![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মেঘলা দিনে একলা...
রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বলেছিলেন , আমার গান তোমাদের গাইতেই হবে ।
তাঁর অন্য কোনো সাহিত্যকর্ম দীর্ঘস্থায়ী না হলেও গান যে হবে সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তাই বলেছিলেন, “জীবনের আশি বছর অবধি চাষ করেছি অনেক। সব ফসলই যে মরাইতে জমা হবে তা বলতে পারি না। কিছু ইঁদুরে খাবে, তবু বাকি থাকবে কিছু। জোর করে বলা যায় না, যুগ বদলায়, তার সঙ্গে তো সবকিছু বদলায়। তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালীরা, শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই। যুগে যুগে এ গান তাদের গাইতেই হবে। ”
খুব সত্যি বলেছিলেন । বাঙ্গালির মনকে তার মত করে আর কে বুঝেছে ? নিজের গান নিয়ে তাই তার উচ্চাশা ছিল এমন । তাই তো যা ছিল একসময় রবিবাবুর গান , এখন তা স্বতন্ত্র রবীন্দ্রসঙ্গীত ।
রবীন্দ্রনাথ রচিত মোট গানের সংখ্যা ১৯১৫। রবীন্দ্রনাথের গানের বাণীতে উপনিষদ্, হিন্দু পুরাণ ও সংস্কৃত কাব্যনাটক, বৈষ্ণব ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। সুরের দিক থেকে ভারতীয় শাস্ত্রীয় সংগীত (হিন্দুস্তানি ও কর্ণাটকী উভয় প্রকারই), বাংলা লোকসংগীত, কীর্তন ও রামপ্রসাদী এবং পাশ্চাত্য ধ্রুপদি ও লোকসংগীতের "ত্রিবেণীসংগম" ঘটেছে রবীন্দ্রসংগীতে ।
নিজের গান নিয়ে ছিল তার নিজিস্ব চিন্তাভাবনা ,সেটা নিয়ে লিখেছিলেন সঙ্গীত চিন্তা ।নিজের গানের বিশুদ্ধতা নিয়ে ছিল তার নিজিস্ব মতামত ।
"আমার গান যাতে আমার গান ব’লে মনে হয় এইটি তোমরা কোরো। "আরো হাজারো গান হয়তো আছে-তাদের মাটি করে দাও-না, আমার দুঃখ নেই। কিন্তু তোমাদের কাছে আমার মিনতি–তোমাদের গান যেন আমার গানের কাছাকাছি হয়, যেন শুনে আমিও আমার গান বলে চিনতে পারি। এখন এমন হয় যে, আমার গান শুনে নিজের গান কিনা বুঝতে পারি না। মনে হয় কথাটা যেন আমার, সুরটা যেন নয়। নিজে রচনা করলুম, পরের মুখে নষ্ট হচ্ছে, এ যেন অসহ্য। মেয়েকে অপাত্রে দিলে যেমন সব-কিছু সইতে হয়, এও যেন আমার পক্ষে সেই রকম ।"
"আমার গান তাঁর ইচ্ছামত ভঙ্গি দিয়ে গেয়ে থাকেন, তাতে তাদের স্বরূপ নষ্ট হয় সন্দেহ নেই। গায়কের কণ্ঠের উপর রচয়িতার জোর খাটে না, সুতরাং ধৈর্য ধরে থাকা ছাড়া অন্য পথ নেই। আজকালকার অনেক রেডিয়োগায়কও অহংকার করে বলে থাকেন তাঁরা আমার গানের উন্নতি করে থাকেন। মনে মনে বলি পরের গানের উন্নতি সাধনে প্রতিভার অপব্যয় না করে নিজের গানের রচনায় মন দিলে তাঁরা ধন্য হতে পারেন। সংসারে যদি উপদ্রব করতেই হয় তবে হিটলার প্রভৃতির ন্যায় নিজের নামের জোরে করাই ভালো।"
(জানকীনাথ বসুকে লিখিত - শান্তিনিকেতন। ২০ ডিসেম্বর, ১৯৩৮)
" আমাদের শাস্ত্রে বলে দুহিতা কৃপণঃ পরং। গান জিনিসটা তেমনি। কথায় কথায় ওর কপাল ভাঙ্গে। কবিতা রেখে গেল ছাপার অক্ষরে, আজ হোক কাল হোক সে তার নিজের গুণেই তরে যেতে পারে। গান পরের কণ্ঠ নির্ভর করে। যে মানুষ রচনা করে সে তাকে জন্ম দেয় মাত্র, যে মানুষ গায় সে তাকে হয় বাঁচায় নয় মারে। জামাই বাবাজির মত আর কি। এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে যে কাপড়ে কেরোসিন ঢেলে মরা তার পক্ষে কর্তব্য হয়ে দাঁড়ায়। "
অথচ নিজের গানের ব্যাপক প্রসার নিয়েও তাঁর যথেষ্ট বাসনা ছিল। নিচের উদ্ধৃতি দুটি থেকে সেটা স্পষ্ট।
" সকলেই আমার গান করুক, আমার গান সকলের জন্য, না গাইলে আমার মন খারাপ করে।"
"গান ঘরের মধ্যে মাধুরী পাওয়ার জন্যে, বাইরের মধ্যে হাততালি পাবার জন্যে নয়। ওস্তাদ যাঁরা তাঁদের জন্যে ভাবনা নেই; ভাবনা হচ্ছে যারা গানকে সাদাসিধেরূপে মনের আনন্দের জন্য পেতে চায় তাদের জন্যে। যেমন তোমাদের টি-পার্টি যাকে বলে, সেখানে যারা সাহেবী মেজাজের লোক তাদের কানে কি ভালো লাগবে? এখানে রবীন্দ্রনাথের হালকা গান, সহজ সুর, হয়তো ভালো লাগবে। তাই বলি আমার গান যদি শিখতে চাও, নিরালায়, স্বগত, নাওয়ার ঘরে কিংবা এমনি সব জায়গায়, গলা ছেড়ে গাবে। আমার আকাঙ্ক্ষার দৌড় এই পর্যন্ত–এর ... বেশি ambition মনে নাই রাখলে।"
নিজেও গাইতে পারতেন । কথাচ্ছলে বলতেন “গলা এককালে ছিল বটে ! গাইতেও পারতুম গর্ব করাবার মতন।তখন কোথাও কোন মিটিঙে গেলে সবাই চীৎকার করত রবি ঠাকুরের গান রবি ঠাকুরের গান ” বলে । আজকাল রবি ঠাকুরের গান বলতে বোঝায় তার রচিত গান , গীত নয় । তোমরা আমায় এখন একবার গাইতে বলেও সম্মান দাও না। যখন গাইতুম তখন গান লিখতে শুরু করিনি তেমন, আর যখন লিখলুম তখন গলা নেই । ”
রবীন্দ্রনাথের সমুদয় গান তাঁর গীতবিতান গ্রন্থের অন্তর্ভুক্ত। উক্ত গ্রন্থের প্রথম ও দ্বিতীয় খণ্ডে কবি গানগুলিকে "পূজা", "স্বদেশ", "প্রেম", "প্রকৃতি", "বিচিত্র" "আনুষ্ঠানিক", এই ছয়টি "পর্যায়ে" বিন্যস্ত করেছিলেন । রবীন্দ্রসঙ্গীত প্রিয় গান বাছাই করে একটা পোস্টে দেয়া অসভব ব্যাপার । তবুও পোস্ট দিতে ইচ্ছে হোল, তাই প্লে লিস্ট থেকে প্রেম পর্যায়ের কয়েকটা প্রিয় গান দিলাম ।
১.অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে॥
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায়
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে।
চেয়ো না, চেয়ো না মোর দীনতায় হেলায় নয়নকোণে॥
এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে।
যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে।
এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয়,
চিরনবীনের যদি ঘটে জয়– সাজি ভরা হয় ধনে।
নিয়ো না, নিয়ো না মোর পরিচয়
এ ছায়ার আবরণে॥
(প্রেম ও প্রকৃতি )
খুব প্রচলিত গান না হলেও আমার এই গানটা অনেক প্রিয় ।
শ্রাবণী সেন
শর্মিষ্ঠা পাল
২.অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে ॥
কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে ॥
সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে–
রাতের বুকের মাঝে মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে ॥
ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে ।
স্বপ্নে-পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে–
বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে
ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে ॥(প্রেম)
অনেক কথা বলেছিলেম
অনেক কথা বলেছিলেম -চিন্ময়
উত্তম কুমার
৩. আজ যেমন ক’রে গাইছে আকাশ তেমনি ক’রে গাও গো ।
আজ যেমন ক’রে চাইছে আকাশ তেমনি ক’রে চাও গো ॥
আজ হাওয়া যেমন পাতায় পাতায় মর্মরিয়া বনকে কাঁদায়,
তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো ॥(প্রেম)
প্রিয় বিক্রম সিং
আজ যেমন করে গাইছে আকাশ
