নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

আদিত্য-বিডি

....................

আদিত্য-বিডি › বিস্তারিত পোস্টঃ

একটু পরামর্শ দিবেন প্লিজ.....সিদ্ধান্ত নিতে পারছি না..... :(

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৭

আমি পরপর দুটি জব ছেড়ে গত ৬ মাস ধরে পূবালী ব্যাংকের একটি ভীষন ব্যস্ত শাখায় জুনিয়র অফিসার (ক্যাশ) পদে কর্মরত আছি (যদিও এখন পর্যন্ত ক্যাশে তেমন বসতে হয়নি)। বেতন কনসোলিটেড ১৫০০০/- টাকা। ব্যাংক থেকে বের হতে গড় সময় রাত ৯ টা। এত কাজের চাপে লেথাপড়া তেমন করতে পারছি না। শুনতেছি সম্প্রতি বেতনটা একটু বাড়বে।





আর এর মধ্যে জনতা ব্যাংকের এসিষ্টেন্ট এক্সিকিউটিভ অফিসার (টেলার) (অন্য সরকারী ব্যাংকে যাকে বলে অফিসার রাঙ্ক) নিয়োগপত্র হাতে এসেছে। সেখানে ৮০০০/- ব্যাসিক সর্বসাকুল্লে ১৫০০০-১৬০০০/- টাকা আসার কথা। এবং আমার জানা মতে ৩ বছরেই সেখানে সিনিয়র অফিসার পদে যাওয়া যায়।



আর পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার থেকে অফিসার হতে সময় লাগে মিনিমাম ৪ বছর। আর সেখানে ক্যাশ টা পদের সঙ্গে লেগেই থাকে। বের হওয়ার সম্ভাবনা কম ।



আর জনতা ব্যাংকে ক্যাশ থেকে বেরহবার সম্ভাবনা অনেক বেশী। যেমন বর্তমানে অগ্রণী ব্যাংকে কোনো ক্যাশ অফিসার পদে নিয়োগ না দিয়ে ৩ বছর কাজ করিয়ে জেনারেল ব্যাংকিং এ নিয়ে আসবে এমন ভাবে বিজ্পতি দিয়ে নিয়োগ হচ্ছে।



এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না। সরকারী ব্যাংক বলে কেউ কেউ বলছেন জনতা ব্যাংকে যেতে...সেখানে কাজের চাপ কম থাকবে সেই সঙ্গে অন্যান্য ডিগ্রীও নেয়া যাবে।



আপনাদের সুপরামর্শের জন্য অপেক্ষা করছি। দয়া করে কোনো অভিজ্ঞ ব্যাক্তিগণ পরামর্শ দিবেন প্লিজ...

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৬

তাসনুভা বিপা বলেছেন: ভাই,আমরা আমজনতা ব্যাংকগুলাতে জব পাওয়ার জন্য মুখিয়ে থাকি,আপনি বাছাই করার পরামর্শ চান! সৌভাগ্যবান বলতে হয় আপনাকে।যাই হোক,আপনি কি written test দিয়ে চান্স পেয়েছিলেন?

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪১

আদিত্য-বিডি বলেছেন: হ্যাঁ, সর্বত্রই রিটেন ভাইভা সহ....

জনতাতে এতদিন ওয়েটিং এ ছিলাম। সেখান থেকে ডেকেছে.....

ব্যাংকে চাকরি করতে চাইলে বেশি কিছু করতে হবে না আপনাকে। শুধুমাত্র সাইফুরস ব্যাংক রিক্রুইটমেন্ট গাইড, সঙ্গে মাইফুরস ম্যাথ, এমপি থ্রি ম্যাথ সাইফুরস এর ঢাবি'র এমবিএ কোশ্শেন পেপার সহ সিনোনিম-এন্টোনিম সহ ইংরেজী এবং প্রতি মাসে কারেন্ট এ্যাফেয়ারস আর সঙ্গে কারেন্ট ওয়াল্ড অথবা নিউজ সিরিয়াসলি ৫/৬ মাস একটা পড়লেই দেখবেন সব ব্যাংকেই চান্স পেয়ে যাবেন। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম।

সোনালী ব্যংকেও ওয়েটিং এ আছি। মনে হয় ২ বছর মেয়াদ বাড়ায় হয়তো আর সেখানে ডাক পাবো না। প্রিপারেশন ভালো থাকাতেও জীবনে ১ টি ফাষ্টডিভিশন নিয়ে এগুতে পারলাম না :(

ধন্যবাদ কমেন্টের জন্য।

২| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৮

সৈয়দ রাকিব বলেছেন: আপনার পোষ্ট টি দেখে অনেকদিন পর লগ ইন করলাম...আমি ব্যাংক এশিয়া তে কর্মরত ২০০৯ সাল থেকে...

