![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন আমি দেখি দগ্ধ মানবের শরীর….
প্রতিদিন শুনি আগুনে পুরে যাওয়া শিশুর চিৎকার.....
রাস্তায় দেখি অভুক্ত মানবের অর্ধ নগ্ন চেহারা…
কোথায় আমার স্বাধীনতা..........
পত্রিকার পাতা জুরে থাকে হিংস্রতার আলাপ......
টিভি চ্যানেলে থাকে বিভৎস চিৎকার......
ভয়ে ভয়ে বন্ধ নিঃশ্বাস.......
কোথায় আমার স্বাধীনতা.........
ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশ......
কোটি বাঙ্গালীর প্রানের এই দেশ...
খুঁজছে আজ স্বাধীনতা...
কোথায় আমার স্বাধীনতা?
মাগো তুমি ভয় পেওনা.....
তোমার গায়ে আচঁড় লাগতে দিবে না তোমার সন্তানরা......
দিয়ে দিবে এই প্রান......
রাখবে তোমার স্বাধীনতা ।
হে বঙ্গ মা,
হে আমার জন্মভূমি.......
আমাদের বুকে আজও আছে তোমার লাল সবুজ পতাকা,
আমরা তোমারেই ভালবাসি....
থাকবেই তোমার স্বাধীনতা ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩১
নিলু বলেছেন: লিখে যান
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬
আদনান.আদি বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১১
চাঁদগাজী বলেছেন:
স্বাধীনতা পেয়েছে খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক, জয়, ফালু, সালমান রহমানরা...।