![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদায় ২০১৫
যেতে নাহি দিবো হায়,
তবু যেতে দিতে হয়।
তবুও সে চলে যায়।
তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, আর ইচ্ছে করলেই তো হবেনা।
তোমাকে যে পাড়ি দিতেই হবে তোমার কল্পনার দিগন্তে।
তুমি এসেছিলে স্বাধীনতার এক উজ্জল হাসি নিয়ে,
আর যাচ্ছো বিষে ভরা রক্তের বিষাদ দিয়ে।
তোমার আসাতে পূর্ন হয়ে গিয়েছিলো জীবনের সব চাওয়া-পাওয়া।
২০১৫ তে জীবনে অনেক কিছু পেয়েছি, আবার খুব প্রিয় মানুষটিকে {মৌমিতাকে} হারিয়ে ফেলেছি।
২০১৫ তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
তুমি না আসলে জীবনের বাস্তবতা কি তা বুঝতেই পারতাম না।
হয়তো তোমার সাথে আর এ জনমে দেখা হবে না, কিন্তু জীবনে দ্বিতীয় খন্ডে অপেক্ষা করবো তোমার জন্য।
বেশি কিছু লেখতে পারছি না, ব্যাথায় বুক টনটন করছে।
নিজের অজান্তে চোখের এক পাশে এক ফোঁটা জল জমে গেছে।
বিদায় বন্ধু বিদায়।
এডমিনঃ আতিক
©somewhere in net ltd.