![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]
অন্যায় ভাবে নয়, তাদের ন্যায্য অধিকার আদায়ে
আমাদের চলার পথ দেখাবার তাড়নায়
ওরা সঙ্ঘবদ্ধ হয়, হাতে হাতে পোষ্টার ব্যানার
নিয়ে আমাদের ঘরে ঘরে আসে, আমাদের দ্যাখায়
তাদের ম্যানুফেস্ট্যু, ওদের সত্যবদ্ধ স্মারক
আমাদের ঘরে তালা দিতে বলে, ওরাই আমাদের
ঘরে খাবার দিয়ে যাবে, আর আমাদের শৌচাগারে
ওরা রেখে যাবে বদনা ভর্তি পানির লাগাতার জোগাড়।
তবুও আমরা, হ্যাঁ আমরা বেরিয়ে পড়ি
আমাদের সদর দরোজার তালা ভেঙ্গে
সবুজের স্রোতে মিশে যেতে নূতনের ধারক হতে।
আমরা বেরিয়ে পড়ি, আমাদের থামানো যায় না
আমাদের দমানো যায় না, আমরা অনাহারের
কাঙালপণা ঘোচাতে নয়, স্বপ্নের কেনাবেঁচা করতে
বেরিয়ে পড়ি, ঋতুর সাথে তাল মিলিয়ে
আমাদের পোষাকের ঝুল পার্ট দেখাতে আমরা
বেরিয়ে পড়ি, আমরা চলতে থাকি, চলতে থাকি
গৃহজিবী হতে নয়, আমরা চলতে থাকি অসীমের
বুকের হাত রাখতে, আমাদের চলার পথে
বাঁধা আসে। আমাদের দেহকে প্রতারিত
করে আত্নারা মুক্তি পায়। দ্যাখে, দেখায়
আমাদের স্বপ্নের পটভূমি কতদূর এগোলো...
ওদের কোন দোষ নেই, ওরা নিয়তির অধিকর্তা
ওরা তমসার আদিম বীজ, ওরা তাই আলো হাতে চলে
আমাদের পথ দেখাতে আমাদের পথ করে দিতে
আমাদের মহাকালের ধারণা দিতে ওরা এগোয়।
ওদের মশাল, ওদের বারুদ, ওদের টিয়ারশেল ওদের
ট্রাইপড নামক যন্ত্রের হূল ফোঁটায় আমাদের
নিয়তি ঘরে, আমাদের মেনে নিতে হয় সব ঈশ্বরের
লীলাখেলা ভেবে, সব ওনার হাতে আর সবই ওনার
ইশারায় চলে। আমরা কেবল খেলার পুতুল।
তাই যা কিছু ঘটে যা কিছু হয়, সব আদিম দেবতার নামে
আমাদের প্রিয়হাতের মেহেদীপাতার ঘ্রাণ মুছে গ্যালে
ওদের সমাজের গোড়াপত্তন ঘটে, বিচারিক ক্ষমতা পায়
সামান্য ইশারায় করে ফেলতে পারে পকেট বোঝাই।
আমাদের শবের শিৎকারে, আমাদের পাঁজরের হাড়ে
ওদের সিংহাসনের ভিত মজবুত হয় আর ওদের প্রশাসনিক
দক্ষতা বাড়ে, আবার এও বলা যায় আমাদের শব
ওদের সবথেকে বড়পুঁজী, আমাদের কংকালে ওদের বাস।
বলুন, ঈশ্বরের হাতের খেলার পুতুল হওয়ার চেয়ে
মূল্যবান কিছু আছে কী? আমরা তাই তাদের অধীন
হয়ে যাই, আমাদের পুড়ে যাওয়া শরীরে, ঘমার্ক্ত শবে।
কমেন্টকৃত এখানে!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আপনি অনেকদিন কবিতা পোষ্ট করেন না, কবিতা দেন।
শুভ সকাল।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: চমৎকার কবি!!!
