নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এহসান জুয়েল : নত হয়েছি আকাশ দেখার আশায়

যেটা বিশ্বাস করি, সেটাই উচ্চারণ করি

এহসান জুয়েল

গলিপথে হাটি, কুকুরের তাড়া খাই। হাটতে হাটতে একদিন হাটার শেষ দেখতে চাই।

এহসান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বন্ধুরা, আমাদের ক্ষমা করে দিন।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

এদেশে আমার যত সংখ্যালঘু বন্ধুরা আছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী, লজ্জ্বিত। কেন একটা রাষ্ট্র তার ৪২ বছর পরও আপনাদের নিরাপত্তা দিতে পারেনি!

আপনাদের নিয়ে সরকার রাজনীতি করে, বিরোধীরা রাজনীতি করে, মোল্লারা রাজনীতি করে, আবার আপনাদের সম্প্রদায়ের দালালেরাও রাজনীতি করে। যেন স্বাধীন বাংলায় রাজনীতির গিনিপিগ হতেই আপনাদের জন্ম হয়েছে।

ইতিহাস স্বাক্ষী, যে অসাম্প্রদায়িক চেতনা হতে বাংলাদেশের জন্ম হয়েছিলো, তাতে এমনটা হওয়ার কথা ছিলো না। তবে কি এখনো আমরা মুখে যে চেতনার কথা বলি, তা মনে ধারন করতে পারিনি বলেই বারংবার এইসব ঘৃণিত কর্মকান্ড দ্যাখতে হয়!!!

বন্ধুরা, আমাদের ক্ষমা করে দিন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:১৫

খাটাস বলেছেন: আপনার রিসেন্ট পোস্ট নিয়ে ক্ষমা প্রার্থনা করুন জাতির সামনে।

২| ০৩ রা মে, ২০১৩ রাত ৩:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: আপনাদেরকে সম্মান করি, ভালবাসি,
আপনাদের কাছ থেকে সবসময় দ্বায়িত্বশীল আচরন আশা করি।

চাওয়ার পরিমাণ বেশী বলেই হয়ত, আপনাদের ইচ্ছা / অনিচ্ছাকৃত কোন ভুল সহজে মেনে নিতে পারিনা।

ওই পোস্টে কয়েকজন আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এজন্য ব্যাক্তিগত ভাবে আমি লজ্জিত, ক্ষমাপ্রাথী।


ওই পোস্ট সরিয়ে ফেলা হয়েছে।

ভাল থাকবেন
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.