নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সুখ টাকার পরিমানের উপরে নির্ভর করে না নির্ভর করে সন্তুষ্টির উপর

৩১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০


তিন তারকা হোটেলে ৪০,০০০/- টাকা খরচ করে পার্টি দিয়েও
লজ্জ্বায় বন্ধুদের সামনে যেতে পারছে না ধনী বাবার একমাত্র ছেলেটা
আর মাত্র ২০,০০০/- টাকা থাকলেই সে #পাঁচতারা হোটেলে যেতে পারতো এবং পার্টিটা আরও জম্পেস হতো
আজ তার মতো অসুখী এই দুনিয়ায় কেউ নাই :p
অনেকদিন পর রিকশাচালক মজিদ ভাই আজ ১০০/- টাকায় মাছ কিনেছেন
আজ তিনি মজা করে খেলেন #পরিবারকে নিয়ে
আর তৃপ্তির ঢেঁকুর তুলে বললেন, "আহ!! আল্লাহ খাওয়াইছে"​
গ্রাম থেকে আসা গরীব ঘরের ছেলেটা ব্যাচেলর থাকে শহরে
রাতে মনে মনে পরিকল্পনা করে ২০ টাকা দিয়ে একপ্লেট ডাল-ভাত খাবে সে
কিন্তু পকেটে হাত দিয়ে দেখে ১০ টাকা আছে
১০ টাকা দিয়ে অল্প চিড়া আর চিনি নিল সে
তা তৃপ্তি নিয়ে খেয়েই ঘুমাতে গেল
মনে মনে ভাবল ভাগ্যিস ১০ টাকার নোটটা ছিল
রাতে রেললাইনের পাশে যে ছেলেটা ঘুমায় সে মনে মনে বলল,
"তার কাছে থাকা ২ টাকা দিয়ে আজ রাতে সে একপিস কেক কিনে খেয়ে ঘুমাবে"​
কিন্তু দোকানে গিয়ে দেখে ১ টাকার একটা কয়েন কোথায় যেন পড়ে গেছে
মন খারাপ না করে সে বাকী ১ টাকা দিয়ে একটা বিস্কুট কিনল
সেটা খেয়ে পেট ভরে পানি পান করল
তারপর হাসি মুখে বলল, "যাউকগা!!! পেটটা ভরছে"​
সুখটা আসলে #আপেক্ষিক
সুখ টাকার পরিমানের উপরে নির্ভর করে না
নির্ভর করে সন্তুষ্টির উপর

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.