নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

প্রেম গবেষনা

০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

.. ডেটিং প্লেসে ঘুরতে গেলে আমি সাধারনত

কাপলদের হাটা চলা, মুখের এক্সপ্রেশান

দেখে অনুমান করার চেস্টা করি তাদের প্রেম

এখন কোন স্তরে চলছে... এ ক্ষেত্রে অবশ্য

বয়সটাও একটা ফ্যাক্টর... তো আমার

গবেষণা বলে-

... ছেলে-

মেয়ে যদি হেলে দুলে গা ছাড়া ভাবে হালকা হাসি হাসি মুখে হাটে তাহলে প্রেমের

প্রাথমিক স্টেজ !! এ সময় একজন

আরেকজনকে জিজ্ঞাসা করে, "এই

তুমি কি কালার পছন্দ করো?" " তোমার

কি খেতে পছন্দ??" "তোমরা কয় ভাই বোন?"

টাইপ প্রশ্ন !! এ স্টেজে দুজনের সব কিছুই

ভালো লাগে...ছেলেটার নাক ঝাড়াও

মেয়েটা মনযোগ দিয়ে দেখে আর তন্ময়

হয়ে ভাবে, "আহ, কি শৈল্পিক উপায়েই

না নাকটা ঝাড়লো !!"

... এরপরের স্টেজের প্রেমিক-প্রেমিক

ারা বেশিক্ষন হাটার চিন্তা করে না !! খানিক

হেটেই একটু

নিরিবিলি যায়গা দেখে বসে পড়তে চায় !! এরপর

প্রেমিকের বুকে প্রেমিকার মাথা রেখে সুখ সপ্ন

কল্পনা !! "আচ্ছা আমাদের বাবু হলে কি নাম

রাখবো?" "শুনো, বিয়ের পর কিন্তু

আমরা তোমার আব্বু আম্মু সহ একই বাসায়

থাকবো, ওকে?" "বিয়ের পরেও আমাকে এমন

ভালবাসবে তো সত্যি?" ...প্রেমিকার এমন

সব প্রশ্নে রাজ্যের চিন্তা মাথায়

নিয়ে প্রেমিকের হু-হা টাইপ জবাব...

... তিন নাম্বার স্টেজটা একটু মান অভিমানের

স্টেজ !! বেঞ্চে বা গাছের নিচে প্রেমিক-

প্রেমিকা দুজন দুদিকে মুখ করে বসে থাকে !!

"সেদিন রাত ২টায় ফোন ওয়েটিং এ ছিল কেন?

সত্য করে বল কার সাথে কথা বলছিলা??"

"ওমুক কে?? সে কেন তোমাকে ফোন দেয়?"

"তুমি আমাকে এতো সন্দেহ করো কেন?"

টাইপের কথাবার্তা আদান প্রদান হয়... এই

স্টেজের প্রেমিক প্রেমিকারা কিছুক্ষন

হাসি খুশি, কিছুক্ষন রাগ অভিমান করে গাল

ফুলানো, আবার অদ্ভুতভাবে দুজনের মন

ভালো হয়ে যায়। অবশেষে কোথাও টুকটাক

খাওয়া দাওয়া করে ডেটিং কার্য

সমাপ্তি ঘোষণা করে যে যার যার

রাস্তা মাপে...

... এরপরের স্টেজে সবাই যায় না!! অনেকেই

উপরের স্তরেই সীমাবদ্ধ থাকে। এটা ৪

নাম্বার স্টেজ। এ স্টেজের বাসিন্দাদের পছন্দ

ঝোপ ঝাড়, গাছের আড়াল, তুত বাগান

কিংবা কাশ বনের নরম ছোয়া !! ... কার

বুকে কার মুখ যায়, সেগুলো পাঠকের

বিবেচ্য...ঝোপ ঝাড়ের আড়াল

থেকে কি কি ধরনের বাক্যালাপ ভেসে আসে,

তাও বুদ্ধিমান পাঠক ধরে নিয়েছে জানি...

সাধারনত, এ স্টেজের বাসিন্দারা জনবহুল

এলাকা এড়িয়ে চলে, জনশূন্য

এলাকাকে প্রাধান্য দেয় !!

"এবং ধরা খাইলে জামিন নাই" টাইপের রিস্কও

নিতে দেখা যায় এদেরকে...

... উপরের ৪ নাম্বার স্টেজ যারা পার করে,

তারা ৫ নাম্বার স্টেজের বাসিন্দা। ৪ নাম্বার

স্টেজের পর এদের ব্রেকাপ হয় !! ৫ নাম্বার

স্টেজে আবার তাদের ডেটিং প্লেসে দেখা হয়,

চোখাচোখি হয় কিন্তু কথা হয় না !! কারন

এদের সাথে পার্শ্বচরিত্রে তখন নতুন কেউ !!

তারা দুজনেই তখন নতুন কারো সাথে নতুন

প্রেমের প্রাথমিক স্টেজে থাকে।

ছেলেটি মেয়েটির দিকে তাকায়, মেয়েটিও

ছেলেটির দিকে তাকায় বারবার। মেয়েটির নতুন

প্রেমিক এটা দেখে বলে উঠে, "ওই ছেলেটা কে?

চিনো নাকি? বারবার তাকাচ্ছ যে? "

মেয়েটি সাথে সাথে বলে উঠে, "আরেহ না না...

দেখো না, ছেলেটা কেমন অসভ্যের

মতো পাশে প্রেমিকাকে বসিয়ে রেখে বারবার

এদিকে তাকাচ্ছে... চল এখান থেকে উঠি।

ওদিকে গিয়ে বসি..."

...ছেলেটির নতুন প্রেমিকাও

জিজ্ঞাসা করে উঠে, "কি ব্যাপার? ওই

মেয়েটাকে চিন নাকি? বারবার তাকাচ্ছ যে??"

ছেলেটা সাথে সাথে বলে উঠে,

"হ্যা চিনি তো... আমাদের বাড়িওয়ালার

মেয়ে... আরেহ বইলো না, দুই দিন

আগে দেখছি এক ছেলের সাথে ঘুরে বাড়াচ্ছে,

আজকে আরেকজন... নাহ, মেয়েটা যে এত্ত

খারাপ, আগে জানতাম না...চল চল উঠ

তো দেখি, ওরা কই যায়!!

ফলো করা দরকার... " ...

... এভাবেই কখনো কখনো চলতে থাকে আবার

কখনো কখনো ৩ নাম্বার স্টেজেই সীমাবদ্ধ

হয়ে যায় !!

বি দ্রঃ উপরের গবেষনা নানা সময়ে নানা গল্প-

কাহিনী শুনে, নানা কিছু দেখে লব্ধ... আপনার

সাথে না মিলিলে, গ্রামার না মেনে প্রেম করার

অপরাধে জরিমানা দিবেন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

ডার্ক ম্যান বলেছেন: তা ভাই, আপনি নিজের প্রেমটা ঠিক মত করতে পারতেছেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.