নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীচু মানের পোষ্ট প্রমাণ করছে যে, বেশীরভাগ ব্লগার দরকারী পরিমাণ জ্ঞান অর্জন করেননি।

জেন একাত্তর

জেন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

তারেক ৩০০০ কোটী টাকার লোভেই দেশে ফিরেছে

২৮ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১০



তারেক এসেছে, বলেছে, I have a plan; তারেকের প্ল্যানটা কি? এই মহুর্তে তার প্ল্যান হতে পারে, নমিনেশন বাণিজ্য করে কমপক্ষে ৩০০০ কোটি টাকা আয়। ৩০০ সীটে গড়ে ১০ কোটী হলে, নমিনেশন বাণিজ্য হবে ৩০০০ কোটী টাকা।

শেখ হাসিনার পতনের ১৪ মাস পরে তারেক ফিরেছে; গ্রেনেড হত্যা মামলায় তার "যাবজ্জীবন জেল"; এছাড়া মানিলন্ডারিং, এতিমখানা মামলা, ট্যাক্স ফাঁকি মামলা, এগুলো মিলে ২৬ বছরের জেল সবই জিরো করেছিলো ইউনুস সাহেব; কারণ, ইউনুসকে টিকে থাকার জন্য বিএনপি'র সাপোর্টের দরকার ছিলো; ইউনুস লন্ডন গিয়ে দেখা করে, সব ঠিকঠাক করেছে।

এরপরও তারেক ফিরেনি; কারণ, জিয়া গ্রুপের যেসব মিলিটারী অফিসারেরা তাকে মেরেছিলো; সেসব অফিসার ও তাদের শিষ্যদের জেলে না'দিলে তারেক ফিরতে পারছিলো না; সেটা করা হয়েছে। এরপরও তারেক ফিরেনি; কারণ, উলফাকে ১০ ট্রাক অস্ত্র দেয়া ও দেশের মদের ব্যবসা করতে গিয়ে অন্য মাফিয়াদের টার্গেট হয়ে আছে তারেক সাহেব। উহা মনে হয়, টার্গেট হয়ে আছে এখনো।

এতকিছু মাথায় রেখেও ফিরলো কেন? মনে হয়, নমিনেশন বাণিজ্যের ৩০০০ কোটী। এটাই, I have a plan.

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৬

সৈয়দ কুতুব বলেছেন: এ এক জায়গায় আওয়ামী লীগ রবং জামাত এখন এক ! উহারা মিলে তারেক রহমানের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করছে।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩০

জেন একাত্তর বলেছেন:



আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি জিতুক; দুতবাস ও মিলিটারী বাধ্য হয়ে বিএনপি'কে জিতাবে। তবে, তারেকবিহীন বিএনপি একটু মন্দের ভালো ছিলো।

তারেক শিবিরের জল্লাদদের সাথে নিয়ে নিবে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩১

আঁধারের যুবরাজ বলেছেন: কিছু সাইন্স ফিকশন মুভিতে দেখা যায় যে ,কিছু রোবটের শর্টসার্কিট হওয়াতে একই কথা পুনরাবৃত্তি করতে থাকে অনবরত। আওয়ামীলীগের অন্ধভক্তদেরও অনেকটা ঐরকম অবস্থা ! সুদখোর সুদখোর ,সিরিয়া হয়ে গিয়েছে ,ইয়েমেন হয়ে গিয়েছে ,জঙ্গি মঙ্গি দিয়ে দেশ ভোরে গিয়েছে ,গৃহ যুদ্ধ এই শুরু হলো বলতে গেলে ,তারেক তারেক ,আগেই ভালো ছিলাম ,আপা আসবে দেশ হাসবে,ইন্ডিয়া স্বামী থেকে বাপ নাকি হয়ে গিয়েছে ! ইত্যাদি ইত্যাদি !

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৪

জেন একাত্তর বলেছেন:



আপনার মন্তব্যে যা বলেছেন, আমার অবস্হা কি সেই রকম?

আপনার কি ধারণা, তারেকের জেল টাইম কিভাবে মুছে দেয়া হলো? উলফাকে ১০ ট্রাক অস্ত্র সরবরাহ করে কিভাবে সে বাংলাদেশে আসার সাহস করে? ওর মাকে যেসব মিলিটারী অফিসার ক্ষমতায় রেখেছিলো, তারাই তারেককে মেরেছিলো; ওরা দেশে আছে, ওদেরকে উপেক্ষা করে কি করতে সে বাংলাদেশে এলো?

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৬

নিমো বলেছেন: @আঁধারের যুবরাজ, ২০০১ এ দুনিয়ায় ছিলেন?

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩০

জেন একাত্তর বলেছেন:



২০২৪ সালের ক্যু আমাদের জাতিকে পুরোপুরিভাবে ইয়েমেনে পরিণত করেছে; দেশে ১০০ ভাগ এনার্খি; তারেক শীঘ্রই শিবিরের জল্লাদদের কাজে লাগিয়ে দেশকে সুদানে পরিণত করবে।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নমিনেশন বাণিজ্যের ৩০০০ কোটী। এটাই, I have a plan.
............................................................................................
আপনার প্রেডিকশন সঠিক নাও হতে পারে ।
সময় মানুষকে নতজানু হতে শিখায়
মানুষের মনকে পরিশীতল করে ।
রয়টার সহ আরও অনেক বার্তা সংস্হা সেই ইঙ্গিত দিচ্ছে,
সবাই বলছে পরিবর্তন কিছু আসবে ।
...........................................................................................
সুতরাং আমাদের সবাইকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে
এর বিকল্প আপনার কাছে আছে কি ???

