![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্ত আঁখিদ্বয়ে
দোদুল্য হৃদয়ে
প্রণয় সমিরণে
কুঞ্জ-কাননে
ক্লান্ত চরণে
যৌবনা তটিনে
শ্রাবণ বারি ধারায়
দিগন্তের লক্ষ তারায়
তরুণ তপনে
তিমিরাচ্ছন্ন রজনে
ভ্রমর গুনঞ্জনে
প্রাণ রঞ্জনে
জড়িয়ে আছো হে নির্লিপ্তা
তুমি নীল অপরাজিতা।।
©somewhere in net ltd.