নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রয়োজনে যে বেয়াদপ হতে পারে, ভদ্রতা পাওয়ার অধিকার শুধু তাই।

অদ্বিত

পরাজয়ে ডরে না বীর।

অদ্বিত › বিস্তারিত পোস্টঃ

আপনার দৃষ্টিভঙ্গি বদলান

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৮

স্বামীকে কেন স্ত্রীর ভরণপোষণ করতে হবে ? মেয়েরা কেন বেকার ছেলেকে বিয়ে করে তার ভরণপোষণ করে না ? মেয়েদের সমস্যা কি ?
বউ শ্বশুর বাড়িতে থাকলে লজ্জার বিষয় হয় না। স্বামী যদি বউয়ের বাপের বাড়িতে ঘরজামাই হয়ে থাকে তবে সেটা কেন লজ্জার বিষয় হবে ?
স্ত্রী যদি স্বামীর টাকায় বসে বসে খায়, সেটা লজ্জার বিষয় হয় না। কিন্তু স্বামী যদি তার স্ত্রীর টাকায় বসে বসে খায় তবে কেন সেটা লজ্জার বিষয় হয় ?

আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে দয়া করে ধর্ম টেনে আনবেন না। কোরআনে বা হাদীসে যাই বলা থাকুক, সেটা নাস্তিকের কাছে গ্রহণযোগ্য নয়।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এগুলো দৃষ্টিভঙ্গির ব্যাপার ।
পারস্পরিক সমঝোতার ব্যাপার ।
এটা নিয়ে বেশি আলোচনা না করাই ভালো।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমাজের অচলায়তন ভাঙবে কে?
এ গুলো দৃষ্টিভঙ্গীর ব্যাপার। বেদেরা
আজীবন তাদের স্বামীকে ভরণপোষণ করে
আসছে। সেখানোতে কোন কলহ না্ই !!

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আধুনিক সমাজ ব্যবস্থায় তারা ছেলের বাপের বাড়িতে থাকেনা,মেয়ের বাপের বাড়িতেও থাকে না।দুই জনে মিলে নতুন বাড়ীতে থাকে।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: আপনার প্রশ্ন সুন্দর। আসলে আমাদের দেশের মানুষ কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করলেও মনে প্রানে আধুনিক চিন্তার মানুষ হতে পারে নি।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৫

কানিজ রিনা বলেছেন: আমাদের পুরুষশাসিত সমাজে, কর্মক্ষম মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করে নিজের সংসারে রান্নাবান্না ঘরের কাজ
মেয়েদের মত শশুর বাড়ির সব কাজ বুঝে নেয় তাহলে কি আপনি সেটা মেনে নিবেন? বেকার পুরুষরাই কি সেটা মেনে নেবে?
আমাদের সামাজিকতায় মেয়েরা ঘরদোরের কাজ বহন করে পুরুষরা বাইরের কাজ করে, সেইহেতু আপনি কোথায় দেখলেন মেয়েরা বসে বসে খায়?
তবে একথা সত্য বাংলাদেশে এখন অসংখ্য মেয়েরা শিক্ষিত কর্মক্ষম তারা বেকার ছেলেকে বিয়ে করে তার দায়িত্ব নিতেই পারে, এখানে পুরুষ সমাজের মন মানসিকতা কতটা সহজ ভাবে নেবে তা বলার অপেক্ষা রাখে না।
একটা চাকরিজীবী মেয়ে সংসারের দায়িত্ব বহন করতে হয় আবার চাকরি ঠিক রাখতে হয়, সে ক্ষেত্রে আপনার বক্তব্য কি?
অসংখ্য গার্মেন্টস এর মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করে চালাচ্ছে এমনকি তার মা-বাবা কেউ চালাচ্ছে। ছেলেটাকে টাকা পয়সা দিয়ে ব্যবসা বা যেকোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে। এটাও কি আপনার জানা নাই?
আগে আপনার পুরুষ শাসিত সমাজের মানসিকতা পরিবর্তন করুন, তাহলেই একটা কর্মক্ষম মেয়ে একটা বেকার পুরুষকে চালাতে এগিয়ে আসবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০২