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৮

জেন একাত্তর বলেছেন:



রয়টারের লোকজন কি আপনার থেকে বেশী বুঝে ও বাংলাদেশকে বেশী দেখছে?

আপনার মতে, শেখ হ্ত্যার পর কি কি পরিবর্তন এলো? ২/৩ লাইনে আমাকে বলেন।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনলাইন ভার্ষনে শুনা যাচ্ছে জামাত প্রয়োজনে প্রতি সীটে
প্রচুর অর্থ খরচ করবে ,

.............................................................................
সে কারনে ৮টি দল থেকে এবার ১২টি দলে জোট হচ্ছে ।
প্রশিক্ষিত বাহিনীর সমর্থন ও অর্থ ... ... কি ঘটছে ?
অনুমান করা যায় ?
এ পর্যন্ত তিন জন নামকরা মুক্তিযোদ্ধা জামাতে যোগদান করেছে !
এবার শহীদদের আত্নার ২য় বার দাফন করতে হবে ।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৮

জেন একাত্তর বলেছেন:



মুক্তিযোদ্ধা ছিলেন ১ লাখ ২০ হাজার; ৭ হাজার শহীদ হয়েছে। ৩ জন বিক্রয় হয়েছে, ভয়ের কিছু নেই।

টাকা, দল, যোগ্যতা, কোন কিছুই এবারের ভোটের জন্য প্রয়োজ্য নয়; আমেরিকান দুতাবাস, পাকীরা ও আমাদের মিলিটারী মিলে ভোটের জয়ীদের লিষ্ট বানাবে।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৮

সৈয়দ কুতুব বলেছেন: চিল@তারেক রহমান সরকারে , জামাত বিরোধিদলে(নাহিদের ফেইস সামনে থাকবে ) ।

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৫

জেন একাত্তর বলেছেন:



মনে হচ্ছে, পাকিস্তান, তারেক, ইউনুস চাইবে জামাত-শিবির তারেকের সাথে থাজুক।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হ্ত্যার পর কি কি পরিবর্তন এলো? ২/৩ লাইনে আমাকে বলেন ।

BNP বুদ্ধিজীবীরা মনে করেন, জিয়াউর রহমানই বাংলাদেশের অর্থনীতির প্রকৃত স্থপতি। তিনি সমাজতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তর ঘটিয়েছিলেন, কৃষিতে সবুজ বিপ্লবের ডাক দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথ দেখিয়েছিলেন, গার্মেন্টস শিল্পের বীজ বপন করেছিলেন এবং মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি বাড়িয়ে রেমিট্যান্সের ভিত্তি তৈরি করেছিলেন। তাদের দাবি, আজকের বাংলাদেশ যে চারটি খাতের উপর দাঁড়িয়ে আছে - কৃষি, রেমিট্যান্স, গার্মেন্টস এবং বেসরকারি উদ্যোক্তা - সেই ভিত্তিই জিয়া তৈরি করে গেছেন এবং তাঁর দূরদর্শী অর্থনৈতিক নীতিই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। :-B

২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৯

জেন একাত্তর বলেছেন:



সব জামমাজতন্ত্র থেকে ক্যাপিটেলিজমে এসেছে চীন, সোভিয়েট এলাকা, পুর্ জার্্মানি ও ইউরোপ।
বাংলাদেশে কখনো কি সোস্যালিষ্ট অর্থনীতি ছিলো।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫২

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে কখনো কি সোস্যালিষ্ট অর্থনীতি ছিলো।

না ।

২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৬

জেন একাত্তর বলেছেন:



তো, আপনি ৩/৪ লাইন লিখতে গিয়ে কিভাবে লিখলেন যে, জিয়া সোস্যালিষ্ট অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি করেছিলো?

জিয়া চাকুরী সৃষ্টি না'করে বাংগালীদেরকে আরবদের কাছে ক্রীতদাসের মতো বিক্রয় করেছিলো; এটা সঠিক আছে।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

১। বীর মুক্তিযোদ্ধা জনাবে অলি আহমেদ
২। জনাবে মেজর আক্তারুজ্জামন
৩।

২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩১

জেন একাত্তর বলেছেন:



ক্যা: ওলি মুসলিম লীগ পরিবারের মানুষ ছিলো; পাকিরা বেংগল রেজিমেন্টের কয়েকজন সৈনিককে হত্যা করায় সে মেজর জিয়ার সাথে কালুরঘাট চলে আসে, ইচ্ছার বাইরে মুক্তিযুদ্ধে যেতে বাধ্য হয়; যুদ্ধ করেনি, এ্যাডমিনিষ্ট্রেটিভ ক্যা: ছিলো।


ইডিয়ট আখতারুজ্জমান যুদ্ধের সময় কোথায় ছিলো জানি না।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: তো, আপনি ৩/৪ লাইন লিখতে গিয়ে কিভাবে লিখলেন যে, জিয়া সোস্যালিষ্ট অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি করেছিলো

বিুএনপি দাবি করে। এরা বাকশাল কেই সোসাল-মশাল দাবি করে । আমি শুধু কপি করে দিলাম ।

সোশাল এরা বলে না বলে বাকশাল । =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.