আজ যেমন করে -কনিকা
বেশ ভালো লেগেছে এই ভার্শনটা
৪.গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা ।
আমার যা কথা ছিল হয়ে গেল সারা ॥
হয়তো সে তুমি শোন নাই , সহজে বিদায় দিলে তাই –
আকাশ মুখর ছিল যে তখন , ঝরোঝরো বারিধারা ॥
চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি ,
আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি ।
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে –
জনমের মতো হায় হয়ে গেল হারা ॥(প্রেম)
অসাধারণ দেবব্রত বিশ্বাস এর কণ্ঠে
শ্রীকান্ত আচার্য
একটু অন্য রকম অনিন্দ্য বোস
৫.বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
সে কি আমারি পানে ভুলে পড়িবে না॥
দুটি অতুল পদতল রাতুল শতদল
জানি না কী লাগিয়া পরশে ধরাতল,
মাটির ’পরে তার করুণা মাটি হল–সে পদ মোর পথে চলিবে না?।
তব কণ্ঠ-’পরে হয়ে দিশাহারা
বিধি অনেক ঢেলেছিল মধুধারা।
যদি ও মুখ মনোরম শ্রবণে রাখি মম
নীরবে অতিধীরে ভ্রমরগীতিসম
দু কথা বল যদি ‘প্রিয়’ বা ‘প্রিয়তম’ তাহে তো কণা মধু ফুরাবে না।
হাসিতে সুধানদী উছলে নিরবধি,
নয়নে ভরি উঠে অমৃতমহোদধি–
এত সুধা কেন সৃজিল বিধি, যদি আমারি তৃষাটুকু পূরাবে না॥
চিন্ময়
মৃণাল চক্রবর্তী
৬. কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী–
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি॥ (প্রেম ও প্রকৃতি )
শুভমিতা
শ্রীকান্ত
স্বাগতালক্ষ্মী দাসগুপ্তা
সাগর সেন
বাবুল সুপ্রিয়
একটু অন্য রকম , সামান্তক সিনহা
৭. বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি দ্বারে ,
পথিকেরে লহো ডাকি তব মন্দিরের এক ধারে ॥
বনপথ হতে , সুন্দরী , এনেছি মল্লিকামঞ্জরী –
তুমি লবে নিজ বেণীবন্ধে মনে রেখেছি এ দুরাশারে ॥
কোনো কথা নাহি বলে ধীরে ধীরে ফিরে যাব চলে ।
ঝিল্লিঝঙ্কৃত নিশীথে পথে যেতে বাঁশরিতে
শেষ গান পাঠাব তোমা-পানে শেষ উপহারে ॥
রূপঙ্কর
৮.জানি তোমার অজানা নাহি গো কী আছে আমার মনে ।
আমি গোপন করিতে চাহি গো, ধরা পড়ে দুনয়নে ॥
কী বলিতে পাছে কী বলি
তাই দূরে চলে যাই কেবলই,
পথপাশে দিন বাহি গো-
তুমি দেখে যাও আঁখিকোণে কী আছে আমার মনে ॥
চির নিশীথতিমিরগহনে আছে মোর পূজাবেদী –
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি ।
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া ,
আনমনে গান গাহি গো –
তুমি শুনে যাও খনে খনে কী আছে আমার মনে ॥
মিতা হক
অনেক প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়
গজল সম্রাজ্ঞী চিত্রা সিং
অসাধারণ দেবব্রত বিশ্বাস
৯.প্রাণ চায় চক্ষু না চায়, মরি একি তোর দুস্তরলজ্জা ।
সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যা এ সজ্জা ॥
মুখে নাহি নি:সরে ভাষ, দহে অন্তরে নির্বাক্ বহ্নি ।
ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ত্রন্দন তন্বী !
মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কন্টকশয্যা–
মিলনসমুদ্রবেলায় চির- বিচ্ছেদজর্জর মজ্জা ॥
শ্রীকান্ত
শান
বাবুল সুপ্রিয়
একটু অন্যরকম সামন্তক / শর্মিষ্ঠা
১০.আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী ।
আমি সকল দাগে হব দাগি ॥
তোমার পথের কাঁটা করব চয়ন , যেথা তোমার ধুলায় শয়ন
সেথা আঁচল পাতব আমার – তোমার রাগে অনুরাগী ॥
আমি শুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে ,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি ॥
চিন্ময়
হেমন্ত মুখোপাধ্যায়
খালি গলায় গাওয়া , চমৎকার
প্রিয় একটা ভার্সন , শর্মিষ্ঠার কণ্ঠে
১১.তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ॥
যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ॥
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে,
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা ।
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা ॥
সাগর সেন
সাহানা
১২.জানি জানি, তুমি এসেছ এ পথে মনের ভুলে ।
তাই হোক তবে তাই হোক, দ্বার দিলেম খুলে ॥
এসেছ তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে,
তাই হোক তবে তাই হোক, এস সহজ মনে ।
ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়,
শিথিল কবরী সাজাতে তোমার লও-না তুলে ॥
কোনো আয়োজন নাই একেবারে, সুর বাঁধা নাই এ বীণার তারে,
তাই হোক তবে, এসো হৃদয়ের মৌনপারে ।
ঝরোঝরো বারি ঝরে বনমাঝে, আমারি মনের সুর ওই বাজে,
উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে ॥
সাগর সেন
সুবিনয় রয়
দেবব্রত বিশ্বাস
১৩. নিশীথে কী কয়ে গেল মনে কী জানি, কী জানি ।
সে কি ঘুমে, সে কি জাগরণে কী জানি, কীজানি ॥
নানা কাজে নানা নানা মতে ফিরি ঘরে, ফিরি পথে–
সে কথা কি অগোচরে বাজে ক্ষণে ক্ষণে । কী জানি, কী জানি ॥
সে কথা কি অকারণে ব্যথিছে হৃদয়, একি ভয়, একি জয় ।
সে কথা কি কানে কানে বারে বারে কয় ‘আর নয়’ ‘আর নয়’ ।
সে কথা কি নানা সুরে বলে মোরে ‘চলো দূরে’–
সে কি বাজে বুকে মম, বাজে কি গগনে । কী জানি, কী জানি ॥
হেমন্ত
চিন্ময়
দেবব্রত
১৪. বিরহ মধুর হল আজি মধুরাতে ।
গভীর রাগিণী উঠে বাজি বেদনাতে ॥
ভরি দিয়া পূর্ণিমানিশা অধীর অদর্শনতৃষা
কী করুণ মরীচিকা আনে আঁখিপাতে ॥
সুদূরের সুগন্ধধারা বায়ুভরে
পরানে আমার পথহারা ঘুরে মরে ।
কার বাণী কোন্ সুরে তালে মর্মরে পল্লবজালে,
বাজে মম মঞ্জীররাজি সাথে সাথে ॥
বিক্রম সিং
দেবব্রত
শর্মিষ্ঠা পাল
সামান্তক সিনহা
কবির সুমন
ব্লগার অচিন্ত্যর কণ্ঠে
১৫.এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিষায় ।
এমন দিনে মন খোলা যায়–
এমন মেঘস্বরে বদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায় ॥
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারিধার ।
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার–
জগতে কেহ যেন নাহি আর ॥
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব ।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব–
আঁধারে মিশে গেছে আর সব ॥
তাহাতে এ জগতে ক্ষতি কার,
নামাতে পারি যদি মনোভার ।
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার,
তাহাতে আসে যাবে কিবা কার ॥
ব্যাকুল বেগে আজি বহে বায়,
বিজুলি থেকে থেকে চমকায় ।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়–
এমন ঘনঘোর বরিষায় ॥
সবচেয়ে অসাধারন লাগে পঙ্কজ মল্লিকের কণ্ঠে
হেমন্ত মুখোপাধ্যায়
রূপঙ্কর
শ্রাবণী সেন
জয়িতা
১৬.দেখো , সখা , ভুল করে ভালোবেসো না।
আমি ভালোবাসি ব'লে কাছে এসো না।
তুমি যাহে সুখী হও তাই করো সখা ,
আমি সুখী হব ব'লে যেন হেসো না।
আপন বিরহ লয়ে আছি আমি ভালো–
কী হবে চির আঁধারে নিমেষের আলো !
