![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
দু'টো চোখ
অন্ধকারের অবগাহনে কিছু কুয়াশা
নিরিবিলি বৃষ্টি কয়েক ফোঁটা টুপটাপ।
একজোড়া চোখ; জলে টইটুম্বর
ফোঁটা ফোঁটা জল, নোনাজলের ধারা
গন্ডদেশ ছাড়িয়ে... নিরিবিলি
ছুটছে জল অবিরাম। কেবল ও দু'চোখে নয়,
এখানেও। খুব ভিতরে, খুব সংগোপনে
কেউ দেখে না, কেউ জানে না।
বয়ে যায় অবিরাম, তবু ক্লান্ত হয় না
থামে না এতোটুকু। আমাকে ঘুমোতে দ্যায় না।
বসন্তের মাতাল দিন, রঙের ফানুস
ইথারে ডাক, নির্ঝঞ্ঝাট। আমাকে ডেকে নিয়ে যায়
সেই দিনগুলোতে। বাকরুদ্ধ হয়ে পড়ে থাকি।
দু'টো চোখ; ফোঁটা ফোঁটা জল।
আমাকে ঘুমোতে দ্যায় না।
খেতে দ্যায় না, পড়তে দ্যায় না।
পরানের গহীনে ব্যাথা কাউরে দেখাতেও পারি না।
অসময়ের ডাকে মুঠোফোনে দিয়েছিলে চিঠি
ক্ষুদ্রবার্তার টেক্সট এসেছিলো
ডাকবিভাগের অনুমোদন ছিলো না বোধ হয়
তাই কাঁটা হয়ে বিঁধে আছে
ঠিক বুকের মধ্যখানে, যা কেউ দেখে না
দেখতে পারে না।
শুনেছি আজকাল মেডিক্যাল সায়েন্সের উন্নতি হয়েছে অনেক
ওপেন হার্ট সার্জারীতে খরচ কম,
জীবন দেয়া নেয়ার ঝক্কি কম
তবুও আমি প্যালিকনের চঞ্চু ছোঁয়াতে পারি না
বের করে আনতে পারি না সে কাঁটা।
সময়ের স্রোতে পলি জমে না
কমে না ব্যাথা এতোটুকু। দু'টো চোখ; অশ্রু টলোমল
আমাকে ঘুমোতে দ্যায় না।
অ্যাসোসিয়েটিভ ডিসঅর্ডারে পড়ে থাকি
নিঃশ্বাস দূরত্বে স্মৃতি, স্মৃতির দংশন।
ফোঁটাফোঁটা জল, দু'টো চোখ,
জলের ধারা; আমাকে, আমিতে থাকতে দ্যায় না।
পুরুষ আমি। মোহনীয় হাসি অথবা ছল
এড়াতে জানতে হয়। পুরুষালী আচরণে হতে হয় বাস্তবিক!
অথচ শিথানের বালিশ, বেড কাভারের রঙছটা ফুলে
মাথা গুঁজে পড়ে থাকি!
মৃগনাভী ঘ্রাণ; কিন্নরী আওয়াজ তুলে যাওয়া কষ্ঠস্বর
হাওয়ায় রাখালী বাঁশি,
সহস্র জনস্রোতে একটি কন্ঠস্বর
তীব্রভাবে জড়িয়ে থাকা কিছুটা অনুমোদনহীন
সময়, একটি মনভালো করা হাসির মুহুর্ত,
চায়ের পাতিলে কতোটুকু পাতা আর জলের
মিশ্রণ হলে ফুলকুমারীর গল্প শোনা যায়!
ইট কনক্রিটের দেয়ালে
সেঁটে রাখা যায় একটি প্রতিবিম্বের প্রতিছবি
আলো আঁধারীর ধূম্রজালে!
দু’টো চোখ; পাতা ফেলতে চায়
ঘুমোতে চায়, ঘুমোতে চায়
কিছুটা ইন্টার্ভাল চায় নির্ঘুমের পদচারনা থেকে
একটু স্বপ্ন দেখতে চায়, ঘুমিয়ে ঘুমিয়ে
অনেক তো সহ্য করলো এ দু’টো চোখ
জলের পিপে ভরে দিলো নোনাজলে!
