![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[নিউ ইয়র্ক সিটির আয়তন 830 km² মাত্র।]
পৃথিবীর অনেক মানুষ এমনকি বেশিরভাগ আমেরিকানই ঠিকমতো জানে না নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড আর ম্যানহাটন—এই চারটার পার্থক্য কী। সবাই প্রায় একই জিনিস ভেবে নেয়, কিন্তু আসলে এদের মানে আলাদা। স্টেট অফ নিউ ইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের ৫০টা অঙ্গরাজ্যের (স্টেটের) একটি। এই অঙ্গরাজ্যের ভেতরে আছে নিউ ইয়র্ক সিটি। অর্থাৎ নিউ ইয়র্ক সিটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের একটা ছোট্ট একটা অংশ মাত্র।
স্টেট অফ নিউ ইয়র্কের আয়তন 141,300 km²
গণপ্রজান্ত্রী বাংলাদেশের আয়তন 148,460 km²
পার্থক্য 7,160 km² (নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের যদি সোয়া সাত হাজার বর্গ-কিলোমিটার জমি বেশী থাকতো তাহলে তারা সাইজে বাংলাদেশেরও বড় হত।)
নিউ ইয়র্ক সিটির আয়তন 830 km² মাত্র।
আবার এই ছোট্ট নিউ ইয়র্ক সিটি বানানো হয়েছে ৫টা অংশ নিয়ে—ব্রঙ্কস, ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স আর স্ট্যাটেন আইল্যান্ড। প্রতিটি অংশ স্বাধীন শহর হিসেবে চলে, কিন্তু সবগুলো আবার একসাথে নিউ ইয়র্ক স্টেটের অধীনে যার রাজধানী হলো আলবেনি। নিউ ইয়র্ক সিটি থেকে আলবেনির দুরত্ব প্রায় ১৬০ কিলোমিটার, যেখানে গাড়ি নিয়ে যেতে প্রায় তিন ঘন্টা লাগে।
আরো আছে, আসল বিভ্রান্তি হয় লং আইল্যান্ড নিয়ে। ব্রুকলিন আর কুইন্স আসলে লং আইল্যান্ডে পড়েছে। কিন্তু যখন স্থানীয়রা “লং আইল্যান্ড” বলে, তখন সাধারণত ব্রুকলিন আর কুইন্স বোঝায় না। বরং শহরের বাইরে থাকা এলাকা বোঝায়, যেমন নাসাউ আর সাফোক কাউন্টি।
অন্যদিকে, ম্যানহাটনও একটা দ্বীপ, কিন্তু এটা লং আইল্যান্ডের অংশ নয়। ম্যানহাটন হলো শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা—যেখানে ব্যবসা-বানিজ্য, সংস্কৃতি আর ট্যূরিষ্টদের জন্য সবকিছু আছে। বিখ্যাত টাইমস স্কয়ার আর সেন্ট্রাল পার্কও এখানে।
মোদ্দা কথা, নিউ ইয়র্ক সিটির বিভিন্ন ট্যূরিষ্ট স্পট ঘুরে এসে কেউ যদি বলে আমি নিউ ইয়র্ক ঘুরে এসেছি, সেটা সঠিক হবেনা ।
বলতে হবে, "আমি নিউ ইয়র্ক সিটি ঘুরে এসেছি। "
(অনেকেই ভাবে আমেরিকায় ৫২টা স্টেট আছে। আসলে সেটা ভুল। পুয়ের্তো রিকো আর ওয়াশিংটন, ডি.সি যুক্তরাষ্ট্রের অংশ, কিন্তু অঙ্গরাজ্য নয়।)
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২
কলিমুদ্দি দফাদার বলেছেন: বুঝা গেল! সব ইংলিশরা ই বৃটিশ কিন্তু সকল বৃটিশরা ইংলিশ না।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
সব দোষ বিজন দা'র
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩
জেনারেশন একাত্তর বলেছেন:
ইন্টারেষটিং, নিউইয়র্ক ও আমেরিকার মানুষ তো এইসবের কিছুই জানে না!
এইসব বালছাল নিউইয়র্কের কিন্ডার গার্টেনের বাচ্চারা আরো শুদ্ধভাবে লিখতে পারবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: কাগা
আগের আইডি ব্যান খাইয়া এত রাগ?
ওহ্। কাগা, এত জোরে কামড় দিলেন, আমার কি ১৪ টা ইনজেকশন লাগবেই?
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১২
শেরজা তপন বলেছেন: জেনারেশন একাত্তরের ভাষায় চমৎকার পরিবর্তন এসেছে; এখন সে পায়খানা, বালছাল-লেখা এর মত শব্দ মুড়ি-মুড়কীর মত বলছে।
আপনি লিখে যান। অনেকেই যাহা জানেনা তাহা জানাইতে অসুবিধা কোথায়।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ শেরজা।
কাগার এখনো ফেইজ শেষ হয় নাই। ভাদ্র মাস মাত্র গতকাল শেষ হইলো। আজকে মাত্র আশ্বিনের ১ তারিখ। ওনারে আরেকটু সময় দেন।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৭
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি লিখছেন, শেরজা শিখুক; কিন্তু আমেরিকারাও নিউইয়র্কের এডমিনিষ্ট্রেটিভ এলাকা সম্পর্কে জানে না, এসব বালছাল লেখার দরকার কি? আমেরিকার কেহ আপনার মত বেকুব নন।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: উৎসর্গ: প্রিয় বিজন দা।