নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্যকুম্ভ!

https://www.facebook.com/aa.sharker

আহমেদ আলাউদ্দিন

সর্বস্বত্ত্ব সংরক্ষিত। প্রয়োজনে যোগাযোগ করুন- [email protected]

আহমেদ আলাউদ্দিন › বিস্তারিত পোস্টঃ

অপাংক্তেয় কথকথা ( এপ্রিল )

০৩ রা মে, ২০১৪ রাত ১০:০৬





ইবাদত

তুমি তো আমাকে চিনোই না

তবুও প্রতিনিয়ত তোমাকে খুন করি

তোমার অবয়বের মূর্তি গড়ি

তোমার চরণে ফুল এবঙ প্রসাদ রেখে

ভালোবাসার বিশুদ্ধ উচ্চারণে

হই তোমার পুরোহিত!

একে একে জপে চলি তসবির গোটা গোটা দানা

যা কেবল তোমার নামের স্বীকৃতি দেয়!





এইসব

এইসব ভুলে থাকা; ভুলে থাকার চেষ্টা

এইসব দেখা; না দেখার ভান

এইসব সকাল; সূর্য না জাগার গল্প

এই সব রাত; জোছনা না বিলানোর অভিযোগ

এইসব আলপথ; না হাঁটার ইতিকথা

এইসব ব্যস্তদিন; একাকীত্বের দূর্ভাবনা

এইসব আবেদন; না বুঝার চেষ্টা

এইসব কানাগলি; অন্ধকারের হস্তমৈথুন

এইসব বিরহ; বুঝেও না বুঝার আয়োজন

এইসব অভিশাপ; প্রাণখোলা হাসি

এইসব তুমিময়; তুমিতে তুমি

আমার আমি গিয়েছে শালমহুয়ার বনে

সংগোপনের সারসংক্ষেপ অভিসার!





আড়াল

খুনি হতে ইচ্ছে করে

ইচ্ছে করে জোর করে

ফুলস্টপ বসিয়ে দেই

কবিতার মাঝামাঝি!



যেখানে কেবল আঁধার

আর,

অর্ণবের উথাল পাথাল ঢেউ



নিশি জাগা চোখ

চুপচাপ চলে যায়

দৃশ্যখাদকের আড়ালে...







স্মৃতি

বলি, বৈশাখ এলেই কেন এমন হয়

কেন কর্কশ রোদে ঘর্মাক্ত শরীর বেয়ে নামে

দীর্ঘশ্বাসের মেলানকলি!

কেন আকাশ মাটি জল জমা পড়ে

মদের গেলাসে, কেন চুম্বন বিষয়ক

জ্ঞান একই কেন্দ্রে স্থির হয়ে এঁকে যায় বৃত্তচাপ!



বলি, বৈশাখে কেন স্থির হয়ে যায় বাতাস

কেন বাগানবিলাসের সেনিটোরিয়ামে

হঠাৎ দমকা হাওয়া শিলা বৃষ্টি!



বলি, বৈশাখ এলেই কেন এমন হয়

কেন আলোর ছড়াছড়িতে

অন্ধকারের রচনা সংগ্রহ!





বৃত্তায়ন

কেন্দ্রে স্বঘোষিত হার, কম্পাস কাঁটায় সে হারের বৃত্তায়ন

আমি আঁকি ফুল, সে হয় বীজ

আমি আঁকি গোধূলি, সে হয় নিশুতি রাত

আমি গাই প্রভাত সঙ্গীত

সে হয় ভারী রাগের তানপুরার টুংটায়

আমি আঁকি সে নেয় রূপ

আমি গাই সে বাজায় আপন সুর

আমি করি হারের বৃত্তায়ন; সে হয়

ফুলের সুবাস, ছড়ায় আপনাকে ছাড়িয়ে

এখানে ওখানে অই দূরে দূরে

কেন্দ্র পড়ে থাকে বিন্দু, আপন আপন!





মরুফুল

গোপন ফুল গোপনে ফুটে যায়

ঘ্রাণ কিছু ছড়ায় ইথারে, এখানে ওখানে

আমি অঁজোপুকুরে ডুব দিয়ে

অতলের খবর জেনে নিয়ে কোথায় যাই

কোথায় হারাই, কিভাবে কোথায়

কোন মেঘের ডাকপিয়ন হয়ে যাই

কোন রোদ্দুরের পরাগ ছুঁয়ে

কোন কোথায় সূচনা করি নির্জীবপলি!



