নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌমিক প্রোটিন আর অ্যামাইনো এসিডের সংমিশ্রণে তৈরী এক হোমো সেপিয়েন্স

আহমেদ সৌমিক বিন সৈয়দ

আহমেদ সৌমিক বিন সৈয়দ › বিস্তারিত পোস্টঃ

শুধু তুমি থেকে গেলেই পারতে

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

সম্পর্কটা বড্ড তাড়াতাড়ি তোমার থেকে দূরে সরে যায়। তুমি বোঝো সবটা বোঝো তুমি। অনুভব করা যথেষ্ট ক্ষমতা তোমার ছিল। তুমি জানতে তুমি ছাড়া আমার পরিণতিটা।

জানো আমি তখনও তোমাকে ভেবে কত কিছুই না লিখতাম। আমি আজও তোমাকে ভেবে কতকিছুই না লিখি। তবুও তুমি চলে গেলে। তবু সব কান্না ফেলে দিয়ে এই শহরের বুকে আমায় একলা কাঁদাবে বলে হয়তো তুমি চলে গেলে। শেষ বর্ষায় যখন ঢাকা ভিজলো আমি সারারাত তোমার হাতের কাল্পনিক স্পর্শে ডুবে ছিলাম। পরদিন সকালে ঠিক আজকের মতই সূর্য উঠেছিল। সেদিন তুমি আমার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বললে "নাহ! তোমার সাথে আর থাকতে পেরে উঠছি না!"
আমি বলেছিলাম জানো; আমি বলেছিলাম! ভালোবাসি!! কারনে অকারনে তোমাকেই ভালোবাসি।
কিন্তু নাহ, ঠিক পেরে উঠলাম না। তোমাকে সমস্তটা বুঝানোর পরও,আমার সমস্তটা তোমার পায়ে লুটিয়ে দেবার পরও আমার সব গল্পের খাতা বন্ধ করে তুমি চলে গেলে।

আচ্ছা তোমার মনে আছে তুমি বলেছিলে; তুমি বলেছিলে সবসময় তুমি আমার পাশে থাকবে। কিন্তু আমি রাতের পর রাত যখন কেঁদেছিলাম তুমি ছিলেনা সে সময়টাতে। সে সময়টাতে আমি তোমাকে পাইনি আমার পাশে।

তুমি নেই আজ। আমি একলা বসে উলঙ্গ পৃথিবীর নিচে আবার লিখতে বসলাম তোমাকে নিয়ে। কিন্তু জানো! যে আমি তোমাকে নিয়ে একটা সম্পূর্ণ উপন্যাস লিখে ফেলতে পারতাম সে আমি এমন একটা বৃষ্টির রাতে তোমাকে নিয়ে একটা শব্দ পর্যন্ত লিখতে পারছিনা আজ।

শুধু তুমি থেকে গেলেই পারতে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.