| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলিমুদ্দি দফাদার
“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

জুলাই ছিলো সাধারণ মানুষের আন্দোলন, কোন লিডার আমারে ডাইকা ২৪'এর আন্দোলনে নেয় নাই। কোন নেতার ডাকে আমি রাস্তায় যাই নাই। অথচ আন্দোলনের পর শুনি আন্দোলনের মাস্টারমাইন্ড নাকি মাহফুজ। জুলাই বিপ্লবের মালিক নাকি ঢাবি'র ছাত্রশক্তির ৫-৭ জন নেতা!
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দল হইলো, সেই দলে প্রাইভেট ইউনিভার্সিটির কেউ নাই, গার্মেন্টস শ্রমিকদের প্রতিনিধি নাই, মাদ্রাসার প্রতিনিধি নাই, কর্পোরেট সেক্টরের কেউ নাই, স্কুল কলেজের শিক্ষকদের প্রতিনিধি নাই, আর্মির কেউ নাই, অথচ এরা সবাই বিপ্লবে মাঠে ছিলো!
আচ্ছা বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪ জন ছাত্র সমন্বয়ক ছিলো, এদের কাউকে আপনি এনসিপির কোথাও দেখছেন? জুলাই আন্দোলনের মধ্যভাগে আন্দোলন যখন প্রায় ব্যর্থ হওয়ার পথে, সেই আন্দোলন চালায়ে নিছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। এনসিপির কোথাও প্রাইভেট ইউনিভার্সিটির কাউকে দেখছেন? ছাত্রশক্তির ৫-৭ জন দিয়ে কি ৩০০ আসন জেতা সম্ভব? ছাগলের দল রাজনৈতিক দল কেমনে কাজ করে ঐটাই বুঝে না, আবার তারা হইছে মাস্টারমাইন্ড!
যাই হোক, এই ইতরের দল এখন জামাতের কোলে উঠতে চায়। কথায় আছে রতনে রতন চিনে, শুয়োর চিনে বিষ্ঠা। এই শুয়োরদের জায়গাও তারা চিনে নিয়েছে, অবাক হওয়ার কিছু নাই। শুধু আফসোস ছাব্বিশের শেষে টিআইবির রিপোর্টে দেখবেন বিএনপি'র নেতৃত্ব বাংলাদেশ আবার দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হইছে। তখন আফসোস কইরা বলবেন, "এইদিন দেখার জন্য জুলাইতে ১৫০০ মানুষ প্রাণ দিছিলো? এর'চেয়ে আওয়ামীলীগই ভালো ছিলো!"
জুলাই শেষ! এনসিপি জুলাই খুব অল্প দামে বেচে দিছে। এরপর বাংলাদেশে কোন আন্দোলন হইলে দেশের না, নিজের পরিবারের চিন্তা কইরেন। আবু সাইদ বা নূর হোসেনের প্রাণের বিনিময়ে বাংলাদেশ কি পাইছে? কিছুই না। যেই কপাল সেই মাথা!
ইদানিং বেশ মুড সুইং হচ্ছে কিছুই লিখতে ইচ্ছে করে না, তাই জারা আস্পির পদত্যাগ নিয়ে বন্ধুর দেওয়া এই স্টেটাস টা কপি করালাম তাছাড়া কিংস পার্টি নিয়ে আমার প্রতিক্রিয়া ব্লগের সবার ই জানা। আমি শুরু থেকেই এই শু*** বা* গুলোর বিরুদ্ধে। সাথে আরো একটু সংযুক্ত করি, রাজনীতিতে সবার চাওয়া-পাওয়া এক না। কেউ আসে সমাজে পরিবর্তনের সূচনা সহ নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে আর টোকাই,ছোট লোকরা আসে নিজের আখের গোছাতে। পুর্বে থেকে প্রত্যাশিত ছিল "জারা তাসনিম" নামে এই মেয়েটি কোটা আন্দোলন পুঁজি করা টোকাইয়ের সাথে থাকতে পারবে না, হয়েছে ও তাই। আবার গন অধিকার পরিষদের আরেক টাউট এমপির জন্য বিএনপি তে যোগদান করেছে। জুলাইয়ের প্রাপ্তি এই নব্য চোর-বদমাইশ ক্ষমতালোভী গুলোই।
উৎসর্গ: ব্লগীয় সকল ছুপা কিংস পার্টি লাভার দের।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
পাপের পাল্লা এতোটাই ভারী হয়েছে যে নির্বাচনের পর পিঠের ছাল থাকবে না, এখন জামায়াতের কোলে চড়ে জান বাঁচানোর চেষ্টা করেছে।
২|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৪
জ্যাক স্মিথ বলেছেন: ৩০ জন এনসিপির সদস্য জমাতাদের সাথে শরিক হতে চায় না, তাসনিম জারা এনসিপি ছেড়েছে।
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৪
কলিমুদ্দি দফাদার বলেছেন:
তাসনিম জারা বাদে ও আরো অনেকে এনসিপি ছাড়ার সম্ভবনা আছে। নির্বাচন আসতে আসতে দলই বিলুপ্ত হয় কিনা সেটা কে জানে.....
৩|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: ভিপি নুর কে নিয়ে খারাপ কথা বলবেন না ।
। তাহলে কিনতু আপনার জাপা পিরিতি ফাস করে দিবো । ![]()
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
রাশেদ নুরুর সাথে শেষ সময়ে এই প্লটি মারার কাহিনী কি? রুমিন ফারহানা মতো মেধাবী জাপায় যোগ দিচ্ছে।
জাপা আগের থেকে আরো শক্তিশালী হয়ে ফিরছে। :p
৪|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৫
সৈয়দ কুতুব বলেছেন: নুরুল হক নুর এবং রাশেদ খান সঠিক কাজ করেছে। নিজ মারকায় জিতে আসবে না ।
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৯
কলিমুদ্দি দফাদার বলেছেন:
মেনন, ইনু নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে জিতে আসে নাই! বড় দলের নেতা কর্মীদের কি আবার মনে হয়?
রাশেদ এলাকায় কাফন পড়ে মিছিল হয়েছে, নুরুর এলকায় প্রার্থী ও সতন্ত্র দাঁড়াবে ঘোষণা দিয়েছে।
৫|
২৮ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাসনিম জারা ঘোষনা দিয়েছে যে,
এনসিপি থেকে নির্বাচন না করে স্বতন্ত্র দাড়াঁনোতে যদি কেউ তার
প্রদানকৃত অর্থ ফেরত চান তবে, ফেরতের ব্যবস্হা করা হয়েছে ।
......................................................................................
আমি তার এই সততার প্রশংসা করি ।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪০
আদিত্য ০১ বলেছেন: সব ঘরে ছেলে মেয়ে ঘরে ফিরছে। এতো মজার ব্যাপার। এনছিপি গন অধিকার জামাত বিএনপিতে মিশে একাকার। এই নতুন কি। তাদের তৈরি জিনিস তাদের কাছে যাবে। কিন্তু জারা নির্বাচন নাম করে ৪৭ লাখ টাকা তুললো ঐটা নিয়ে ভাগবে। ব্যবসা ভালোই চলছে