অথবা,



পপিফুল; ঘুমঘোর জীবন!





সূচনা

কথা কী হলো কিছু চুপচাপ, না সব এলোমেলো

কথা কী তবে নৈঃশব্দবতীর আরাধণা

শিল্পের অনুক্ত প্রাচীন মানবের গুহাচিত্র!

আমি আঁকি ফুলের সমাবেশ গুহার দেয়ালে দেয়ালে

তুমি এসে দেখে যাও নৈঃশব্দবতী, আমার

ইবাদতে কতোটা আছো তুমি, তুমি কতোটা কী।

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:২০

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রাশেদীন ভাই কেমন আছেন? আপনি ফ্রী কবে? চলেন একদিন আড্ডা দিই।

থ্যাঙ্কস কবি।

২| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালোলাগার ক্রম করতে চাচ্ছিলাম, প্যাচ লেগে যায়। :)

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতোটাই খারাপ হইছে বুঝি! :(

থ্যাঙ্কস কবি।

৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:৫৭

জাহাঙ্গীর.আলম বলেছেন:


ভাল লাগল কবি ৷



০৩ রা মে, ২০১৪ রাত ১১:১০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

শুভ রাত্রি!

৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:০০

সকাল রয় বলেছেন:

সব গুলোই অসাধারণ!

আপনার হাতে জাদু আছে

০৩ রা মে, ২০১৪ রাত ১১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লজ্জা দিয়েন না কবি।

অনেক অনেক ধন্যবাদ।

শুভ রাত্রি!

৫| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:১৪

মামুন রশিদ বলেছেন: সব গুলো কবিতা সুন্দর । এইসব, আড়াল বেশি ভালো লেগেছে ।

০৩ রা মে, ২০১৪ রাত ১১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা না পড়তে পড়তে এবং আজকাল তেমন লেখার চেষ্টা না করাতে কবিতা লিখতে গেলে কেমন যেন জড়তা কাজ করে।


থ্যাঙ্কস মামুন ভাই।

ডুব দিলাম কিছুদিনের জন্য।

ভালো থাইকেন :)

৬| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৫৬

হানিফ রাশেদীন বলেছেন: হুম। আড্ডা দেয়া যায় একিদন। কিন্তু আমার তো একেবারেই সময় নাই। তবু, দেখা যাক...। একিদন সবাই আড্ডা দেব।

শুভ কামনা।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একদিন সময় বের করে কল দিয়েন। তাহলেই হবে।

শুভেচ্ছা কবি।

৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা দিয়াই তো গায়েব হইয়া যান গা! ভালোমন্দ দেখা হইলে কমু। ব্লগের চাইতে বাস্তবে আপনের লগে বেশি দেখা হয়।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! কবিতা নিয়ে এখানেই বলতে পারেন। আমি আসলে হারিয়ে গেছি। কোথাও কনসেন্ট্রট করতে পারি না।

কেমন আছেন কা_ভা?

দেখা হবে নিশ্চয়ই।

৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার লেখা +++++

০৪ ঠা মে, ২০১৪ রাত ১:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই।

শুভ রাত্রি!

৯| ০৪ ঠা মে, ২০১৪ রাত ২:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:



সবগুলোই ভালো লাগলো কবি।

++++

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ শোভন।

শুভ সকাল।

১০| ০৪ ঠা মে, ২০১৪ ভোর ৪:১৩

রেজওয়ান তানিম বলেছেন: মোটামুটি লাগল, আপনার অনেক লেখা এর চেয়ে বেশি ভাল লেগেছিল

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কিছু তো হলো :)

অনেক ধন্যবাদ তানিম।

১১| ০৪ ঠা মে, ২০১৪ ভোর ৪:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
সব কটা'ই সুন্দর হয়েছে।
আলাদা ভাবে, 'এইসব' গতিময়, 'ইবাদত' গভীর আর মরুফুল হয়ত আমার সাথে সম্পর্কিত! সূচনাটা চুপচাপ!

কবি, আপনার ভাঙাগড়া আমি বৃত্তায়ন -এ দেখলাম!

খুব শুভেচ্ছা এই মধ্যরাতে দারুণ একরাশ সম্ভারে সুরভিত করার জন্য!!