জলের পিপিতে আজ আবাশ গেড়েছে হাঙর
হা করে থাকে; আরো জল চায়,
আরো জল চায়। অথচ, সে জানে না
স্মৃতিতে কেবলই দু’টো চোখ;
জলের ধারা, চোখের নিচে কালো দাগ;
ক্ষতচিহ্নের মতো বয়ে বেড়াচ্ছি
আমাকে ঘুমোতে দ্যায় না
ঘুমোতে পারি না।
**** অনেক চেষ্টা করে ছবি আপলোড করতে পারলাম না! কেউ জানলে জানায়েন তো প্রোবলেম কোথায়??
০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লিখে ফেলেন!
কষ্টের কিচ্ছু নাই। এই কবিতায় আবেগ একটু বেশি চলে আসছে এই যা!
আজকাল কবিতা লিখতে চাই না! কিন্তু অবাক করা বিষয় কী করে যেন লেখা হয়ে যায়!
থ্যাঙ্কস কবি।
২| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ দীর্ঘ কবিতা।
এরকম কবিতায় খেয় ধরে রাখাটা ও অনেক কিছু।
কবিতা ভাল্লাগছে।।
০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হুম, একটু দীর্ঘ হয়ে গেলো! ৬৩ লাইন মাত্র!
দীর্ঘকবিতা কখনো লিখবো চিন্তা করি নাই, কিন্তু লেখা হয়ে গেলো।
থ্যাঙ্কস কবি।
৩| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫১
এরিস বলেছেন: সহস্র জনস্রোতে একটি কন্ঠস্বর
তীব্রভাবে জড়িয়ে থাকা কিছুটা অনুমোদনহীন
সময়, একটি মনভালো করা হাসির মুহুর্ত,
চায়ের পাতিলে কতোটুকু পাতা আর জলের
মিশ্রণ হলে ফুলকুমারীর গল্প শোনা যায়! খুব খুব খুব সুন্দর কথাগুলো। কিন্নরী মানে জানিনা আলাউদ্দিন ভাই। আপনার কবিতা পুরোটা বুঝতে হলে বিষদ স্টাডি করতে হবে। :#> গাধী মেয়েতো.।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কিন্নরী = দেবলোকের গায়িকা।
কবিতায় তেমন কঠিন কোন শব্দ নাই। কেবল অ্যাসোসিয়েটিভ ডিসঅর্ডার শব্দটা ছাড়া!
বিষদ স্ট্যাডি করার কী আছে!
৪| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫২
এরিস বলেছেন: ২য় ভাললাগা জানিয়ে গেলাম।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:০১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস আ লট।
শুভ রাত্রি।
৫| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:৫৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ দীর্ঘ কবিতা।
এরকম কবিতায় খেয় ধরে রাখাটা ও অনেক কিছু।
কবিতা ভাল্লাগছে।।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গত দুই বছরে ব্লগে পোষ্ট করা সবচে সহজ শব্দের কবিতা মনে হয় এটা, তাই না?
থ্যাঙ্কস কবি।
শুভ রাত্রি।
৬| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
চায়ের পাতিলে কতোটুকু পাতা আর জলের
মিশ্রণ হলে ফুলকুমারীর গল্প শোনা যায়!
ইট কনক্রিটের দেয়ালে
সেঁটে রাখা যায় একটি প্রতিবিম্বের প্রতিছবি
আলো আঁধারীর ধূম্রজালে!
কবির ভাবনা গুলো দারুন বাস্তবতা আছে।
০৭ ই মে, ২০১৩ রাত ১১:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা বাস্তবতার বাইরে কিছু নয়, নিশ্চয়ই!
থ্যাঙ্কস ব্রো।
শুভ রাত্রি।
৭| ০৭ ই মে, ২০১৩ রাত ১১:৩৯
আরজু পনি বলেছেন:
কবিতা ভাল্লাগছে শুরুতেই।
ব্ল্যাক কফি সবাই পছন্দ নাও করতে পারে !
০৭ ই মে, ২০১৩ রাত ১১:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কফিতে চিনির পরিমান পরিমিত হলেই হয়। কোনভাবেই বেশি হতে পারবে না! মনে থাকে যেন।
কবিতা ভাল্লাগছে শুরুতে
আর কমেন্ট করলেন এতো দেরীতে!
থ্যাঙ্কস পনি আফা।
শুভ রাত্রি!
