| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরুটা খুব যুদ্ধ দিয়ে শুরু করা হয়েছিল, ভর্তি পরীক্ষা যুদ্ধ। অনেক স্বপ্ন নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে একটি সিটের জন্য লড়াই করা। সরকারি বিশ্ববিদ্যালয় এ ভর্তি হওয়া আমার স্বপ্ন ছিল । কিন্তু এখন স্বপ্ন আর স্বপ্ন নয়। স্বপ্ন কেহ বাস্তবে রুপ দিয়েছি।এইতো এই বছর মাস্টার এ ভর্তি হলাম। শুরুতে খুব ভয় লাগছিল আমার সহপাঠীরা কেমন হবে,আমার শ্রধেয় শিক্ষকরা কেমন হবে কিছুই বুঝতে পারছিলাম নাহ। নিজেকে খাপ খাওয়াতে পারব কিনা বুঝে উঠতে পারছিলাম নাহ। যদিও কষ্ট করে আমার এতো দূরে আশা তাই সব কিছু ভাল হবে ভেবে ক্লাস ক্রতে শুরু করলাম। আল্লাহ র অশেষ রহমতে আমি নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছি। প্রথমত বলাই লাগবে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি খুব বিশাল জমির উপর বিস্তৃত। এত সুবিশাল জমি নিয়ে প্রতিটি বিভাগ নিয়ে প্রতিটি বিভাগ গঠিত , যাহ বলাবাহুল্য। বিভাগ গুলো এতো সুবিশাল আর এতো সবুজে ঘেরা পরিবেশ , মনটা এ ভাল হয়ে যায়, চারদিকে এতো পাখির কিচিরমিচির আওয়াজ এ মনটা এ ভাল হয়ে যায়। সুবিশাল আকাশ সুন্দর সবুজে ঘেরা ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সবচাইতে মজার ব্যপার হল ক্যাম্পাস এতো বিশাল যেহ এক বিভাগ থেকে আরেক বিভাগ এ যাওয়ার জন্য রিকশা দিয়ে যাওয়া লাগে। আরও মজার ব্যপার হল ক্যাম্পাস এ খাওাদাওয়ার জন্য ক্যাফেটেরিয়া আছে। এছাড়া অনেক মজাদার খাবার মেনু আছে যেগুলার বাঙ্গালিদের জন্য পছন্দময় ভাত ভর্তা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ একজন ছাত্রী হয়ে খুব গর্ব বলা ভুল হবে আমি আমার বিশ্ববিদ্যালয় র জন্য কিছু ক্রে জতেহ চাই, ভাল ফলাফল র মাধ্যমে বিশ্ববিদ্যালয় র সুনাম ছড়াতে চাই। দেশ র জন্য ভাল কিছু করাতাই আমার লক্ষ্য।
২|
১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১০
পদাতিক চৌধুরি বলেছেন: আবার এলাম। আগের পোষ্টদুটি দেখলাম। মন্তব্যগুলি ঠিক হচ্ছেনা। আমরা যে মন্তব্যগুলি করছি তার ডানদিকে উপরে একটি সবুজ বাটন আছে। ওখানে ক্লিক করলে আবার একটি স্পেস চলে আসবে, সেই স্পেসে প্রতিউত্তর করতে হবে। পাশে আছি। স্বচ্ছন্দে ব্লগিং করুণ।
শুভ কামনা নিরন্তর।
৩|
১২ ই জুন, ২০১৮ সকাল ১১:২০
লাবণ্য ২ বলেছেন: দোয়া করি আপু আপনার স্বপ্ন পূরণ হোক।শুভকামনা রইল!
৪|
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার মনের ইচ্ছা পূরন হোক।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং। যেকোনও সরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া গর্বের। আপনাকে এহেন সাফল্যে অভিনন্দন জানাই। পাশাপাশি বলবো এবার আসল যুদ্ধে নামা । যে উদ্দেশ্যে এতদূরে আসা সেটা যেন কোনও ভাবেই বিফলে না যায়। স্বপ্ন যেন স্বার্থক হয়, কামনা রইল। এবার একটি প্রশ্ন করবো, ক্রে জতেহ চাই বললেন, এই ক্রে জতেহ বিষয়টি কী?
অনেক অনেক শুভ কামনা রইল।