নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

পরবর্তী জেনারেশন অনেককিছুই পাবে না যা আমরা পেয়েছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

পরবর্তী জেনারেশন অনেককিছুই পাবে না যা আমরা পেয়েছি।
আমরা বই নিয়ে আর সাপ্তাহিক বিটিভির ছবি নিয়ে ছিলাম।
সবাই দেখার আশায় বসে থাকতাম সব কাজ সেরে।
তখন এটা আমাদের একমাএ ছবি ছিল।
যা দেখে আমরা এখন হাসতে হাসতে পেট ফাটাই।
কিন্তু তখন এটাই ছিল আমাদের একমাএ ভরসার ছবি।
একসাথে দেখার মজাটাই আলাদা।
আর এখন যান্ত্রিক জীবনে ডাউনলোড করি ঠিকই কিন্তু একসাথে দেখা হয় না। একসাথে দেখার ফিলিংসটা পরবর্তী জেনেরেশন পাবে না।
তারা পাবে clash of clain, mobile games, facebook. যা নিজেকে একা রাখতেই যথেষ্ট।

#আলিফ লায়লার কথা কি মনে আছে কারো????
চকচক করা পাজামা

#পথের প্যাচালি

#আলাদীনের জাদুর চেরাগ

#মিনা কার্টুন

হ্যা অনেকে আমরা হয়ত ভুলে গেছি।

এখন মনে পড়ল
বইয়ের আর গল্পের কথায় আসি:

#চাঁদের বুড়ির চড়কা
#আলি বাবা ৪০ চোর
#সিন্দাবাদের সাগরের পাড়ে একলা বসে থাকা
#রাজারকুমার ও প্রজার কুমার পক্ষীরাজ ঘোড়া
#কাজলা দিদি
কিছুই নেই তাদের জন্য।
তাদের আছে শুধু বর্তমান ইন্ডিয়ান মুভি। যার ৮০% পরকিয়া কেন্দ্রীক।
তো তারা তো শিখবেই।
কোনো কিছু গজানোর আগে শিখে গেলে সমস্যা।
যা এখনের জেনারেশন শিখছে।
ন্যাশনাল টিভিই এর জন্য দায়ী।
আগে গান এবং মুভি তে অশ্লীল অংশ কেটে দিত।
আর এখন ভানি কাপুর আর রানভিরের....
এটাই কি পরবর্তী জেনারেশনের জন্য হুমকি।
আগে আমরা হয়ত একটা নাটক অনেকেই দেখেছি।
#উচচ_মাধ্যমিক_শারীরিক_বিদ্যা
যেখানে তার ৪/৫ বছরের সম্পর্ক থাকা সত্তেও তার gf তার ক্লাসমেট ফ্রেন্ডের ব্যাচেলর এ যায়।
নাটকটা দেখে অবাক লাগসে।
কিভাবে পারসে মেয়েটা??????
আর এখনকার জেনারেশনের কাছে এটাই নরমাল।
কারন এখন তো আবেগের না দেহের চাহিদা।
কি জানি বলে!
ও মনে পড়সে FRND'Z_WITH_BENEFIT........
আগের দিনে সম্পর্কগুলো অনেকদিন থাকত আর এখন!!!
চাহিদা শেষ সম্পর্ক শেষ।
কারন আগের মুভি আর একনের মুভির হাজার তফাৎ।
আমরা মুভির সাথে সাথে মেনটালিটিটাও নষ্ট করছি।
আগে শুনতাম ৮/৯ বছরের রিলেশন।
এখন শুনি ১/২ বছর(তাও খুব রেয়ার, হাতে গুনা কয়েকটা কাপল)
কারন এখন তো উন্নত যুগ।
লিভ টুগেদার হয়নি???
ধ্যাত!!!! তুই তো এখনো গাইয়্যা রে।
লাইফটা এনজয় কর।
বিয়ার পর কিসুই করতে পারবিনা।
এটাই কি আমাদের যুগ????
পরবর্তী প্রজন্ম কে আমরা কি শিখাবো???
যেখানে আমরা নিজেরাই ঠিক নেই???
যেখানে বিয়ে নয় এবরশোন করা হয়।
যেখানে মেয়েদের রেসপেক্ট দেইনা।
যেখানে বউ নিয়ে মা থেকে দূরে থাকে।
যেখানে আমরাই মা-বাবা থেকে দূরে থাকি সেখানে আমাদের সাথে যে এমন হবে না তার গ্যারান্টি কি????
টাকা থাকার পরেও ছেলে যখন মাবাবাকে পাঠিয়ে দেয় বৃদ্ধা আশ্রম এ।
খবর নিলে দেখবেন ৬০% ই কোটিপতির বাবা আর মা।
এই যদি হয় বর্তমান প্রজন্ম তাহলে আগের প্রজন্ম তেই ফিরে যাওয়া দরকার।
এত উন্নতির দরকার নেই।
যেখানে আমরা আপনকে পর আর পর কে আপন বানাই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: B:-) উন্নয়নের মহাসড়কে যখন দেশ এগিয়ে যায় তখন তার সাথে তাল মিলাতে গিয়ে অনেক কিছু ছিটকে যায়।

এখন যেভাবে আছেন সেভাবে থাকার চেষ্টা করুন।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: উন্নয়নের সাফল্য কি বলেন?

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

আহলান বলেছেন: হঠাৎ করেই জেনারেশন গ্যাপটা অনেক বেড়ে গেছে ... :(

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: আসলেই তাই।ডিজিটালেশন সব এলোমেলো করে দিসে

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

ছায়েদ শাহ বলেছেন: আগের দিনগুলোতে ফিরে যেতে খুব ইচ্ছে করে। ইচ্ছে করে ঘুড়ি উড়াতে, রাখালদের সাথে আড্ডা দিতে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৭

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: ঘুড়ি উড়ানোর গেমস বানাতে হবে তাইলে!!!!! কি বলেন !

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৮

প্রশ্নবোধক (?) বলেছেন: সুন্দর লিখেছেন।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৭

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: সুন্দর লিখেছেন। অর্থাৎ নির্মল পারিবারিক পরিবেশ থেকে আজকের প্রজন্ম বঞ্চিত। এর সাথে যোগ হয়েছে পরিক্ষায় প্রশ্ন ফাসঁের সমস্যা। আমি আরেকটা জিনিস এড করতে চাই, এখনকার প্রজন্ম কিন্ত আদব-কায়দা নিয়ে অনেকটাই উদাসীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.