নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌমিক প্রোটিন আর অ্যামাইনো এসিডের সংমিশ্রণে তৈরী এক হোমো সেপিয়েন্স

আহমেদ সৌমিক বিন সৈয়দ

আহমেদ সৌমিক বিন সৈয়দ › বিস্তারিত পোস্টঃ

সাবধান! রাস্তা পাড় হচ্ছে স্পাইডারম্যান

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৯

একটা কাজ শেষে গাজীপুরের কালিয়াকৈর থেকে নিজে ড্রাইভ করে ঢাকা ফিরছিলাম। রাস্তাঘাট যথেষ্ট সুন্দর, যথেষ্ট স্মুথ। এইসব রাস্তায় গাড়ি চালিয়েও আনন্দ। আওয়ামীলীগ সরকার গত তিন বছরে কিছু করুক বা না করুক একটা কাজ ঠিকই করছে। সেটা হলো রাস্তাঘাটের উন্নয়ন। রাস্তার গঠন, সৌন্দর্যের দিক দিয়ে আমি কালিয়াকৈরের রাস্তাকে ১০ এ ৯ দিবো। কিন্তু গাড়ি ড্রাইভ করতে গিয়ে সমস্যা বাধলো অন্য এক জায়গায়। দুইপাশের দুই রাস্তার মাঝে ইয়া বিশাল বিশাল ডিভাইডার। সেই বিশাল ডিভাইডার টপকে টপকে মানুষ রাস্তা পাড় হচ্ছে। পুরুষও যেমন পাড় হচ্ছে। তেমনি নারীরাও পিছিয়ে নেই। তারা সবাই যেনো একেকটা স্পাইডারম্যান। গোটা হাইওয়েতেই কিছু দুরুত্ব অন্তর অন্তর চলছে তাদের এই পাড়াপাড়।

এই রাস্তায় নতুন, এমন কোনো ড্রাইভার কখনো কল্পনাই করবে না যে, এখান দিয়েও মানুষ রাস্তা পাড় হতে পারে! এর ফলে কি ঘটবে? হতাহত, মৃত্যু, ভাঙচুর আরোও কতো কি। সেসময় ঘটনার পিছনের ঘটনা কেউই জানতে চাইবে না। কেউ তখন জিজ্ঞাস করবে না যে, দোষ আসলে কার? পত্রিকায় লেখালেখি হবে, "বেপোরোয়া গতির কারণে মহাসড়কে নারী/পুরুষের মৃত্যু। চালক আটক"

যা হোক, কালিয়াকৈরের রাস্তায় সেদিন গাড়ি চালাবার সময় এইসব অসচেতন মানুষদের দেখে আমার ইন্সট্রাক্টরের কথা মনে পড়ে গেলো। করোনার টাইমে যখন ড্রাইভিং শিখি, তখন আমার ইন্সট্রাক্টর একটা কথা বলেছিলো। তিনি বলেছিলেন, " ভাই, যখন ড্রাইভিং সিটে বসবেন তখন একটা বিষয় মনে মনে ভাববেন যে, এই পৃথিবীতে একমাত্র মানুষ আপনি। আর কোনো মানুষ নাই এই পৃথিবীতে। ড্রাইভিং সিট থেকে যাদেরই দেখা যাবে তারা সব গরু, ছাগল। তারা কিচ্ছু জানে না। কিচ্ছু বুঝে না। তারা হুটহাট আপনার চলন্ত গাড়ির সামনে এসে পড়বে। কেউ কেউ মনের খুশীতে নাচতে, নাচতে কিংবা ফোনে কথা বলতে বলতে রাস্তা পাড় হবে। কিংবা রাস্তা পাড় হবার সময় ডানে বামে তাকাবে না। তাদেরকে আপনার গাড়ির নীচে চাপা পড়ার হাত থেকে বাঁচানোর দায়িত্ব আপনারই।"
সেদিন ইন্সট্রাক্টরের কথার মর্মটা ঠিক বুঝি নাই। কিন্তু আজ বুঝি। রাস্তায় চলাচলের সময় মানুষের রাস্তা পাড় হবার ধরণ দেখে বুঝতে পারি- যানবাহনের বেপোরোয়া গতি কখনোই রাস্তা পারাপারের সময় মানুষ মৃত্যুর একমাত্র কারণ না। যানবাহনের নীচে চাপা পড়ার জন্য মানুষের কমনসেন্সও ব্যাপকভাবে দায়ী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.