+++++++
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ শোভন।
শুভ সকাল।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫৫
মামুন রশিদ বলেছেন: আমরা তাই তাদের অধীন
হয়ে যাই, আমাদের পুড়ে যাওয়া শরীরে, ঘমার্ক্ত শবে।
বিভীষিকার কবিতা নৃশংসতার কবিতা!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দেশ একটা ভৌগোলিক রেখা বা মানচিত্র মাত্র, তাই ওরা যেমন ইচ্ছে খেলে যাচ্ছে, খেলারাম খেলে যা! আমাদেরও দিন আসবে। কি বলেন মামুন ভাই?
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সকাল।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৯
লাবনী আক্তার বলেছেন: ঈশ্বরের হাতের খেলার পুতুল হওয়ার চেয়ে
মূল্যবান কিছু আছে কী? আমরা তাই তাদের অধীন
হয়ে যাই, আমাদের পুড়ে যাওয়া শরীরে, ঘমার্ক্ত শবে।
চমৎকার কবি!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভ দুপুর।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ব্লগে স্বাগতম।
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
প্যাপিলন বলেছেন: কালঘুমের নৈশব্দ চিরে বাজুক জীবনের আহ্বান
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জীবনের গানগাওয়া বোধপাখিরা বেঁচে নেই, তাই তো এমন দেখছি আমরা!
অনেক ধন্যবাদ ভাই।
শুভ দুপুর।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০
মাহমুদ০০৭ বলেছেন: মুগ্ধ !
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ দুপুর।
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
অপর্ণা মম্ময় বলেছেন: দ্রোহ !! ভালো ভাবে প্রকাশ পেয়েছে
বানান ভুল আছে। এখন আর সেগুলি উল্লেখ করতে ইচ্ছা করতাছে না ।
ভালো থাকো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বানান ভুল ব্যাপার না। এক সময় না এক সময় চোখে ধরা পড়বেই। আর তাছাড়া আপনি আছেন না।
অনেক ধন্যবাদ আপু।
রেস্ট নেন।
শুভ দুপুর।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
মামুন রশিদ বলেছেন: আমাদেরও দিন আসবে! ওরা পুড়বে একদিন ওদেরই জিঘাংসার অনলে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যদি সত্যিই এমণ হতো।
শুভ সন্ধ্যা মামুন ভাই।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ।
শুভ সন্ধ্যা।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার লেখা আলাউদ্দিন ভাই। অসাধারন লেগেছে। প্রচ্ছদ পছন্দ হয়েছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কা_ভা, কিচ্ছু ভাল্লাগে না। শরীরটা আছে কিন্তু অনুভূতিগুলো মরে যাচ্ছে।
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সন্ধ্যা।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
সোনালী ডানার চিল বলেছেন:
কবি, দারুণ কবিতা লিখেছেন!
কবিতার ভিতরে কিছু দর্শনচিন্তা বেশ ভাবনার!!
মানানসই ছবিটা কবিতায় ভিন্নমাত্রা এনেছে।
শুভকামনা কবি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, ঘুম আসে না। আমি ঘুমোতে পারছি না।
অনেক ধন্যবাদ কবি।
শুভ সন্ধ্যা।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
বোকামন বলেছেন:
একখানা পুরোপুরি রাজনৈতিক কবিতা !
শব্দের ত্রিমাত্রায় এবং দৃশ্যকল্পে অত্যন্ত নিগুঢ়ভাবে চালচিত্র ফুটে উঠেছে ।
সময় বদলে যাবে কিন্তু কবিতাটির আবেদন অক্ষত থেকে যাবে ।
সার্থক পোস্ট, বলবো ......।
+
শুভকামনা কবি ।
এভাবেই চলে যেতে হবে হয়তো ...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, আপনি যে কমেন্টে করেছেন তাতে আমার আনন্দে আপ্লুত হওয়ার কথা। কিন্তু সত্যি বলছি এসব আমাকে স্পর্শ করছে না। মনের টেরাকোটায় অগ্নিদগ্ধ কিছু লাশ। কিছু পুড়ে যাওয়া মানুষ। একটা অসহায় দেশ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ সন্ধ্যা।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সোজা কথা বলেছেন: অনেক ভালো লাগল।সত্যিই বেশি বেশি আমজনতাকে রোস্ট বানাতে পারলেই যেন মসনদে চড়ার ভিত গড়ে উঠবে !
