নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এহসান জুয়েল : নত হয়েছি আকাশ দেখার আশায়

যেটা বিশ্বাস করি, সেটাই উচ্চারণ করি

এহসান জুয়েল

গলিপথে হাটি, কুকুরের তাড়া খাই। হাটতে হাটতে একদিন হাটার শেষ দেখতে চাই।

এহসান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

রুদ্র বৈশাখী দিনে কবরে যাবো না ...(রিপোস্ট)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

আজ নয়,

এই রুদ্র বৈশাখী দিনে কবরে যাবো না।

উদাসিন, অগ্নিমাখা কন্ঠস্বর ফেলে,

তোমার নারকীয় নগ্নতা না ছুঁয়ে-

ক্ষুধার্ত্ব মাটির বুকে আমি যাবো না।



পাথর ভাঙ্গার মতো ভাঙ্গছি নিজ পাজরের হাড়,

চাঁদের বুকে চলে লোডশেডিংয়ের নিলজ্জ্বতা।

জোৎস্না রাতের শ্রভ্রতা সব পুড়ছে সুখের অনলে

এখনো বধূয়াকে বলিনি সে নদীদের কথা।



মৃত্যুর দোহাই, ফিরে যাও মৃত্যুর দূত,

নির্জনে চুমু খেতে দাও চোখ, ঠোট ও সুরভিত মাদবীলতায়

বস্তুত আমি নিজেই চলেছি মৃত্যুর যাত্রায়।

একদিন এসে দেখে যেও মর্গে পচছে দেহ ও প্রেম,

আর কবিতাগুলো সব বেলি হয়ে ফুটে রবে বধূয়াদের গাঁয়ে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.