আশা ছেড়ে ভেসে যাই , যা হবার হবে তাই–
আমার অদৃষ্টস্রোতে তুমি ভেসো না॥ (মায়ার খেলা)
আমার বেশ ভালো লাগা একটা গান , মায়ার খেলা থেকে ।
দেখো সখা , ভুল করে ভালবেসো না -মায়া সেন
দেখো সখা - খালি গলায়
১৭.দুজনে দেখা হল মধুযামিনী রে–
কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে॥
নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে॥
দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা–
চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে॥(প্রেম ও প্রকৃতি)
দুজনে দেখা হল - অন্বেষা দত্ত
সাগর সেন
কনিকা
দুজনে দেখা হল
কবিতা কৃষ্ণমূর্তি
১৮.অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি ।
তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি ॥
যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে,
চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী ।
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি ॥
আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে–
তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে ।
তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে–
নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি
তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি ॥(প্রেম/প্রেমবৈচিত্র )
চিন্ময়
মান্না দে
বন্যা বন্যা
১৯. কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে ।
ওগো, ঘরে ফিরে চলো কনককলসে জল ভরে ॥
কেন জলে ঢেউ তুলি ছলকি ছলকি কর খেলা ।
কেন চাহ খনে খনে চকিত নয়নে কার তরে কত ছলভরে ॥
হেরো যমুনা-বেলায় আলসে হেলায় গেল বেলা,
যত হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে কত ছলভরে ।
হেরো নদীপরপারে গগনকিনারে মেঘমেলা,
তারা হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি মুখ’পরে কত ছলভরে ॥(প্রেম/প্রেমবৈচিত্র )
সূচিত্রা মিত্রা
রাহুল মিত্রা
২০. দীপ নিবে গেছে মম নিশীথসমীরে,
ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে ॥
এ পথে যখন যাবে আঁধারে চিনিতে পাবে–
রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে ॥
আমারে পড়িবে মনে কখন সে লাগি
প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি ।
ভয় পাছে শেষ রাতে ঘুম আসে আঁখিপাতে,
ক্লান্ত কন্ঠে মোর সুর ফুরায় যদি রে ॥
শ্রীকান্ত
সুচিত্রা মিত্র
জয়তি চক্রবর্তী
রবীন্দ্রসঙ্গীত -উইকিপিডিয়া
নিজের গান নিয়ে রবীন্দ্রনাথ
সংগীতচিন্তা
১১ ই মে, ২০১৪ রাত ৮:২০
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ
সেটাই বরং ভালো , আমি পোস্ট টা আরও আপডেট করব ।অনেক গান ই শোনা হয় , কিন্তু একটু কম শোনা হয় , কিন্তু সুন্দর এমন গান পোস্টে দিয়েছি , ভালো লাগলো কিনা জানাবেন ।
২| ০৮ ই মে, ২০১৪ রাত ১০:৫১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: প্রিয়তে নিলাম পরে সময় করে পড়ে জানাব
১১ ই মে, ২০১৪ রাত ৮:২১
অদ্বিতীয়া আমি বলেছেন:
৩| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:০৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার পোস্ট।
রবীন্দ্রসঙ্গীতের অনেক গান অনেক শিল্পীর কন্ঠে সংগ্রহ করি।
সময় অসময়ে এই রবীন্দ্রসঙ্গীত পাশে থাকে।
গানের পর্যায় গুলো অবশ্য খেয়াল করিনা।
আপনার পরিশ্রমী পোস্টে ধন্যবাদ জানাচ্ছি।
১২ ই মে, ২০১৪ রাত ১২:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: আমিও প্রিয় গান গুলো বিভিন্ন শিল্পীর কন্ঠে শুনি । একেক গান একেক শিল্পীর কণ্ঠে ভালো লাগে । গীত বিতান পড়লে পর্যায় গুলো খেয়াল করা হয় ।
আমার পোস্ট টা দিতে কষ্ট হয়নি কিন্তু মেজাজ খারাপ হয়েছিল , বার বার লগ আউট করে দিচ্ছিল , কি যে ঝামেলা !!
অনেক ধন্যবাদ
৪| ০৮ ই মে, ২০১৪ রাত ১১:২৭
একজন ঘূণপোকা বলেছেন:
দারুন, একই গান বিভিন্ন শিল্পির কন্ঠে।
১২ ই মে, ২০১৪ রাত ১২:১১
অদ্বিতীয়া আমি বলেছেন:
অনেক থ্যাংক ইউ
৫| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টের কন্টেন্ট খুবই ভালা পাইলাম। পোষ্ট প্রিয়তে।
শেয়ার করার জন্য ধইন্না!
১২ ই মে, ২০১৪ রাত ১২:১৩
অদ্বিতীয়া আমি বলেছেন:
আপনাকে এত্তগুলা থ্যাংক ইউ ।
৬| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট ভালো লাগলো।
১২ ই মে, ২০১৪ রাত ১২:১৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । আপনার প্রিয় সুশ্রী গায়িকার গান গুলো শুনতে হবে । সময় পেলেই শুনব ।
৭| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৪৯
এহসান সাবির বলেছেন: এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিষায়......
গান টা সুবিনয় রায়ও ভালো গেয়েছেন।
পোস্টে এক গুচ্ছ +
১২ ই মে, ২০১৪ রাত ১২:২০
অদ্বিতীয়া আমি বলেছেন: এই গানটা আমার অনেক প্রিয় । প্রেম , প্রকৃতি , বর্ষা ,জীবনবোধ সব মিলে একটা অসাধারণ গান ।
সুবিনয় রায় আমার অনেক প্রিয় , কিন্তু এই গান টা উনার কণ্ঠে শুনিনি । ইউ টিউব এ খুজে পেলাম না তো । আপনি যদি নেট থেকে শুনে থাকেন যদি পারেন লিঙ্ক দিয়েন তো , আমি গানটা শুনতে চাই ।
অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়া ।
৮| ০৯ ই মে, ২০১৪ রাত ১:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: আর সব বাঙ্গালীর মতো রবীন্দ্রসঙ্গীত আমারো অনেক প্রিয়। লাইক বাটন কাজ করেনা তাই মন্তব্যে ভাললাগা জানিয়ে গেলাম
১২ ই মে, ২০১৪ রাত ১২:২২
অদ্বিতীয়া আমি বলেছেন:
ভালো লেগেছে জেনে খুশি হলাম , অনেক ধন্যবাদ ।
৯| ০৯ ই মে, ২০১৪ সকাল ১০:৩১
মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , রবি বাবুর ত সবই টিকে গেল !!