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি,
আপনার কমেন্টে অনুপ্রাণিত :)

অনেক ধন্যবাদ।

১২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:২০

ডট কম ০০৯ বলেছেন: একে একে জপে চলি তসবির গোটা গোটা দানা
যা কেবল তোমার নামের স্বীকৃতি দেয়!


নামটা বলা যাবে কবি!!! ;)

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যে নামে তসবি জপবেন সে নামই সাড়া দিবে ;)

থ্যাঙ্কস আরমান ভাই।

১৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


সবকটাই খুব ভাল লাগল কবি।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কান্ডারি ভাই।

ভালো থাইকেন :)

১৪| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: খুব ভাল লাগলো কবি। সকাল বেলা আপনার কবিতা পড়ে মনটা ভাল হয়ে গেল্ব।
চমৎকার কিছু শব্দে চমৎকার কয়েকটি কবিতা। আপনার সাধনা স্বার্থক হয়েছে। :)

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস সেলিম ভাই।

আপ্লুত হলাম :)

ভালো থাকবেন।

১৫| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সব কটাই অসম্ভব সুন্দর লেগেছে

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

ভালো থাকবেন।

১৬| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৫৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সবগুলোই অসম্ভভ ভাল লেগেছে।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকুন :)

১৭| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:১৩

ডানাহীন বলেছেন: কবিতা লেখা খুব কঠিন একটি কাজ । ক্রমাগত অতৃপ্তি জমে ওঠে । তারপরেও আপনি কত অবলীলায় লিখতে পারেন দেখে ভালো লাগলো ।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনি কই হারাইছেন বলেন তো? আপনার কবিতা মিস করি।

ফিরে আসুউউউউউউউউউউউউউউউউউউউউউন :)


অনেক ধন্যবাদ কবি।

শুভকামনা রইল।

১৮| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা কম বুঝি! এটা আর্শিবাদ। তাই অধিকাংশ কবিতা আমার ভালো লাগে! আপনার এই পোষ্টের প্রায় সবগুলোই আমার ভালো লেগেছে।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আসেন চিমটি কাঁটি!! ;) আমিও কবিতা কম বুঝি B-))


অনেক ধন্যবাদ কা_ভা।

গতরাতে ভয় পাইয়ে দিসলেন! :P

১৯| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি ভালা আছি! আপনি ভালো তো! ;) :D

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার মতো করে আমি ভালো নাই। অন্যদের সাথে তুলনা করলে ভালো আছি B-)

২০| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:২১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে দুই নাম্বারটায় যে মিষ্টি লিরিক্যাল ভাবটা ছিলো, তা "অন্ধকারের হস্তমৈথুন" শব্দবন্ধ দ্বারা লঙ্ঘিত হয়েছে মনে হলো।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দিলেন তো প্যাচে ফেলে! শব্দটা তাহলে চেঞ্জ করতে হয়।


অনেক ধন্যবাদ হা-মা ভাই।

শুভ জাগরণ!

:)

২১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৪৬

রাতুল_শাহ বলেছেন: সকাল রয় বলেছেন:

সব গুলোই অসাধারণ!

আপনার হাতে জাদু আছে

কথা সত্য।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে রাতুল!

কি খবর? আছেন কেমন?

দয়া করে লজ্জা দিয়েন না :)

শুভ রাত্রি!

২২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৫৪

এহসান সাবির বলেছেন: তুমি এসে দেখে যাও নৈঃশব্দবতী, আমার
ইবাদতে কতোটা আছো তুমি...................

০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আছে নাকি কোন নৈঃশব্দবতী? ;)

থ্যাঙ্কস সাবির ভাই।

শুভ রাত্রি!

২৩| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:১৩

এহসান সাবির বলেছেন: নারে ভাই সেই ভাগ্য আমার নাই :(

০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আসেন ভাই গলাগলি করি B-))

এসব নৈঃশব্দবতীরা না থাকাই ভালো, সময় ভালো কাটে ;)

২৪| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১:২৯

আমি স্বর্নলতা বলেছেন: সব ক'টাই ভীষণ সুন্দর হয়েছে। :) :)

০৫ ই মে, ২০১৪ দুপুর ২:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এই নেন এটা পড়েন----