৮| ০৮ ই মে, ২০১৩ রাত ১:০০
সেলিম আনোয়ার বলেছেন: একেবারে একটানে পড়ে ফেললাম।দারুণ কবিতা।কোথাও আটকায় নাই।সুন্দর হয়েছে। ভাল লাগলো।
০৮ ই মে, ২০১৩ সকাল ৯:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জেনে খুশি হলাম।
শুভ সকাল।
৯| ০৮ ই মে, ২০১৩ সকাল ১১:০২
প্যাপিলন বলেছেন: নোনাজলের পক্তিমালা পঠনে আরো একটু সুখানুভুতি নিয়ে গেলাম
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কাইন্দা মরি! আর আপনে সুখানুভুতি নিয়ে যাইতাসেন! কামডা কী ঠিক হইতাসে!!
থ্যাঙ্কস ব্রো।
শুভ বিকেল।
১০| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১১
হাসান মাহবুব বলেছেন: চোখের অপরিমেয় শক্তি কবিতার পঙক্তিজুড়ে বিষাদ ছড়িয়ে রেখেছে। অনেক ভালো লাগা রইলো।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমাকে ঘিরে থাকে অলীক, সে থাকুক
আমি বরং রঙধনুর সাহায্য পার্থী
আমাকে দিয়ে যাক কিছু রঙ, অন্তত অলীক
রঙ্গে সাজাই নিজেকে; বিষেদে ক্লান্ত আমি,
বিষাদের নিস্তার চাই রঙ তুলিতে!
থ্যঙ্কস হা-মা ভাই।
আপনে আগের পোষ্ট পড়েন নাই! আপনার কমেন্ট ছাড়া আমার আগের পোষ্ট সম্পূ্র্ণ হচ্ছে না। তাড়াতাড়ি কমেন্ট করেন!
১১| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতায় খালি কবির বিক্ষিপ্ত মনের আর আবেগের ছড়াছড়ি পাইলাম যা নিয়ন্ত্রণহীন। কাব্যমান নির্ধারণ করতে যদি বলো , তাইলে বলুম আমার ভাল্লাগে নাই । দীর্ঘ কবিতা লেখার জন্য সাধুবাদ। এই প্যারা বেখাপ্পা লাগছে পুরাই -
অসময়ের ডাকে মুঠোফোনে দিয়েছিলে চিঠি
ক্ষুদ্রবার্তার টেক্সট এসেছিলো
ডাকবিভাগের অনুমোদন ছিলো না বোধ হয়
তাই কাঁটা হয়ে বিঁধে আছে
ঠিক বুকের মধ্যখানে, যা কেউ দেখে না
দেখতে পারে না।
যা আগের আর পরের প্যারার সাথে ক্যান জানি ম্যাচ করে নাই মনে হইল । আর প্রথম দুই প্যারাতে অতিরিক্ত জল, নোনা জল, জলের পিপে, চোখ, জলের ধারা একেবারে অতিরিক্ত ভিজে গেছে জলে-জলে। বেশী কড়া কইরা বলে ফেললাম নাকি ভাইডি ?
ভালু থাকো।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন পর একটা কমেন্ট পেলাম! যা আমাকে ঘামিয়ে তুলেছে! আগে ফ্যান ছেড়ে একটু ঠান্ডা হয়ে নেই!
আপনি ক্যোট করাতে সবটা কবিতা আবার পড়লাম। আমার কাছে ঠিকই লাগছে। কবি মন বিক্ষিপ্ত। তাই হয়তো ধরতে পারছি না। পরে আবার দেখবো।
কিছু শব্দের পুনারাবৃত্তি হইছে, কবিতা লেখার পড় এটাতে হাত দেই নাই। যদি হাত দিতাম তবে সচেতনভাবে কিছু শব্দ বাদ দিয়ে নতুন কিছু এড করা যাবে হয়তো। বাট এই কবিতায় হাত দিতে ইচ্ছে করছে না।
আন্তরিক পাঠের জন্য কৃতজ্ঞতা। আর হ্যাঁ, এমন পাঠই সব সময় কাম্য।
থ্যাঙ্কস আ লট আপু।
শুভ বিকেল।
১২| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৮
অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন স্বাভাবিক ভাবে আমার মন্তব্য নেয়ার জন্য । আমি তো ভাবছিলাম তুমার বাড়ির রাস্তা আমার লিহ্যা বন হইয়া গেলু নাকি !