অদ্বিত বলেছেন: প্রথমত সমাজ পুরুষশাসিত নয়, সমাজ নারীশাসিত। দ্বিতীয়ত, কর্মক্ষম মেয়েরা বেকার ছেলেকে বিয়ে করে নিজের সংসারে রান্নাবান্না ঘরের কাজ, শশুর বাড়ির সব কাজ বুঝে নেয় তাহলে আমি তো মেনে নিবই। এমনকি পৃথিবীর যেকোন পুরুষ মেনে নিবে।
অবশ্যই মেয়েরা ঘরে বসে বসে খায়। আপনি কি স্বামীর খাওয়ানোকে মেয়েদের ঘরদোরের কাজের পারিশ্রমিক মনে করেন নাকি ? স্বামীর খাওয়ানো হল বউয়ের প্রতি ভালবাসার প্রকাশ, বউয়ের পারিশ্রমিক না।
পুরুষ সমাজের মধ্যে যে পৌরষত্বের অহংকার সেটা আপনারা মেয়েরাই তৈরি করেছেন। আপনাদের মেয়েদেরকেই এটা ভাঙতে হবে। Listen পৌরষত্ব আর নারীবাদ একই জিনিস। নারীবাদ নারীরাই এনেছে, পুরুষেরা আনে নাই। কিভাবে পুরুষেদের নারীবাদী মানসিকতা অর্থাৎ পৌরষত্বের অহংকার ভাঙবেন ? বয়ফ্রেন্ডকে, স্বামীকে ও ছেলে সন্তানকে বুঝিয়ে যে, পুরুষের জন্ম সংসার ভার বহন করার জন্য হয়নি। নিজের মেয়েকে শেখান পুরুষের টাকায় চলার জন্য তার জন্ম হয়নি, সে যেন কোন বেকার ছেলেকে বিয়ে করতে দ্বিধাবোধ না করে।
যদি স্ত্রী উপার্জন করে এবং স্বামী বেকার হয় তবে সংসার স্বামী সামলাবে। পুরুষ নাহয় ঘরের কাজ করল। ক্ষতি কি ?
কি পুরুষশাসিত সমাজ, পুরুষশাসিত সমাজ লাগিয়ে রাখছেন ? সমাজ কখনোই পুরুষশাসিত ছিল না। অন্দরমহল থেকে নারীরাই সমাজ শাসন করে আসছে।
নিজেরা তুচ্ছ কারণে রাস্তায় ছেলেদের চড় মারবেন, আর যখন ছেলেরা আপনাদের পাল্টা চড় মারতে আসবে তখন বলবেন, "যে পুরুষ নারীর গায়ে হাত তোলে সে সত্যিকার পুরুষ নয়।" ... পৌরষত্বে খোঁচা মেয়ে নিজেদের সুরক্ষার টেকনিক হাজার বছরের পুরোণো। নিজেরাই পুরুষদের মনের মধ্যে নারীবাদ ( নারীকে always সম্মান করা ) তথা পৌরষত্বের ভূত ঢুকাবেন আবার জিজ্ঞেস করছেন, "পুরুষেরা মেনে নিতে পারবে কিনা।" ... পুরুষেরা মানতে না পারলেও সেই দোষ পুরুষদের নয়, সেই দোষ নারীদের।
আপনারা নারীরা এই নারীবাদী মানসিকতা ছাড়ুন। মানববাদী হোন। নিজেকে নারী ভাবার আগে মানুষ ভাবা শিখুন। পুরুষ সমাজের মানসিকতা নারী সমাজের বিষাক্ত মানসিকতার চেয়ে লক্ষগুণ better. যত্তোসব।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৯

পাজী-পোলা বলেছেন: যৌতুক নেয়া ঘৃণীত কাজ হলে দেন-মোহর কেন নয়।
তথা কথিত নারীবাদী দের আমিও একই কথা বলি। কিন্তু তারাও মানতে চায় না।

ওই অপেক্ষাতেই কাটছে সময়
নারীবাদে পূর্ণ সমর্থন জানাই,

কোন এক কর্পরেট রমণীর
ঘর জামাই হতে চাই। ;)

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

পুলক ঢালী বলেছেন: গাঢ়োদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক, মেয়েরা ছেলেদের বিয়ে করে নিয়ে আসে, কিন্তু, ছেলেরা ঘর-কন্নার কাজ করেনা, ঘরবাড়ী বা বাসস্থান মেরামত ও বাসোপযোগী রাখার কাজ করে। বর্তমানে এই ব্যবস্থা বিলুপ্তীর পথে।

আমাদের শিকড় আদিম সমাজে প্রোথিত। ঐ সময় বিবাহ বা সম্পদের ধারনা ছিলনা।
মেয়েরা গুহায় থেকে বাচ্চা-কাচ্চাদের দেখে শুনে রাখতো, পুরুষেরা বাহিরে গিয়ে শিকার করে আনতো।
অর্থাৎ দেখা যায় যে, মেয়েরা ঘরে থাকবে এবং পুরুষরা তাদের ভরন পোষনের দায়িত্বভার বহন করবে।
এটা জেনেটিক্যালী নারী-পুরুষের জিনে উত্তরাধিকার সূত্রে রয়েছে প্রবহমান রয়েছে। ( সেই সময় জীবনধারনের জন্য শারীরিক শক্তির প্রাধান্য অনস্বীকার্য ছিল )
বর্তমান যুগে নারী স্বাধীনতার জোয়ারে এবং শিক্ষা, সংস্কৃতি ও মেধা মননের ক্ষমতায় শারিরিক শক্তি নয় বরঞ্চ মেধা ও বুদ্ধি-বৃত্তিক মানসিক শক্তি সমাজ, দেশ ও জাতির প্রয়োজনে স্থান করে নিচ্ছে।
ফলে আদি ভাবনার কাঠামো পরিবর্তিত হয়েছে/হচ্ছে ।

পড়াশুনা এবং চাকুরী-বাকুরীর ক্ষেত্রে নারীরা পুরুষের প্রতিদ্বন্দী হয়ে মুখোমুখী অবস্থানে দাড়িয়েছে, এরই পরিপ্রেক্ষিতে দাম্পত্য জীবনে দায়িত্ব ভাগাভাগির প্রশ্ন চলে এসেছে।

লেখক একটি মৌলিক প্রশ্ন সামনে নিয়ে এসেছেন সেজন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

জাহিদ হাসান বলেছেন: আমাদের দেশে এখনও কোটি কোটি মানুষ শফি হুজুরকে মহানায়ক মনে করেন। যার নির্দেশ হচ্ছে নারীরা কেবল ঘরে থেকে স্বামীর খেদমত করবে। তারা কেন গার্মেন্টেসে যাবে, স্কুল -কলেজে যাবে? আপনি কিভাবে এদের দৃষ্টিভঙ্গি বদলাবেন?

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫

জাহিদ হাসান বলেছেন: আমার আম্মু স্কুলের শিক্ষিকা। আব্বু ব্যবসায়ী।

আমাদের পরিবার দেশের সবচেয়ে সুখী পরিবারের একটি।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

জাহিদ হাসান বলেছেন: এই দেশের মানুষের দৃষ্টিভঙ্গি এতটাই নিচু যে এখন আমার এই দেশেই থাকতে ইচ্ছা করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.