নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ। এছাড়া পরিচয় দেবার মত এখনও কিছু অর্জন করিনি।

আফরীন সুমু

মুক্ত আকাশে একটা রঙিন ঘুড়ি...।

আফরীন সুমু › বিস্তারিত পোস্টঃ

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

আমার এক বন্ধু ছিল। মামুন। ছোটবেলায় একসাথে পড়তাম। ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মামুন তুই বড় হয়ে কি হবি রে ? ও বলেছে বাস ড্রাইভার। বাস চালানো কতটা রোমাঞ্চকর সেটাও দেখিয়ে দিয়েছিল। ভু উ উ ...ভু উ ... করে কিভাবে বাস চালাবে, কিভাবে মোচড় নেবে, পি পিপ করে কিভাবে হর্ন বাজবে দেখিয়েছিল। সব দেখেশুনে আমার মনে হয়েছে ড্রাইভারি বিষয়টা খারাপ না।
.
আজকে বিজয় স্মরনীর দীর্ঘ জ্যামে বসে থাকতে থাকতে মামুনের কথা মনে হল। পিপীলিকার গতিতে গাড়ি এগোয়। একটা করে গাড়ি ছাড়ে। আবার আটকে দেয়। ড্রাইভারের মেজাজ খিচড়ে থাকে। এদিক ওদিক করে আগে যাবার চেষ্টা করলে ট্রাফিক আটকায়। লাইসেন্স নিয়ে ঝামেলা, মামলা দেয়, আরও নানান কেচ্ছা কাহিনী। লাইসেন্স নেন না কেন ? জবাব, লাইসেন্স থাকলেও যা না থাকলেও তা। আটকাইলে কিছু খাবেই। অফিসের সময় পার হচ্ছে। ত্যাক্ত বিরক্ত যাত্রীরাও। হেল্পার দু টাকা বেশি নিল, কে কার পায়ে পারা দিল, আর কত পিছে চাপাবি এইসব তুচ্ছ ব্যাপারে ক্যাচাল হয়। সামনে চলে আসে রিকশা, সিএনজি। প্রাইভেট গাড়ি গুলোর উপদ্রব গোঁদের ওপর বিষ ফোঁড়ার মত। এই গুলো যদি মামুন তখন জানতো ওকি ড্রাইভার হতে চাইতো ?
.
একসময় হাঁটু কোমর টন টন করে। ভেতরে অস্থিরতা শুরু হয়। মনে হয় সব ভেঙ্গে চুরে গাড়িটা যদি সাঁই সাঁই করে এগিয়ে যেত। পাজেরোর ত্যাড়া ড্রাইভারটাকে যদি কষে দুই এক ঘা লাগানো যেত। কিংবা নির্বিকার ট্রাফিক পুলিশটাকে যদি আচ্ছামত রগড়ে দেয়া যেত। কিন্তু এসব কিছুই হয় না। কেউ এসব করে না। এইসব উত্তপ্ত মস্তিষ্কের শান্তনা। দুই চারটা গালি দিয়ে কিংবা হেল্পারের সঙ্গে ক্যাচাল সেরে অফিসের শান্ত কর্মচারীটি তেঁতে থাকা মেজাজ কিছুটা ঠাণ্ডা করে। শান্ত হয়ে বসে।
.
সব ড্রাইভারের দোষ। হালায় বামে দিয়া গেলে জ্যামে পড়া লাগত না। না সব দোষ ড্রাইভারের না। ট্রাফিকেরও দোষ আছে। শালা দুনিয়ার জাউরা। সিগন্যাল দিয়া ঘুমায়। সিগন্যাল ছারার কথা মনে থাকে না। না সব দোষ আবার ট্রাফিকেরও না। তাকে ভি আই পি রোড খালি রাখতে হয়।
.
আসলে সব দোষগুলো একসাথে মিলে একটা দুষ্টচক্র। এই চক্র থেকে বের হবার কোন উপায় নেই। যেখান দিয়েই বের হবার চেষ্টা করি ঘুরে ফিরে একই।
.
উপায় নেই এটা আবার কেমন কথা। বের হবার উপায় না থাকলে পুরো সিস্টেমটাই বাদ। একটা নতুন সিস্টেম লাগবে। এটাই উপায়।
.
কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

মামুন তালুকদার বলেছেন: খুব ভাল লাগল,,,,সবগুলোই ১০০% সত্য কথা।।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

আফরীন সুমু বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

বাকপ্রবাস বলেছেন: জ্যামটা ভালো লাগলো, কিন্তু কথা একটাই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

আফরীন সুমু বলেছেন: সংশ্লিষ্ট কতৃপক্ষ। আমরা শুধু সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে পারি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

মোহাম্মদ শামছুদ্দীন বলেছেন: কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে অবস্থার উন্নতি ঘটানো সম্ভব। প্রথমত প্রাইভেট গাড়ির সংখ্যা কমাতে হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩

আফরীন সুমু বলেছেন: সিস্টেম উন্নত হলে প্রাইভেট গাড়ি কোন সমস্যা না।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

শরাফত বলেছেন: সমস্যা শুধু একজায়গায় না, অনেক যায়গায় ।
এমনও কিছু প্রবলেম আছে যে ইচ্ছে থাকলেও উপায় হয় না ।
তবে যদি দেশের কর্তাব্যাক্তিগন আন্তরিক হতেন তবে জ্যাম থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যেত বলে আশা করি ।
ভালো লিখছেন, ধন্যবাদ ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

আফরীন সুমু বলেছেন: জানিনা কি হবে। মাঝে মাঝে হতাশ হয়ে যাই।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

হাসান নাঈম বলেছেন: একটা কাজ করে দেখা যেতে পারে - প্রাইভেট কার কমিয়ে আনা। পুরো পুরি নিশিদ্ধ করে দিতে পারলেই ভাল হয়, তা না হলেও এক দিন জোড় নাম্বারের আর একদিন বেজোড় নাম্বারের গাড়ি চলার ব্যাবস্থা করলে জানজন অনেকটাই কমে যাবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

আফরীন সুমু বলেছেন: কি করা যেতে পারে সেটা ওপরওয়ালারা ভালোই জানেন। তাদের আঁতে ঘা লাগে এমন কিছু উনারা করবেন না।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন: আগে অবশ্য ঘন্টা বাঁধতে পারতাম । কিন্তু এখন আর পারি না :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

আফরীন সুমু বলেছেন: কেন ভাই?

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

রাজ বিদ বলেছেন: বাসে উঠলেই এইসব নিয়ে ভাবি। এই যানজট যে কি পরিমাণ সময়,শারীরিক ও মানসিক শক্তির অপচয় ঘটাচ্ছে প্রতিনিয়ত। ভাবি আর আফসোস করি।গেবনটা এভাবেই চলে গেল...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

আফরীন সুমু বলেছেন: যাক জ্যাম পার করার জন্য কাজ পেয়েছেন একটা। ভাবুন বেশি করে, ভাবনা থেকে যদি ভালো কিছু হয়।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

জনৈক অচম ভুত বলেছেন: ঘন্টা বাঁধার কেউ নেই। এমনটাই চলে আসছে। চলতে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.