ভুল বলেন নি উনি । এই গান অমর , অক্ষয় । এই গান বাঙ্গালীর
সম্পদ ।
অনেক ভাল লাগল পোস্ট
শুভেচ্ছা ।
১২ ই মে, ২০১৪ রাত ১২:৩৫
অদ্বিতীয়া আমি বলেছেন: রবীন্দ্রনাথ এর সৃষ্টি আলোচনা ,সমালোচনা , বিতর্ক , বন্দনা সব কিছুতেই থাকবে , এমন ই অসাধারণ ।
অনেক ধন্যবাদ ভাইয়া , আপনাকে অনেক দিন পর ব্লগে দেখলাম ।
১০| ০৯ ই মে, ২০১৪ সকাল ১০:৩৪
লিরিকস বলেছেন: কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি
খুব প্রিয় গান।
১২ ই মে, ২০১৪ রাত ১২:৩৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আমারও অতি প্রিয় একটা গান ।
পোস্টে আসার জন্য অনেক ধন্যবাদ ।
১১| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:১৫
তারছেড়া লিমন বলেছেন: ১। দাড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে
২। একটুকু ছোঁয়া লাগে
৩। কৃষ্নকলী আমি তারেই বলি
৪। ভালবেসে সখী নিভৃতে যতনে
আর মনে আসছে না.............
জন্মে,প্রেমে,বিরহে,শোকে সকল স্থানে রবীন্দ্র সংগীত মানান সই ....... যখন মন চাই তখনই শুনতে ভাল লাগে।
১২ ই মে, ২০১৪ রাত ১২:৪৫
অদ্বিতীয়া আমি বলেছেন: এই গান গুলো আমারও প্রিয় । আসলে এত প্রিয় গান এক পোস্টে দেয়া অসম্ভব । আর বেশির ভাগ প্রচলিত গানই প্রায় সবার ই প্রিয় ।
তাই আমার মনে হল একটা পর্যায় থেকে কিছু কম প্রচলিত গান দিয়ে পোস্ট দেই ।
আর শেষ কথাটা তো অতি সত্যি কথা ।
অনেক ধন্যবাদ লিমন ভাই ।
১২| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:১৮
ইমিনা বলেছেন: অনেক ভালো লাগলো আপু
এমন একটা পোষ্ট পেয়ে অনেক ধন্যবাদ জানাচ্ছি ।।
১২ ই মে, ২০১৪ রাত ১২:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক থ্যাংক ইউ আপু ।
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।
১৩| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
সোজাআআআআআআআআআআআআআআআআআআআআআ প্রিয়তে ++++++
১২ ই মে, ২০১৪ রাত ১২:৫৬
অদ্বিতীয়া আমি বলেছেন: এত্ত ও ও ও গুলা ধন্যবাদ ভাইয়া ।
আপনার শেষ পোস্ট গুলো এখনও পড়ে শেষ করে উঠতে পারিনি । ভাইয়া এত চমৎকার সব লেখা নিয়মিত লিখছেন দেখে সত্যি আপনার ধৈর্যের প্রশংসা না করে পারছিনা ।
সেদিন এই পোস্ট টা লিখতে যেয়ে আমাকে তিনবার লগ আউট করে দিল , এত্ত রাগ হচ্ছিল , যে ভাবছিলাম যে একশ বছরেও আর সামুতে আসব না ।
তবে সামুর উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারলাম না ।
১৪| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট ভাল লাগলো ।
১২ ই মে, ২০১৪ রাত ১২:৫৯
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই ।ভালো থাকুন সবসময় ।
১৫| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫৩
আরজু পনি বলেছেন:
কম বয়সে নজরুলের ভক্ত ছিলাম, তবে ব্লগে এসে রবিবাবুর প্রতি আগ্রহ বেড়েছে যথেষ্টই ।
লেখাটা সব মিলিয়ে খুব ভালো লাগলো ।
সাথে নিয়ে গেলাম...
গান, সাহিত্যে রবিবাবু সত্যিই এক আজব স্রষ্টা !
অনেক শুভেচ্ছা রইল, অদ্বিতীয়া আমি ।।
১২ ই মে, ২০১৪ রাত ১:০৪
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু আপনার ভালো লেগেছে জেনে সত্যি আনন্দিত হলাম । আসলে ভেবেছিলাম গানের উপর একটা লেখা লিখব , কিন্তু তার জন্য অনেক পড়তে হত , সেসব পড়ে উঠতে পারিনি । তাই ভাবলাম এমন একটা পোস্ট দেই ।
রবীন্দ্রনাথের গানের বানী আমাকে সবসময়ই অনেক টানে ।
অনেক ধন্যবাদ পনি আপু , ভালো থাকুন সবসময় ।
১৬| ১০ ই মে, ২০১৪ রাত ২:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোস্ট!!!
++++++++
১২ ই মে, ২০১৪ রাত ১:০৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক থ্যাংক ইউ শোভন ভাইয়া ।
ভালো আছেন নিশ্চয়ই ।
১৭| ১০ ই মে, ২০১৪ সকাল ৭:০২
বৃতি বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম অদ্বিতীয়া আপু। গানগুলো শুনতে চাই।
শুভেচ্ছা।
১২ ই মে, ২০১৪ রাত ১:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন:
বৃতি আপু , অন্নেক থ্যাংক ইউ । প্রিয় ব্লগারের প্রিয়তে নিজের একটা পোস্ট দেখতে আমার অনেক ভালো লাগলো ।
১৮| ১০ ই মে, ২০১৪ রাত ৯:০৯
মহামহোপাধ্যায় বলেছেন: তাঁর গান আমাদের গাইতেই হবে.......
চমৎকার পোস্ট। শোকেসে রেখে দিলাম প্রিয় ব্লগার, এত সুন্দর পোস্টের জন্য অনেক কৃতজ্ঞতা রইল।
ভাল থাকুন।
১২ ই মে, ২০১৪ রাত ১:১৪
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়া আপনাকে তো অনেক দিন পর দেখলাম !! ভালো আছেন আশা করি ।
অনেক অনেক ধন্যবাদ এবং প্রিয়তে নেবার জন্য আরও অনেক বেশি ধন্যবাদ ।
১৯| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:১৯
বিজয়ী মানব বলেছেন: পোষ্ট প্রিয়তে।
১২ ই মে, ২০১৪ রাত ১:১৫
অদ্বিতীয়া আমি বলেছেন:
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ।
২০| ১২ ই মে, ২০১৪ সকাল ৮:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু একটা গোপন কথা বলি, বেশি বেশি লিখে লেখার প্র্যাক্টিস করতেছি। হঠাত কোন দিন যদি ব্রেন হ্যাং করে তখন আর লিখতে পারবো না। তাই এখনই সব লিখে রাখতেছি। তাছাড়া আপু অনেক বয়স হয়েছে জীবনের গ্যারান্টি আর বেশি দিনের জন্য নেই হয়ত।
ঠিক বলেছেন আপু সামুর উপর, সামুর সব সহ ব্লগারদের উপর রাগ করে থাকা যায় না।
শুভকামনা রইল সব সময়ের জন্য।
১২ ই মে, ২০১৪ রাত ১০:০৮
অদ্বিতীয়া আমি বলেছেন:
কি যে বলেন ! ব্রেন হ্যাং হবে কেন
আমিও অনেক লিখতে চাই , কিন্তু লিখতে পারি না ।
ভাইয়া , আপনার জন্যও শুভকামনা ।
২১| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৩১
মহামহোপাধ্যায় বলেছেন: আছি তো ভালোই!! কিন্তু ব্লগে নিয়মিত সময় দিতে পারি না, এটা নিয়ে একটু মনঃকষ্টে ভুগি। মনে হয় আমার একটা পুরো জগতের সাথে যোগাযোগ নাই। আপনাদের সবাইকে খুব মিস করি। আসলে ব্লগের জন্য তো একটু লম্বা সময় প্রয়োজন, সেই সময়টাই করে উঠতে পারছি না
১২ ই মে, ২০১৪ রাত ১০:২৪
অদ্বিতীয়া আমি বলেছেন:
বুঝতে পেরেছি ভাইয়া । আসলে কিন্তু রিয়েল লাইফ নিয়ে ব্যস্ত থাকাটা সত্যিকারেই ভালো , ভার্চুয়াল লাইফটাকে আমরা এখন যতটা গুরুত্ব পূর্ণ মনে করি , ঠিক ততটা গুরুত্ব পূর্ণ নয় ।
তাই ব্যস্ততা কেটে যাক বলছি না , ব্যস্ততার মাঝেই মাঝে মাঝে ব্লগে আসতে পারেন । কারন ব্লগিং এর নেশা কাটানো সত্যি কঠিন ।
ভালো থাকুন সবসময় ।
২২| ১২ ই মে, ২০১৪ রাত ১১:১০
আনোখা আফতাব বলেছেন: প্রচণ্ড ব্যস্ততা আর বস্তুবাদী সব চিন্তা রবীন্দ্রনাথকে একপ্রকার ছিনিয়েই নিয়েছে আমার কাছ থেকে। তবে এই পোস্টটি পরে অনেকটা অনুপ্রাণিত হলাম। আশা করছি খুব শিগগিরি আবার বসতে পারব রবীন্দ্রনাথ নিয়ে।
পোস্টদাতাকে অনেক ধন্যবাদ এমন চমৎকার একটা লেখা উপহার দেয়ার জন্যে।
১৩ ই মে, ২০১৪ রাত ১২:১৭
অদ্বিতীয়া আমি বলেছেন: জেনে খুব ভালো লাগলো যে, পোস্ট টা পড়ে আপনি অনেক ব্যস্ততার মাঝে কিছুটা হলেও রবীন্দ্রনাথকে ফিরে পেয়েছেন ।
আমার ব্লগে আপনাকে ওয়েলকাম , অনেক অনেক ধন্যবাদ জানবেন ।
২৩| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: পোস্টে +++++++++++++
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৪৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , আপনাকে ।
আমার ব্লগে ওয়েলকাম ।
২৪| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:০৭
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রিয়র তালিকা সমৃদ্ধ করার মত পোষ্ট !