আমি নিজের ক্ষেত্রে কি করি সেইটা বলি আগে। একটা লেখা আমি আগে এক বসাতেই লিখে ফেলতাম। পড়ে রিভাইজ দিতে গেলে ভুল পেতাম বা একই লাইনের ঘুরে ঘুরে ফিরে কয়েক জায়গায় পুনরাবৃতি। এমন অনেক হইছে ভালো মতো চেক করে ব্লগে দেয়ার অনেক দিন পরেও দেখা গেছে আরও ভুল হইছে। ব্লগে হয়ত যারা সুহৃদ তারা হয়ত অনেক সময় ওভারলুক করে যায় ছোট খাট ত্রুটি। কিন্তু যে কারো জন্য লেখায় এবং পাঠে মাঝে মাঝে রেস্ট নেয়াটা জরুরী। প্রতি সপ্তাহে লেখা বা ব্লগ পোস্ট দেয়া জরুরী মনে করি না আমি। সে সময়টায় ব্লগের লেখা বা অন্য কোন বই হাতের কাছে থাকলে পড়া ভালো। মাইন্ড চেঞ্জ হয়, রিফ্রেশমেন্ট আসে ।
এই কারণেই এত কঠিন করে বলেছিলাম উপরের কথা গুলো । আশা করি উপদেশ/ পরামর্শ যেটাই ভাব না কেন , তোমার কাজে দিবে ।
০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! কী যে বলেন না আপু। আমি তো সব সময়ই সমালোচনা চাই। কেউ সমালোচনা করলে খুশি হই। এতে লেখার ধার বাড়ে, অন্তত আমার কাছে তাই মনে হয়।
আমি কবিতা একবসাতেই লিখি। মাথায় কবিতার লাইন আসলে ১০-১৫ মিনিটের মধ্যেই লেখা হয়ে যায়! তবে লিখার পর কবিতা রিভাইজ দেই। ব্লগে পোষ্ট দেয়া গুরুত্বপূর্ণ কিছু না আমার কাছে। আগামী তিন মাস না লিখলেও সপ্তাহে একটা করে পোষ্ট দেয়ার মতো কবিতা আমার ড্রাফটে আছে!
এখন বলতে পারেন পোষ্ট কেন দেই তাহলে? আসলে আমি পোষ্ট দেই কয়েকজনের কমেন্টের জন্য। এর মধ্যে আপনি একজন। আপনার পাঠ ভালো লাগে। পাঠ শেষে আপনার যা মনে হয় তাই লিখেন। আর আমি এটাই চাই সব সময়। না হয় শিখবো কী করে।
সত্যি বলছি আমি লিখতে চাই না। কিন্তু কী করে যেন লেখা হয়ে যায়।
ইদানিং তো আরো বড় সমস্যায় পড়সি, কিছুই পড়তে পারি না। পড়লেও কি পড়ছি মাথায় ঢুকে না।
অস্থির সময় পার করছি বলতে পারেন।
ভালো থাকবেন।
১৩| ০৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ইমরাজ কবির বলেছেন:
চমৎকার। মাঝে মাঝে ইংরেজী শব্দগুলা অন্যরকম ফ্লেভার ক্রিয়েট করসে।
আমার বেশ ভাল্লাগসে কবিতাটা ||
০৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
ব্লগে স্বাগতম।
১৪| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:০৫
নীল-দর্পণ বলেছেন: পড়ার মাঝে ভেবেছিলাম থাক আর পড়বোনা, কিন্তু শেষ না করে পারিনি। সবটা ক্রেডিট কবির ঝুলিতেই যাবে
যদিও হাপিয়ে গিয়েছি তদিও ভাল লেগেছে
০৮ ই মে, ২০১৩ রাত ৯:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দীর্ঘ কবিতা প্রথম লিখলাম। অবশ্য এর আগে কখনো ট্রাইও করি নাই।
হয়ে গেসে আর কী!
থ্যাঙ্কস দর্পণ আপা।
শুভ সন্ধ্যা!
১৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:২১
নুসরাতসুলতানা বলেছেন: কবিতায় ভাললাগা রইল।
০৯ ই মে, ২০১৩ রাত ১২:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস।
আশাকরি ভালো আছেন।
শুভ রাত্রি।
১৬| ০৯ ই মে, ২০১৩ ভোর ৫:৪৬
একজন আরমান বলেছেন:
মৃগনাভী ঘ্রাণ; কিন্নরী আওয়াজ তুলে যাওয়া কষ্ঠস্বর
হাওয়ায় রাখালী বাঁশি,
সহস্র জনস্রোতে একটি কন্ঠস্বর
তীব্রভাবে জড়িয়ে থাকা কিছুটা অনুমোদনহীন
সময়, একটি মনভালো করা হাসির মুহুর্ত,
চায়ের পাতিলে কতোটুকু পাতা আর জলের
মিশ্রণ হলে ফুলকুমারীর গল্প শোনা যায়!
