিছনে গেল !
ঘটনা দেখে শাশুড়ি কাঠুরিয়া কে বলছে ,
এসেছ রতন
গায়ে দিছ চন্দন
বসিয়াছ বটবৃক্ষ তলে
তোমায় দেখিয়া আমার বঁধুয়া
ঘর ভরিয়াছে জলে ।
কাঠুরিয়া,
ঘরেতে আছে মোর
লাল পলাশের প্রিয়া
কি করিব তোমার ঐ
ধূতরা ফুল দিয়া
৬.তারপর এই রাজার গল্প তো সবাই জানে ।এক রাজাকে তার বাবা বলে ছিল সব সময় যার তিন মাথা তার থেকে বুদ্ধি নেবে । এখন একদিন বিদেশি বনিকের দল অনেক মুক্তো নিয়ে এল । রাজার তো অনেক পছন্দ হল ,কিন্তু তারপরও উজিরকে ডাকল পরামর্শের জন্য ।
উজির বলল , রাজামসাই মুক্তো নকল । আপনার টাকা নষ্ট হবে ।
রাজা বিরক্ত হয়ে জহুরীকে দেখাল , দেখল যে সত্যি মুক্তো নকল ।তারপর খুশি হয়ে উজিরকে একটা পয়সা দিল ।
তারপর আবার বনিকের দল ঘোড়া নিয়ে এল । উজির ঘোড়া দেখে বলল , রাজা মশাই ঘোড়া অসুস্থ ,কালই মারা যাবে , আপনার অনেক টাকা গচ্চা যাবে ।
সত্যি ঘোড়া পরের দিন মারা গেল আর রাজা খুশি হয়ে আবার একটা পয়সা দিল।
এখন তো উজির মহা চিন্তায় পড়ে গেল , কি ব্যাপার আমি রাজার এত গুলো টাকা বাঁচিয়ে দিলাম কিন্তু রাজা মশাই আমাকে একটা মাত্র পয়সা দিল ।
তাই সে রাজাকে যেয়ে বলল , আমার গর্দান না নিলে একটা কথা বলতে পারি । সেটা হল আপনি কোন রাজবংশের সন্তান নন , আর রানিমাতা একজন বাইজী ।রাজা খোজ নিয়ে দেখলও সবি সত্যি ।তাই তার জিজ্ঞাসা উজির এত সব জানল কিভাবে ?
মুক্তো চিনলাম ভাসে
ঘোড়া চিনলাম কানে
রানি চিনলাম হাসে
আর রাজা চিনলাম দানে । (এটা সম্ভবত বীরবলের গল্প )
আসল মুক্তোয় চেহারা ভাসে, মৃত্যুর আগে ঘোড়া কানে শুনতে পায় না , রানিমাতার হাসি অন্দর মহল ছাড়িয়ে বাহিরে আসে , রাজা দের দান কখনো এমন এক পয়সা হয় না ।
নাহ আর কোন গল্প না এবার কয়েকটি সহজ সহজ ধাঁধাঁ.........বলুন দেখিইই
১.আকাশ হতে পড়ল বুড়ি
খাতা বালিশ লইয়্যা
সেই বুড়ি কথা কয়
কোলার মাঝে বইয়্যা
২.আছে ফল দেশে নাই
খাই ফল ছোলা নাই
৩.তুমি আছ জলে
আমি আছি ডালে
তোমার আমার মৃত্যু
একই কালে
৪.চারপাশে কাঁটা কোঁটা
মধ্যে এক সোনার বাটা
৫.চাঁদ নয় সূর্য নয়
ঘরে ঘরে থাকে
জগ নয় কলসি নয়
কাছে কাছে থাকে ,
মুখ নাই তার নাভি দিয়ে
করে শুরা পান
পেটেতে ওড়না পড়ে
মস্তকে তার কান ।
নেটের প্রবাদ গুলো এই ফেসবুক পেইজ থেকে নেওয়া হয়েছে ।অন্য গুলো বেশীরভাগই বরিশাল অঞ্চলের প্রচলিত ।
অপ্রসঙ্গিক কথা : পোস্ট থেকে অপ্রসঙ্গিক কিছু কথা বলতেই হচ্ছে । কেউ চাইলে স্কিপ করতে পারেন । কাল ই মাত্র খেয়াল করলাম , ব্লগ লিখেছেন: ২ বছর ৩ দিন। ভাবছিলাম দুই বছর সময় তো কম নয় ! ব্লগিয় পরিসংখ্যান তেমন খেয়াল করা হয় না । ব্লগ লিখিও না তেমন, ব্লগিং এর মান (!) এর কথা আর কি বলব , পড়া আর অর্থহীন সব কমেন্ট করার মধ্যেই আমার ব্লগিং সীমাবদ্ধ ।
আমার টাইপ অনেক স্লো । তাই বর্ষপূর্তি ধরণের পোস্ট লেখা হয়ে এখন উঠবে না কিংবা লিখতে শুরু করলে আরেকটা বছর ঘুরে আবার বর্ষপূর্তি চলে আসতে পারে!
