নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

স্টিফেন হকিং: রোবটের হাতেধ্বংস হবে মানবজাতি

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৪৮

মার্কিন ‍যুক্তরাষ্ট্রের

সিলিকন ভ্যালীসহ পৃথিবীতে প্রযুক্তিগত দিক

দিয়ে উন্নত শহরগুলোর পরীক্ষাগারগুলোর

গভীরে নীরবে বেড়ে উঠছে মানবজাতিকে ধ্বংসকারী

এক অশুভ হুমকি। মানুষ নিজেদের কাজকে সহজ

করে তোলার জন্য তৈরি করেছে কৃত্রিম

গোয়েন্দা, ছন্মবেশি চর, মনুষ্যবিহীন স্বয়ংক্রিয়

যানবাহন, রোবাটিক সৈন্য ও যুদ্ধাস্ত্র। এইসব

প্রযুক্তির আরো উন্নয়নে কাজ

করছে বিজ্ঞানীরা। একই সাথে যাতে এইসব

প্রযুক্তি নিজেরাই কাজ করতে পারে,

নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে, তার

চেষ্টাও করছে বিজ্ঞানীরা। আর এইসব

প্রযুক্তি যদি নিজেরা নিজেদের

প্রতিষ্ঠা করে নিতে পারে, তাহলে মানবজাতির

জন্য ধ্বংস ডেকে আনবে। প্রযুক্তিগত এসব

যুদ্ধাস্ত্র, গোয়েন্দা চর পৃথিবীর

পরিবেশে টিকে থাকার কৌশল

শিখে গেলে তা মানব জাতির জন্য দূর্যোগ

ডেকে আনবে বলে সতর্ক করেছে দিয়েছেন স্টিফেন

হকিং।

নোবলেবিজয়ী পদার্থবিদ ও জ্যোতিষবিদ

স্টিফেন হকিং, হলিউডের স্বনামখ্যাত পরিচালক

ও অভিনেতা জেনি ডেপের সাম্প্রতিক চলচ্চিত্র

‘ট্রান্সসেনডেন্স’

নিয়ে আলোচনা করতে গিয়ে এই সতর্ক

বানী উচ্চারণ করেন। উল্লেখ্য,

চলচ্চিত্রটিতে এমন একটি পৃথিবী দেখান হয়েছে,

যেখানে কম্পিউটার মানুষকে নিয়ন্ত্রণ করে।

হকিং বলেন, ‘চিন্তা করে দেখলে বলা যায়,

সাইন্স ফিকশন এই চলচ্চিত্রটি তৈরি ইতিহাসের

সবচেয়ে বড় ভুল।’

এছাড়া গুগুল, সিরি ও করটানার অফিসে ‘ডিজিটাল

সহকারী’ তৈরি ভবিষ্যতে প্রযুক্তিগত অস্ত্র

তৈরির প্রতিযোগিতার লক্ষণ বলেও মনে করেন

তিনি। যা আর মাত্র কয়েক দশকের

মধ্যে সারা পৃথিবীতে হাজির হবে। যুদ্ধ, রোগ ও

দারিদ্র দূরীকরণে রোবট ও প্রযুক্তি বিশেষ

ভূমিকা রাখলেও ভবিষ্যতে এই প্রযুক্তিই মানব

জাতিকে ধ্বংস করবে বলেই সতর্ক করেন তিনি।

সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত

দেশগুলো স্বল্প ও মাঝারী মাত্রার প্রযুক্তিগত

অস্ত্র তৈরিকে জাতিসংঘ নিষিদ্ধ করেছে।

তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ

বিভিন্ন দেশ রোবট সৈন্য তৈরি করেছে।

তৈরি হয়েছে মনুষ্যবিহীন বিমান ড্রোন।

প্রযুক্তির উন্নয়নের কোন শেষ না থাকায়

আরো উন্নত মানের অস্ত্র তৈরির

চেষ্টা চলতেই থাকবে।

এমন এক সময় আসবে, যখন কম্পিউটার নিজেই

অনেক শক্তিশালী হয়ে উঠবে,

পারবে নিজেকে নিয়ন্ত্রণ করতে। একই

সাথে মানুষের মস্তিষ্কের চেয়েও কয়েকগুণ দ্রুত

কোন সিদ্ধান্ত নিতে পারবে।

ইতিমধ্যে আন্তর্জাতিক বিজনেস মেশিন

কোম্পানি আইবিএম এমন একটি কম্পিউটার

তৈরি করেছে বলেই জানান এই বিজ্ঞানী।

যে কম্পিউটার নিজেই নিজের মস্তিষ্ক, চিন্তা ও

অনুধাবন ও কাজ নিয়ন্ত্রণ করতে পারে। আর এই

প্রক্রিয়ায় সামনের দিনে এমন কম্পিউটার

আবিষ্কৃত হবে, যা মানুষের চেয়ে অনেক

বেশি বুদ্ধিমান। আর সেই বুদ্ধিমান

কম্পিউটাররাই পৃথিবীকে নিয়ন্ত্রণ

করবে বলে তার অভিমত। একই সাথে এই ধরণের

কোন দূর্যোগ মোকাবেলা করার মত কোন

ধরণের চিন্তাও এখনকার বিজ্ঞানীদের মধ্যে নাই।

এমনকি যদি আগামী কয়েক দশকের

মধ্যে এলিয়েনরা আমাদের পৃথিবী দখল

করতে আসে, তাহলেও বিজ্ঞানীদের

বসে বসে দেখা ছাড়া কিছুই করার থাকবে না।

বর্তমান সভ্যতা ইতিহাসের সবচেয়ে ভাল

অথবা খারাপ সময় পার করছে বলেই

ধারণা স্টিফেন হকিং এর। আর এই সব

ইস্যুতে বিজ্ঞানীদের আরো একটু সিরিয়াস

হওয়া উচিত বলেই মনে করেন তিনি। আর

ভবিষ্যতের এমন

সমস্যা সমাধানে সবাইকে একত্রে কাজ

করা উচিত বলেও মনে করেন তিনি।

Collected

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:০৭

ফা হিম বলেছেন: এই লোক গবেষণা বাদ দিয়া এখন শুধু সায়েন্স ফিকশন নিয়া আছে। "পাগল" ছাড়া আর কিছু বলতে পারলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.