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রোস্ট খেতে তো দারুণ। তাই তারা খেয়ে যাচ্ছে।
শুভেচ্ছা।
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: সবুজের স্রোতে মিশে যেতে নূতনের ধারক হতে।
আমরা বেরিয়ে পড়ি, আমাদের থামানো যায় না
আমাদের দমানো যায় না, আমরা অনাহারের
কাঙালপণা ঘোচাতে নয়, স্বপ্নের কেনাবেঁচা করতে
বেরিয়ে পড়ি,
ভালো লেগেছে আলাউদ্দিন ভাই !!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অভি সাবধানে থেকো।
ভালো থেকো।
শুভেচ্ছা।
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
সায়েম মুন বলেছেন: রূঢ়বাস্তবতা কবিতায় প্রকাশ। কবিতা এখন হুড়হুড় করে আপনার কলমে এসে যাচ্ছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, সাবধানে থেকেন।
ভালো থাইকেন।
শুভকামনা রইল।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার মন্ত্রমুগ্ধ লেখনী ।
ভালো লাগা রইলো অনেক ।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মন্ত্রী সাহেব।
শুভ রাত্রি!
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৬
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই।
শুভ রাত্রি।
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন্তব্যই এতো দীর্ঘ কবিতা
পুরাই হিংসিত।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিরা হিংসা করলে ভালো লাগে
অনেক ধন্যবাদ কবি।
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুনুননা আপনার পোস্টে মন্তব্য করতে গিয়ে একটা কবিতা লিখে ফেললাম। অনেক দিন ধরে চেষ্টা করছি, কিছু হচ্ছে না। কেউ যেন একপেশে মনে না করে। উলটো করে পড়লেই আর একপেশে মনে হবেনা।
তিনি এবং তালগাছ
একদা তিনি বলিলেন-
'তালগাছ ছাড়া হবে না।
তালগাছ ছাড়া কি হয়?
এই দেশের কৃষ্টিতে তালগাছ
সে তো একমাত্র উপায়।'
এরপর বহুদিন পর
তাল গাছের তাল
মাথায় পরিলে, তিনি বলিলেন-
'তালগাছ দিয়ে হবে না।
তাল গাছ দিয়ে কি হয়?
সারা বিশ্বে কোথায়ও কি আছে তালগাছ?
সুতরাং তালগাছ আর নয়, আর নয়।
কবিতায় আমি খুব বেশি কিছু বলতে চাইনা। কেবল মূল সুরটি ধরিয়ে দিতে চাই। এরপর অন্যরা যা কিছু ভাবে ভাবুক। নিজের মতো করেই ভাবুক। এই জায়গাটা তৈরি করতে পারলাম কিনা এইটাই বড় কথা, অন্ততঃ আমার কাছে।
কিছু বানান চোখের বালি হয়েছে। ঠিক করে নিন। আর ভালো থাকুন। সব সময়।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
তিনি এবং তালগাছ
একদা তিনি বলিলেন-
'তালগাছ ছাড়া হবে না।
তালগাছ ছাড়া কি হয়?
এই দেশের কৃষ্টিতে তালগাছ
সে তো একমাত্র উপায়।'
এরপর বহুদিন পর
তাল গাছের তাল
মাথায় পরিলে, তিনি বলিলেন-
'তালগাছ দিয়ে হবে না।
তাল গাছ দিয়ে কি হয়?
সারা বিশ্বে কোথায়ও কি আছে তালগাছ?