ব্লগটা যেমন অনেক প্রিয় ,তেমন ব্লগাররাও সবাই না হলেও প্রায় সবাই প্রিয় ।প্রিয় সবারই পোস্ট নিয়মিত পড়ার চেষ্টা করি ,কমেন্ট করি ।
কিন্তু পোস্ট উৎসর্গ , কিংবা বর্ষপূর্তি উপলক্ষে রীতি অনুযায়ী ধন্যবাদ এমন আগে কখনো বলা হয়ে ওঠে নি । প্রিয় যারা তাদের আমি মনে মনে রাখতেই ভালবাসি ,তাই পোষ্ট উৎসর্গ এমন করেও বলা হয়নি ।
আমি ঠিক সুন্দর করে বলতে ও এসব পারি না । তাই বলতেও ইচ্ছে হয় না ।
কিন্তু তারপর ও কারো পোস্টে আমার নাম দেখে থমকে যাই ।কিছু ভেবে পাই না , তাই কিছু বলা হয়ে ওঠে না । কিন্তু এত অকৃতজ্ঞ হই কি করে ?
তাই প্রিয় কারো নাম উল্লেখ করছি না , সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ।
থ্যাংক ইউ , লিন্কিন পার্ক ভাইয়া , পিচ্চি ভাইয়া আরমান , মুন
আর ব্লগের প্রিয় দুটা আপুর কথা না বলে তাদের দুটো কমেন্ট রিপ্লাই দেখাচ্ছি ,আমি খুবই মজা পেয়েছিলাম আমার ছোট্ট বেলার সম্বোধনে ,
:!> :!> :!> :#> :#>
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো লাগলেই পোস্ট সার্থক ।
আপনার জন্য অনেক শুভকামনা ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
ধাঁধাঁ পার্ট স্কিপ করে গেলাম !
পোস্ট ভাল ও মজার হৈসে অদ্বিতীয়া তুমি ||
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আমি বলে দিব না ,
অনেক অনেক ধন্যবাদ মুন ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল পোষ্টটি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০১
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন ভাইয়া ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১
মামুন রশিদ বলেছেন: আমাদের প্রবাদ প্রবচনে নারীর যে রুপ- হ কৈসে
হাহাহা, চমৎকার পোস্ট ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন:
ধন্যবাদ মামুন ভাইয়া , আপনাকে দেখে ভাল লাগল । অনেক ধন্যবাদ ।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
বেঈমান আমি. বলেছেন: কি সুন্দর চেহারা করে আবার কুয়ারা(মজা) নাম রাখছে পেয়ারা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়া হয়নি আপনার টা ,আমি বলি
কি একখান চেহারা
নাম রাখছে পেয়ারা
সঙ্গে দুই খান **
রাখছে পাহারা
থ্যাংক ইউ ভাইয়া ।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব মজা পেলাম পোস্ট পড়ে। মেয়েদের বাপের বাড়ি আসা সংক্রান্ত প্রবচনগুলো খুব মন খারাপ করে দিল। ছোটোবেলার কথা মনে পড়ে- যখন দূরের গ্রামে বিয়ে দেয়া মেয়েরা বাপের বাড়ি আসতো অনেকদিন পর পর। আসার সময় তারা যেন দৌড়ে বাড়িতে এসে আনন্দে সারা পাড়া ঘুরে বেড়াতো, কিন্তু যাওয়ার দিন শ্বশুর বা দেবর বা জামাইয়ের পেছনে পেছনে খুব করুণভাবে কাঁদতে কাঁদতে তারা জামাই বাড়ি ফিরে যেতো।
প্রচলিত গল্পগুলোও ভালো লাগলো। আগে অনেক প্রচলিত ধাঁধা পারতাম। এ পোস্টের ধাঁধাগুলোর উত্তর পারলাম না
শুভেচ্ছা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৩৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আঞ্চলিকতা নির্ভর এসব কথ্য সাহিত্য খুবি মজার , আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল ভাইয়া।
আমাদের সমাজ খুব নিষ্ঠুর , খুবই ,আপনাকে কথা শোনাতে ছাড়বে না। আগের দিনের কথা মনেও করতে চাইনা । ভাবতেও খারাপ লাগে সেসময়কার কথা ।
ধাঁধাঁ গুলো কিন্তু সোজা
অনেক ধন্যবাদ জানবেন ।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ পোস্ট টা পড়ার জন্য ।
ভাল থাকুন , শুভ রাত্রি ।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
ঐতিহাসিক বলেছেন: ধাঁধা গুলুর মাত্র একটির উত্তর জানি মনে হয় ।
তবে আপনার নানুর সঙ্গ নিশ্চয়ই পরম উপভোগ্য ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৬
অদ্বিতীয়া আমি বলেছেন: জানেন ? তবে বললেন না যে ?