১৩ ই মে, ২০১৪ রাত ১১:৪৮
অদ্বিতীয়া আমি বলেছেন:
অনেক ধন্যবাদ অভি আপনাকে , ওয়েলকাম ব্যাক ।
২৫| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:২৪
সাজিদ উল হক আবির বলেছেন: রবীঠাকুরের পুজাপর্বের গানগুলো বেশী আকর্ষণ করে। রাবীন্দ্রিক প্রেমিকাদের সচরাচর দেখা মেলা ভার হয়ে উঠেছে বর্তমানে, তাই হয়ত বা প্রেমপর্বের গানগুলো সেভাবে আপন করে নিতে পারি না। কিন্তু আধ্যাত্মিকতার স্বাদতো যুগ যুগ ধরে একই রকম আকর্ষণীয়।
বাবার মুখে কবিগুরুর জীবনের একটা ঘটনা বহুবার শুনেছি। তিনি প্রমথনাথ বিশীর আত্মজৈবনিক একটা বইএ পড়েছিলেন। ঘটনাটা আপনি জানেন হয়তবা।
" নয়ন তোমারে পায়না দেখিতে, রয়েছ নয়নে নয়নে" গানটি রবীন্দ্রনাথ লেখেন মাত্র ১৪ বছর বয়সে। গানের লিরিক পড়ার পর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর , কবিগুরুর বাবা, তাকে বলেন- আমি যদি রাজা হতাম, তবে এই গানের জন্যে তোমাকে একটা রাজ্য লিখে দিতাম। কিন্তু আমি রাজা নই, তাই তোমাকে এই উপহারটুকু দিচ্ছি, - এই বলে কিশোর রবিঠাকুরকে সেই আমলে পাঁচশত টাকা উপহার দেন।
যেমন ছিল কবিগুরুর প্রতিভা, তেমন ছিল পারিবারিক অনুপ্রেরণা।
সুন্দর লিখেছেন, অনেক ধৈর্য নিয়ে গানের লিঙ্কগুলো যুক্ত করেছেন। আপনার রবীন্দ্রসাহিত্যের প্রেম সকলের মধ্যে সঞ্চারিত হোক।
১৪ ই মে, ২০১৪ রাত ১২:২৬
অদ্বিতীয়া আমি বলেছেন: পোস্টে প্রেম পর্যায় থেকে গান দিয়েছি বটে , কিন্তু সত্যিতে আমার পুজা পর্যায়ের গান গুলোই বেশি প্রিয় , এবং বেশি শোনা হয় ।
জানেন নিশ্চয়ই ,এই গান গুলো ব্রাহ্ম সঙ্গীত হিসেবে গাওয়া হত । ব্রাহ্ম বা নিরাকার ঈশ্বর কে পরম আরাধ্য কল্পনা করে রচিত গান গুলোতে প্রেম না পূজা বোঝা মুশকিল ।ঈশ্বর প্রেম আর মানব প্রেম দুটোই যেন এক হয়ে গেছে । বিশেষ করে পূজার দুঃখ ,বিরহ , আর প্রার্থনার গানগুলো ।
এই ঘটনাটা আমি জানি , তবে প্রমথনাথ বিশীর বই পড়িনি , কোথাও পড়েছি , উদ্ধৃতি হিসেবে এই ঘটনাটা । সত্যি মাত্র ১৪ বছর বয়সে এমন গভীর ভাবের কোন গান লেখা বিস্ময়কর ।
সত্যি রবীন্দ্রনাথ নিজেই বিস্ময়কর । উনি খুব অল্প সময় থেকে লেখা শুরু করেছেন , লিখেছেন শেষ সময় পর্যন্ত , প্রভাবশালী ধনী পরিবারের অনুপ্রেরণা পেয়েছেন , সেই রকম কোন স্ট্রাগল করতে হয়নি , যেমনটি সমসাময়িক কবি সাহিত্যিক দের বেলায় , আর প্রতিভা ব্যাপারে কিছু বলা নিস্প্রয়জন ।
অনেক ধন্যবাদ এমন চমৎকার মন্তব্যের জন্য ।
২৬| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১২:৩১
একজন আরমান বলেছেন:
অনেক গানই শোনা হয় নি।
একটা সময় সকালে ঘুমানোর আগে রবীন্দ্র সঙ্গীত শুনে ঘুমাতাম। কিন্তু এখন গান খুব কম ই শোনার সময় পাই।
১৫ ই মে, ২০১৪ রাত ১২:৩৮
অদ্বিতীয়া আমি বলেছেন: ব্যস্ততায় হয়ত গান শোনার সময় পাওয়া কঠিন , তবে জীবনে ব্যস্ততা থাকাই ভালো । কিছুটা কম প্রচলিত গান গুলো ই পোস্টে দিয়েছি ।
অনেক দিন পর ব্লগে দেখলাম তোমাকে ।
২৭| ১৪ ই মে, ২০১৪ রাত ১০:০৬
রহস্যময়ী কন্যা বলেছেন: রবীন্দনাথ ঠাকুরের গান অনেক শুনা হয় কিন্তু এখানে দেয়া কিছু গান এখনো শুনা হয়নি। পোষ্ট প্রিয়তে রেখে দিলাম আপি
১৫ ই মে, ২০১৪ রাত ১২:৪২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক দিন পর তোমাকে ব্লগে দেখে ভালো লাগলো মেঘ । নিয়মিত হয়ে যাও ।
অনেক অনেক ধন্যবাদ তোমাকে ।
২৮| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:৪৮
এহসান সাবির বলেছেন: আমার কাছে অডিও ক্যাসেট আছে।লিংক পেলে দিয়ে যাবো।
শুভেচ্ছা।
১৫ ই মে, ২০১৪ রাত ১:২১
অদ্বিতীয়া আমি বলেছেন: ওহ না , ভাইয়া , ঠিক আছে ,কষ্ট করে লিঙ্ক খুঁজতে হবে না।
ফিরে এসে মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
২৯| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:৩৪
দীপান্বিতা বলেছেন: অসাধারণ! ...............
