নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদিত্য মুহাম্মাদ

অখ্যাত এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুর্ভাগ্যক্রমে পড়ার সুযোগ পাই। সেই থেকে সেখানেই আছি। সমাজ আমাকে তেমন টানে না। তবে মানুষের ভেতর প্রবল টান অনুভব করতে পারি। সম্পদশালীরাও আমাকে টানে না। তবে যাদের তিন বেলা খাবার জোটার মতো সম্পদ নেই তারা খুব বেশি টানে।

আদিত্য মুহাম্মাদ

অতি সাধারন একজন মানুষ যার জীবনের লক্ষ্য গরীব মানুষের জন্য সাধ্যমত কিছু করা। রাজনীতির গ্যাঁড়াকলে পড়ে আজ গরীবেরা আরও গরীব হচ্ছে, সম্পদশালীরা আরও সম্পদশালী আর আমার মতো মধ্যবিত্তরা মধ্যবিত্ত থেকা যাচ্ছে। এই মধ্যবিত্ততাকে সম্বল করে দেখি সেই গরীবদের জন্য কিছু করা যায় কি না।

আদিত্য মুহাম্মাদ › বিস্তারিত পোস্টঃ

এডমিন প্যানেলের দৃষ্ট আকর্ষণ করছি

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:১৬

"উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন"



আমার বিগত পোস্ট যেটির জন্য আমার উপর নজরদারি বাড়িয়েছেন তা পুনঃবিবেচনার অনুরধ করছি। পোস্তটি ভালমত পড়ুন। সেখানে তেমন কিছুই ছিল না যা নিয়মের ভেতর পড়ে। খুব সাধারণ একটি পোস্ট ছিল। শুধুমাত্র নাম দেখেই পোস্ট ডিলেট করে আমাকে নজরদারির ভেতর রাখার মানেই নেই। আশা করি এডমিনরা পুনর্বার দেখবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.