নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এহসান জুয়েল : নত হয়েছি আকাশ দেখার আশায়

যেটা বিশ্বাস করি, সেটাই উচ্চারণ করি

এহসান জুয়েল

গলিপথে হাটি, কুকুরের তাড়া খাই। হাটতে হাটতে একদিন হাটার শেষ দেখতে চাই।

এহসান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

ভারত ভ্রমনে পরামর্শ চাই

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৯

সময় ৭-৮ দিন।

বাজেট ৪০,০০০ টাকা।

২ জন।

ভারতের কোথায় ঘুরতে যেতে পারি, পরামর্শ দেবেন বন্ধুরা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬

এম বি ফয়েজ বলেছেন: আসামকেই আপাততঃ বেচে নিতে পারেন। এখানকার শ্যামল মাঠ, গভীর অরণ্য, পাহাড় ঘেষা রাস্তা, বিল, নদী-নালা ভরা মাছ এবং সর্বোপরি কাজিরাংগা সহ অন্যান্য আরোও কিছু অভয়ারণ্য বিদেশী পর্যটকদের মন কাড়ে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

এহসান জুয়েল বলেছেন: ধন্যবাদ। আসাম যা্ওয়ার উপায়টা জানেন কি? জানলে দয়া করে আ্ওয়াজ দেন।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

বিট বলেছেন: গোয়া। নি:সন্দেহে গোয়া যেতে পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে জানি। এনজয় করতে পারবেন। শুধু এই টুকুই বলি সমগ্র ভারতে ২টি সবোর্চ্চ টুরিষ্ট স্পট এর মধ্যে এক নম্বর কাশ্মর দ্বিতীয় গোয়া।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

এহসান জুয়েল বলেছেন: গোয়া/ কাশ্মিরের খরচটা কেমন পড়বে?

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৪

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: ভাই কবে যাচ্ছেন? আপনাকে কিছু টাকা দিলে কলকাতা থেকে একটা কাপড় এনে দেবেন কি ?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

এহসান জুয়েল বলেছেন: দু:খিত। এটা পারবো না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.