এমন দিনে তারে বলা যায়,
এমন ঘনঘোর বরিষায় ।
এমন দিনে মন খোলা যায়–
এমন মেঘস্বরে বদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায় ॥
১৬ ই মে, ২০১৪ রাত ১০:১৯
অদ্বিতীয়া আমি বলেছেন: এই গান টা আমার অনেক অনেক প্রিয় .........
ভালো আছেন নিশ্চয়ই দীপান্বিতা দিদিমনি , ভালো থাকুন সবসময় ।
৩০| ১৫ ই মে, ২০১৪ দুপুর ১:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার ল্যাপটপে গান বলতে রবীন্দ্রনাথের গানই আছে। রবীন্দ্রনাথের বাইরে আমার তেমন গানও শোনা হয় না। তবে ইদানিং একটা গান শুনছি রবী বাবুর বাইরে। যেহতু প্রেম পর্যায়ের গান শেয়ার দিলেন তাই আমিও একটা দিলাম
তোমাকে তোমাকে চাই-- শঙ্খ ব্যণার্জী
তোমার কথা ভাবতে গেলেই চাঁদ হয় অভিমানী,
বলে জোৎস্নার চেয়ে মুখটি কী তার অনেক বেশী দামী......
তোমার গান গাইতে গেলেই পাখিদের অভিযোগ,
বলে এত গান গাই তোমার জন্য তবে ওর দিকে ঝোক......
আমি কী করি কী করি ? কোন দিকে যাই ? কোন পথে হারাই ?
রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই.....................।।
শত সহস্র তারারা আমার পায়ের কাছে লুটাচ্ছে,
গাছেরা আমার পোষাকে শরীরে কত না ফুল ফোটাচ্ছে......
পৃথিবী মাটির সুগন্ধ দিয়ে বলছে আমার মন নে,
তবু আর পাগলামী করিস না তুই ঐ মেয়েটির জন্যে......
আমি কী করি কী করি ? কোন দিকে যাই ? কোন পথে হারাই ?
রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই.....................।।
তোমার শরীরী ঝর্ণাই আমি স্নান করে নেব বলে,
যেই না দু'বাহু বাড়াই তখন সমুদ্র উপকূলে......
ঝড় উঠে খুব উদ্দাম আর উত্তাল কিছু ঢেউ,
বলে স্নান করবি তো এখানেই কর, ঐদিকে যায় কেউ............???
আমি কী করি কী করি ? কোন দিকে যাই ? কোন পথে হারাই ?
রক্ত প্রবাহে স্লোগান উঠেছে তোমাকে তোমাকে চাই.....................।।
লিরিক
১৬ ই মে, ২০১৪ রাত ১০:২৭
অদ্বিতীয়া আমি বলেছেন: এই গানটা তো আমারও অনেক দিন আগে থেকেই প্রিয় । রবীন্দ্রনাথের বাইরে ও আমার অনেক গানই শোনা হয় । লিরিক টা খুব সুন্দর , থ্যাংক ইউ লিরিকটা শেয়ার করার জন্য ।
৩১| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:৩০
শায়মা বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট আপু!!!
দুজনে দেখা হল মধুযামিনী রে–
কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে॥
নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়,
লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে॥
দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে,
দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা, জগতে দোঁহে একা–
চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে॥
প্রিয় গান!!!
১৬ ই মে, ২০১৪ রাত ১০:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু আমারও !!! একটু কম শোনা হয় , এমন কিছু গান আছে , কিন্তু অনেক সুন্দর । অবশ্য তুমি তো জানবে , কারন তুমি গান কর ।
মিষ্টি গলায় , এই ভার্শনটা আমার অনেক প্রিয় ।
অনেক অনেক থ্যাংক ইউ আপু ।
৩২| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:০৯
আমার আমিত্ব বলেছেন: আমার অনেক প্রিয় গান নিয়ে এই পোস্ট। ভাললাগা জানিয়ে গেলাম।
২৩ শে মে, ২০১৪ ভোর ৫:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
৩৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৫
লিরিকস বলেছেন: তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ॥
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: প্রিয় গান , অনেক অনেক । সাগর সেন আর সাহানার গলায় সবচে প্রিয় ।
৩৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ২:৩৮
আহসানের ব্লগ বলেছেন: ভালো থাকবেন,
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৬
অদ্বিতীয়া আমি বলেছেন: ধন্যবাদ
আপনিও ভালো থাকুন ।
৩৫| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
মাহমুদ০০৭ বলেছেন: কি !!! আপনি এমন কেন ?
খালি পোস্ট ড্রাফট ?
প্রতিবাদ জানিয়ে গেলাম ।
১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৯
অদ্বিতীয়া আমি বলেছেন:
এমনি এমনি, আবার , এমনি এমনি ও না ।
আবার নিয়মিত হওয়ার ট্রাই করছি ।
ভালো থাকুন ,সতত ।
৩৬| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫০
লেখোয়াড় বলেছেন:
সবার জীবনে রবীন্দ্রনাথ।
এত কষ্টকরে এতবড় পোস্ট করা আপনার পক্ষেই সম্ভব।
আমার দ্বারা নয়।
বাপরে! ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আর আমি যে আপনার মত কবিতা এক লাইনও মাথা কুটলেও লিখতে পারবো না ,
এমন পোস্ট করা তো সহজ , শুধু সময় লাগে , আর সামু শুধু ঝামেলা করে ।
আপনাকে অ-নেক দিন পর দেখলাম , ভালো আছেন নিশ্চয়ই ? পুরানো ব্লগারদের ব্লগে দেখলে ভালো লাগে ।
৩৭| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:০৪
আহসানের ব্লগ বলেছেন: অন্ন প্রসঙ্গে আসি,
আপনি আর কোনো পোস্ট দিন না কেনো?
১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৩
অদ্বিতীয়া আমি বলেছেন: সত্যি কথা হল , কয়েকদিন ধরেই ভাবছি , নতুন পোস্ট দেব , কিছুটা রেডিও করেছি , কিন্তু কমপ্লিট করে আর পোস্ট দেয়া হচ্ছে না , সময়ের জন্য ।
তবে দিয়ে ফেলব , একটু সময় পেলেই । অ-নেক ধন্যবাদ , জিজ্ঞেস করার জন্য ।
৩৮| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৭
সুমন কর বলেছেন: সংগ্রহ করার মতো একটি পোস্ট। গ্রেট পোস্ট।+++++++++++
আপনি কি আগে কোন পোস্ট দিয়েছিলেন? না কি এই একটি !!
ভাল থাকবেন।
২৭ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , আপনাকে সুমন কর ।
না , আরও পোস্ট তো অবশ্যই দিয়েছিলাম !!!
আপনিও ভালো থাকুন , অনেক ।
৩৯| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৬
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৮
অদ্বিতীয়া আমি বলেছেন: বেশ কয়েকদিন ব্লগেই ছিলাম না , ব্লগের ঈদের আয়োজন পোস্ট গুলো মিস করেছি , কাউকে গ্রিটিংস ও জানানো হয় নি
।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া , খুব খুব স্যরি
৪০| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর একটি পোস্ট +
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮
অদ্বিতীয়া আমি বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ , পরিবেশ বন্ধু । অনেক ভালো থাকুন ।
৪১| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: আমার পোষ্টের কোন কমেন্ট সাম্প্রতিক কমেন্টে দেখতে পাইনা , জানিনা কেন
, কিংবা এটা কি কোন শাস্তি
। আমার ব্লগ স্ট্যাটাস তো সেইফ ই দেখাচ্ছে । কিন্তু ......