হুম আমার নানু অনেক গল্প জানে আর আমি ছোট বেলা থেকেই গল্প কাহিনী কেচ্ছা এসবের ভক্ত , তাই উপভোগ্য তো বটেই ।
আপনাকে অনেক ধন্যবাদ ব্লগে আসার জন্য ।
ভাল থাকুন সবসময়।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪১
অদ্বিতীয়া আমি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ । আপনাকে এই প্রথম দেখলাম আমার ব্লগে ।
ভাল থাকুন নিরন্তর ।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার সংগ্রহ। বিশ্বায়নের সময় দুনিয়ার সব জাতি যেখানে চাচ্ছে তাদের নিজেদের সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সেখানে আমরা আদতে তেমন কিছুই করছিনা নিজেদের সংস্কৃতির জন্য। সেক্ষেত্রে আপনার সংগ্রহটি অবশ্যই অনুপ্রেরণা জোগায়।
যাইহোক, দ্বিবর্ষ পুর্তির শুভেচ্ছা রইলো
+++++++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: আরও কত কত যে জানতাম এধরনের মজার মজার গল্প ধাঁধাঁ , কিন্তু ভুলে গিয়েছি । আগে থেকেই যদি লিখে রাখতাম তবে বেশ হত ।
আপনি যা বলেছেন , তাতো সত্যি বটে , আমাদের সংস্কৃতি ঐতিহ্য নির্ভর স্থান , বা এসব সাহিত্য সংরক্ষণ করার প্রতি তেমন যত্ন নেই ।
অনেক অনেক ধন্যবাদ কুনো ভাইয়া । আপনাকে ব্লগে দেখে ভাল লাগল ।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
একজন ঘূণপোকা বলেছেন:
প্রিয়তে না নইলে ভুল হবে
অনেক সুন্দর
৪ আর ১৪ টা অনেক সুন্দর
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ৪. ছোট কালে সোনামুখ
বয়সের কালে আয়না
বুড়া কালে বান্দরীমুখ
কেউর দিকে কেউ চায় না ।
এটা আমার প্রিয় ।
অনেক ধন্যবাদ , পড়ার জন্য । ভাল থাকবেন ।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫২
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংক ইউ মডারেটর পোস্টটা নির্বাচিত পাতায় দেয়ার জন্য
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার সংগ্রহ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
অদ্বিতীয়া আমি বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২
না পারভীন বলেছেন: ছোট অদ্বিতীয়ার জন্য ২য় বর্ষ পূর্তির উপহার । আজ ব্লগে না আসলে আমি কি মিস টাই না করে ফেলতাম । অসাধারন এক পোস্ট হয়েছে বিশেষত ব্যাখা করাতে ভাল হয়েছে । নিজে নিজে বুঝার কষ্ট টা থাকলো না । প্রিয়তে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১
অদ্বিতীয়া আমি বলেছেন: হাহাহাহাহাহা, পারভিন আপু আমি যে কি বলি ? :!>
আমি খুবি হেসেছিলাম সেদিন । একটু মন খারাপ ও হয়েছিল , মানুষ যে কেন বড় হয় ?
বর্ষ পূর্তির উপহার
অনেক অনেক ধন্যবাদ জানবেন আপু । পোস্ট ভাল লাগলেই আমার টাইপ করা সার্থক ।
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১০
না পারভীন বলেছেন: ৭. জামাই কইন্যার দেখা নাই
শুক্কুর বার বিয়া ।
অতি আগাম চিন্তা ভাবনা ।
কেটে আনা মন্তব্য আর তার প্রতিউত্তর দেখে একেবারে লজ্জা পেলাম । :!> :!> । অনেক অনেক শুভকামনা ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
অদ্বিতীয়া আমি বলেছেন:
আমি ভেবেছি আপনি বুঝতে পারবেন না
ভাল থাকুন আপু, সবসময় ।
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্ট খুবই ভালো পাইলাম! এই প্রবাদ নিয়ে পোষ্ট আগেও দেখছি কিন্তু ব্যাখ্যা সহ এত চমৎকারভাবে লিখিত পোষ্ট আগে দেখি নাই।
বর্ষপূর্তি উপলক্ষে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এমন সব দারুন পোষ্ট আপনার কাছ থেকে আরো নিয়মিত ভাবে চাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক, অনেক, অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য । ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম ।