ডেথ সার্টিফিকেট --- রণজিৎ দাশ

প্রিয়জনদের কাছ থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়লে সেই বিচ্ছেদজনিত কষ্টে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এজাতীয় মৃত্যুর ঐতিহাসিক সাক্ষ্য রয়েছে জগদ্বিখ্যাত অভিযাত্রী ডক্টর ডেভিড লিভিংস্টোনের লেখায়। আফ্রিকার ক্রীতদাসদের এভাবে মরতে দেখেছেন তিনি, এবং লিপিবদ্ধ করে গেছেন এই মর্মান্তিক তথ্য, 'সবচেয়ে অদ্ভুত যে অসুখটি আমি আফ্রিকাতে দেখেছি, সেটা হল, বস্তুতপক্ষে, ভগ্নহৃদয়ের অসুখ। এই অসুখে সেই মানুষই আক্রান্ত হয়, যে স্বাধীন ছিল, কিন্তু যাকে ক্রীতদাস করা হয়েছে।' সদ্য ক্রীতদাসের শিকল-পরানো বহু মানুষ অবোধ জন্তুর মতো শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে দাসপ্রভুদের খোঁয়াড়ে, এবং কয়েক সপ্তাহের মধ্যেই মারা যায়, এই দৃশ্য স্বচক্ষে দেখেছেন তিনি। এই অসুখে আক্রান্ত অনেক ক্রীতদাসের সঙ্গেই লিভিংস্টোন কথা বলেছেন, এবং লিখে গেছেন, 'তাদের একমাত্র ব্যথা হৃদয়ে, তারা এই কথাই বলত, এবং হাত দিয়ে বুকের সঠিক জায়গা দেখিয়ে দিত।' কয়েকশো বছর আগেও মনোকষ্ট বা শোক মানুষের মৃত্যুর অন্যতম কারণ হিসেবে চিকিৎসাজগতে স্বীকৃত হত। কিন্তু এখন আর তা হয় না। এখন আর কোন ব্যক্তির ডেথ সার্টিফিকেটে লেখা হবে না এই মন্তব্য, 'ভগ্নহৃদয়ের অসুখে এই ব্যক্তির মৃত্যু ঘটেছে।' কারণ আধুনিক ডাক্তারেরা এই মন্তব্যকে এক মধ্যযুগীয় মূর্খামি বলে হেসে উড়িয়ে দেবেন। এখানেই আধুনিকতার নীরব সন্ত্রাস। অগত্যা, বিষণ্নতার এক ক্রীতদাস আমি, সত্যের খাতিরে, আমার নিজের ডেথ সার্টিফিকেট আমি নিজেই লিখে যাওয়ার চেষ্টা করছি, সব আধুনিক ডাক্তার এবং হাসপাতালকে ফাঁকি দিয়ে। এতদিন ধরে কবিতার ছদ্মবেশে যা কিছু লিখে চলেছি, সবই সেই ডেথ সার্টিফিকেটের ভিন্ন ভিন্ন গোপন মুসাবিদা.

২৫| ০৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪০

আমি স্বর্নলতা বলেছেন:

আসলেইত মনোকষ্টেও যে মানুষ মারা যায় এটা এখনকার ডাক্তাররা স্বীকারই করবেনা হেসেই উড়িয়ে দেবে। :D :D

০৫ ই মে, ২০১৪ বিকাল ৫:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

এখানেই আধুনিকতার নীরব সন্ত্রাস। :P

২৬| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০

অদৃশ্য বলেছেন:





সবগুলোই সুন্দর...



শুভকামনা...

০৮ ই মে, ২০১৪ সকাল ৯:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।

শুভকামনা রইল :)

২৭| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: আবার এসে পড়ে গেলাম।

০৮ ই মে, ২০১৪ সকাল ৯:২৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবারও বলতে পারলেন না! খারাপ হয়েছে ;)

শুভকামনা রইল :)

২৮| ০৬ ই মে, ২০১৪ রাত ১০:১৯

নুসরাতসুলতানা বলেছেন: 'বৃত্তায়ন ' ভাল লাগলো।

০৮ ই মে, ২০১৪ সকাল ৯:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো আছেন?

অনেকদিন পর ব্লগে আসলেন মনে হচ্ছে!

২৯| ০৮ ই মে, ২০১৪ সকাল ৯:৪৮

বৃতি বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর। "এবঙ" এর এই বানান কি ইচ্ছাকৃত?

০৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
জ্বী, আপু ইচ্ছাকৃত।

এই বানানে অর্থের পরিবর্তন হয় না কিন্তু চোখের আরাম হয়। অন্তত আমার কাছে তাই মনে হয় :)

অনেক ধন্যবাদ কবি আপা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.