![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ছোট্ট মেয়েটা দিনে দিনে বড় হচ্ছে । এখন তার বয়স সাত মাস । মুখের আধো বুলিতে সে পুরো ঘরটা মাতিয়ে রেখেছে। কত কথা যে বলে। বিচিত্র সব শব্দ। প্রতিটি শব্দের মানে খোঁজার বৃথা চেষ্টা করি । গত ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার আধো বুলিতে বলে উঠল আ আ ব্বু ব্রু প্রু। প্রথম আব্বু ডাক শোনার অভিজ্ঞতা হল। আমিতো খুশিতে আটখানা। জানি এ ডাক আরও পূর্ণতা পাবে। আর আমি অফিস থেকে ফিরে তার দিকে তাকাতেই যে হাসি সে দেয় তার তুলনা কি দিয়ে যে দিই, নাহ ! তার তুলনা পৃথিবীতে নেই ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
তুন্না বলেছেন: মেয়েরা সব সময় বাবার আদুরের থাকে। অনেক ভালোবাসা রইলো।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: মেয়ের জন্য দোয়া। মায়াময় পোষ্ট।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
ইকবাল পারভেজ বলেছেন: পিচ্চির জন্য অনেক দোয়া। সেই সাথে আপনার আনন্দটা সুন্দরভাবঃ)এই পোস্টে ফুটিয়ে তোলার জন্য আপনার জন্যও দোয়া।
সব সময় ভাল থাকুন
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
সাদা রং- বলেছেন: আব্বুর জন্য আদর এবং আর্শিবাদ। পরের পোস্টে আবশ্যই ছবি দিবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: পিচ্চির জন্য আদর এবং দোয়া ।