৪২| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২
মোঃ ইসহাক খান বলেছেন: শুভেচ্ছা রেখে গেলাম, সুধী।
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ , এবং কৃতজ্ঞতা প্রিয় লেখক ।
৪৩| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৬
bakta বলেছেন:
সংগ্রহে রেখে দিলেম সযতনে আমি
মনে হলো পোষ্টখানি খুব বেশি দামি।
অনেক পরিশ্রমে গড়া কত যে মহান,
রবির কিরণে পুন: জাগিল মোর প্রাণ ।
শুভেচ্ছা জানাই তব এ অন্তর হতে,
ভেসে থাকুন অমৃতসম সংগীতের স্রোতে।
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ আপনি চমৎকার ছন্দ সাজাতে পারেন ।
ভালো থাকুন , অনেক ।
৪৪| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮
আমিনুর রহমান বলেছেন:
শুভ জন্মদিন ভাইয়া
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫১
অদ্বিতীয়া আমি বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ,
কিন্তু আজকে আমার জন্মদিন না
৪৫| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৮
শান্তির দেবদূত বলেছেন: জটিল জটিল একটা পোষ্ট! আসলেই রবীন্দ্রসংগীত না শুনে থাকা যায় না, পুরাই নেশার মত। তবে আমার সবচেয়ে ভালো লাগে বন্যার কণ্ঠে! জীবনের একটা সময় (এখনো) বন্যায় মজে আছি, আহারে! কি উথাল পাতাল ভালোলাগা!!
২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪০
অদ্বিতীয়া আমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।নিজের সৃষ্টি গান নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা কি ছিল , সেটা ভেবেই পোস্ট দেয়া ।
সত্যিই রবীন্দ্রসংগীত নেশার মত !!! আমি আগে শুনতাম বন্যার কণ্ঠে। এখন বেশী ভালো লাগে সুবিনয় রায় , আর দেবব্রত বিশ্বাস এর কণ্ঠে ।
৪৬| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৩
আমিনুর রহমান বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০১
অদ্বিতীয়া আমি বলেছেন:
ভাইয়া , অনেক ধন্যবাদ । আবার মনে করে উইশ করেছেন, অনেক কৃতজ্ঞতা।
৪৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: Click This Link
৪৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১০
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ দীপান্বিতা দিদিমনি , ভালো থাকুন সর্বক্ষণ ।
৪৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬
লিরিকস বলেছেন: সব ওকে আপি
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৮
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংক ইউ আপি
স্যরি একটু ব্যস্ততার কারনে লগ ইন করা হয়নি , তাই উত্তর দিতে দেরি হল ।
৫০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
একলা ফড়িং বলেছেন: প্রিয়তে
আজ যেমন ক’রে গাইছে আকাশ তেমনি ক’রে গাও গো
আজ যেমন ক’রে চাইছে আকাশ তেমনি ক’রে চাও গো...
অদ্বিতীয়া তুমি! কেমন আছ আপিই??
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: আপু তুমি !!! অনেক দিন পর !!
কেমন আছ ?
আমি ভালো আছি , কিন্তু ব্লগে অনিয়মিত হয়ে পড়ছি , সেজন্য এত দেরীতে রিপ্লাই
অনেক ভালো লাগলো তোমাকে দেখে
৫১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২২
লিরিকস বলেছেন: কেন নতুন কোন পোস্ট নাই?
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২৯
অদ্বিতীয়া আমি বলেছেন:
কি আর বলব , লেখাই হচ্ছে না কেন যেন
না আমি ব্লগে আবার নিয়মিত হতে চাই । লিখব , আগডুম বাগডুম যা খুশি ।
৫২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:২১
নুর ইসলাম রফিক বলেছেন:
ক্লান্তি আমায় ক্ষমা কর গানটা পেলাম না..................
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭
অদ্বিতীয়া আমি বলেছেন: ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু ,
পথে যদি পিছিয়ে পড়ি কভু॥
এই-যে হিয়া থরোথরো কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো,ক্ষমা করো প্রভু॥
এই দীনতা ক্ষমা করো প্রভু ,
পিছন-পানে তাকাই যদি কভু।
দিনের তাপে রৌদ্রজ্বালায় শুকায় মালা পূজার থালায়,
সেই ম্লানতা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু॥ (পূজা )
৫৩| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৪
তুষার কাব্য বলেছেন: আমার অনেক প্রিয় গান নিয়ে এই পোস্ট।খুব ভাল লাগল...
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংক ইউ
৫৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৬
লিরিকস বলেছেন: :-< :-< :-< সেই একই পোস্ট
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮
অদ্বিতীয়া আমি বলেছেন:
ক্যামন আছো ?
৫৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৩
দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার পোস্ট। প্রিয়তে নিলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২
অদ্বিতীয়া আমি বলেছেন: ধন্যবাদ ইলিউশনিস্ট , ভালো থাকুন সবসময় ।
৫৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০
লিরিকস বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫
অদ্বিতীয়া আমি বলেছেন: না , আমি কিচ্ছুটি বলব না !বললেই আর লেখা হয় না!
৫৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬
শায়মা বলেছেন: প্রথমে পড়লাম
তারপর প্রিয়তে নিলাম
তারপর লাইক দিলাম
এইবার বলছি
অনেক অনেক অনেক ভালো লাগা আপুনি!!!!!!!!!
লাভ ইউ সো মাচ!!!!!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
অদ্বিতীয়া আমি বলেছেন: তোমাকে অনেক দিন পর ব্লগে নিয়মিত দেখতে পেয়ে খুব ভালো লাগছে শায়মা আপু !
তোমার ভালো লাগ্ল দেখে আনন্দিত ! রবীন্দ্রনাথ কে আরও জানতে ইচ্ছে করে , আরও লিখতে ইচ্ছে করে !
তুমিও অনেক অনেক ভালোবাসা জেনো ।
৫৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
ইমরাজ কবির মুন বলেছেন:
অদ্বিতীয়া তুমি!
৩১ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫১
অদ্বিতীয়া আমি বলেছেন: আমি নিজের ব্লগের নোটিফিকেশন দেখতে পাইনা
কত যে প্রিয় গান এটা ।থ্যাংক ইউ ।
কেমন আছ ? অনেক দিন পর !
৫৯| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১:০৯
প্রামানিক বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ
২৯ শে মে, ২০১৫ দুপুর ১:২২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
৬০| ১০ ই মে, ২০১৫ রাত ১১:৫৬
একজন আরমান বলেছেন: দারুন পোস্ট আপু
২৯ শে মে, ২০১৫ দুপুর ১:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক দিন পর দেখলাম ব্লগে । যাই তোমার ব্লগ ও দেখে আসি
৬১| ১০ ই মে, ২০১৫ রাত ১১:৫৭
একজন আরমান বলেছেন: আরে কমেন্ট দেখি করাই ছিল ! :প
২৯ শে মে, ২০১৫ দুপুর ১:২৭
অদ্বিতীয়া আমি বলেছেন: ব্লগিং করা ভুইল্যা গেসি আমি , পুরানো দিনের কথা মনে পড়ল তোমাকে দেখে
৬২| ৩০ শে মে, ২০১৫ রাত ১০:৪৮
একজন আরমান বলেছেন: আমিও তো লেখালিখি ভুলে গেছি !
১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৫৩
অদ্বিতীয়া আমি বলেছেন:
৬৩| ১২ ই জুন, ২০১৫ সকাল ১০:৪৬
শহুরে আগন্তুক বলেছেন: কেবল একটা শুনেছি ! :O
১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: মাত্র একটা গান !!!!
দুঃখ পেলাম
৬৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০
কালীদাস বলেছেন: অতি উঁচু ভাবের পোস্ট, আমার নিম্নমানের ঘিলুর জন্য
আছেন কেমন? লেখালেখি পুরাই ছেড়ে দিয়েছেন ব্লগে?
১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
অদ্বিতীয়া আমি বলেছেন: কেমন আছেন ভাইয়া ? ভাবের পোস্ট লিখতে ইচ্ছে করে, পারি না তো
ভালো আছি অনেক । না ইচ্ছে করে লিখতে ! কেন যেন সময় টা করে উঠতে পারি না
৬৫| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
আমিনুর রহমান বলেছেন:
এবার বিয়ে পর্যায় থেকে --- কয়েকটি প্রিয় গান দে
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়া হাসতে হাসতে মরে যাচ্ছি ..