ইট কনক্রিটের দেয়ালে
সেঁটে রাখা যায় একটি প্রতিবিম্বের প্রতিছবি
আলো আঁধারীর ধূম্রজালে!
এতো হাই থটেড চিন্তা আমার এই ছোট মগজে কখনো আসবে না মনে হয়।
এক কথায় বলি?
দুর্দান্ত !
০৯ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগে লিখছি দুই বছর প্রায়। এটার মতো সহজ শব্দের কোন কবিতা এর আগে পোষ্ট করসি না সন্দেহ আছে!
আর আমি আজকাল আব্জাব লিখি। আর পড়তেও পারছিনা। তাই দেখবেন তেমন কারো ব্লগেও যাওয়া হয় না।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত।
শুভ দুপুর।
১৭| ০৯ ই মে, ২০১৩ সকাল ১০:১৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা মুক্তগদ্য আকারে আরো ভাল লাগতো
০৯ ই মে, ২০১৩ দুপুর ১:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মুক্তগদ্যে লিখার কথা মাথায় আসে নাই। যদি সময় পাই, তবে মুক্তগদ্যে ট্রাই করবো।
থ্যাঙ্কস মাসুম ভাই।
শুভ দুপুর।
১৮| ০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর একটা ভালো কবিতা পড়লাম। আপনাকে অনেকদিন পর পেলাম। কিছু কিছু শব্দ চয়ন বিষাদময় এই কবিতাটিকে আরো দূর্দান্ত করেছে। মাঝে মাঝে বিষন্নতার মাঝেও ভালো লাগা থাকে। এটা হয়ত তেমনই।
০৯ ই মে, ২০১৩ দুপুর ২:১৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্লগে এখন লিখছি তো! যদিও আগের সব পোষ্ট গায়েব করে দিসি। আজকাল লিখতে ইচ্ছে করে না। তাও কী করে যেন এটা লেখা হয়ে গেলো।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত।
থ্যাঙ্কস কা_ভা।
শুভ দুপুর।
১৯| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৯
জুন বলেছেন: এ কবিতাটি অন্যরকম এক ভালোলাগা কবিতা আলাউদ্দিন আহমেদ সরকার।
স্মৃতিতে কেবলই দু’টো চোখ;
জলের ধারা, চোখের নিচে কালো দাগ;
ক্ষতচিহ্নের মতো বয়ে বেড়াচ্ছি
আমাকে ঘুমোতে দ্যায় না
তবে কাল্পনিকের মত বলি, বড্ড বিষন্ন শব্দাবলী
+
ছবির কথা আর বলবেন না, নিজের পোষ্টে ছবি আপলোড করতে গিয়ে যা নাকাল হয়েছি এমনটি সেই আমার সামু জীবনের প্রথম দিকের মত
০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাটা বেশি লুতুপুতু টাইপের হয়ে গেছে! এতো আবেগ কেমনে আইলো কে জানে! অন্য কবিতায় তো আসে না।
সামুতে ছবি আপলোড নিয়ে বইলেন না। প্রায় ঘন্টাখানেক ট্রাই কইরাও ছবি আপলোড দিতে পারি নাই।
ভালো থাইকেন আপু।
শুভ সন্ধ্যা।
২০| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:২৬
আহসান জামান বলেছেন:
খুব সুন্দর, অনেকদিন পর কবিতা পড়তে ভালো লাগছে। ভালো থাকবেন কবি।
১০ ই মে, ২০১৩ দুপুর ১২:২৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রায় ৬ মাস পর ব্লগে দেখলাম আপনাকে। কেমন ছিলেন/আছেন?
থ্যাঙ্কস কবি।
ভালো থাকবেন।
২১| ১০ ই মে, ২০১৩ দুপুর ১:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: তোমাকে তো ফিরে আসতেই হত কবি!
ভালোলাগা!
শুভকামনা রইলো।
১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা তো লিখতে চাই না। কী করে যেন লিখা হয়ে গেছে!
থ্যাঙ্কস কবি!
শুভ বিকেল।
২২| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৭
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, খুব ভালোলাগা রাখলাম.............