১/ পুবালী ব্যাংক বেসরকারী এখানের চেয়ে জনতার পরিবেশ আপনি ভাল আশা করতে পারেননা...

২/জনতা তে আপনি তিন বছরে সিনিয়র অফিসার হতে পারবেন আশা করা যায় কিন্তু এটা মনে রাখতে হবে সরকারী ব্যাংক এ প্রমোশন এক সোনার হরিন !! এছাড়া সিবিএ নেতাদের সাথে ভাল সখ্যতা থাকতে হবে...

৩/পুবালী মনে হয় পুরোপুরি অনলাইন হয়ে যাচ্ছে...এখানেও জনতা পিছিয়ে, কিন্তু জনতার আছে ৮০০+ শাখা,এতে আবার পুবালী পিছিয়ে...
আমি আমার ব্যাক্তিগত পরামর্শ দিলাম আপনি আপনার সুহৃদ দের পরামর্শ নিয়ে কাজ করুন...ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৬

আদিত্য-বিডি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে কষ্টকরে মূল্যবান পরামর্শের জন্য।

হ্যাঁ, আজকে পর্যন্ত ২৭২ টি আউট অফ ৪০৬ ব্রান্স ওনলাইন হয়েছে। আমার শাখাও ওনলাইনসহ ওয়ান ষ্টপ সার্ভিস দেয়া হয়। কিন্তু এত ব্যস্ত থাকতে হয় যে গত ব্যংক ডিপ্লোমা পরীক্ষাটি ঠিকমত দিতে পারিনি। এরপর এমবিএ করার প্লান আছে ....সঙ্গে আইসিএমএ কন্টিনিউ করছি ...

তাই ঐ সব ভেবে কি সিদ্ধান্ত নেয়া যায়... । তাছাড়া একটা বিষয় হলো সরকারী ব্যাংকে থেকে বেসরকারী ব্যাংকে যেকোনো সময় যাওয়া হয়তো যাবে কিন্তু বেসরকারী থেকে সরকারীতে কোনোদিন হয়তো সম্ভর নয়।

অনেকে যোগ করছে ৪০/৫০ লাখ লোনও পাওয়া যাবে সেখানে....সঙ্গে শেষ জীবনের নিরাপত্তা পেনশন....

এটা ঠিক বলেছেন পরিবেশ দু জায়গায় দু রকম হবে....

আবারো অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর যুক্তি খন্ডনের জন্য।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৪

সৈয়দ রাকিব বলেছেন: আপনি যদি সরকারী অফিসের পরিবেশে এবং বেতনে অভ্যস্ত হতে পারেন তাহলে এর চেয়ে আরামের চাকরী আর নেই...আপনার চাকরী হারানোর কোন ভয় নাই, লোন পাওয়া যায় কিন্তু সেটা কিন্তু আপ্নাকেই শোধ করতে হবে...!! আমি আমার অভিজ্ঞতা বলি আমি কখনই সরকারী চাকরীর চেষ্টাই করি নাই হয়ত আমি এতটা যোগ্যও নই, কারন আমি জানি জীবনে চলার জন্য আমার প্রয়োজনীয় অর্থ আমি সৎ ভাবে ওখানে উপার্জন করতে পারবনা...

আরেকটু বলি আগে সিদ্ধান্ত নিন আপনি কোন পেশায় থাকবেন তারপর একটা রোডম্যাপ আকারে আগান...আর অবশ্যি নিজের ক্লায়েন্ট বেস গড়ে তুলুন...আমার তিন বছরের ব্যাংকিং ক্যারিয়ারে অন্তত ২৫ জন এমন ক্লায়েন্ট তৈরী করতে পেরেছি যারা ব্যাংক চেনেনা আমাকে চেনে আমি যেখানেই যাব তারা আমার সাথে যাবেন...অনেক বেশি কথা বলে ফেললাম ভুল হলে মাফ করবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৩

আদিত্য-বিডি বলেছেন: আপনার সুন্দর উপস্থাপনা অনেক ভালো লাগলো, যেটা সিদ্ধান্ত নিতে সহায়ক হবে।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় খরচ করে পরামর্শ দানের জন্য।
ভালো থাকবেন।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৯