ব্যাখ্যা আসলে সব যথার্থ হয়েছে কিনা একটু সন্দেহ আছে আমার
আঞ্চলিক ভাষা জ্ঞান তেমন ভাল নয় আমার ।
১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অতি চমৎকার।
নানু থেকে নাতনী, আমরা চমৎকার পোস্ট পেয়েছি এটা আনন্দের।
পোস্ট প্রিয়তে থাকলো।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
অদ্বিতীয়া আমি বলেছেন: আমিও আনন্দিত আমাদের গল্পের আসরের গল্প আপনাদের ভাল লেগেছে জেনে ।
পড়েছেন দেখে ভাল লাগল ।
প্রিয়তে নেবার জন্য অনেক ধন্যবাদ , এবং ভাল থাকবেন সবসময় ।
১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৫
হাতীর ডিম বলেছেন: সেই হইছে। প্রিয়তে নিলাম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ , পড়ার জন্য , প্রিয়তে নেবার জন্য ।
১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৩০
আমিই মিসিরআলি বলেছেন:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংক ইউ মিসিরআলি ভাইয়া ।
২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫
লাবনী আক্তার বলেছেন: মজা পেলুম খুব। পোস্ট খুব ভালো হয়েছে। আর বর্ষপুর্তির শুভেচ্ছা অনেক।
শুভকামনা রইল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংক ইউ , থ্যাংক ইউ ।অনেক ভাল লাগল পড়েছ দেখে ।
তোমাকে তো ব্লগে দেখি ই না , ফাঁকিবাজ ব্লগার হয়ে গিয়েছ ।
অনেক ভাল থাকা হোক সবসময় ।
২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পোস্ট খুব ভালো হয়েছে। আর বর্ষপুর্তির শুভেচ্ছা অনেক অনেক অনেক।
চমৎকার পোস্ট !!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
অদ্বিতীয়া আমি বলেছেন: পোস্ট ভাল লেগেছে জেনে ভাল লাগল ।অনেক ধন্যবাদ ।
২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৩
হাসান মাহবুব বলেছেন: দারুণ পোস্ট।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৭
অদ্বিতীয়া আমি বলেছেন: হাসান ভাইয়া অনেক ধন্যবাদ । আপনাকে ব্লগে পেয়ে ভাল লাগল ।
২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩
মনিরা সুলতানা বলেছেন: তোমার তুলনা আমি খুঁজি না কখনো ।
বহু ব্যাবহার করা কোন উপমায় ...
কারন তুমি অতুলনীয় অদ্বিতীয়া ...
এই ব্যাপার গুলো নিয়ে আসলেই আমাদের এখন একটু বেশী চিন্তা করা উচিত ,আমাদের বাচ্চারা বড় হচ্ছে সিন্ডারেলা কাহিনী তে ।।
দারুন সংগ্রহ খুব ভাল লাগলো ...
নাপা র কাছে লিঙ্ক পেয়ে পোস্ট ে এসে মন ভাল হয়ে গেল
দ্বি- বর্ষ পূর্তির শুভেচ্ছা
অনেক অনেক শুভকামনা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬
অদ্বিতীয়া আমি বলেছেন: মনিরা আপু , আমি যে আবারো কি বলি ? :#> :#>
পারভিন আপু দেখছি আমাকে সত্যি লজ্জায় ফেলে দিল । অনেক অনেক খুশি লাগলো আপনি এসে পড়েছেন দেখে । ভাল লাগায় আনন্দিত ।
আপনার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা , সবসময়ের জন্য ।
, আপনার নাম আর আমার আম্মুর নাম এক , আমার আম্মুর নামও মনিরা ।
২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রিয়তে নিলাম।
শূভকামনা রইল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন । আপনার জন্যও শুভকামনা ।
২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
আরজু পনি বলেছেন:
অফলাইনে পুরো পোস্টটা পড়ে খুব তৃপ্তি পাচ্ছিলাম ।
প্রবাদ প্রবচনের নারী : সেকাল একাল... (Click This Link) নিয়ে আমার একটা পোস্ট আছে ...