শুভবিকাল।।
১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস কবি।
শুভ সন্ধ্যা।
২৩| ১১ ই মে, ২০১৩ রাত ১২:২২
স্বপনবাজ বলেছেন: বরাবরের মত মুগ্ধতা ছড়িয়ে দিলেন !
১১ ই মে, ২০১৩ রাত ১২:৫৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতাটা ভালো হয় নাই। লুতুপুতু টাইপ কবিতা হয়ে গেছে।
সময় পেলে এটাতে হাত দিবো।
থ্যাঙ্কস স্বপন।
শুভ রাত্রি।
২৪| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:৪২
মামুন রশিদ বলেছেন: দীর্ঘ কবিতার অনেকগুলো প্যারা আর লাইন অসম্ভব ভালো লেগেছে । পুরো কবিতা জুড়ে যেন নিঃশব্দে বয়ে যাচ্ছে বিষাদের চোরা স্রোত । পাহাড়ি ঝিরি বেয়ে নেমে আসা কষ্টের পঙক্তিমালা ।
১১ ই মে, ২০১৩ দুপুর ১২:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটাই প্রথম দীর্ঘকবিতা আমার। কিছুটা লুতুপুতু টাইপের হয়ে গেছে! কিন্তু এ ভেতর আছে সত্যবদ্ধ আবেগ। যা আমার অন্য কবিতা থেকে আলাদা।
থ্যাঙ্কস মামুন ভাই।
শুভ দুপুর।
২৫| ১১ ই মে, ২০১৩ বিকাল ৪:০২
ডানাহীন বলেছেন: ছবি আপলোড না করাটাই ভালো .. কখনো কখনো আমরা দেখিনা, দেখতে চাইওনা তবু ঝাপসা চোখের মত অস্বচ্ছ কত কত ছবির ঢেউ আমাদের কাঁপিয়ে দ্যায় ..
লুতুপুতু বিষাদ এবং ফিরে আসার জন্য ধন্যবাদ ।
১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৪০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার তো মনে হয় আমার ছবি সিলেকশন ভালোই!
আসলেই বেশি লুতুপুতু হয়ে গেছে কবিতাটা! আবেগকে দমানো উচিত ছিলো। দেখি, এটাতে হাত দিমু, সময় করে। ফিরেছি কিনা এখনো জানি না।
শুভকামনা ডানা।
২৬| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৪০
আমিনুর রহমান বলেছেন:
এত বিষাদ কেন কবিতায় ! ভালো লেগেছে কবিতা। কবির অন্য কবিতা থেকে এই কবিতা কেমন যেন খাপছাড়া মনে হয়েছে।
১২ ই মে, ২০১৩ রাত ৯:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই কবিতায় আমি আছি। অন্য কবিতা থেকে তাই এটা আলাদা।
তবে কী জানেন, মাঝে মধ্যে মনে হয় বিষাদই জীবন। বিষণ্ণতা সেই পিনিকের নাম যা থেকে হাজার হাজার কবিতা লেখা যায়। যদিও আমি টাইপড হয়ে যেতে চাই না।
একেকবার একেক রকম লিখতে চাই।
থ্যাঙ্কস আমিন ভাই।
২৭| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:২১
অদৃশ্য বলেছেন:
এইটা পরে এক ফাঁকে এসে পড়ে যাব...
শুভকামনা...
১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আইচ্ছা
আপনি আরেকটা পোষ্টও মিস করসেন। ওটাও পইড়েন।
থ্যাঙ্কস কবি।
২৮| ১৭ ই মে, ২০১৩ রাত ১:০০
নাজিম-উদ-দৌলা বলেছেন: আপনার কবিতায় মৃগনাভ, কিন্নরী, ফুলকুমারী,ধূম্রজাল এই ধরনের কিছু শব্দের ব্যাবহার থাকে যা আমার খুবই ভাল লাগে!
০৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস নাজিম ভাই।
শুভ রাত্রি।
২৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬
বৃষ্টিধারা বলেছেন: ৬৩ লাইন,গুণে দেখলাম ।
পড়ি নাই,পড়া সম্ভব না আমার মত অধৈর্য মানুষের ।
তবে,কবি মানুষ কবিতা যেহেতু লিখেছেন ভালো ই লিখেছেন নিশ্চয় ।
০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দীর্ঘ কবিতার মধ্যে এটা সবচে ছোট
পড়ার দরকার নাই।
বই কিনে পইড়েন, বই করলে কখনো এই কবিতা থাকবে
৩০| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮
বৃষ্টিধারা বলেছেন: বই কিনবো কেন ? আমি তো অটোগ্রাফ সমেত বই গিফট পাওয়ার অধিকার রাখি ।
নইলে মোরগ পোলাও কি হজম করতে দিব নাকি ?