আচ্ছা দিবোনি আপনাকে উৎসর্গ করে
এখন আমি সিরিয়াস , ব্লগিং টা খুব মিস করছিলাম ।
৬৬| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
আমিনুর রহমান বলেছেন:
গুড ... একটা পোস্ট দেয়া উচিৎ ... ফিরেছিস সেটা জানাতে দেয়া উচিৎ ...
১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
অদ্বিতীয়া আমি বলেছেন: উখে
৬৭| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
শায়মা বলেছেন: আপুনি
একটা গান তোমার জন্য
https://www.youtube.com/watch?v=8iuZrJumCLo
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯
অদ্বিতীয়া আমি বলেছেন: শায়মাপু কেমন আছ ? এত সুন্দর একটা গান নিয়ে এলে আর আমার মন খারাপ মন টা ভাল করে দিলে ..... তুমি তো ভারী লক্ষ্মী একটা মেয়ে । অনেক থ্যাংক ইউ ।
সাহানার নতুন এ্যালবাম টা শুনছিলাম ,আমার এখনকার প্রিয় । সেজন্য সেটাই তোমার জন্য https://www.youtube.com/watch?v=EM8LVVNgqKk
৬৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আজকাল ক্যান জেনো
শোনা হয় কম গান;
পোষ্ট পড়ে বেশ বুঝি
রবিকাকু তোমার জান।
অত নেই বিদ্যে যে
করবো কমেন্ট হেথা;
ভালো লাগে পোষ্টখানি
এটুকুনই মোর কথা।
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাইয়া আপনার ব্লগে দেখছি ছড়া কবিতার যুদ্ধ চলছে ।না , ব্লগে কম কম এসে তো অনেক মিস হয়ে যাচ্ছে !
অনেক সুন্দর ছড়া কমেন্ট । থ্যাংক ইউ
৬৯| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
তাহসিনুল ইসলাম বলেছেন: চমৎকার একটা পোস্ট। ভালো লাগলো অনেক
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক থ্যাংক ইউ তাহসিনুল ইসলাম
ভালো থাকুন সবসময় ।
৭০| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে আবারো দেখা যাচ্ছে আপনাকে । তাই ভাল লাগছে । সুস্বাগতম ।হ্যাপী ব্লগিং ।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: কেমন আছেন ?
৭১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন পোস্ট।প্রিয়তে রাখলাম
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া , ভাল থাকবেন ।
৭২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩
বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।
নতুন পোস্ট দিন।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৮
অদ্বিতীয়া আমি বলেছেন: সেটাই মনে মনে ভাবি !
অন্নেক ধন্যবাদ ।
৭৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
শায়মা বলেছেন: অদ্বিতীয়ামনি!!!!!!
আর কি কখনও লিখবেনা নাকি!!!!!!
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬
অদ্বিতীয়া আমি বলেছেন: আপুনি !!!!!
লিখব তো সারাক্ষন মনে মনে ভাবি !!!
আপুনি দেশ এত্ত দূরে চলে আসছি
খুব মিস করি এই ব্লগ , সবকিছু ....
লিখব ,সত্যি সত্যি ।
৭৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২
রাজসোহান বলেছেন: প্রিয়তে। +
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ
৭৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
৭৬| ১৪ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত মুগ্ধ হ'লাম আপনার এই আয়াসসাধ্য পোস্ট টা পড়ে। অনেকটা শায়মার মতই বলছি (৫৭ নং মন্তব্য), প্রথমে পড়লাম, তারপর লাইক দিলাম, তারপর প্রিয়তে নিলাম।
বোধকরি, আপনি অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত। আবার নোটিফিকেশনের যে অবস্থা, তাতে মনে হয় আমার এ মন্তব্যটা আপনার চোখেই পড়বে না কোনদিন। তবুও আপনার সংকলিত এই গানের ভান্ডার পেয়ে এতটাই মুগ্ধ ও আনন্দিত হয়েছি, যে কিছু না বলে যেতে পারলাম না।
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া । প্রিয় গান গুলো একসাথে রাখার জন্যই পোষ্ট করেছিলাম । নিজের ই ভাল লাগা থেকে । খুশী হলাম আপনার ভাল লাগা জেনে ।আসলে ব্লগে লগ ইন হতে পারতাম না ! অনেক দেরী হলেও আপনার মন্তব্যের রিপ্লাই দিতে পারলাম
৭৭| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৯
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
৭৮| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৯
বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।
৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: ধন্যবাদ ভাই কয়েকবছর ধরেই আমি এই ভেবেছি নতুন পোষ্ট আর দেয়া হচ্ছেনা
৭৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর আবার। সুস্বাগতম ।
০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬
অদ্বিতীয়া আমি বলেছেন: জী ভাই অনেক দিন পর । ধন্যবাদ , ভাল থাকুন সবসময় ।
৮০| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫১
শায়মা বলেছেন: আপুনি......
কতদিন পর তোমাকে দেখলাম
০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩
অদ্বিতীয়া আমি বলেছেন: আপুনি কেমন আছ তুমি ? আসলেই কত দিন যে পর এলাম ! তোমাকে দেখে খুব ভাল লাগল । বিশ্বাস ই হচ্ছে না এই পোস্ট টা চার বছর আগের ....সময় এত তারাতারি চলে যায় !!
৮১| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০
মনিরুল ইসলাম বাবু বলেছেন: দুর্দান্ত পোস্ট। কিছু গান শোনা হয়েছে, কিছু হয়নি।
০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: ধন্যবাদ । অনেক প্রিয় গান গুল আমার । এখন অবস্য তেমন গান শোনা হয়না ...ভাল থাকবেন ।
৮২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
রাফা বলেছেন: কি হইছে আপনার ? কোন সমস্যা...।
কেমন আছেন ,কোথায় ছিলেন ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
অদ্বিতীয়া আমি বলেছেন:
৮৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কেমন আছেন?
আবার নিয়মিত হউন।
৮৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৮
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
নতুন পোস্ট দিবেন??
৮৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৪
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!
৮৬| ২১ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০২
কবিতা ক্থ্য বলেছেন: কোনো পোস্ট নাই অনেক দিন হলো...
কেমন আছেন আপনি।
২৯ শে মার্চ, ২০২২ সকাল ৮:২১
অদ্বিতীয়া আমি বলেছেন: ভালো আছি সত্যি ব্লগ পড়া মিস করি ...আপনি ভালো আছেন তো?
৮৭| ১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:১৯
শায়মা বলেছেন: একটা ছিলো মিষ্টি মেয়ে......
হারিয়ে গেলো কোথায় আজ সে !
২৯ শে মার্চ, ২০২২ সকাল ৮:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: আমাকে মনে আছে তোমার !!! অনেক দিন পর লগিন করলাম এমনি এমনি ,
সত্যি খুব ইচ্ছে করে আগের মত সময় গুলো কাটাতে। গল্পের বই পড়তে ব্লগিং করতে আর সানন্দা আর আনন্দমেলা ঈদ সংখ্যা গুলো পড়তে ....কিন্তু কেমন জানি অস্থির একটা সময় কাটে অনলাইনে ।এতকিছু কেন যেন খুব ডিস্টার্বড করে ফেলে । ব্লগটা খুব মিস করি ! কি ভাল ছিল, ব্লগ পড়তে এত ভাল লাগত তখন । এখন ও পড়ি কিন্তু কম....অনেক ভালবাসা শায়মাপু , ব্লগে উকি দিয়ে যাই প্রায়ই , আলসেমি ঝেড়ে কমেন্ট কিংবা ঘোড়ার ডিম পোস্ট লিখে ফেলব কখন ও
৮৮| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ৮:৪৪
কবিতা ক্থ্য বলেছেন: এভাবে হারিয়ে যাওয়ার মানে কি..।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৪ রাত ১০:৫১
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: প্রিয়তে নিলাম পরে সময় করে পড়ে জানাব