অনেক অনেক শুভেচ্ছা রইল অদ্বিতীয়া ।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬
অদ্বিতীয়া আমি বলেছেন: সত্যি খুব ভাল লাগছে জেনে , পোস্ট লিখতে খুব আলসেমি লাগে , আপনাদের ভাল লাগায় আনন্দিত ।
আপনার পোস্ট টা আমি পড়েছি আগেই । পড়তে ভাল লাগলেও প্রবাদ গুলোর নেগেটিভ ব্যাকগ্রাউণ্ড বলে দিচ্ছে সেকালের নারীর সামাজিক অবস্থান ।
অনেক অনেক ধন্যবাদ পনি আপু ।
২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩
করিম কাকা বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম। পরে পড়ে দেখমু।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: বেশ তো কোন সমস্যা নেই , যখন ইচ্ছে পড়ে দেখবেন ।
ধন্যবাদ আপনাকে ।
২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
নীল ভোমরা বলেছেন: চমৎকার পোস্ট!....শুভকামনা!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে , ব্লগে আসার জন্য এবং পড়ার জন্য ।
ভাল থাকুন নিরন্তর ।
২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
জুন বলেছেন: অদ্বিতীয়া আমি অসাধারন পোষ্ট। আপনার পোষ্ট পড়ে কিছুটা নষ্টালজিক হয়ে পড়লাম। খুব সুন্দর করে অর্থ সহ তুলে এনেছেন ।
+
আমার হাসবেন্ডের বস তাদের অফিস এর কান্ট্রি ডিরেক্টর ইউরোপিয়ান মহিলা। মোটামুটি বাংলা জানে। সে তার ফেয়ারওয়েলের সময় আমার স্বামীর কাছে আবদার ছিল এমন কিছু শ্লোক তাকে ইংলিশে অনুবাদ করে দেয়া। এই কষ্টকর কাজটা যে সে কি অমানুষিক পরিশ্রমের সাথে করেছে বলার নয়। প্রায় ৫০টা শ্লোক ভাবার্থ বজায় রেখে অনুবাদ
আমি ভাবতেই পারি না
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আমার প্রিয় একজন ব্লগারকে প্রথম বারের মত ব্লগে দেখে সত্যি ভাল লাগলো , আপনার পুরনো পোস্ট গুলো আমি প্রায়ই পড়ি , যখনই আমি বিরক্ত থাকি , কিংবা মন খারাপ থাকে ।
এমন শ্লোক ইংলিশে অনুবাদ করা , ভাবার্থ অক্ষুণ্ণ রেখে তো অনেক কঠিন । আঞ্চলিক ভাষার শব্দ গুলো যথার্থ প্রতিশব্দ অনেক সময় প্রমিত বাংলায় ই পাওয়া মুশকিল ! কাজটা সত্যি কঠিন ।
আপনাকে নষ্টালজিক করতে পেরে ভাল লাগলো , অনেক ধন্যবাদ জানবেন আপু।
২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
বৃতি বলেছেন: ব্লগীয় দুইবছর পূর্তির শুভেচ্ছা আর অভিনন্দন অদ্বিতীয়া
চমৎকার পোস্টে অনেক ভালো লাগা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৯
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ বৃতি আপু ।
পোস্ট ভাল লাগায় সত্যি খুশি হলাম ।
৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
মহামহোপাধ্যায় বলেছেন: দুই বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা রইল
কুপুত্র যদ্যপি হয়
কুমাতা কখনো নয়
খুব সত্যি কথা আপু।
নানু, দাদু এই মানুষগুলো একেকটা আর্কাইভ, এগুলো অমর্যাদায় ফেলে যে আমরা কীসের জ্ঞান আহরণ করি!! আমাদের শুভ বুদ্ধির উদয় হোক।
পোস্ট অনেক চমৎকার হয়েছে। ব্যতিক্রমধর্মী সংগ্রহ হয়ে রইল। প্রিয়তে নিলাম। ধাঁধাগুলো পারলে উত্তর দিয়ে যাবার আশা রাখি।
ও আচ্ছা ট্যাগটা মজার হয়েছে
আপনি আপনার মত করে মনের আনন্দে ব্লগিং করে যান। শুভকামনা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অসংখ্য ধন্যবাদ , আপনাকে ভাইয়া ।
যারা নানু, দাদু দের সংস্পর্শ থেকে বঞ্চিত তারা আসলে অনেক আনন্দ থেকে বঞ্চিত ।
পোস্ট ভাল লেগেছে জেনে সত্যি খুশি হলাম ।
আর ট্যাগ , কয়েকদিন আগে আমার পিচ্চি কাজিন দের সাথে খেলতে যেয়ে আমার পা পিছলে আলুর দম অবস্থা হয়েছিল , তাই আমি এই কবিতার কথা ভুলতে পারছি না
ব্লগিং আমার অতি প্রিয় একটা জানালা , শুভকামনা আপনার জন্য ও ।
৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
কালীদাস বলেছেন: ইন্টারেস্টিং
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ , অনেক দিন পর আপনাকে ব্লগে দেখলাম
৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার পোস্টে অনেক ভালো লাগলো
আপনার জন্য বর্ষপুর্তির অনেক অনেক শুভেচ্ছা রইল
আমার কাছে(পি সি তে) অনেক গুলো প্রবাদ-প্রবচণ আছে যা পড়ে শেষ করা যাবেনা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য । শেয়ার করেন আমাদের সাথে ।
শুভ রাত্রি ।
৩৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার পোস্ট ++++
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৫২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া , আপনাকে বেশ অনেক দিন পর দেখলাম , ভাল আছেন নিশ্চয়ই ।
৩৪| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬
এহসান সাবির বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট পেলাম।
চমৎকার পোস্ট আপু।
ফাগুনের শুভেচ্ছা।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৫৯
অদ্বিতীয়া আমি বলেছেন: হুম ,সত্যি অনেক দিন পর , ভাল আছেন নিশ্চয়ই ।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আর ফাগুনের শুভেচ্ছা আপনার জন্য ও ।
৩৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:১৯
ক্লান্ত তীর্থ বলেছেন: কত কিছু যে জানার বাকি!!! ধুর মাথা!