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সেলাইন খাইয়া সব হজম করে ফেলবো। তাও বই গিফট দিমু না!
আর আমি সিগনেচার করতে পারি না। হাত কাঁপে লিখতে গেলে!
৩১| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২০
বৃষ্টিধারা বলেছেন: বই গিফট না দিলে আমি ও বদ দোয়া দিমু । প্রকাশক ১০ কপির বেশি ছাপবে না । ছাপলে ও ৮কপি ই সেল হবে না ।
সিগনেচার করার দরকার কি ? নাম লিখলেই হবে আহমেদ আলাউদ্দিন সরকার ।
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
২ কপি তাহলে বিক্রি হচ্ছে! এক কপি আপনি নিচ্ছেন বুঝলাম আরেককপি কে নিবে বুঝতে পারছি না।
আলাউদ্দিন আহমেদ সরকার কেডায়, চিনি না তো! যাকে চিনি না তার নাম লিখে দেয়া ভালো কাজ হবে না!
৩২| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
বৃষ্টিধারা বলেছেন: ২কপির ১টা আপনার বউ নিবে আর ১টা আপনার প্রাক্তন নিবে ....
বাকি গুলা আপনি মাইকিং কইরা সেল দিবেন ২টাকা করে ।
০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রাক্তন প্রেমিকারা সব ঘুমিয়ে পড়েছে
ঘুমিয়ে পড়েছে বর্তমানরা
তবুও পিছু ডাকে পুরনো কথা
প্রাক্তন সুর তবে বাজে হৃদয় ঘাটে
বর্তমান বর্তমান করে তবুও যাই কারো ঘরে
তবুও ছাড়ে না পুরাতন, তবুও
পড়ে থাকি পুরনো ঘরে!
পাত্রী দেখা শুরু করে দেন! অন্তত একটা বই তো বেঁচতে পারবো।
৩৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭
বৃষ্টিধারা বলেছেন: কেউ না কিনলে জোর করে গিফট করে দিয়েন, আমি ও আছি গিফট পাওনার দলে ।
বলেন আপনার পছন্দ,দেখি আছে নাকি পরিচিত কেউ !
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আর পছন্দ! জোতিষী বলছে কাউকে পছন্দ না করতে!
মুরুব্বীরা যা বলেন মানতে
৩৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৪৯
বৃষ্টিধারা বলেছেন: পেয়েছি এক জন , ডিভোর্সি , ছার টা বাচ্চা আছে । ২টা জমজ মেয়ে ।
দেখতে সুন্দরী ।
রাজি থাকলে মন্তব্য করার দরকার নেই । না থাকলে করেন মন্তব্য ।
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একটা বিয়ে করলে এতোকিছু ফ্রীইইইইইইইই!!!! ওরে আল্লাহ, এই বিয়া তো করাতেই হবে। দাদা-কে জামাই সাজিয়ে পাঠিয়ে দিচ্ছি!!!
৩৫| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৪
বৃষ্টিধারা বলেছেন:
দাদার কি আর সেই কলিজা আছে সেকেন্ড টাইম বিয়া করনের ?
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাদার কলিজা খেয়ে যাচ্ছে দাদী! কী মারাত্নক!! তাই তো বলি, দাদা আমাদের সাথে বের হলে ঘরে ফিরতে ভয় পায় কেন?
আফটারঅল কলিজার মায়া সকলেরই থাকে
৩৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:০৩
আফ্রি আয়েশা বলেছেন:
চমৎকার !
বিষাদ আর বিষাদ . . .
০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বিষাদ ভালো লাগে
অনেক ধন্যবাদ আপু।
শুভ সকাল।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ রাত ১০:৩৮
সায়েম মুন বলেছেন:
কষ্টানুভুতি। আপনার কবিতা পড়ে আমারও এই ধাঁচের একটা লিখতে ইচ্ছে করছে।
সামুতে ছবি দেয়া অনেক ঝামেলার হয়ে গেছে। তাই আমিও ছবি দেয়ার চেষ্ঠা করছি না।