পিদিম বলেছেন: পুরা পরিবার ব্যাংকার।আমি নিজেও কিছু দিন আগে জীবনে সেভ হলাম।ক্যাশ মানে ভীষন ব্যস্ততা এটা বুঝি।পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার থেকে অফিসার হতে সময় লাগে মিনিমাম ৪ বছর। আর সেখানে ক্যাশ টা পদের সঙ্গে লেগেই থাকে।ভুল কথা।ব্যাংক ডিপলমা করেন। এগিয়ে য়াবেন।জনতা তে প্রমোশন আরো কঠিন।তবে জনতা বড় ব্যানীজিক ব্যাংক। এখানে ডিপলমা করলেও একই ফলাফল পাবেন।আমার বাবা ১৯৭৫ সালে ক্যাশে জয়ন একটি প্রমোশন পেয়ে আজও আফিসার জনতাতে।।ঢাকায় থাকার পোস্টিং নিবেন ।সিবিএ নেতাদের সাথে ভাল সখ্যতা থাকতে হবে... ... ডিমডি,জিএম এর সাথে য়ারা আগ্রগামী আফিসার দের সাথে ও ভাল সখ্যতা কাজ দায়। আর পারলে ব্যাংক জব বাদ দিয়ে অন্য সরকারী জব করেন অনেক ভাল থাকবেন।আর রাকিব ভাই য়ের মত আমি ও বলছি আপনি আপনার সুহৃদ দের পরামর্শ নিয়ে কাজ করুন.
ভাল থাকবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৬

আদিত্য-বিডি বলেছেন: আপনার সুন্দর পরামর্শটি আমার অনেক কাজে দিবে...

অনেক ধন্যবাদ আপনাকে ।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৩৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: ভাইরে কোন দু:খে যে আপ্নারা সরকারী জবের পেছনে ছোটেন.......আল্লাহ মালুম.......আমি শুধু একটাই পজিটিভ ব্যাপার দেখেছি........সেটা হলো বিয়ের সময় সরকারী পাত্র মেয়ের বাবার পছন্দের তালিকায় থাকে.............।
আমি নিজে ৩দিন সরকারী চাকরী করে(সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জি:) পালাইছি....... :P ছোটকাল থেকেই এই সরকারী চাকরীজীবিদের কাজ কর্ম দেখতেদেখতে ক্লান্ত........চাকরীটা কন্টিনিউ করলে হয়তো ভালোই উপরীর কল্যানে অনেক কিছু করতে পারতাম...অনেকেই আমার বোকামীর জন্য গালি দিয়েছে.....কিন্তু তা জেনেও ছেড়েছি.......।

আমার নিজের উপর কনফিডেন্ট ছিলো বলেই আজ আমি বেসরকারী লেভেলে ঐ চাকরীর চেয়ে বেশ ভালোই আছি.......... আমার মতে সরকারী চাকরীজীবি মানেই জীবনটাকে স্লো করে দেওয়া........আর বেসরকারী হচ্ছে নিজ যোগ্যতায় আরো শিখে শিখে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া.........।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৭

আদিত্য-বিডি বলেছেন: সরকারী সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জি. থেকে চলে এসেছেন ব্যাপারটা আমার কাছেও একটু কেমন লাগলো... B:-) কন্টিনিউ করলে বুঝতেন....

আমি জানিনা কোন সেক্টরের ইঞ্জি. ছিলেন...তবে আমার দেখা বিদ্যুৎ বিভাগের একজন সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জি. কিভাবে দাপটের সহিত চাকরী করছেন....আমেকেও নিজে গিয়ে মিটার সমস্যার জন্য তাকে দিতেহয়েছে কিছু... ;)

যাইহোক, বর্তমানে আমি যেখানে আছি সেখানে চাপ বেশি যেকারনে স্টাডি করতে পারছি না, তবে অনেকেই বলছে সরকারী ব্যাংকে থেকে ঐটা করা যাবে আর তখন যেকোনো বেসরকারী ব্যাংকে সহজেই উচ্চপদে যাওয়া যাবে আশা করা যায়। সেটাই এখন বড় বিষয় হয়ে দাড়িয়েছে। একটু দোয়া কইরেন যেন সঠিক সিদ্ধান্তটাই নিতে পারি।

অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২১

তাসনুভা বিপা বলেছেন: ধন্যবাদ আপনাকে।আমি সাইফুরস জব কোচিং করছি বর্তমানে।দেখা যাক কি হয়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৮

আদিত্য-বিডি বলেছেন: সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি। চালিয়ে যান, ফল অবশ্যই পাবেন। টাকার অভাবে আমি কোচিং করতে পারিনাই, তবে একজন বান্ধবী (হঠাৎ করে পরিচয়) ছিলো যে কি-না সেখান থেকে অনেকগুলো বিষয়ে কোচিং নিত আমি ওর কাছ থেকে সাহায্য নিয়ে সারাদিন শাহাবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে স্টাডি করেছি। জবগুলো পাওয়ার পর তার সবগুলো মোবাইলে ট্রাই করে আর পাইনা, জানি না সে কেমন আছে তবে আজকের আমার এ অবস্থানের জন্য আমি তার কাছে কৃতজ্ঞ....। মহান সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুন।

আর অবশ্যই আপনার জন্য শুভকামনা রইলো। আর একটি খবর , আগামী সপ্তাহেই জনতা ব্যাংক সিনিয়র পোষ্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.