পোস্ট অতি সুস্বাদু হয়েছে,পাঠে তৃপ্ত!
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪২
অদ্বিতীয়া আমি বলেছেন: হ্যাঁ, কিন্তু সব কিছু যে কারও জানা হবে না কখনও !
অনেক আনন্দিত এবং খুশিত ।
ভাল থাকুন সবসময় ।
৩৬| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭
ইখতামিন বলেছেন: লাঞ্চ করে এসে পড়বো..
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: ঠিক আছে পড়ুন , যখন খুশি কোন সমস্যা নাই ।
৩৭| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৫
ইখতামিন বলেছেন:
দারুণ লাগলো..
তবে নোয়াখালীর গন্ধ পেলাম
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: কি বলেন? :-& আআআআআ ( চিৎকার দেয়ার ইমো )
আমার লেখায় নোয়াখালীর গন্ধ ক্যামনে হইল , আমি নোয়াখালীর নাতো
, ভুল ভুল ।
বরিশালের গন্ধ পেলে ঠিক হত
অনেক ধন্যবাদ
৩৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৬
ইখতামিন বলেছেন:
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: ভুল অ্যাজাম্পসন
৩৯| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগলো
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১২:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: কেমন আছেন আপু ? নিশ্চয়ই নতুন পোস্ট দিয়েছেন , পড়তে যাচ্ছি ।
অনেক ভাল লাগলো , আপনাকে দেখে । অনেক ধন্যবাদ জানবেন ।
৪০| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪
ইখতামিন বলেছেন:
ওহ.. তাইতো.. বরিশাল তো নোয়াখালীর পাশেই..
০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১১
অদ্বিতীয়া আমি বলেছেন:
জী না , মোটেও না , কে বলল ? ম্যাপ দেখেন কইইই বরিশাল আর কই নোয়াখালী ।
৪১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
ইখতামিন বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪০
অদ্বিতীয়া আমি বলেছেন:
বিএনসিসি দের ঘরবাড়ি দেখা যাচ্ছে , এরা তো দেখছি প্রতিবেশী
৪২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
ইখতামিন বলেছেন: মাঝখানে একটা নদী
০৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: আপ্নে নদীর কোন পারের ?
৪৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
একলা ফড়িং বলেছেন: অনেকগুলাই পরিচিত! নানুবাড়ি পিরোজপুরে তো, গ্রামে গেলে সবার মুখে মুখে শোনা যায় প্রায়ই
আহ্লাদের বউ তুমি
কেঁদো না , কেঁদো না
চাল চিবিয়ে খাব আমি
রেঁধো না , রেঁধো না
আমার তো এইরকম একখান জামাই দরকার :#>
ধাঁধাঁ গুলোর উত্তর কেউ দেয়নি দেখছি!
২। শিল
৩। মরিচ ও মাছ
৪। আনারস
বাকি দুইটাও জানতাম কিন্তু ভুলে গেছি
০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: তাহলে তো জানবেই , আমিও নানু বাড়ির সবার থেকে শুনেই লিখেছি , বেশিরভাগই আমার নানুর বলা ।
কেউ জানেনা মনে হয় ! সব গুলো ঠিক ঠিক বলেছ !! আমি বলে দিচ্ছি,
প্রথমটা হুক্কা আর শেষের টা হারিকেন ।
ব্রিলিয়ান্ট ফড়িং আপু , থ্যাংক ইউ থ্যাংক ইউ !
৪৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৩
ইখতামিন বলেছেন:
আমি এই পারের
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৩
অদ্বিতীয়া আমি বলেছেন: বুঝেছি আপনি ডান পারের
৪৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ২:৫৩
রাসেলহাসান বলেছেন: ধাঁধা গুলো এড়িয়ে গেলাম।
চমৎকার পোষ্ট!
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৮
অদ্বিতীয়া আমি বলেছেন: ধাঁধা গুলোর উত্তর ফড়িং আপু বলে দিয়েছে ।
অনেক ধন্যবাদ জানবেন পড়ার জন্য ।
৪৬| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২২
ইমিনা বলেছেন: ভাগের হতিন সখিনা
রাত পোহালে দেখি না ...
হা হা হা , কি চমৎকার সত্য কথা।
অসাধারন পোস্ট
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫১
অদ্বিতীয়া আমি বলেছেন: হ্যাঁ , আসলেই সত্যি কথা , আমরা সবাই একটু না একটু স্বার্থপর ।
তোমাকে দেখে ভাল লাগছে আপু । অনেক ধন্যবাদ জেন ।
৪৭| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
স্পেলবাইন্ডার বলেছেন: আর গাব খাব না
গাবতলা দিয়া যাব না
গাব খাব না, খাব কি ?
গাবের তুল্য আছে কি
সুন্দর পোস্ট!