সুতরাং তালগাছ আর নয়, আর নয়।
তালগাছ-ই আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
কবিতায় খুব বেশি লেখার প্রয়োজন আছে বলে মনে করি না। পাঠকরা ঠিকই তাদের মতো ব্যাখ্যা দাঁড় করিয়ে নিবে।
চোখের বালি সরাতে টাইম লাগবে। আমার চোখে ধরা দিচ্ছে না তো।
অনেক ধন্যবাদ ভাই, চমৎকার একটা কবিতা শেয়ারের জন্য। আর যেহেতু আপনি আমার কবিতায় কমেন্ট করতে এসে কবিতা লিখে ফেলেছেন তাই বলতে পারি আমার কবিতা কেমন হয়েছে।
শুভ দুপুর।
সাবধানে থেকেন।
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
নীল-দর্পণ বলেছেন: একটা মানুষ নিজের বাসার পথ হারায় কি করে.।সেটাই আমার মাথায় ঢোকেনা! কেউ কি আছেন ব্যাপারটি আমাকে একটু বুঝিয়ে দেবার মত??
@লেখক আপনিও একটু বলবেন কি?
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেউ নিজের বাসা হারাইসে নাকি? যদি কেউ নিজের বাসা হারিয়ে থাকে তবে সে কবি কিংবা পাগল/পাগলী
কবিতা কিছু হয় নাই?
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭
আমিনুর রহমান বলেছেন:
এত গভীরভাবে ভাবিস কি করে?
মুগ্ধ ও অসাধারণ +++
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জানিনা আসলে!
এসে যায়।
অনেক ধন্যবাদ আমিন ভাই।
শুভ সন্ধ্যা।
২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
নীল-দর্পণ বলেছেন: তাহলে সে কবি
কবিতা নিয়ে কিছু বলার ক্ষমতা-যোগ্যতা আমার নাই
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ও আচ্ছা। অই কবিরে বইলেন বাসার ঠিকানা যাতে সব সময় পকেটে রাখে। যাতে করে লোকজনকে জিজ্ঞেস করে বাসার ঠিকানা বের করতে পারে।
থাক কবিতা নিয়ে কিছু বলতে হবে না।
শুভ সন্ধ্যা।
২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
সোমহেপি বলেছেন: কালঘুম!!!
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘুমিয়ে আছি।
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সন্ধ্যা।
২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯
হাসান মাহবুব বলেছেন: দগ্ধপাঠ।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ হা-মা ভাই।
শুভ সন্ধ্যা।
২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সন্ধ্যা।
২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অসাধারণ লেখা ভাইয়া ! +++++++++++++++++++++++++++++++++++
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভ সন্ধ্যা।
২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: মামুন ভাইয়ের কমেন্ট ভাল লাগল। আসলেই বিভীষিকার কবিতা নৃশংসতার কবিতা!
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধন্যবাদ ভাই।
শুভ সন্ধ্যা।
২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার হৈসে আলাউদ্দিন ভাইয়া।
আপনার প্রোপিক জোসস !
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ মুন।
প্রোপিকটা আমারও পছন্দের।
শুভ রাত্রি!
৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪
ডট কম ০০৯ বলেছেন: বলুন, ঈশ্বরের হাতের খেলার পুতুল হওয়ার চেয়ে
মূল্যবান কিছু আছে কী? আমরা তাই তাদের অধীন
হয়ে যাই, আমাদের পুড়ে যাওয়া শরীরে, ঘমার্ক্ত শবে।
শেষের তিন লাইনে মুখ বন্ধ কইরালাইছেন।সাবাস কবি সাবাস।
এমন আগুন বুকের ভেতর,আর কলমে শিষে যেন খুজে পাই অনন্তকাল।
১১ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি, সব সময় তো এমন আসে না। কখনো বা আসে। তখন ধরার চেষ্টা করি।
অনেক ধন্যবাদ কবি।
শুভ দুপুর।
৩১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
এহসান সাবির বলেছেন: চমৎকার !!
১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সন্ধ্যা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬
বৃতি বলেছেন: বাহ চমৎকার!