নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

ফেলে আসা ঈদের দিনগুলো

১৬ ই জুন, ২০১৮ ভোর ৫:১৬

ছোটকালে ঈদের দিন সালামী দিয়া দুনিয়ার হাবিজাবি কিনতাম। বাপের বেটা সাদ্দাম নামে খেলনা বাইর হইছিল। ইয়োইয়ো কিনতাম। পেপসি খাইয়া সমানে কার্ড জমাইতাম। টিক টিকির ডিম নামে চকলেট পাওয়া যাইত গোল গোল। ঠুসঠাস লাদেম বোমা ফাটাইতাম।
একটাকা দিয়া চারটা বেলুন কিনতাম। সেইডা আসলে কি ছিল থাক বললাম না -_-

পাড়ায় ঈদ কার্ডের দোকান ঝুলাইয়া বসতাম। একের জনের পুঁজি ১০০ টাকা করে। ক্লাস ফাইভ সিক্সে পড়া আমরা একেকজন এমন ভাব নিতাম যেন বিরাট কর্পোরেট ম্যাগনেট। ঈদ কার্ডের প্রচলনটা আর নাই।

এক ধরণের দামী ঈদ কার্ড ছিলো খুললে মিউজিক বাজত। আহা সেইটাই আমাদের কাছে আইফোন টাইপ কিছু একটা ছিলো।

ঈদে সালামী যদি ৫০০ টাকা পাইতাম। সারাদিন খরচ করার পরে দেখতাম ৪৫০ টাকা রয়ে গেছে। তখন ভাবতাম। এই টাকা আমি খরচ কেমনে করমু? কি বিপদ। শেষমেষ আম্মুরে দিয়া দিতাম।

পরে সেই টাকা দিয়া চাচা চৌধুরীর কমিক্স কেনা হত। অগ্নিপুত্র অভয় ,পিঙ্কি ,বিল্লু, সাবু, ফ্যান্টম এরা আমাদের কাছে স্বপ্নের নায়ক নায়িকা ছিলো। একটু বড় হলে জমানো টাকায় তিন গোয়েন্দা কিনতাম।

পাশা স্যালভিজ ইয়ার্ড ,রকি বীচ ,ক্যালিফোর্ণিয়া ঠিকানাটা আমাদের মুখস্ত ছিলো। স্বপ্ন দেখতাম বড় হলে রকি বীচে অবশ্যই যাবো।

আমার স্বপ্ন ছিলো বড় হলে একটা মোবাইল হোম কিনব। কিন্তু বুঝতাম না সেটা আসলে কি।

শুটকি টেরিরে মাইরা বাকেট ছুটাইয়া ফেলতে ইচ্ছা করত। জর্জিনা পার্কার নামের নামের নাক উঁচু মেয়েটার প্রতি ভালোলাগা কাজ করত। সেটা যে ক্রাশ তা অবশ্য জানতাম না।

টাকা জমাইয়া প্রিন্স মাহমুদের সুরে পিয়ানো এলবাম কিনছিলাম। আইয়ুব বাচ্চু ,জেমসের এলবাম। ও আমার তিন পুরুষ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
ক্যাসেট প্লেয়ারে ফরোয়ার্ড রিওয়াইন্ড কইরা এই দুইটাই শুনতাম।

এখন ভাবলে অবাক লাগে আমরা ঈদের সালামি ৫০০ টাকা পাইলে ৪৫০ টাকা খরচের ওয়ে পাইতাম না। একটা প্রিতমসের বার্গারের দাম এর চাইতে বেশী।

ডাকটিকেট জমানোর মত ক্ষেত অভ্যাস ছিল আমাদের্।
ক্লাস ফাইভে থাকতে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে ছিল।
Stamp collection,কমিকসের কালেকশন। পেপসির ক্রিকেট প্লেয়ারদের কার্ডস কালেকশন। বড় এক বোতল ফুল ওয়ালা মার্বেলের কালেকশন।

এইসবের দাম আমাদের কাছে টাকা দিয়ে বিচার করা হোতোনা। আমরা ক্ষেতের মত রাস্তার পাশে ঈদ কার্ডের দোকানদারি করতাম।

এখনভাবলে অবাক লাগে। আমরা হয়ত লেম ছিলাম ,কিন্তু ছোট থাকতে আমরা ছোটই ছিলাম ,ওভারস্মার্ট বুলশিট ছিলাম না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.