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ ।
৪৮| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দুইটা ধাঁধার উত্তর আমি জানি! বাকিগুলা জানি না।
আমার আপার বাসায় ভাগ্নীরা কেবল ধাঁধা ধরে! একটাও পারি না।
নাইস পোষ্ট।
বর্ষপূর্তির শুভেচ্ছা।
লিখতে থাকুন পড়তে থাকুন মোস্ট ইম্পোর্ট্রন্টলী ভালো থাকুন।
শুভ কামনা রইল।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৮
অদ্বিতীয়া আমি বলেছেন: ধাঁধাঁ উত্তর বলে দিসে একলা ফড়িং , হাহাহা , আমরাও ছোটবেলায় অনেক ধাঁধাঁ ধরতাম সবাইকে
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া , আপনি আবার নিয়মিত লিখছেন দেখে ভাল লাগল ।
শুভ কামনা আপনার জন্যও ।
৪৯| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৩:২৭
নাছির84 বলেছেন: কত অজানারে !!
প্রবাদগুলোর চমৎকার ব্যাখ্যা করেছেন। সংগ্রহে রেখে দিলাম। এমন পোষ্ট আরও চাই। শুভ কামনা।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৪
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং প্রিয়তে নেবার জন্য ।
আমার লিখতে খুবই আলসেমি , পড়া আর কমেন্ট করা আমার কাছে সহজ কাজ , চেষ্টা করব লিখতে ।
শুভকামনা , ভাল থাকুন আপনি ।
৫০| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬
অগ্নিপাখি বলেছেন: খুবই মজা পেলাম পড়ে।
সরাসরি প্রিয় তে।
পোস্টে ++++++++++++++++
১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৪
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য এবং প্রিয়তে নেবার জন্য ।
মজা পেয়েছেন তাতেই আমার লেখা সার্থক ।
ভাল থাকুন , শুভ রাত্রি ।
৫১| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: মনে পড়ে শৈশব
ভাল লাগল বেশ
এমন রসের কথা
আউলা মাথায় যেন কেশ
১০ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু । সত্যি এগুলো পড়লে শৈশব এর কথা মনে পড়ে যায় ।
৫২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮
মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর সংগ্রহ। পরিশ্রমে সাধুবাদ।
১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই , অনেক ধন্যবাদ ব্লগে আসার জন্য ।
আপনার চমৎকার গল্প পড়ে আসি প্রায়ই আপনার ব্লগে যেয়ে ,মুগ্ধ পাঠকের ভাললাগা এবং কৃতজ্ঞতা জানবেন ।
ভালো থাকুন সবসময় ।
৫৩| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!!
১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৩
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ , পড়ার জন্য ।
ভালো আছেন নিশ্চয়ই !
৫৪| ২০ শে মার্চ, ২০১৪ ভোর ৬:২৭
উদাস কিশোর বলেছেন: প্রিয়তে রাখা আছে ।
পড়েছি অনেক আগেই !
কোন কারনে মন্তব্য করা হয়ে উঠেনি . . . . . . . . . . . . . .
দারুণ সংগ্রহ
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৩
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , কোন ব্যাপার না , তারপরও যে এসে কমেন্ট করেছেন তার জন্য অনেক ভালো লাগলো ।
আশা করি আপনি ভালো আছেন , এবং ভালো থাকবেন । অনেক শুভকামনা আপনার জন্য ।
৫৫| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৬
রাফা বলেছেন:
অদ্বিতীয়া আপনি" ২য় বর্ষের শুভেচ্ছা-আপনাকে ।
সব কিছু ব্যাখ্যা করে দেওয়ার জন্য ভালো লাগলো পোস্ট-টি।
এই সুযোগে আমিও একটি এ্যড করে দেই....
" বাঙ্গালে পাইছে রাজধানী-
কাহাইলরে বানাইছে পিকদানি"
(যখন সঠিক কাজের মূল্যায়ন না করা হয়)
কৈসে....মেয়েরা কখনই এমন নয়।
ধন্যবাদ,ভালো থাকুন নিরন্তর।
২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৮
অদ্বিতীয়া আমি বলেছেন: রাফা ভাইয়া অনেক ধন্যবাদ , অনেক দিন পর দেখলাম , আশা করি ভালো আছেন ।
বাহ আপনি তো নতুন একটা বললেন , শুনিনি এটা ।
আসলে তখন মেয়েদের আত্মবিশ্বাস ও অনেক কম ছিল , সামাজিক অসহযোগিতা তো ছিলই । সেসবই উঠে এসেছে এসব আঞ্চলিকতা নির্ভর গল্প গাঁথায় ।
ভালো থাকুন অনেক অনেক ।
৫৬| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৬
রাফা বলেছেন: হুম....আসলে এখন আর খুব বেশি আসা হয়না ব্লগ কিংবা অন লাইনে।
মনে রেখেছেন দেখে ভালো লাগলো।
পুরুষ শাষিত সমাজ ব্যাবস্থায় মেয়েরা সত্যি অশহায় ছিলো,
সব কিছুতেই তার প্রতিচ্ছবি দেখতে পাই।
কিন্তু সমগ্র বিশ্বে বর্তমান প্রজন্মের মেয়েরা খুব খারাপ অবস্থানে নেই।
শুভকামনা থাকলো, অদ্বিতীয়া আপনি-র জন্য।
২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৯
অদ্বিতীয়া আমি বলেছেন: হুম , ভার্চুয়াল লাইফের বাইরের রিয়েল লাইফ টাই বেশি গুরুত্বপূর্ণ , তবুও আগের ব্লগারদের দেখলে ভালো লাগে ।
এখন সীমাবদ্ধতা অনেক কম , তারপরও আছে এবং সেটা নির্ভর করছে , অনেকাংশে সামাজিক অবস্থানের উপর ।
অনেক ধন্যবাদ জানবেন ।
৫৭| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বুদ্ধিমানকে বোঝানো যায় , আকারে প্রকারে
নির্বোধ কে বোঝাতে হয় চড়ে ও চাপড়ে !
দারুণ !!!
২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৪
অদ্বিতীয়া আমি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া , পড়ার জন্য ।
৫৮| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০
স্বপ্নস্বাধীন বলেছেন: ভাল লাগলো
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ
৫৯| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
প্রুফরিডার বলেছেন: হুন্নে দিয়া জায়গো রুই
পিছন দিয়া তিমি
চৌক্ষে কাফাই বাইন্দা আছো
পেটে কত কৃমি?
১১ ই মে, ২০১৪ রাত ৮:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ই......য়াক , এর অর্থ কি
না , থাক আমি জানতে চাই না ।
অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
৬০| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
কাফের বলেছেন: অসাধারণ পোষ্ট!
প্রিয়তে রেখে দিলাম
১১ ই মে, ২০১৪ রাত ৮:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ , পড়ার জন্য , আমার ব্লগে আসার জন্য ।
কিন্তু আপনার নাম টা এমন কেন ?
৬১| ১৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
জাফরুল মবীন বলেছেন:
মাইয়্যা এক যায় খাইয়া
আরেক যায় লইয়্যা
আবার থাকে পথের দিকে চাইয়্যা-বোনকে বলে দেখি কী রিঅ্যাকশন হয়!
১৬ ই মে, ২০১৪ রাত ১০:৩৪
অদ্বিতীয়া আমি বলেছেন:
রিঅ্যাকশন!!!! আমি কিন্তু কিচ্ছুটি জানি না :-<
৬২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পুরানো পোষ্ট কিন্তু না এলে বিশাল মিস হয়ে যেত। আমি নানীদাদীর কাছে কিচ্ছা শোনার ভাগ্য পাইনি , কিন্তু আমার এক বড় আপুর কাছ থেকে প্রচুর শুনতাম।প্রতিদিন একটা করে না শুনলে ছোটবেলায় ঘুম পাড়ানো যেত না।
আপনার লেখার প্রবচন গুলা পড়ে মেয়েদের করুন দশার কথা বেশ বোঝা যায়। এখনও অবস্থার খুব পরিবর্তন হয়েছে কি? মনে হয় সব বাইরেই শুধু।
আপনার লেখা খুব ভালো লাগলো।আরো ঘন ঘন লিখুন।শুভেচ্ছা আপু।
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১
অদ্বিতীয়া আমি বলেছেন: তনিমা আপু , খুব ভালো লাগলো এত পুরানো পোস্টে আপনার এত সুন্দর কমেন্ট পেয়ে ।লাইফের বিভিন্ন ঝামেলা নিয়ে এত বিপর্যস্ত যে লিখতে ইচ্ছে হয় কিন্তু লেখা হয় না !
আর পরিবর্তন ! অনেক চমৎকার সব কথা পরিবর্তন নিয়ে শোনা যায় কিন্তু বিভিন্ন সময় যে উল্টো উপলব্ধি হয় ....
অনেক অনেক ভালো থাকুন আপুনি ।
৬৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার এ পোস্ট আমার কাজে আসছে!
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯
অদ্বিতীয়া আমি বলেছেন: সত্যি !!!!! তাই ।খুব ভাল লাগতেসে শুনে !!!!
কত আগের কমেন্ট ! আর আমি এখন দেখলাম ।
৬৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
asoLei onek ager, ki kaje setao mone portesena
vaLo achen asha kori. notun jaygar photo post diyen
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
উজবুক ইশতি বলেছেন: শ্লোক গুলো ভালো লাগল। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
বর্ষপূর্তির শুভেচ্ছে।
অনেক অনেক শুভ কামনা রইল সামনের দিন গুলোর জন্য।
হ্যাপি ব্লগিং।